Sabbir Ahmad Siddique

Sabbir Ahmad Siddique আল্লাহ সর্বশক্তিমান

17/08/2024

আব্বু হাসপাতালে ভর্তি। দোয়া করেন, যেন সুস্থ হয়েই বাসায় ফিরেন।

আছি জেগে মানুষের স্বার্থে।
08/08/2024

আছি জেগে মানুষের স্বার্থে।

আপনার বাপের দেশ! বাপের দেশ ছেড়ে তাহলে এখন কার দেশে গেলেন?
05/08/2024

আপনার বাপের দেশ!
বাপের দেশ ছেড়ে তাহলে এখন কার দেশে গেলেন?

05/08/2024

যদি হয় পতন, তাহলে যাদের মাধ্যমে পতন হবে, তাদেরই শাসন ভার কাধে নেওয়া উচিত। আমরা আর নতুন স্বৈরাচারী দেখতে চাই না।

আল্লাহ্ তাআলা ছাত্র ভাইদের সাহায্য করুন!
03/08/2024

আল্লাহ্ তাআলা ছাত্র ভাইদের সাহায্য করুন!

18/07/2024

মানুষ মানুষকে কিভাবে মা*রে! মা*রলেও কি এভাবে নৃশংসভাবে হ**ত্যা করে! এরা মানুষ নয় হিংস্র প্রাণী।

আগে গন্তব্য হতো বহুদূরে। এখন কাছে যাওয়াটাও দায়!
28/06/2024

আগে গন্তব্য হতো বহুদূরে। এখন কাছে যাওয়াটাও দায়!

মসজিদে ঢুকে মনে হচ্ছিল দুবাইতে আছি।
21/06/2024

মসজিদে ঢুকে মনে হচ্ছিল দুবাইতে আছি।

12/06/2024

বাঙালি মেট্রোতে চড়লেও অভ্যাস রয়ে গেছে লোকাল বাসের!

02/05/2024

বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ।

গতকাল মিরপুর পল্লবীতে সালাতুল ইস্তিস্কার ব্যাবস্থা! সবাই নিজ স্থান থেকে এই সুন্নত পাবন্দির চেষ্টা করি।
02/05/2024

গতকাল মিরপুর পল্লবীতে সালাতুল ইস্তিস্কার ব্যাবস্থা!
সবাই নিজ স্থান থেকে এই সুন্নত পাবন্দির চেষ্টা করি।

এদের কি কোনো মানবিক শিক্ষা নেই; টাকা পেলেই সব করে! সাথে আছে দেশীয় পণ্য ওয়ালটন!
16/04/2024

এদের কি কোনো মানবিক শিক্ষা নেই; টাকা পেলেই সব করে! সাথে আছে দেশীয় পণ্য ওয়ালটন!

10/04/2024

🌙 ঈদ মোবারক 🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

রাতে শিলাবৃষ্টি হওয়ার ফলে চারদিক যেন ঠান্ডার পোশাক আচ্ছাদন করেছে। বাসা থেকে বের হতেই মৃদু বাতাস শরীরের সাথে মিশ্রত হয়ে...
05/04/2024

রাতে শিলাবৃষ্টি হওয়ার ফলে চারদিক যেন ঠান্ডার পোশাক আচ্ছাদন করেছে। বাসা থেকে বের হতেই মৃদু বাতাস শরীরের সাথে মিশ্রত হয়েছে। মসজিদ-পানে যেতে আজ বেশ লাগছে। তবে আসল স্বাদ মসজিদের ভিতরে।
মসজিদের ভিতরে ঢুকতেই ইমাম সাহেবের কেরাতের স্বর বাতাসে ভেসে আসল। তিনি সূরা রহমান পড়ছেন—জান্নাতে যে সূরা রাব্বুল আলামীন পড়ে শুনাবেন। মুসল্লিরা সবাই সুরের মূর্ছনায় আবেগাপ্লুত হচ্ছেন। কেউ মাথা নাড়িয়ে তাল নিচ্ছেন, তো কেউ চোখের অশ্রু ঝরাচ্ছেন।

কুরআনের বিষয়টা-ই মুজিযাপূর্ণ; সর্বক্ষণিক মনে হয় যেন নতুনভাবে শুনছি; নতুন কিছু পড়ছি। প্রতিবার যেন আগ্রহ আরও বৃদ্ধি পায়। যারা অর্থ বুঝে না তারাও তেলওয়াত শুনে কাঁদে— এটা বিরাট এক মুজিযা। আল্লাহ্ আমাদের কুরআন ও নামাজ পড়ার তাওফীক দান করুন!

