![এই ছেলেটির নাম : আবু বাকার গতকাল রবিবার ( ০৮/১২/২০২৪ ) আমার গাড়ি থেকে আমার নিজের ব্যবহৃত iPhone 14 PRO maxএবং নগত ৬ হা...](https://img4.medioq.com/760/478/616044207604788.jpg)
09/12/2024
এই ছেলেটির নাম : আবু বাকার
গতকাল রবিবার ( ০৮/১২/২০২৪ )
আমার গাড়ি থেকে আমার নিজের ব্যবহৃত iPhone 14 PRO max
এবং নগত ৬ হাজার রিংগিত চুরি করে পালিয়ে গেছে।
পরে তার কোম্পানির বসের সাথে যোগাযোগ করে জানতে পারি একই দিনে সে তার হোস্টেলের ৩জনের মোবাইল এবং আরো বেশ কিছু বন্ধুদের বেতনের টাকাও ( প্রায় ১১ হাজার রিংগিত ) চুরি করে পালিয়ে গেছে।
সবার কাছে আকুল আবেদন.🙏🙏🙏🙏.. এই ছেলে মালয়েশিয়া অথবা বাংলাদেশের যদি কারো পরিচিত হয় বা কখনো কেও তাকে দেখতে পান তবে দয়া করে যেকোনো ভাবে আমাকে জানাবেন ( +60175866660 ) 🇲🇾
অথবা মালয়েশিয়ার যেকোনো থানায় যোগাযোগ করবেন।
কারন তার নামে আমি নিজে এবং তার কোম্পানিও পুলিশ রিপোর্ট করা হয়েছে।
বি.দ্র. সে মালয়েশিয়ায় পেরাকের পারিত বুন্তার এলাকায় HZ GREEN PULM SDN. BHD. কোম্পানিতে কাজ করতো এবং সে আমার দোকানের নিয়মিত গ্রাহক এবং পরিচিত মানুষ হওয়ায় প্রায় সময় আমার সাথে গাড়িতে এখানে__সেখানে যেতো। গতকাল পালিয়ে যাবার আগেও সে আমার গাড়িতে আমার সাথে একটি কাজে গিয়েছিল এবং ফিরে আসার পরে আমি গাড়ি থেকে নামার পরে গাড়ি লক করার আগে কোন একফাকে সে আমার মোবাইল ও গাড়িতে থাকা টাকা গুলো নিয়ে চলে যায়।
রবিবার হওয়ায় আমিও অনেক ব্যস্ততার কারণে তাৎক্ষণিক খেয়াল করিনি। আর যখন বুঝতে পারি তখন আর তাকে খুঁজে পাইনি।
#মালয়শিয়া #প্রবাসিমালায়শিয়া #বাংলাদেশী