Rakib The Musafir

Rakib The Musafir I AM Rakib
YouTube:- https://youtube.com/
(4)

12/01/2025

এলাকার মসজিদের দ্বিতীয় তলার সাদ নির্মাণ | সত্যিই মহৎ একটা কাজ | নরসিংদী | ঢাকা

এইবার ঠিক আছে 🤟
09/01/2025

এইবার ঠিক আছে 🤟

..........জনস্বার্থে পোস্ট :-........ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইংসারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্ত...
08/01/2025

..........জনস্বার্থে পোস্ট :-........
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।,,যাদের জন্ম
০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......
০১। অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
০২। শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
০৩। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
০৪। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
০৫। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
০৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)
০৭। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়),
০৮। ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
০৯। দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
১০ । বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
১১। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১২। খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
১৩। রক্তের গ্রুপের রিপোর্ট
১৪। জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)

অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন)

গরীবের বুফে! এখানে কেউই খাবার নষ্ট করে না।কারণ কি বলতে পারেন???
08/01/2025

গরীবের বুফে! এখানে কেউই খাবার নষ্ট করে না।
কারণ কি বলতে পারেন???

কোন কর্মই ছোট না আসলে কর্ম করতে এটাই সত্য সেলুট ভাই আপনাকে
08/01/2025

কোন কর্মই ছোট না আসলে কর্ম করতে এটাই সত্য সেলুট ভাই আপনাকে

বর্ষায় যেন হাওড়ের বাড়ি গুলা ভেঙে না যায় সেই জন্য, বাড়ির চারদিকে এভাবে শক্ত প্রাচীর নির্মাণ করা হয়।লোকেশন : নিকলী হাও...
08/01/2025

বর্ষায় যেন হাওড়ের বাড়ি গুলা ভেঙে না যায় সেই জন্য, বাড়ির চারদিকে এভাবে শক্ত প্রাচীর নির্মাণ করা হয়।
লোকেশন : নিকলী হাওড়

Najran, Saudi Arabia.. 🇸🇦🤩🥰😍
06/01/2025

Najran, Saudi Arabia.. 🇸🇦🤩🥰😍

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা ...
06/01/2025

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।
বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা সৈকতের জন্য সেন্টমার্টিন জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের পদচারণায় মূখরিত হয় যার পুরো প্রান্তর। অনেক জল্পনা কল্পনার শেষে, এই বছর আবারো শুরু হয়েছে সেন্টমার্টিনের সাথে সকল রুটের জাহাজ চলাচল। কেউ হয়তো প্রথমবার, কেউ হয়তো অসংখ্যবারের মতন আবারো ছুটবেন সেন্টমার্টিনের পথে। কিন্তু কিছু কথা সেন্টমার্টিন নিয়ে অন্তত প্রতি সিজেনের শুরুতে না বললেই হয়তো নয়। সেন্টমার্টিন ভ্রমণ যাতে কারো কাছে বিষাদের বিষয় বস্তুতে পরিনত না হয় তাই সেন্টমার্টিন যাবার পূর্বেই জেনে নেয়া দরকার।

মনে আছে, কিছুদিন আগে ভাইরাল হওয়া নেটওয়ার্ক এর বাইরে - নাটকের কথা। কিংবা বহু বছর আগে সেন্টমার্টিনে আহ‌্ছানউল্লাহ ইউনিভার্সিটির ছাত্রদের দুঃখজনক মৃত্যুর কথা। আজ বলবো কিছু কথা সেই বিষয়েই।

যদি সেন্টমার্টিন এর ম্যাপ দেখেন আর যে প্রান্তে সর্বাধিক মৃত্যু ঘটে তা দেখেন তবে দেখবেন, সেন্টমার্টিনের মাথা বা কোনার দিকের এই ঘটনা বেশি ঘটে। বিস্তারিত ২ নাম্বার ছবিতে। সেন্ট মার্টিন দ্বীপের একটা ছবি যেইটায় একটা কোনার মত অংশ বেরিয়ে আছে।

বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য সৈকতের মানুষ মারা যাওয়ার একটা পার্থক্য হলো, ভাটার সময় কোন দেশে আপনাকে নামতেই দিবেনা। কিন্তু, বাংলাদেশে অনেক মানুষ, ভাটার সময় পানিতে নেমে ভেসে যায়, এই অজ্ঞানতার কারনে অনেক জীবন বিনষ্ট হচ্ছে। এই জন্যে কক্সবাজার বা কুয়াকাটায় যাওয়ার আগে গুগল করে। জোয়ার ভাটার সময় জেনে যেতে পারেন।

ভাটার সময় মানুষের ভেসে যাওয়া বাদেও আর একটা বিপদজনক ইস্যু আছে। যেটা সম্পর্কে আমাদের সচেতনতা অনেক কম।

একে বলা হয়, রিপ কারেন্ট। সোজা বাংলায় আমরা সুবিধার জন্যে এর নাম দিতে পারি উলটো স্রোত।

সমুদ্র সৈকতে ৮০% মৃত্যু এই রিপ কারেন্ট বা উলটো স্রোতের জন্যে হয়। এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে ২২ জন মারা যায় রিপ কারেন্টের কারণে।

আমাদের দেশেও সমুদ্র সৈকতে যেই সব মৃত্যু হয়, তার বেশীর ভাগ এই রিপ কারেন্টের জন্যেই হওয়ার কথা। এবং সেন্টমার্টিনের মাথার দিকে যে সরু অংশ তাও রিপ কারেন্টের একটা বৈশিষ্ট্যের সাথে মিলে।

🚩রিপ কারেন্ট বা উলটো স্রোতঃ
এইটা এক ধরনের ঢেউ যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে, উলটো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে, এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাসের কারনে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটা পথ ধরে, সমুদ্রে ফিরে যেতে পারে। এবং এর ফলে সেই সরু পথে যদি কেউ থাকে তবে ঢেউ তাকে ধাক্কা দিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফেলতে পারে। এই সরু পথের ঢেউটাকেই বলা হয়, রিপ কারেন্ট বা উলটো স্রোত।

আমি রিপ কারেন্টের কিছু ছবি দিচ্ছি ছবি ৩, ৪,৫

এইটা যে কোন স্থানে হতে পারে। যে কোন সমুদ্রে হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারনে নিয়মিত রিপ কারেন্ট বা উলটো স্রোত নিয়মিত হতে পারে।

🚩কিভাবে রিপ কারেন্ট বা উলটো স্রোত চিনবেন ?
রিপ কারেন্ট বা উলটো স্রোতের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এইটা দেখতে মনে হয় খুব শান্ত। এবং উপর থেকে একে গাঢ় নীল দেখা যায়। অনেক ক্ষেত্রে রিপ কারেন্ট বা উলটো স্রোতের সময়ে দেখবেন কিছু না কিছু ভেসে সাগরের দিকে যাচ্ছে বা আশে পাশের ঢেউ এর মধ্যে ঢেউ এর মাথা দেখা যাচ্ছে না। ছবিগুলো খেয়াল করেন, রিপ কারেন্ট যখন প্রবাহিত হয় তখন সে ফেরার পথে ঢেউয়ের মাথা ভেঙ্গে দেয়।

ফলে সেই স্থানটা বেশী শান্ত দেখায়।

🚩উলটো স্রোতে কিভাবে বাঁচতে হবে ?
যারা সাঁতার জানেন তারা রিপ কারেন্টে পড়লে, উলটো দিকে তীরের দিকে না গিয়ে সৈকতের সমান্তরাল ভাবে উলটো স্রোত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ, সাগরের স্রোত যখন টান দিবে তখন শক্তি দিয়ে স্রোতের বিপরীতে ফেরা যাবেনা।

