07/10/2024
তনি আপুর হাসবেন্ডের জন্য প্রার্থনা।
তনি আপুর হাসবেন্ড একজন বরাবরই ভালো মানুষ।তার জন্য প্রার্থনা। তনি আপুর হাসবেন্ডকে নিয়ে বলার আগে সবার আগে তনি আপুর সম্পর্কে বলতে হবে আমাকে। তনি আপুকে আমার বরাবরই একজন পজিটিভ মানুষ মনে হয়েছে যদিও তনি আপুর সাথে আমার কখনো কথা হয়নি। দেখা হয়নি। তনি আপুর একটা সাক্ষাৎকার দেখেছি। তিনি কিভাবে তার জার্নিটা শুরু করেছিলেন কিভাবে
তিনি আজকের একজন সফল ইনফ্লুয়েন্সার হয়েছেন একজন উদ্যোগতা হয়েছেন তার গল্প শুনেছি।
তনি আপুর জার্নিটা এতো সহজ ছিল না। যখন তিনি এই জার্নিটা শুরু করেছিলেন সেই পথটা এতো সহজ ছিল না! অনেক বাঁধার সম্মুখীন হয়েছেন। অনেক মানুষের বোলিংয়ের স্বীকার হয়েছেন। এখনও আজকাল ইনফ্লুয়েন্সাররা
বোলিংয়ের স্বীকার হচ্ছেন নেগেটিভ মানুষের ধারা! অনেকেতো এই বোলিংয়ের জন্য নিজের পেশা পরিবর্তনও করে ফেলে! অনেকে আত্নহত্যা পর্যন্তও করেছে অতীতে!লাইভ করার সময় এমন শত শত অনেক নেগেটিভ মানুষের কমেন্ট আসে সেইগুলোরও সম্মুখীন হতে হয় ইনফ্লুয়েন্সারদের। অনেকে এড়িয়ে যায়। প্রতিবাদ করে না। কিন্তু তনি আপু একজন প্রতিবাদী। তিনি অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করেন আর এটাই অনেকের ভালো লাগে না!
বাঙালির ভালো না লাগার অনেক কারণ আছে! এই যেমন ধরুন কেউ একজন সুখে আছে তার থেকে। ব্যস শুরু হয়ে গেলো ঈর্ষা করা!
সমাজের অনেকে আছে যারা পোষাক দেখে মানুষকে মূল্যায়ণ করে বিচার করে! যেটা একদমই অনুচিত কাজ! এটার সম্পূর্ণ বিরুদ্ধে আমি এবং আমার মতো তনি আপুও এই রীতির বিরুদ্ধে।
মানুষকে মূল্যায়ণ করতে হয় তাঁর আচরণ তাঁর চিন্তাভাবনা দেখে! পোষাক দেখে নয়! আমি এমন মানুষকে দেখেছি যারা বোরকা পড়েও অশালীন কাজ করতে পরোকিয়া করতে!!
তনি আপু সমাজ সংস্কারের জন্য কাজ করছেন। সমাজের মানুষের চিন্তাভাবনা পজিটিভ করতে মানুষকে পজিটিভ হতে উদ্ধুদ্ধ করতে কাজ করছেন। মানুষের কাছে একটা ইতিবাচক বার্তা পৌছাচ্ছেন। একজন ইনফ্লুয়েন্সার শুধু ইনফ্লুয়েন্সারই না। সমাজ সংস্কারকও বটে।
কারণ একজন ইনফ্লুয়েন্সারদেরকে হিসেব করে কথা বলতে হয়। কারণ, সবাই অনুসরণ করে তাদেরকে।
এখন আসি তনি আপুর হাসবেন্ডের কথা। উনি একজন ভীষণ শান্ত স্বভাবের মানুষ। আমার কাছে দুইজনই শ্রদ্ধার মানুষ। কারণ তারা পজিটিভ।
বয়স দিয়ে সম্পর্ককে বিচার করা উচিত নয়। ভালোবাসা থাকলে বয়স কোনো বিষয় নয়।বয়স একটা সংখ্যা মাত্র। দুজনের জন্যই আমার শ্রদ্ধা রইলো। আমি জানিনা তনি আপু আমার এই পোস্ট পড়বেন কি না, বা মৃন্ময় রহমান নামে কাউকে চিনবেন কি না! কিন্তু মানুষকে সচেতন করতে পজিটিভ হতে উদ্বুদ্ধ করতে আমার এই পোস্ট করা।
আসুন আমরা সবাই'ই তনি আপুর হাসবেন্ডের জন্য প্রার্থনা করি। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক। ভালো মানুষের জয় হোক।
© - মৃন্ময় রহমান
゚viralシ
Rubiat Fatima Tony