FAYAZ Blossom World

FAYAZ  Blossom World হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ করে নাহ!
আল্লাহর উপর বিশ্বাস রাখো,
সময় মতো সব আশা পুরণ হবে!! ❤️
ইনশাআল্লাহ ❤️🥀

24/12/2024

প্রশংসা সেই মহান আল্লাহ’র যিনি আবার একটি সকালের সুন্দর সূর্য দেখার তৌফিক দান করেছেন

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
23/12/2024

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

23/12/2024

মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে, ‘আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী’, কিন্তু তারা বিশ্বাসী নয়।

23/12/2024

তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম।

23/12/2024

আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। যে ভাল উপার্জন করবে সে তার (প্রতিদান পাবে) এবং যে মন্দ উপার্জন করবে সে তার (প্রতিফল পাবে)। হে আমাদের প্রতিপালক! যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তাহলে তুমি আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তিগণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের উপর অর্পণ করো না, যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদেরকে ক্ষমা কর, আমাদের পাপ মোচন কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমি আমাদের অভিভাবক। অতএব সত্য প্রত্যাখ্যানকারী (কাফের) সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে (সাহায্য ও) জয়যুক্ত কর।

23/12/2024

তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী আরামদায়ক।’ (সুরা নাবা : আয়াত ৯)

23/12/2024

যদি কোনো ব্যক্তি আপনাকে চোখ বন্ধ করে না দেখে, তার মানে আপনি তাদের হৃদয়ে নেই, এবং তাদের হৃদয়ে যা নেই তা তাদের ভবিষ্যতে অনুপস্থিত।

23/12/2024

মানুষ তাকেই আঁকড়ে ধরে রাখতে চায় যার মধ্যে সে নিজেকে খুঁজে পায়।

23/12/2024

বিদায় নিল আঁধার রাত, বন্ধুদের তাই, সুপ্রভাত।

সত্যিকারের বন্ধুত্ব গাছের মতো ধীরে ধীরে বাড়ে
22/12/2024

সত্যিকারের বন্ধুত্ব গাছের মতো ধীরে ধীরে বাড়ে

22/12/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Freelancer Shakil Ahmed, Tarek Khan, Rakibul Hasan

22/12/2024

“আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।”

22/12/2024

আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না।”

22/12/2024

দয়ার সাগর আল্লাহ আমার,
একটা জিনিস চাই।
আখেরাতে আমি যেন,
তোমার করুণা পাই।

22/12/2024
22/12/2024

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সেবকরা কখনও ধৈর্য হারায় না, কারণ তারা জানে নতুন চাঁদের পূর্ণিমা পর্যন্ত যেতে সময় লাগে।

22/12/2024

তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না। এর জন্য তোমাকে সময় দিতে হবে, এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে।

Address

Narsingdi

Telephone

+8801924473824

Website

Alerts

Be the first to know and let us send you an email when FAYAZ Blossom World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FAYAZ Blossom World:

Share