Sardar Faruk

Sardar Faruk You are Welcome to my Page and Thanks for being with me.

23/04/2024

খেলে অনলাইনে জুয়া, পরিচয় দেয় ফ্রিল্যান্সার

"রাকিব ভালো করে পড়, বিয়ে করতে হবে!!!
23/04/2024

"রাকিব ভালো করে পড়, বিয়ে করতে হবে!!!

18/04/2024

মনে রাখবেন- গাছ বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই, কিন্তু মানুষ বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজন।
অপ্রয়োজনে গাছ কাটবেন না।

17/04/2024

পাড়ার দাদিমা :
তর বয়সের মেয়েদের কবে বিয়ে হয়ে গেছে, বাচ্চাকাচ্চাও হয়ে গেছে। তর এখনো বিয়ে হচ্ছে না কেন?

মেয়ে :
দাদিমা আপনার বয়সের সবাই কবরে চলে গেছে, শুধু আপনিই বেঁচে আছেন সমাজে কোটনামি করার জন্য।

17/04/2024

একটা শার্ট বের হইছে- বিড়াল নাকি কুত্তাসহ, এটি পরিধান করার সাথেই গুনাহ শুরু হয়ে যাবে। যতখন পড়নে থাকবে ততখন গুনাহ হতে থাকবে।

17/04/2024

স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত সবাই প্রাইভেট পছন্দ করে, শুধু জামাইয়ের বেলায় সরকারী খোঁজে।

17/04/2024

এই ঈদে গরুর গুস্ত ৭৫০ টাকা কেজিতে বিক্রয় হইছে। এই দাম গরিব এবং মধ্যবিত্তদের নাগালের বাহিরে।

প্রত্যেক সমাজে যদি ধনিরা লাভের আশা না করে গরু কিনে কসাইয়ের খরচ সহ মেপে কেজি প্রতি যা পরলো সেই ধরে বিক্রি করতো তাহলে কতই না ভালো হতো। এইটাও কিন্তু একটা বড় মাপের সমাজ সেবা হতো। আমি মনে করি।

16/04/2024

ইচ্ছায়, অনিচ্ছায়, ঠেলায়, ধাক্কায় এতো এতো গ্রুপে এড হয়েছি যে, ইদানিং নিজেকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক মনে হয়।😁

15/04/2024

ভদ্র ব্যবহার করা উচিৎ, তবে বেশি ভদ্র হওয়া ভালো না। কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না।

14/04/2024

"সবাই মন পরিষ্কার রাখার চেষ্টা করি। শেষ হিসাবটা কর্মের হবে, অর্থের নয়।"

13/04/2024

যে দেশে মানববন্ধন হয়, বোঝে নিবেন সে দেশে বিচার নাই।

কথা 100% সঠিক
06/03/2024

কথা 100% সঠিক

সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো- "আমি কিছুই জানি না, এটা জানা"
03/03/2024

সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো- "আমি কিছুই জানি না, এটা জানা"

শুন গো দখিনা হাওয়া প্রেম করেছি আমি,লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।
28/02/2024

শুন গো দখিনা হাওয়া প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।

স্পেশাল ভাপা পিঠা 😋
28/02/2024

স্পেশাল ভাপা পিঠা 😋

শাপলা বিলজৈন্তা, সিলেট।
27/02/2024

শাপলা বিল
জৈন্তা, সিলেট।

বেশি পরিমাণ টাকা দীর্ঘমেয়াদে জমা করে রাখবেন না।ধরেন ১ লক্ষ টাকা আপনি আলমারিতে এক বছর জমা করে রেখেছেন। এক বছর আগে এই এক ল...
15/02/2024

