Bd_islamic_status_friend_club

Bd_islamic_status_friend_club ইসলাম শান্তির ধর্ম।।🥰🥰🥰

-মনে রাখতে পারাকে স্মৃতিশক্তি বলে। স্মৃতিশক্তি প্রখর হলে মানুষ কত ধরনের সুবিধা ও কল্যাণ লাভ করে, এর কোনো শেষ নেই। আল্লাহ...
23/12/2024

-মনে রাখতে পারাকে স্মৃতিশক্তি বলে। স্মৃতিশক্তি প্রখর হলে মানুষ কত ধরনের সুবিধা ও কল্যাণ লাভ করে, এর কোনো শেষ নেই। আল্লাহ তাআলা মানুষকে স্মৃতিশক্তি বাড়াতে দোয়া, জিকির বেশ কিছু কাজের প্রতি উৎসাহ দিয়েছেন।

জ্ঞান বৃদ্ধির অনেক দোয়া ও আমল কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমল করলে ও দোয়া পড়লে— আল্লাহ তাআলা জ্ঞান বৃদ্ধি করে দেন। কল্যাণকর জ্ঞান ও ইলম দান করেন। তাই প্রত্যেক মুসলিমের উচিত বেশি বেশি করে এসব দোয়া পড়া ও আমল করা। এখানে একটি চমৎকার দোয়া উল্লেখ করা হলো; যেটি পড়লে আল্লাহ তাআলা স্মরণশক্তি বৃদ্ধি করে দেন।

-দোয়াটি হলো (আরবি) :

ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻻَ ﻋِﻠْﻢَ ﻟَﻨَﺎ ﺇِﻻَّ ﻣَﺎ ﻋَﻠَّﻤْﺘَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ

বাংলা উচ্চারণ : সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।

অর্থ : (হে আল্লাহ) আপনি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে আপনি আমাদিগকে যা শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। (২/৩২)

কোরআন-সুন্নাহর আলোকে এখানে কয়েকটি দোয়া ও আমল বলা হয়েছে—

এক. ইখলাস বা আন্তরিকতা

যেকোনো কাজে সফলতা অর্জনের ভিত্তি হচ্ছে ইখলাস বা আন্তরিকতা। আর ইখলাসের মূল উপাদান হচ্ছে বিশুদ্ধ নিয়ত। নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব সম্পর্কে উস্তাদ খুররাম মুরাদ বলেন, ‘উদ্দেশ্য বা নিয়ত হলো- আমাদের আত্মার মতো অথবা বীজের ভিতরে থাকা প্রাণশক্তির মতো। বেশিরভাগ বীজই দেখতে মোটামুটি একইরকম, কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারাগাছ হয়ে বেড়ে উঠে আর ফল দেওয়া শুরু করে তখন আসল পার্থক্যটা পরিস্কার হয়ে যায় আমাদের কাছে। একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে আমাদের কাজের ফলও তত ভালো হবে।’

এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘তাদের এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।’ (সুরা আল-বায়্যিনাহ, আয়াত : ০৫)

তাই আমাদের নিয়ত হতে হবে এমন যে, আল্লাহ আমাদের স্মৃতিশক্তি যেন একমাত্র ইসলামের কল্যাণের জন্যই বাড়িয়ে দেন।

দুই. দোয়া করা ও জিকির করা

আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন। এক্ষেত্রে আমরা নিন্মোক্ত দু’আটি পাঠ করতে পারি,

رَّبِّ زِدْنِي عِلْمًا

বাংলা উচ্চারণ : রাব্বি যিদনি ইলমা

অর্থ : হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বাহা, আয়াত : ১১৪)

তাছাড়া জিকির বা আল্লাহর স্মরণও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। আল্লাহ তাআলা বলেন, ‘…যখন ভুলে যান, তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন...। (সুরা কাহাফ, আয়াত : ২৪)

তাই আমাদের উচিত জিকির, তাসবিহ (সুবহান আল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- এর মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা।।

-হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন, ‘কোরআনের (সুরা নসরের) নির্দেশ (فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَ...
22/12/2024

-হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন, ‘কোরআনের (সুরা নসরের) নির্দেশ (فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡهُ) অনুযায়ী আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু ও সেজদায় গিয়ে বেশি বেশি বলতেন-

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي

উচ্চারণ : ‘সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি।’

অর্থ : ‘হে আমাদের প্রভু, আল্লাহ! আপনার পবিত্রতা বর্ণনা করছি আর আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন।’ (বুখারি)

সুরা বাকারা। পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা। এ সুরার শেষ দুটি আয়াতের রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। নিয়মিত এ অংশের আমল বান্দা...
21/12/2024

সুরা বাকারা। পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা। এ সুরার শেষ দুটি আয়াতের রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। নিয়মিত এ অংশের আমল বান্দাকে নানা বিপদাপদ থেকে রক্ষা করবে। জান্নাতের পথও সুগম করবে।

রাসুলুল্লাহ (সা.)-কে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল (সা.), কোরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সুরা এখলাস। এরপর আবার বললেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি। এরপর আবার বলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতকে পছন্দ করেন, যা দ্বারা আপনার ও আপনার উম্মত লাভবান হবে। নবীজি (সা.) বললেন, সুরা বাকারার ২৮৫-২৮৬ নম্বর শেষ দুটি আয়াত।

এ দুটি আয়াত কখন অবতীর্ণ হয়?

