Sultana Akter

Sultana Akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sultana Akter, Digital creator, Narsingdi.

আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সাপোর্ট দিয়ে সবাইকে পাশে থাকার অনুরোধ রইলো। এখানে সুন্দর সুন্দর গঠনমুলক তথ্যবহুল কন্টেন্ট তৈরী করার জন্য সবসময় চেষ্ঠা করবো,,,

যেদিন আমি টের পেলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস!যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো,নিঃশেষ হয়ে যাবো।ঠিক...
28/11/2024

যেদিন আমি টের পেলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস!
যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো,নিঃশেষ হয়ে যাবো।

ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম,
আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয়নি, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।

যা কিছু আমি পাইনি, তা পাইলে বরং আরো কষ্ট হইতো, এটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি !
©

24/11/2024

শৈশবের সেই সোনালী দিনগুলোর কথা মনে পরে কারো??💔
দেখুন ভিডিওতে,,,😍

24/11/2024

শীতের পিঠা।😋😋

মানুষ কল্পনাতেই বেশি সুখি।💔💔
22/11/2024

মানুষ কল্পনাতেই বেশি সুখি।💔💔

চট্টগ্রামের জনপ্রিয় খাবার অত্যান্ত মজাদার বালাচাও।😋সাধারন খাবার ও যে একটু ভিন্ন টেকনিকে বানাতে পারলেই কি পরিমান সুস্বাদু...
11/11/2024

চট্টগ্রামের জনপ্রিয় খাবার অত্যান্ত মজাদার বালাচাও।😋
সাধারন খাবার ও যে একটু ভিন্ন টেকনিকে বানাতে পারলেই কি পরিমান সুস্বাদু হয় তা বালাচাও টেষ্ট না করলে আপনার বিশ্বাসই হবে না।

নিজের ভুল ক্রুটির বিচার করতে যোগ্যতার প্রয়োজন হয়।এবং অন্যদের ভালো কাজেরপ্রশংসা করতেও যোগ্যতার প্রয়োজন হয়।
09/11/2024

নিজের ভুল ক্রুটির বিচার করতে যোগ্যতার প্রয়োজন হয়।
এবং অন্যদের ভালো কাজের
প্রশংসা করতেও
যোগ্যতার প্রয়োজন হয়।

কাঠগোলাপ।😍Photo collected from AAfsana MimiMimis gallery.
07/11/2024

কাঠগোলাপ।😍

Photo collected from AAfsana MimiMimis gallery.

05/11/2024

ভাত অপচয় করার আগে ভাবুন,,,,😢

নিজেদের গাছের টাটকা ফ্রেশ সবজি🤗❤
03/11/2024

নিজেদের গাছের টাটকা ফ্রেশ সবজি🤗❤

প্রেম-টেম করে অনেকেই, বিয়েশাদী করে কম-বেশী সবাই, বাচ্চা কাচ্চা হয়, একসাথে এক ছাদের নিচে বুড়ো হয় কত মানুষ!কিন্তু, সত্যিকা...
29/10/2024

প্রেম-টেম করে অনেকেই, বিয়েশাদী করে কম-বেশী সবাই, বাচ্চা কাচ্চা হয়, একসাথে এক ছাদের নিচে বুড়ো হয় কত মানুষ!

কিন্তু, সত্যিকার অর্থে, সোল মেটের দেখা পায় ক'জন?

যাদের কাছে, প্রেম করা মানে শুধু রুটিন মেনে দেখা করা না, বিভিন্ন উপলক্ষে সেজেগুজে ঘুরা না, সকালে গুড মর্নিং বা রাতে গুড নাইট ম্যাসেজ দেওয়া না।

সোল মেট হলো, যে মানুষটাকে দেখলেই মনে হয়, এই মানুষটা আমার! আমার আত্মার একটা অংশ! যার সাথে কোন ভনিতা করা লাগে না, নিজের কোন অংশ লুকানো লাগে না, যার সাথে যাস্ট "ক্লিক" হয়ে যায়! ঘন্টার পর ঘন্টা কোন পার্টিকুলার টপিক বাদেই যার সাথে কথা বলা যায়, হাসাহাসি করা যায়, যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তীব্র ডোপামিনের ডোজ দিতে থাকে!

যে বন্ডিং টা তৈরী হলে মনের মধ্যে একটা অটো ঘড়ি তৈরী হয়, যা কিছুক্ষণ পর পর হুট করে মনে করিয়ে দেয়, আচ্ছা, ও কি করছে? একটু খোঁজ নেই তো! কিছুক্ষণ তার সাথে যোগাযোগ না হলেই ব্রেইন অটো সিগন্যাল দেয়। বেসিক ইন্সটিংক্টের মত।

কিন্তু নিজের দোষে হোক বা অন্য কারণে, এমন মানুষকে হারালে সেই ঘড়ি কিন্তু বন্ধ হয় না। সে তার মত কিছুক্ষণ পর পর সিগন্যাল দিতে থাকে, খবর নাও! সে কি করছে খবর নাও!