🚩কয় ধরনের রিপ কারেন্ট আছে ?
তিন ধরনের রিপ কারেন্ট আছে। একটা ফিক্সড আর একটা হঠাৎ আর একটা টপোগ্রাফিক যার মধ্যে অন্যতম একটা হচ্ছে হেডল্যান্ড এর কারনে রিপ কারেন্ট। ফিক্সডটা হয় কিছু কিছু এলাকায় যেমন যেইখানে ব্রিজ আছে, যেইখানে কোন গভীর গর্ত আছে। হঠাৎ যেইটা হয়, সেইটা যে কোন জায়গায় বাতাসের কারনে হতে পারে।

🎯সেন্ট মার্টিনের এই অংশটা একটা হেডল্যান্ড বৈশিষ্ট্যের এলাকায় যেইখানে রিপ কারেন্ট ঘন ঘন হবে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। [ছবি ৫]

কারণ বাতাসের কারণে দুই দিকের পানি ধাক্কা দিয়ে এর মাথায় বা তার দুই পাশেই একটা রিপ কারেন্ট তৈরি করতে পারে। এইটা একটা মৃত্যুফাঁদ। এইখানে প্রাকৃতিক অবস্থানের কারণে অনেক বড় বড় চ্যানেল তৈরি হয়েছে যেইগুলো দিয়ে ঘন ঘন উলটো স্রোত বা রিপ কারেন্ট প্রবাহিত হওয়ার চান্স বেশী। যা শান্ত পানি দেখে নামা পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায়। তাই অবশ্য জেটি ঘাটে নেমেই উত্তরের বিচে ছবিতে চিহ্নিত স্থানে ভুল করেও নামতে যাবেন না। যদিও সেন্টমার্টিন এর পানিতে নামার জন্য সব থেকে আকর্ষণীয় বিচ উত্তর বিচ। কিন্তু উত্তর-পূর্বের এই অংশেই আছে ভয়ংকর রিপ কারেন্ট। সেন্ট মার্টিনের এলাকাবাসি জানে এই এলাকায় সাঁতার কাটতে নাই। তাই সামনে কাউকে দেখলে এরা মানা করে। কিন্তু সেইটা সবার জানার সুযোগ হয় না। এই ভাবেই সামান্য অসাবধানতার কারণে অনেক পর্যটক মারা যায়।

সেন্টমার্টিনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হেডল্যান্ড ধরনের টপোগ্রাফিক রিপ কারেন্ট কিন্ত নিয়মিত একটা বৈশিষ্ট্য। এই স্থানে যদি একটা মৃত্যুও ঘটে আমরা তাকে দুর্ঘটনায় বলতে পারিনা। এইগুলো হয় আত্নহত্যা নয়তো হত্যার পর্যায় পড়ে। কারন আমাদের সকলের উচিত এসকল স্থান সম্পর্কে জানা ও অন্যকে জানানো। যাতে না জানার জন্য আর কোন মৃত্যু না হয়।

বলে রাখা ভালো রিপ কারেন্ট পৃথিবীর সব সৈকতে হয় এবং এই জন্যে সতর্কতা নিতে হয়। রিপ কারেন্টের ভয়ে সমুদ্রযাত্রা বন্ধ করার দরকার নাই। কিন্তু সতর্কতা গুলো নিতে হবে।

দেশবাসী ট্যুরে যান, ট্রেকিং এ যান। যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ।

লেখা ও ছবি সংগৃহীত

06/01/2025

বোতল দিয়ে মজার এক খেলা | A fun game with a bottle | Jeddah | Soudi Arabia

📍 অপরূপ তিন্দু থানচি, বান্দরবান।
05/01/2025

📍 অপরূপ তিন্দু থানচি, বান্দরবান।

এটিই একমাত্র সৌদি আরব আর বাহরাইন এই দুই দেশকে স্থলপথে যোগাযোগ করানোর জন্যে আরব সাগরের মধ্য দিয়ে চার লেন বিশিষ্ট ২৫ কিলোম...
05/01/2025

