15/10/2023
এক দেশে এক বাদশা ছিল,
ওন একদিন মনে হলো ওনার মহলে এত জ্ঞানী লোকের মধ্যে একজন বেকুব থাকা দরকার।
তার পর অনেক খোঁজাখুঁজি পর একজনকে পেল আর তার জন্য খাস করে একটা তাজ বানালো।
তার পর প্রতিদিন তাকে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করা হতো আর তার উওর শুনে দরবারে সবাই খুব হাসাহাসি করত।
একদিন বাদসা অসুস্থ হয়ে পরল বাদশা তার সমস্যা দূর করার জন্য তার শেষ সময়টা বেকুবের সাথে কাটাতে চাই।
একদিন বেকুবকে বল্ল বাদশা আজ তুমি প্রশ্ন করবা আর আমি উত্তর দিব।
বেকুব : আপনি মৃত্যুর পর কোথায় খবর নিয়ে জাবেন
বাদশা :আমার মালিকের কাছে...
বেকুব :আপনি ওইখানে কতদিন থাকবেন
বাদশা: সব সময়।
বেকুব : তাহলে তো আপনি ওই জায়গার মধ্যে আপনার আরাম আইএস এর জন্য ভালো আয়োজন করছেন।
বাদশা : না আমি তো কোন আয়োজন করিনি।
বেকুব : বেকুব তার মাথার তাজ খুলে রাজার মাথায় দিয়ে বল্ল ভুল মাফ করবেন আমার থেকে বেশি এ তাজের হক দার তো আপনি যেখানে থাকবেনই না সেখানে এত বড় রাজত্ব যে জায়গার সবসময়ের জন্য থাকবেন শেখানোর জন্য কিছুই না।😭😭😭