জনতার চিন্তা

জনতার চিন্তা সুন্দর আগামীর প্রত্যাশায় নরসিংদী জেলা

১৭ ডিসেম্বর (২০২৪)মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।
17/12/2024

১৭ ডিসেম্বর (২০২৪)মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।

............. অভিনন্দন! মাধবদী থানা.র,এসআই (নিরস্ত্র)/ইউসুফ আহম্মেদ অক্টোবর ও নভেম্বর ২০২৪ খ্রি. মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
24/11/2024

............. অভিনন্দন!
মাধবদী থানা.র,এসআই (নিরস্ত্র)/ইউসুফ আহম্মেদ অক্টোবর ও নভেম্বর ২০২৪ খ্রি. মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি,র কাছ থেকে কর্ম মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ বিশেষ কল্যাণ সভায় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ গ্রহণ করে।

১০ সেপ্টেম্বর (২০২৪) মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।
10/09/2024

১০ সেপ্টেম্বর (২০২৪) মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।

নরসিংদীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
10/09/2024

নরসিংদীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

04/09/2024

বিজয় এখনো অনেক দূরে, আমরা গত ১৭ বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়।
৷৷৷৷৷ তারেক রহমান৷৷৷

মহান আল্লাহ সকল ক্ষমতার মালিক।আলহামদুলিল্লাহ।
03/09/2024

মহান আল্লাহ সকল ক্ষমতার মালিক।
আলহামদুলিল্লাহ।

02/09/2024

নিয়মিত সংবাদ পেতে "জনতার চিন্তা" ফেসবুক পেজে চোখ রখুন।
❤️❤️

16/06/2024
০৪ জুন (২০২৪) মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।
04/06/2024

০৪ জুন (২০২৪) মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।

১৪ মে (২০২৪) মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।।
14/05/2024

১৪ মে (২০২৪) মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।।

৭ মে (২০২৪)  মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।
07/05/2024

৭ মে (২০২৪) মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।

মাধবদীতে অপারেশনের নামে রোগীর সাথে প্রতারণা করলো হাজী আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষ সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী এ...
29/04/2024

মাধবদীতে অপারেশনের নামে রোগীর সাথে প্রতারণা করলো হাজী আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষ

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায় রয়েছে বেশ কয়েকটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে একটি প্রতিষ্ঠান হলো হাজী আজগর আলী হাসপাতাল। এ হাসপাতালের সেবার মান নিয়ে ভোক্তভোগী রোগীদের রয়েছে নানা রকম অভিযোগ। সম্প্রতি অপারেশন হওয়া রোগীর লিখিত অভিযোগ থেকে জানাযায়, কিডনীতে পাথরের নিয়ে চিকিৎসা করাতে যায় হাজী আজগর আলী হাসপাতালে। সেখানে কর্তব্যরত এম.বি.বিএস, এফ.সি.পি.এস (সার্জারী), স্পেশাল ট্রেইনড ইন অর্থোপেডিক্স ডাঃ রতন লাল সাহা পরীক্ষা-নিরীক্ষা করে কিডনীতে পাথর আছে এবং অপারেশন করাতে হবে বলে জানান। পরে হাসপাতাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ নজরুল ইসলামের সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া অপারেশনের যাবতীয় খরচ বাবদ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। গত ১০ মার্চ ২০২৪ইং তারিখে প্রায় ৩ ঘন্টা যাবৎ অপারেশনের পর ডাক্তার ২টি পাথর দিয়ে বলেন এই পাথর অপারেশন করে বের করা হয়েছে। এখন রোগী সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের দেওয়া পাথর দেখে পরিবারের লোকজনের সন্দেহ হলে রোগীকে অন্য হাসপাতালে আবারো পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট দেখে তারা হতবাক হয়ে যায়। কিডনীতে পাথরের জন্য ডাক্তার অপারেশন করেছে অথচ কিডনীতে পাথর আগের মতো রয়ে গেছে। তখন পরিবারের লোকজনের মনে প্রশ্ন জাগে অপারেশন করে যদি পাথর বেরই করা হয় তাহলে কিডনীতে এখনো কিসের পাথর? এই কথা জানার জন্য যখন পুনরায় হাজী আজগর আলী হাসপাতালে রোগীর লোকজন যায়, তখন হাসপাতালের ডাক্তার ও মালিক পক্ষ বলে আসলে অপারেশনের পরও কিছু পাথর থাকতে পারে। আপনারা কাউকে কিছু বলবেন না। আমরা পূনরায় বীনা খরচে আবারো অপারেশন করে দিব। এক পর্যায়ে ডাঃ রতন লাল সাহা ও হাসপাতালের মালিক পক্ষ ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে আবারো অপারেশন করতে হবে বলে জানায়। দ্বিতীয়বার অপারেশনে খরচ লাগবে ১লক্ষ ২০ হাজার টাকা। তখন রোগী ও তার পরিবারের লোকজন এত টাকা দিতে পারবে না বলে জানানোর পরে তারা কয়েক দফায় ৬০ হাজার টাকা লাগবেই বলে জানাই। তখন তাদের বলা হয় আপনারা চিকিৎসায় ভুল করেছেন এখন আমরা টাকা দিব কেন? আমরা আপনাদের সাথে ২৫ হাজার টাকা নির্ধারন হয়েছে সেই টাকাই দিব। আর যত টাকা লাগে আপনারা দিবেন। আপনারা আমার অপারেশন করবেন কিনা বলেন? এই কথার পর তারা সম্মত হয়ে ডাক্তার নিজেই সকল ব্যবস্থা করে গত ১৭ এপ্রিল ২০২৪ইং তারিখে রোগীকে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ রতন লাল সাহা দ্বিতীয়বার একই সমস্যার জন্য অপারেশন করে। অপারেশনের পর কিডনী থেকে পাথর বের করে পরিবারের লোকজনকে দেওয়া হয়। পরের দিন ১৮ এপ্রিল ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ৬১ হাজার ১শত ৯৬ টাকা বিল দিতে বলে এবং রোগী বাসায় নিয়ে যেতে বলে। বিল পেয়ে রোগী সহ পরিবারের লোকজন ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বলে তাদেরকে শুধুমাত্র ২৫ হাজার টাকা দিতে বলা হয়েছে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বলে রোগী নিয়ে যেতে হলে সম্পূর্ণ টাকা দিয়েই নিয়ে যেতে হবে। চিকিৎসক রতন লাল সাহা ও মাধবদী আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তখন তারা বলে বিল দিয়ে আপনার রোগী বাসায় নিয়ে যান। এমতবস্থায় রোগীর লোকজন আত্মীয়-স্বজন থেকে ফোন দিয়ে মোবাইলে বিকাশে লোন নিয়ে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের কাউন্টারে বিল পরিশোধ করে ছুটি দেওয়ার প্রায় ৭ ঘন্টা পর রোগী নিয়ে বের হয়। রোগীটি একজন প্রবাসী। আগামী ০৩ মে মালয়েশিয়া ফ্লাইট। কিন্তু শারীরিক এমন অবস্থায় মালয়েশিয়া যাওয়া এখন হুমকির মুখে। রোগীর সাথে চিকিৎসক রতন লাল সাহা ও মাধবদী আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষ প্রতারণা করে ও ভুল চিকিৎসা করে একাধিকবার অপারেশন করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রন্থ করে। এমনটিই অভিযোগ করেছে রোগী আবু সাঈদ।