কিন্তু সেই মানুষটার সাথে আর যোগাযোগের অধিকার না থাকলে প্রতিবার এই সিগন্যাল ভয়াবহ প্যারা দেয়।

কত মানুষ শো-অফের জন্য প্রেম করছে, সামাজিক চাপে পড়ে বিয়ে করছে, বাপ মা হচ্ছে... কিন্তু কয়জনই বা এই একজীবনে এমন কারো দেখা পায়?

আর পেলেও, কয়জনই বা তাদের ধরে রাখতে পারে?

ঠিক কতটুকু ভাগ্য নিয়ে জন্মালে এই নশ্বর জীবনটা এমন কারো সাথে কাটানো যায়, যার জন্য কখনই মনে হয় না, "দিন শেষে সবাই একা"?
©

24/10/2024

দেখুন ছাদ বাগানের উপকারিতা,,,,

তবুও ভুলে যেতে হয় স্টেশনের নাম,কোথায় যাওয়ার কথা ছিলো; আর কোথায় থেমে গেলাম!
15/10/2024

তবুও ভুলে যেতে হয় স্টেশনের নাম,
কোথায় যাওয়ার কথা ছিলো; আর কোথায় থেমে গেলাম!

11/10/2024

মাত্র ১০০ টাকায় সেট মেন্যু??😱😱

চলুন পিঠাবাড়ির এই সেট মেন্যু সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক,,,🤗

08/10/2024

ভেজাল মুক্ত সবজি খেতে চান তো??

যদি কোনো পুরুষ কোনো নারীকে সত্যি ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার নারীর সাথে কথা না বলে থাকবেই না... নিজের ইচ্ছেই দূরে থা...
02/10/2024

যদি কোনো পুরুষ কোনো নারীকে সত্যি ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার নারীর সাথে কথা না বলে থাকবেই না... নিজের ইচ্ছেই দূরে থাকবেই না.. এটা সম্ভবই না...পুরুষ মানুষের সত্যি অর্থে ভালোবাসা অনেক স্বচ্ছ হয়...
যখনই দেখবেন কোনো পুরুষ মানুষ অনেকদিন পর পর যোগাযোগ করছে বা ইচ্ছে করে যোগাযোগ করছেই না,কথা না বলে বেশ ভালো থাকতে পারছে, তাহলে বিশ্বাস করুন সে পুরুষ আপনাকে ভালোবাসে না.. পারেই না...
পুরুষ মানুষ ভালোবাসলে যোগাযোগ করবেই এবং তার ভালোবাসার নারীকে আগলে রাখে..
পুরুষ তার ভালোবাসার নারীর কাছ থেকে ইচ্ছে করে দূরে থাকতে পারেই না....

যে চুপ আছে,দূরে আছে সে ভালোবাসেই না....🌿

©

মেহেদী পাতার হেয়ারপ্যাক,,🙂কুরিয়ার অফিসে কাষ্টমারের উদ্দেশে পাঠিয়েছিলাম সেপ্টেম্বরের ১৬ তারিখে।‌কাষ্টমার হাতে পেয়েছে সেপ্...
30/09/2024

মেহেদী পাতার হেয়ারপ্যাক,,🙂

কুরিয়ার অফিসে কাষ্টমারের উদ্দেশে পাঠিয়েছিলাম সেপ্টেম্বরের ১৬ তারিখে।‌
কাষ্টমার হাতে পেয়েছে সেপ্টেম্বরের ২৮ তারিখে।

মাঝখানের সময়টুকু প্রোডাক্ট কুরিয়ার অফিসের নরসিংদি শাখা থেকে গাজিপুর শাখায়, আবার গাজিপুর থেকে নরসিংদি শাখায় ঘুরাঘুরি করেছে।😐

প্রোডাক্ট গাজিপুর গেলে কাষ্টমার নরসিংদি চলে আসে, আবার প্রোডাক্ট নরসিংদি ফেরত আসলে কাষ্টমার গাজিপুর চলে যায়।🙄🙄

প্রোডাক্ট হাতে না পেলেও, কাষ্টমার প্রোডাক্টের মুল্যের দিগুণ টাকাও পাঠিয়ে দিয়েছিলো তখনি।

এই কাষ্টমারের রেফারেন্সে আরেকজন কাষ্টমার আপু পেয়েছিলাম, তিনিও প্রোডাক্টের মুল্যের অতিরিক্ত পেমেন্ট করেছেন।😕

এভাবে চলতে থাকলে বড়লোক হতে বেশিদিন সময় লাগবে না।🤔

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sultana Akter:

Videos

Share