দৈনিক নবীগঞ্জ

দৈনিক নবীগঞ্জ 01976668889 প্রতি মূহুর্তে ঘটে যাওয়া
নবীগঞ্জ এর আশেপাশের তাজা খবর
গুলো আপনার ফেসবুক ওয়াল এ পেতে
লাইক দিয়ে একটিভ থাকুন

16/01/2025

প্রানের নবীগঞ্জ ❤

16/01/2025

পাখির চোখে নবীগঞ্জ ফেরী ঘাট ❤️❤️❤️

07/01/2025

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স: রমরমা ব্যবসা ও রোগীদের ভোগান্তি

সরকারি ফি অমান্য করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স নিয়ে চলছে প্রকাশ্যে বাণিজ্য। রোগীদের পকেট কাটা হচ্ছে দিন-দুপুরে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নজর নেই। এই অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ কখনোই শেষ হবে না।

মূল সমস্যা

১. ড্রাইভারের অনুপস্থিতি ও অবৈধ নিয়ন্ত্রণ:
হাসপাতালের সরকারি ড্রাইভার না থাকায় অ্যাম্বুলেন্স চালাচ্ছে ট্রলি ম্যান। শুধু তাই নয়, তার ছেলে শাহেদও এই ব্যবসার সাথে জড়িত।

২. বাড়তি ভাড়া আদায়:
সরকারি ভাড়া যেখানে মাত্র ৪০০ টাকা, সেখানে তারা রোগীদের কাছ থেকে ২০০০ টাকা পর্যন্ত আদায় করছে। ভাড়া নিয়ে প্রশ্ন তুললে মিথ্যা দাবি করে যে সরকারি রেটই ২০০০ টাকা। ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তারা রোগী পরিবহনে অস্বীকৃতি জানায়, যার ফলে রোগীদের অবস্থার আরও অবনতি হয়।

৩. রশিদের অনুপস্থিতি:
ভাড়া নেওয়ার পর কোনো ধরনের রশিদ প্রদান করা হয় না, যা পরিষ্কারভাবে দুর্নীতি এবং অনিয়ম।

ব্যক্তিগত লাভের মাধ্যমে সম্পদ অর্জন

এই অবৈধ ব্যবসার মাধ্যমে ড্রাইভার আলমগীর ও তার ছেলে শাহেদ এতটাই লাভবান হয়েছে যে ইতোমধ্যে জমিও কিনে ফেলেছে। প্রশ্ন উঠছে, তাদের প্রকৃত বেতন কত? একটি সরকারি চাকরির আয়ের বাইরে এই সম্পদ অর্জন কীভাবে সম্ভব?

সমাধানের আহ্বান

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ, এই দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এমন অসাধু কর্মচারীরা সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা হোক।

দেশ ও সমাজের উন্নয়নের জন্য এই ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা অত্যন্ত জরুরি।

©️ রিয়াদ

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামবাগ যুব সমাজ এর আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে হয়। উক্ত টুর্নামেন্টে ইসলামবাগ...
17/12/2024

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামবাগ যুব সমাজ এর আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে হয়।

উক্ত টুর্নামেন্টে ইসলামবাগ এলাকার তিন জেনারেশন এর খেলোয়াড়েরা ৪ টি দলে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করে।

****
আপনার বন্ধু তালিকায় কে কে এখানে আছে কমেন্ট এ মেনশন করে জানিয়ে দিন, আপনি নিজে অংশগ্রহণ করলে শেয়ার করুন। ❤️
****

হাসেম মুন্সী জামে মসজিদ, নবীগঞ্জ।*গুগল স্ট্রীট ভিউ থেকে।
10/12/2024

হাসেম মুন্সী জামে মসজিদ, নবীগঞ্জ।

*গুগল স্ট্রীট ভিউ থেকে।

গুগল স্ট্রিট ভিউ থেকে নেয়া নবীগঞ্জ বাজার ও ইসলামবাগ জামে মসজিদ।
09/12/2024

গুগল স্ট্রিট ভিউ থেকে নেয়া নবীগঞ্জ বাজার ও ইসলামবাগ জামে মসজিদ।

নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক(গনিত) আমাদেরই প্রানপ্রিয় দেলোয়ার হোসেন স্যার বর্তমান মুন্সিগঞ্জ হাই...
04/12/2024

নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক(গনিত) আমাদেরই প্রানপ্রিয় দেলোয়ার হোসেন স্যার বর্তমান মুন্সিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার স্যার নারায়ণগঞ্জ ২ নাম্বার রেল গেইট ট্রেনের নিচে পড়ে মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🥺

আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদাউস দান করুক 🥺🤲

16/11/2024

নবীগঞ্জ বাজার এর একটা ছোট পানের দোকান থেকে "নিজের মনে করে" প্রায় ৩০০০/- টাকার পান সহ পানের বোল চুরি করে নিয়ে গেলো।

সম্পূর্ন সিসিক্যামেরা ফুটেজ দেখুন।

"নিখোঁজ সংবাদ " বেশি বেশি শেয়ার করুন! নামঃ মমতাজ বেগম(৭৭)স্বামীঃ মৃত আলী হোসেন,ঠিকানাঃ ১০৮ টি হোসেন রোড,ইসলাম বাগ।ওয়ার্...
29/09/2024

"নিখোঁজ সংবাদ " বেশি বেশি শেয়ার করুন!
নামঃ মমতাজ বেগম(৭৭)
স্বামীঃ মৃত আলী হোসেন,
ঠিকানাঃ ১০৮ টি হোসেন রোড,ইসলাম বাগ।ওয়ার্ড নং-২৪, ডাকঘরঃ নবীগঞ্জ -২৪১২, জেলা ঃ নারায়ণগঞ্জ।

এই বৃদ্ধা মা গত ১৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে ছেলে-মেয়েদের সাথে অভিমান করে তার নিজ বাসভবন থেকে বেরিয়ে যান।অনেক খোঁজা খুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের বোরকা।উচ্চতা ঃ ৫'২", গায়ের রং- শ্যামলা।

যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন দয়া করে দ্রুত আমাদেরকে ফোন করবেন।
সন্ধান দাতা কে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
যোগাযোগ ঃ নবীগঞ্জ বাজার, ডিস জামান খাঁনের দোকান। মুঠোফোনঃ
০১৯১৯৫৪৩১৫৫,
০১৭১১২৩১৪১৩,
০১৭২৫৯১৬২৩১

23/09/2024
19/09/2024

নবীগঞ্জ এর ঐতিয্যবাহী মেলায় আপনাকে স্বাগতম ❤️

কদম রসুল দরগাহ❤️

ভিডিও ক্রেডিটঃ Seyam ahmed
পেইজঃ Your Suuu


৪০ লক্ষ মানুষের উপস্থিতি অনুষ্ঠিত হলো চট্টগ্রাম এ পৃথিবীর সর্ব বৃহৎ জসনে জুলুস *****❤️‍🩹
16/09/2024

৪০ লক্ষ মানুষের উপস্থিতি অনুষ্ঠিত হলো চট্টগ্রাম এ
পৃথিবীর সর্ব বৃহৎ জসনে জুলুস *****❤️‍🩹

জসনে জুলুছ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী স্থানঃ বাগবাড়ি গাউছিয়া দরবার শরীফ নেতৃত্ব দিচ্ছেন ঃপীরে ত্বরিকত আলহাজ্ব মাও মাহাবুবুল...
16/09/2024

জসনে জুলুছ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী
স্থানঃ বাগবাড়ি গাউছিয়া দরবার শরীফ
নেতৃত্ব দিচ্ছেন ঃপীরে ত্বরিকত আলহাজ্ব মাও মাহাবুবুল বাশার আল কাদরী মা.জি. আ

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই
04/09/2024

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই

01/09/2024

মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম থাকছে না। হচ্ছে দ্রুত পরিমার্জন। যা থাকছেঃ

১) আপাতত এই বছর (২০২৪) যেভাবে আছে সেভাবেই থাকছে বইগুলো (৬ষ্ঠ থেকে ৯ম পর্যন্ত);

২) পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। ২০২৪- এ বছর শেষে হবে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার ধরণ ও প্রশ্নের কাঠামো দ্রুত পরিপত্র আকারে জারি করা হবে (১ সপ্তাহ সময় লাগতে পারে)।

৩) আগামী বছর ২০২৫ সালের জানুয়ারি থেকে ৯ম ও ১০ম শ্রেণিতে থাকছে আগের মত বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক শাখা।

৪) ৯ম শ্রেণির শিক্ষার্থীরা আগামী বছর ১০ম শ্রেণিতে পুরানো শিক্ষাক্রমে সহজ ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা দিবে।

৫) ২০২৫ সালের জানুয়ারি মাসেই ১০ম শ্রেণিতে দেওয়া হবে পুরানো বই। সাথে থাকবে সংক্ষিপ্ত সিলেবাস।

Address

Bandar, Narayanganj
Narayanganj
1412

Telephone

+8801976668889

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নবীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share