আ'ত্ম'হ'ত্যা নিরসনে মোটিভেশনাল শর্টফিল্ম
"5:40 AM"
পরিবেশনায় : সাইমুম থিয়েটার
এলোরে রমজান
কথা ও সুর: আবদুল গাফফার
#আলহামদুলিল্লাহ!!
#সময়োপযোগী_চমৎকার_গান।
স্কুল খুইলা দে : প্রজন্মস্বার্থে একটি আহ্বানমুলক গান।
কথা: লিটন হাফিজ চৌধুরী। সুর: রমেশ শীল।
কণ্ঠ: লিটন হাফিজ, জুলকার নাইন ও আমীর হামজা।
মডেল (শিক্ষক): আব্দুল জলিল।
সাউন্ড ডিজাইন ও ক্যামেরা: জুলকার নাইন।
ভিডিও এডিট ও গ্রাফিক্স: রাসেল-পরিধি।
রেকর্ড: ইনোভেশন স্টুডিও।
চ্যানেল লিংক: https://youtube.com/c/LitonHafizOfficial
#ধর্ষণ
#রক্ষকই_যখন_ভক্ষক_তখন_জাতি_কী_আর_আশা_করবে?
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে সাধারণত আমরা যে পুলিশকেই বুঝি, সে পুলিশেই ভারত ফেরত কোয়ারান্টাইনে থাকা নারীকে ধর্ষন করল। 😡😡 আমরা যেখানে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা নিয়ে পড়ে আছি সেখানে দেশে আবারো ধর্ষণ শুরু করে দিয়েছে
যাকাত দিন দরিদ্র দূর করুন।
মুমিন কখনো জিহাদের ময়দান ছেড়ে পলায়ন করেনা।
বয়সটা বড্ড বেড়ে গেছে, কাঁচা দাঁড়ি পেকে গেছে, তারুণ্য চলে গেছে কিন্তু হৃদয় থেকে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের চেতনায় কোনো পরিবর্তন হয়নি!
ছবিতে দখলকৃত পশ্চিম তীরের দেইর জারির গ্রামে দখলদার ইসায়েলি বাহিনীর বিরুদ্ধে গুলতিতে পাথর নিক্ষেপ করছে এক ফিলিস্তিনী বৃদ্ধ মুজাহিদ।
We_love_Palestine 💝💝
“Salam” আসসালামু আলাইকুম is the best greeting of the world.
ডায়েট কন্ট্রোল দরকার, তারচেয়েও বেশি দরকার আরাম কন্ট্রোল!
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিলে মাছ ধরছিল সফিউদ্দিন। বিলে ডুব দিয়ে মাছ ধরার সময় একটি জীবিত কৈ মাছ মুখে দিয়ে ডুকে গলায় আটকে যায় ।
পরে করিমগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরা তত্ত্বাবধানে একদল চিকিৎসক দীর্ঘ প্রচেষ্টার পর গলার একাংশ কেটে কৈ মাছটি বের করতে সক্ষম হন।
যাদের হার্ট শক্ত শুধু তারা দেখবেন— ?
অসহায় নিঃস্ব ও বেওয়ারিশ এই মানসিক ভারসাম্যহীন পচঁন ধরা লোকদের মেডিকেলে রাখতে আমাদের খুবই কষ্ট হয়ে যায় আশে পাশের সবাই শুধু তুচ্ছ্য তাচ্ছিল্য করে কারন তারা পায়খানা প্রস্রাব পরনের কাপড়ে করে ফেলে এবং তাদের থেকে পচাঁ গন্ধ আসে তাই ৷
আবার বাইরে রেখে ড্রেসীং ও বিপত্তি কারন তারা একজায়গায় স্থির থাকে না বৃষ্টিতে ভিজে রোদে শুকায় তাদের মাথার উপর কোন ছাদ নেই ৷ কোথাও আশ্রয় নিলে সেখান থেকেও তাড়িয়ে দেয় লোকজন ৷
এই সকল পোকা পড়ে পচেঁ যাওয়া বেওয়ারিশ মানুষের আশ্রয়স্থল খোলা আকাশের নিচে ময়লার স্তুপ কিংম্বা ডাষ্টবিনের পাশে যেখানে সচরাচর কেউ যায়না ৷
তাদের জন্য একটি বেওয়ারিশ হাসপাতাল কিংম্বা পুর্নবাসন কেন্দ্র কি খুবই অসম্ভব বা অনেক বড় সমস্যা— ?
কে কথা বলবে এই শারিরিক মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদের জন্য —?
শুধু অনুরোধ রইলো এই অসহায়
মৃত্যুর সঙ্গে সঙ্গে, যেন মুছে গেছেন স্বজনদের স্মৃতি থেকেও! সন্তান মনে রাখেনি বাবাকে। ভাইয়ের কাছে পর হয়েছে বোন। করোনায় মারা যাওয়া এসব হতভাগ্যের কোথায় দাফন হয়েছে, তারও খোঁজ রাখেনি কেউ কেউ। যারা অন্তত কবরের ঠিকানা জানেন, ছ'মাসে তাদেরও সময় হয়নি একবার দেখে আসার। রাজধানীর খিলগাঁওয়ে অবহেলিত ৩৩ টি কবরের