এটিই একমাত্র সৌদি আরব আর বাহরাইন এই দুই দেশকে স্থলপথে যোগাযোগ করানোর জন্যে আরব সাগরের মধ্য দিয়ে চার লেন বিশিষ্ট ২৫ কিলোমিটার লম্বা সেতু বা কজওয়ে বানানো হয়েছিল ১৯৮৬ সনে। ৩৫ বছর আগে ৮০০ মিলিয়ন ডলারে নেদারল্যান্ডের বালাস্ট নিদাম কোম্পানি এটি বানিয়ে ছিলো।

সৌদি আরবের এমন কোন প্রবাসী বা এমন কোন মোয়াতেনিন বা দেশী মানুষ ছিলোনা যারা এটি দেখতে যাননি। লক্ষ লক্ষ দর্শনাথীদের কোনো মানুষ কোনোদিন ব্রিজের রেলিংয়ের নাটবল্টু পরীক্ষা করতে যায়নি, কেউ নামাজ পড়েনি ব্রিজে, কেউ পেশাব করেনি, আর কোনো মহিলা উদ্ভট ভঙ্গীতে নেচে ভিডিও করেনি।

এই ধরণের বিকৃত মানসিকতা প্রকাশের কারণ কি? যেকোনো কিছুর সঠিক কদর করার মানসিকতা আমাদের হারিয়ে গেছে পুরোপুরি।

- সোনার মদিনায় 🤟
03/01/2025

- সোনার মদিনায় 🤟

ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা ২১ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেট...
01/01/2025

ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা ২১ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায়, তখনও সেখানকার ঘড়ির কাঁটায় বাজে ৩১ ডিসেম্বর রাত ৮টা ৩৩ মিনিট। অর্থাৎ ২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি পৌঁছায় ২০২৪ সালে।

এই ঘটনাটি মূলত পৃথিবীর সময় অঞ্চলের পার্থক্যের কারণে ঘটে। হংকং গ্রিনিচ মান সময় (GMT) থেকে ৮ ঘণ্টা এগিয়ে আর লস অ্যাঞ্জেলস ৮ ঘণ্টা পিছিয়ে। ফলে হংকংয়ে ২০২৫ সাল শুরু হলেও লস অ্যাঞ্জেলস তখনও ২০২৪ সালের শেষ রাত কাটাচ্ছিল। ফলে বিমানের যাত্রীরা দুইটি ভিন্ন স্থানে ১৬ ঘণ্টার ব্যবধানে দুইবার নববর্ষ উদযাপনের সাক্ষী হয়।

শুনেছি জ্বীন ছাড়া নাকি বাজার জমে না তাই বলে ছোট্ট কিউট পরী বাচ্চাটার দেখা পাবো ভাবিনি 🌸🌼
01/01/2025

শুনেছি জ্বীন ছাড়া নাকি বাজার জমে না তাই বলে ছোট্ট কিউট পরী বাচ্চাটার দেখা পাবো ভাবিনি 🌸🌼

আমি বুকে হাত রেখে বলতে পারি সাকিব আল হাসান কখনো'ই তার দেশের মানুষদের ক্ষতি চান'নি কখনো'ই না, সেই সাকিব আল হাসান'কে আপনার...
31/12/2024

আমি বুকে হাত রেখে বলতে পারি সাকিব আল হাসান কখনো'ই তার দেশের মানুষদের ক্ষতি চান'নি কখনো'ই না, সেই সাকিব আল হাসান'কে আপনারা ভিলেন বানিয়ে দিলেন, মনে থাকবে আপনাদের চিরকাল..! 😅🙏

Address

Narsingdi
1620

Alerts

Be the first to know and let us send you an email when Rakib The Musafir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category