মাধবদীতে হিটস্ট্রোকে  যুবকের মৃত্যু জনতার চিন্তা রিপোর্ট ঃ নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হ...
21/04/2024

মাধবদীতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

জনতার চিন্তা রিপোর্ট ঃ নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাফকাত জামিল ইবান (৩২) সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত জাকারিয়া জামিলের ছেলে এবং শেখেরচর বাজারের কাপড় ব্যবসয়ী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্ত্রী এবং তিন বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে নারয়াণগঞ্জে তার আত্মীয়ের বাড়ি থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজ বাড়ি মাধবদী ফিরছিলেন ইবান। এসময় তীব্র তাপদাহের ফলে আক্রান্ত হন হিটস্ট্রোকে। পরবর্তীতে বাড়ি ফিরেও অজ্ঞান এবং অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় ।
সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. মাহমুদুল কবির বাশার বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচন্ড রৌদ্রের মাঝে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যায় ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তার মৃত্যুর সঠিক কারণ নির্নয় করা যায়নি।
#

১৬ এপ্রিল (২০২৪)  মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।
16/04/2024

১৬ এপ্রিল (২০২৪) মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।

মাধবদী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সমগ্রী ও  নগদ অর্থ বিতরণ জনতারচিন্তা রিপোর্ট :  মাধবদী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ-উল...
06/04/2024

মাধবদী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সমগ্রী ও নগদ অর্থ বিতরণ

জনতারচিন্তা রিপোর্ট : মাধবদী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ-উল- ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ৬ এপ্রিল শনিবার সকাল ১১টায় মাধবদী জনকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে। ব্যবসায়ী ও সমাজ সেবীদের সমন্বয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় মাধবদী জনকল্যাণ সংস্থা। মাধবদী জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে এ সংস্থাটি। করোনা মহামারিতে হত দরিদ্রদের সাহায্য করা, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং দরিদ্র অসহায় মানুষের মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার জন্য বিভিন্ন ঈদ উৎসবে ঈদ উপহার বিতরণের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর প্রচেষ্টা রয়েছে সর্বদাই। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী জনকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূইয়া। জনকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর ইসমাইল ভূইয়া, সহ সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হাজি মোঃ আইনুল হক, কোষাধ্যক্ষ মোঃ ছাদেকুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক হাজি মোঃ মোদাচ্ছের হোসেন রানা, সদস্য হাজী গিয়াসউদ্দিন, আব্দুল হাই, মোঃ মোঃ আল আমিন, নুরু মিয়া, মোঃ মজিদ মিয়া, আব্দুল রাজ্জাক বাদশা, নুরুল ইসলাম প্রমুখ। ঈদ উপহারের মধ্যে ছিল নগদ টাকা, চাউল, চিনি, তেল, লবন, সেমাই, দুধ, কিচমিছ, ডাউল, সাবান। এসব ঈদ উপহার ৭শত ৮৪জন পরিবারের মাঝে বিতরণ করা হয়।

২ এপ্রিল (২০২৪)মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।
02/04/2024

২ এপ্রিল (২০২৪)মঙ্গলবারের প্রকাশিত সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকা।

Address

College Road, VP Joshim Tower, Madhobdi
Narsingdi

Telephone

01711364583

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনতার চিন্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জনতার চিন্তা:

Videos

Share