Arbi ayra vlogs

Arbi ayra vlogs personal vlogs
(3)

13/02/2024

সারা বছর ইংরেজি তারিখ/মাস/বছর ফলোয়ার কতিপয় বাঙালি বাংলা সনের শুধুমাত্র ৩টা পবিত্র দিনই মনে রাখে। আজ প্রথমটার যাত্রা শুরু।

বসন্ত এসে গেছে 💛🧡

09/02/2024

ওরা বলে " নাচঁতে না জানলে উঠান বাকাঁ"। যদি তাই হয় তাহলে ওপারের ঋতিক রোশান আর এপারের জায়েদ খানের উঠান কেমন তা জানতে চায় অজানাকে জানতে চাওয়া এ মন আমার।..😁👉👈

27/01/2024

Only online activists can decode these-

"Hi.Kaman asan?"
"Ke kortasan?"
"Dopore khasan?"

সবকিছুতেই ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা করাটাই সুখের বদলে অসুখের কারন। যা হবার হইবো, এত চিন্তার কি আছে।
23/01/2024

সবকিছুতেই ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা করাটাই সুখের বদলে অসুখের কারন। যা হবার হইবো, এত চিন্তার কি আছে।

13/01/2024

"তুই আমারে চিনস?" কিংবা "চিনস আমি কেডা?" অথবা " তুই কার সাথে কথা কস তা কি তুই বুঝতাছস?"

ঝগড়ার সময় এমন আইডেন্টিটি ক্রাইসিসে পইরা বয়ান দেওয়া লোকজন টিপিক্যাল বাঙালী ছাড়া আর কেউ আছে কিনা জানা নাই।🙄🙄

@followersvEveryone

বেঁচে গেলে কি-ই বা হতোজীবিত থেকেও মৃত।মরে বরং বেঁচেই গেলো সবাই থাকুক ভালো!..
07/01/2024

বেঁচে গেলে কি-ই বা হতো
জীবিত থেকেও মৃত।
মরে বরং বেঁচেই গেলো
সবাই থাকুক ভালো!..

07/01/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা ।

- চ্যানেল ২৪

31/12/2023

আজ পবিত্র থার্টি ফাস্ট নাইট!

কেউ উতলা হইবেন না আজ। জীবন থেকা একটা বছর চইলা গেলো এই হিসাবে ব্রত হোন। বাজে খরচ কইরা কি লাভ হইবো! তার বদলে ঐ টাকা দিয়া কিছু মোটা কাপড় কিনেন। রাইতের বেলা বহু মানুষ ফুটপাতে ঘুমায়। রিকশা নিয়া বাইর হইবেন, হুড খোলা থাকবো। তাইলে শীতের ফিলটা পাইবেন। আপনার যারে মন চায় তারে গিয়া শীতবস্ত্র দেন, ভালো লাগবো।

লক্ষ-কোটির দুস্থের মাঝে আপনার এই উপহার কিছুই না। কিন্ত ঐ কয়টা মানুষ যাদের আপনি মোটা কাপড় দিছিলেন তাদের কাছে আপনি ত্রানকর্তার চেয়ে কোন অংশেই কম না। বাইচা থাকার মজাটা এইখানেই।🥰

27/12/2023

লোকটা ৬ বছর পর দেশে ফিরলো। ইমিগ্রেশন পার হয়ে আবেগাপ্লুত হয়ে পড়লো এতদিন পর দেশের মাটিতে পা রেখে। লাউন্জে টাইলস ছিলো তাই Royal আবেগ সংযত করলেন। ইমিগ্রেশন পার হয়ে গাড়িতে উঠলেন, সবাইকে সারপ্রাইজ দেবেন বলে প্রত্যাবর্তনের খবর কাউকে জানাননি। গাড়ি এসে থামলো সেই পরিচিত গ্রামের মহাসড়কে, বামে কাচারাস্তা ধরে কিছুদুর এগোলেই তার বাড়ি। গাড়ি থেকে পা ফেললেন, আবেগে এবার ঢলে পড়লেন মাটিতে। হাটু গেড়ে চোখ বন্ধ করে চুমু খেলেন মাটির ঘ্রান নিতে আউট অব অবলিগেশন ❤️

চোখ মেলে কোনমতে উঠে দাড়ালেন ট্যাক্সির ভাড়া মেটাতে। টলমল ঝাপসা চোখে তাকিয়ে দেখলেন গাড়িসহ ব্যাগটা নেই !😐❤️‍🔥

Merry Christmas 🎅🎅
25/12/2023

Merry Christmas 🎅🎅

05/12/2023

পিথাগোরাস ও নিকোলা টেসলা দুইজনই ৩ সংখ্যাটাকে খুব রহস্যময় ভাবতেন। নিকোলা টেসলা বলেছিলেন ৩,৬,৯ এর ভিতর মহাবিশ্বের অনেক রহস্য নিহিত।

৩ খুব শক্তিশালী সংখ্যা। ৩-এ আছে আমি, তুমি এবং সর্বশক্তিমান। এই জন্যই ত্রিভুবনের পৃথিবী। সত্যি মানেই ৩ সত্যি। কবুল/তালাক বলতে হয় ৩ বার। পৃথিবীতে রঙও মাত্র ৩ টা- লাল, নীল এবং হলুদ। বাকি সব রঙ এই তিনটি রঙেরই মিশ্রণ।

ঠিক তেমনি কাউকে থাপ্পড় দিতে চাইলে মন থেকে ৩ বার থাপ্পড় দেয়াই অধিক যুক্তিসঙ্গত, হাতে নয়।🙂🖐️🙅‍♀️

19/11/2023

পান্তা ভাত খাওয়ার জন্য গরীব হতে হয় না। সকাল বেলা পান্তা ভাত খেলে শরীর হালকা এবং কাজে বেশি শক্তি পাওয়া যায়, কারণ এটি ফারমেন্টেড বা গাঁ'জানো খাবার৷

মানবদেহের জন্য উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তা ভাতের মধ্যে বেড়ে উঠে। পেটের পীড়া ভালো হয়,কোষ্ঠবদ্ধতা দূর হয় এবং শরীরে সজীবতা বিরাজ করে এবং শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে।💖
@.

17/11/2023

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগিরা

মহান আল্লাহতাআলার মেহমান হওয়া সকল বাবা-মা জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হউন। নিশ্চয়ই তিনি পরম করুণাময়, ক্ষমাশীল ও সর্বোত্তম পরিকল্পনাকারী।


গোধুলী🥰🌇@followers
16/11/2023

গোধুলী🥰🌇
@followers

আজ আমার আরবি পাখির শুভ জন্মদিন। সবাই আরবির জন্য দোয়া করবেন। 💙💙💙
14/11/2023

আজ আমার আরবি পাখির শুভ জন্মদিন। সবাই আরবির জন্য দোয়া করবেন। 💙💙💙

12/11/2023

প্রতিটা বাঙালি তোষকের নিচে শপিং ব্যাগ পাওয়া যায়।🙂
. @

08/11/2023

Two moods of my ammu

-Tui ekhono choto
-Tui ki ekhono choto.!?🙂
.@

30/10/2023

The Festival of Lights, Berlin 2023.

Address

Narsingdi, Dhaka
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arbi ayra vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Narsingdi

Show All