৩—৪—২৪

আকিদার প্রতি ভালোবাসা, সে অনেক আগের। সে থেকেই একবছর এবিষয়ে পড়াশুনা। কষ্টের ফল যখন ভালো হয়, তখন কষ্টের জন্য কোনো ব্যাথ...
27/03/2024

আকিদার প্রতি ভালোবাসা, সে অনেক আগের। সে থেকেই একবছর এবিষয়ে পড়াশুনা।
কষ্টের ফল যখন ভালো হয়, তখন কষ্টের জন্য কোনো ব্যাথা বা আফসোস থাকে না। বছরের শেষ-লগ্নে যখন হুজুর বললেন, "সাব্বির! আপনি রোজার তাদরিবে থাকতে পারবেন কিনা?"। তখন আমার খুশি দেখে কে! মনে হচ্ছিল সম্মানের এক বিরাট আসনে বসেছি; পড়েছি মর্যাদার মুকুট। মনে হচ্ছিল এই হয়ত সেই কৃত কষ্টের যথার্থ সাধুবাদ। ওস্তাদজী আমাকে শিক্ষকতার জন্য যোগ্য মনে করেন— সে অনুভুতি প্রকাশের ভাষা রাখে না।

সুন্দর এক অনুভুতির সাথেই আমাদের এ রমাজনের কোর্স শেষ হল। আগামী বছর থেকে ইনশা আল্লাহ্ কোর্স দুইটা করে হবে— রমজানের আগে একটা এবং রমজানে একটা। আল্লাহ্ কবুল করলে আমিও হুজুরের সাথে খেদমতে যুক্ত থাকবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।

আশা করি ইনশা আল্লাহ্ বাংলা ভাষার সুন্দর একটি কাজ হবে। তবে বইয়ের রিভিউ সংগ্রহ করার তাওফিক হলে দিব।আপাতত অপেক্ষার প্রহর গ...
19/03/2024

আশা করি ইনশা আল্লাহ্ বাংলা ভাষার সুন্দর একটি কাজ হবে। তবে বইয়ের রিভিউ সংগ্রহ করার তাওফিক হলে দিব।
আপাতত অপেক্ষার প্রহর গুনছি।

লেখক: Sayed Ahmad হাফি.

এবছর আকিদা ও তার সংশ্লিষ্ট (মানতেক, দর্শন, বিদআত, তাকফির, ফিরকা) বিষয়ের মোটামুটি ১০০ কিতাব পড়া হল। কিতাব গুণে গুণে পড়...
01/03/2024

এবছর আকিদা ও তার সংশ্লিষ্ট (মানতেক, দর্শন, বিদআত, তাকফির, ফিরকা) বিষয়ের মোটামুটি ১০০ কিতাব পড়া হল।
কিতাব গুণে গুণে পড়িনি; তবে এই স্টিকার বছরের শুরু থেকে ব্যাবহার শুরু করেছি। এক ব্যান্ডেলে ১০০ টা থাকে; এখন ৩ টা বাকি আছে। তাই বুঝলাম, মোটামুটি ১০০ কিতাব পড়া হয়েছে।

আমি+ভাই+ মামাঅনেকদিন পর ছবি তুললাম। এফবিতে না দিলে কাজটা ঠিক হবে না। —বরিশাল
22/02/2024

আমি+ভাই+ মামা

অনেকদিন পর ছবি তুললাম। এফবিতে না দিলে কাজটা ঠিক হবে না।
—বরিশাল

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Ahmad Siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabbir Ahmad Siddique:

Share