সহিহ্ মুসলিমে এ দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে, ‘এ দুটি আয়াত রাসুল (সা.)-কে মিরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে।’

এ তাসবিহটি মুমিন মুসলমানের জন্য অনেক মর্যাদার। যার প্রতিদান দেবেন স্বয়ং আল্লাহ। এ তাসবিহ-এর উসিলায় মুমিন বান্দা সহজেই মহ...
16/12/2024

এ তাসবিহটি মুমিন মুসলমানের জন্য অনেক মর্যাদার। যার প্রতিদান দেবেন স্বয়ং আল্লাহ। এ তাসবিহ-এর উসিলায় মুমিন বান্দা সহজেই মহান আল্লাহর দিদার লাভ করবে। কারণ, আল্লাহ তাআলার সরাসরি সাক্ষাতই হবে মুমিন বান্দার জন্য সেরা উপহার। অথচ বিশ্বনবির ঘোষণা অনুযায়ী, মুমিন বান্দার এ তাসবিহ পাঠের বিনিময় সরাসরি আল্লাহর দিদার লাভের সময় পাবেন।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মর্যাদা সম্পন্ন তাসবিহটি বেশি বেশি পড়া। আল্লাহর প্রশংসায় নিজেদের নিয়োজিত রাখা। সুতরাং আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার লাভ করার জন্য এ তাসবিহ পড়া।।

নুহ (আ.) যখন তার উম্মতদের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন। এবং মহান আল্লাহ মহাপ্লাবন দ...
15/12/2024

নুহ (আ.) যখন তার উম্মতদের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন। এবং মহান আল্লাহ মহাপ্লাবন দিয়ে তাকে সাহায্য করেন। তার শত্রুদের নিশ্চিহ্ন করে দেন। (সুরা: কামার, আয়াত : ১০, তাফসিরে তাবারি)

ঈমান অতি মূল্যবান জিনিস। এটি পাকাপোক্ত করা সবার জন্য জরুরি। ঈমানের অর্থ জ্ঞাপক দ্বিতীয় কালেমা শাহাদাত।।
14/12/2024

ঈমান অতি মূল্যবান জিনিস। এটি পাকাপোক্ত করা সবার জন্য জরুরি। ঈমানের অর্থ জ্ঞাপক দ্বিতীয় কালেমা শাহাদাত।।

আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। 🤲🤲
10/12/2024

আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। 🤲🤲

আমি চললাম আমার রবের পথে,, তিনিই আমাকে পথ দেখাবে ইনশাআল্লাহ।।
09/12/2024

আমি চললাম আমার রবের পথে,, তিনিই আমাকে পথ দেখাবে ইনশাআল্লাহ।।

সুরা বাকারার শেষের ২টা আয়াত পড়ার ফজিলত।।
08/12/2024

সুরা বাকারার শেষের ২টা আয়াত পড়ার ফজিলত।।

মানুষ কি বলবে, মানুষের কথা বাদ দেন।। মরে গেলে মানুষ আর মনে রাখবে না।।
01/12/2024

মানুষ কি বলবে, মানুষের কথা বাদ দেন।। মরে গেলে মানুষ আর মনে রাখবে না।।

হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো।।
30/11/2024

হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো।।

এই দুনিয়াটা ধোঁকা, মিছে মায়া ছাড়া আর কিছুই না।।
29/11/2024

এই দুনিয়াটা ধোঁকা, মিছে মায়া ছাড়া আর কিছুই না।।

সময় থাকতে আল্লাহর কাছে ফিরে আসেন।।
24/11/2024

সময় থাকতে আল্লাহর কাছে ফিরে আসেন।।

কবরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।।
23/11/2024

কবরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।।

পুরুষ মানুষের কষ্ট কেউ বুঝে না।। 🥺🥺
21/11/2024

পুরুষ মানুষের কষ্ট কেউ বুঝে না।। 🥺🥺

মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ।।
17/11/2024

মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ।।

কবরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।।
16/11/2024

কবরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।।

দিনে কমপক্ষে ৭০ বার বা ১০০ বার পড়ার চেষ্টা করবেন।।
16/11/2024

দিনে কমপক্ষে ৭০ বার বা ১০০ বার পড়ার চেষ্টা করবেন।।

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd_islamic_status_friend_club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category