আল মাহমুদ আইডিয়াল মাদরাসা।
প্রতিষ্ঠা সনঃ ২০১৮ সালের ১৬ ডিসেম্বর।
অবস্থানঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলা,
মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন, মনোহরদী পৌরসভা।
প্রতিষ্ঠাতাঃ-
জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজ, মাদরাসা বাইতুল ঢালকানগর ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরের ফারেগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র,
হাফেজ মাওলানা মুহাম্মাদ আনোয়ার শাহ।
মাদরাসার নামকরণঃ-
স্বনামধন্য বিশ্ববিদ্যাপীঠ,
ভারতের দারুল উলূম দেওবন্দ মাদরাসার সর্বপ্রথম ছাত্র, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহিমাহুল্লাহ'র নামের ফুয়ুজ ও বারাকাতের দিকে লক্ষ্য রেখে শায়খ রহিমাহুল্লাহ'র নামানুসারেই প্রতিষ্ঠানটির নাম "আল মাহমুদ" রাখা হয়।
সিলেবাস ও পাঠদানঃ-
★মাদরাসা শাখাঃ
দারুল উলূম দেওবন্দ ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের নীতি অনুসারে, নুরানী, নাজেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগে পাঠদান চলছে।
★স্কুল শাখাঃ
ন্যাশনাল কারিকুলাম তথা বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মাদরাসা শিক্ষা বোর্ডের নীতি অনুসারে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে আলহামদুলিল্লাহ।
সফলতা ও অর্জনঃ-
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফল ও আল্লাহর মেহেরবানীতে ২০১৮ সনে হুজুরের ছাত্র হাফেজ আবু সুফিয়ান জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশে ১ম স্থান অর্জন করে পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ সফর করেন। একই বছর নরসিংদী জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায়, হুজুরের প্রিয় ও মেধাবী ছাত্র হাফেজ জুনায়েদ হাসান স্বর্ণপদক অর্জন করেন, ইফার বিভাগীয় প্রতিযোগিতায় ১ম স্থান, ইফার জাতীয় প্রতিযোগিতায় গ্রান্ড ফিনালে যাওয়ার সৌভাগ্যসহ অসংখ্য অর্জন রয়েছে আল মাহমুদ আইডিয়াল মাদরাসার ছাত্রদের।
ছাত্র, উস্তাদ ও স্টাফ সংখ্যাঃ-
★ছাত্র সংখ্যা- ১৫০+জন
★ উস্তাদুল মুহতারাম- ০৯ জন
★স্টাফ সংখ্যা- ০৩ জন
আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আল মাহমুদের জন্য ২৪ শতাংশ জায়গা নির্ধারণ করা হয়েছে, শীঘই পরিপূর্ণ একটি জামিয়ার কাজ হতে চলছে ইনশাআল্লাহ, পৃথক দরসগাহ, আবাসিক ছাত্রাবাস ও ডাইনিংসহ অত্যাধুনিক প্রযুক্তির ভবন নির্মাণের নকশা ইতোমধ্যে কমপ্লিট হওয়ার পথে, থাকবে ইবাদাতের জন্য দৃষ্টি নন্দন মসজিদ ও বৃহৎ এক্সারসাইজ মাঠ।
২০২৩ নাগাদ কাজ সম্পন্ন হয়ে যার পূর্ণ রুপ দেখা যাবে ইনশাআল্লাহ।