27/12/2024
কক্সবাজার মিজানুর রহমান আজহারীর মাহফিল। এখানে শুধু জামাতের মিডিয়া নয় কওমি অঙ্গনের মিডিয়া আছে। অথচ দিন দিন কওমি অঙ্গনে আলেমরা মিডিয়া নিষিদ্ধ করতেছে।
এদিকে জামাতের কোন মিডিয়া কওমি অঙ্গনের বক্তার পিছনে থাকে না কিন্তু কওমি অঙ্গনের মিডিয়া জামাতের বক্তার ভিডিও করার দিকে ঝুকছে।
এর কারণ কি কেউ বলতে পারবেন?
আমি একজন কওমি অঙ্গনের মিডিয়ার পরিচালক হয়ে বলতেছি জামাতের বক্তারা যেভাবে মিডিয়া দের কে স্নেহ ভালোবাসা সম্মান দেয় কওমি অঙ্গনের আলেমরা সেটা থেকে অনেক দূরে...
ইদানিং অনেক মাহফিল কমিটি মিডিয়া থেকে ৩ হাজার টাকা চাঁদা দাবি করে। অনেক কমিটি এবং বক্তা ভিডিও করা নিষেধ করে দেয়।
অথচ তারা প্রচারের জন্য পোস্টার বিলি করে অফলাইনে কিংবা অনলাইনে। এই পোস্টার দেখে দূর দূরান্ত থেকে অনেক মিডিয়া কষ্ট করে আসার পরে মিডিয়া দেরকে দূর দূর করে।
তারা যদি নিষেধই করবে তাহলে পোস্টারে এত কিছু লিখতে পারে মিডিয়া নিষেধ এই কথাটা কি ওরা লিখতে পারে না?