বেশি পরিমাণ টাকা দীর্ঘমেয়াদে জমা করে রাখবেন না।
ধরেন ১ লক্ষ টাকা আপনি আলমারিতে এক বছর জমা করে রেখেছেন। এক বছর আগে এই এক লক্ষ টাকা দিয়ে যে পরিমাণ জিনিসপত্র বা সম্পদ ক্রয় করতে পারতেন, এক বছর পর ঐ এক লক্ষ টাকা দিয়ে সমপরিমাণ জিনিসপত্র বা সম্পদ ক্রয় করতে পারবেন না। ধরেন এখন আপনার কাছে এক লক্ষ টাকা আছে। বর্তমানে এক লক্ষ টাকা দিয়ে এক ভরি স্বর্ণ কেনা যায়। আপনি এই এক লক্ষ টাকা এক বছর আপনার কাছে রেখে দিলেন। এক বছর পর বাজারে গিয়ে দেখলেন এক ভরি স্বর্ণের দাম এখন এক লক্ষ দশ হাজার টাকা। এখানে কিন্তু টাকার মান কমে গেলো দশ হাজার টাকার সমমূল্যের। সুতরাং বেশি পরিমাণ টাকা হাতে না রেখে বৈধ কোনো সম্পদ ক্রয় করুন, বৈধ ও হালাল ব্যবসায়ে কাজে লাগান।

12/01/2024

"মানুষ কথা বলতে ভয় পেলে বোঝতে হবে গণতন্ত্র নেই"

-: অমর্ত্য সেন :-
ভারতীয় বাঙালী নোবেল জয়ী অর্থনীতিবিদ

আসসালামু আলাইকুমশুভ সকাল🍀🌷
30/12/2023

আসসালামু আলাইকুম
শুভ সকাল🍀🌷

28/12/2023

পুরুষ এমন একটা প্রাণী যাদের মন খারাপ বলতে কিছু নাই। পুরুষদের থাকে অভাব– হয় টাকার, নয়তো ভালোবাসার।

24/12/2023

ছাত্র : স্যার, স্বপ্ন ছিল বড় ছিনতাইকারী হমু🙄। কিন্তু মানুষ পাত্তাই দেয় না🙁।

স্যার : মানুষ কি কয়🥹?

ছাত্র : মানুষ প্রথমে জিগায় কোন দলের রাজনীতি করি😲। আমার রাজনৈতিক দলের নাম শুনে মানুষ বলে তুই ছিনতাইকারী হতে পারবি না।😒

21/12/2023

কোনো মুসলিম যদি বাসা-বাড়িতে কুকুর পোষে তাহলে তার আমলনামা থেকে প্রতিদিন কম করে হলেও ১টি করে নেকি কাটা যায়।
নাউজুবিল্লাহ

19/12/2023

মেডাম : কিরে এসএফ তুই কিসের জন্য ক্লাসে আসছ!

এসএফ : মেডাম শিখার জন্য ক্লাসে আসি।

মেডাম : তাহলে ক্লাসের পড়ায় মনযোগ দে না।

এসএফ : কিন্তু মেডাম আজকে তো শিখায় ক্লাসে আসেনি!

19/12/2023

এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যতটা ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে।
রুমী (রহ.)

আলহামদুলিল্লাহআমার পুটুরাণী🌺❤️
17/12/2023

আলহামদুলিল্লাহ
আমার পুটুরাণী🌺❤️

আলহামদুলিল্লাহছোট রাজকন্যা👸
17/12/2023

আলহামদুলিল্লাহ
ছোট রাজকন্যা👸

সিলেট বন্দরবাজার, কোর্টপয়েন্ট।
30/11/2023

সিলেট বন্দরবাজার, কোর্টপয়েন্ট।

10/09/2023

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি ভাইরাল।

"সেলফিটা বাধিয়ে গলার মধ্যে ঝুলিয়ে ঘুরে বেড়ান।" বলেছেন– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

27/08/2023

আম্মুঃ সুমি...পড়তেছিস?

সুমিঃ হুমম...আম্মু পড়তেছি।

আম্মুঃ তোর বই থেকে কিসের আলো বেরিয়ে আসছেরে... সুমি।

সুমিঃ শিক্ষার আলো বেরিয়ে আসছে আম্মু।

Address

Sagaria Para
Narsingdi
1605

Telephone

+8801575062127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sardar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sardar Faruk:

Videos

Share

Category

Nearby media companies



You may also like