Quraan & Hadith Promoter

Quraan & Hadith Promoter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quraan & Hadith Promoter, Broadcasting & media production company, Dhaka, Narsingdi.

এখানে আপনি কুরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা দেখতে পারেন
ইসলামের গুরুত্বপুর্ণ তাওহীদ ও শির্ক, ইমান
সলাত সিয়াম হজ্ব যাকাত আকিদাহ মানহাজ ও বিভিন্ন বিষয়ের উপর লিখা, ভিডিও পোষ্টার দেখতে পাবেন এবং প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ

02/06/2024
https://youtu.be/aNUrPYD6RMA
29/05/2024

https://youtu.be/aNUrPYD6RMA

এখানে আপনি কুরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা দেখতে পারেনএই আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কুরআন ও সুন্না....

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,“প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, ‘হে আল্...
24/05/2024

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
“প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন।
তাঁদের একজন বলেন, ‘হে আল্লাহ! দাতাকে তার দানের বিনিময় দিন।’ আর অপরজন বলেন, ‘হে আল্লাহ! কৃপণকে ধ্বংস দিন।”
(সহীহুল বুখারী হাদিস নং ১৪৪২)

21/05/2024

আল্লাহ আরো বলেনঃ
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُواْ وَاتَّقَواْ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالأَرْضِ وَلَـكِن كَذَّبُواْ فَأَخَذْنَاهُم بِمَا كَانُواْ يَكْسِبُونَ
আর যদি সে সব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আমরা তাদের জন্য আসমান ও যমীনের বরকতের দ্বার উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যারোপ করেছিল; ফলস্বরূপ আমরা তাদের কৃতকর্মের জন্য তাদেরকে পাকড়াও করেছি। -[সূরা আ'রাফ, ৯৬]

21/05/2024
যদি শহীদের কোন ঋন থাকে আর সে ঋন যতক্ষন পর্যন্ত তার ওয়ারিশ শোধ করবে না ততক্ষন পর্যন্ত তার রুহ আসমান যমিনের মাঝে ঝুলন্ত অব...
18/05/2024

যদি শহীদের কোন ঋন থাকে
আর সে ঋন যতক্ষন পর্যন্ত তার ওয়ারিশ শোধ করবে না ততক্ষন পর্যন্ত তার রুহ আসমান যমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে ।
#দুর্ভোগ তাদের জন্যে যারা নিজেদের #ঋনের ব্যাপারে উদাশ
#ঋন #১টাকা #১কোটি #ঋনই

 #গীবত পরিহার করার অর্থ হচ্ছে নিজেকে কবরের দুই তৃতীয়াংশ আযাব থেকে সুরক্ষিত রাখা । #গীবত থেকে বাঁচার কিছু উপায়।১. হুটহাট ...
11/05/2024

#গীবত পরিহার করার অর্থ হচ্ছে
নিজেকে কবরের দুই তৃতীয়াংশ আযাব থেকে সুরক্ষিত রাখা ।
#গীবত থেকে বাঁচার কিছু উপায়।
১. হুটহাট করে কিছু বলে ফেলবেন না কারও বিষয়ে। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। এমনকি যতটুকু সম্ভব কম কথা বলাই ভালো, চুপ থাকাও একটা #ইবাদত।
২. আপনার #বন্ধু অথবা কাছের আত্মীয়ের অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না। কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে #গীবত করিয়ে নিবে আপনি টেরই পাবেন না।
৩. অতি #প্রয়োজন ছাড়া লোকসমাগম এড়িয়ে চলুন। কেননা যেখানে #মানুষ বেশি থাকে সেখানে #গীবতও বেশি হয়।
৪.আপনার কাছে কেউ #গীবত করলে তাকে থামিয়ে দিবেন। সম্ভব হলে বুঝিয়ে বলবেন। কারণ #গীবত করা ও #গীবত শোনা দু'টাই হারাম।
নিজেও যখন কথা বলতে বলতে গীবত করে ফেলবেন এবং হঠাৎ খেয়াল হবে যে, আরে আমি তো #গীবত করে ফেলতেছি! সাথে সাথে থেমে যাবেন এবং #তাওবা করবেন।
৫.অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না, অমুক মোটা, অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের #গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে।
৬. অমুক এই এই কাজগুলো ভালো করেনি। অমুকের এই-এই #স্বভাব ভালো না। অমুকের নামে এই-এই #বদনাম আছে। ওমুক আমার এই-এই ক্ষতি করছে। এগুলো বলার অর্থ হলো যে, #মানুষের #দোষ নিয়ে কথা বলা; যেটা #গীবতের অন্তর্ভুক্ত।
৭. এর পরেও যদি #গীবত হয়ে যায়, তাহলে সাথে সাথে #আস্তাগফিরুল্লাহ্ অথবা দুই রাকাত #নফল #নামাজ পরে #আল্লাহর কাছে #ক্ষমা #প্রার্থনা করবেন।
কাউকে নিয়ে কোন #অভিযোগ থাকলে সেটা আমরা #আল্লাহর কাছে বলব। পারলে তাকে ক্ষমা করে দিব ।মানুষের কাছে এগুলো নিয়ে #আলোচনা করে উল্টো নিজের গোনাহ কামানো কোন #বুদ্ধিমানের কাজ হতে পারে না। অন্যের দোষ ঢেকে রাখলে #আল্লাহ পাকও এ কারণে তোমার-আমার দোষ ঢেকে রাখবেন #ইনশাআল্লাহ!
মনে রাখবেন #গীবত আমাদের নেক আমলগুলোকে #ধ্বংস করে দেয়। #আল্লাহ তায়ালা আমাদেরকে #আমলগুলো করার তাওফিক দান করুক।
copy Al Aini আইনী

10/05/2024
08/05/2024

Address

Dhaka
Narsingdi
1604

Alerts

Be the first to know and let us send you an email when Quraan & Hadith Promoter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quraan & Hadith Promoter:

Videos

Share