স্পর্শ - Sporsho

স্পর্শ - Sporsho আমরা স্বপ্ন বিলাসী!এবং সত্য স্বপ্নে স?

স্পর্শ একটি অনলাইন ভিত্তিক ছোট্ট পরিসরের অনুভূতি প্রকাশক এবং বই বিক্রি বিষয়ক পেজ।

পেজটি শুরু হয় ফতুল্লার এক চায়ের দোকানে নিয়মিত বসা লাজুক স্বভাবের তিনটি উদ্দীপ্ত যুবকের হাত ধরে।প্রতিদিনের চায়ের কাপে চুমুকে চুমুকে তাদের ঝরে পড়তো অবসাদ।চায়ের দোকান মেতে উঠতো তাদের জীবনের গল্পে।ফেসবুকের মতো একটি সামাজিক মাধ্যমে যুক্ত থাকার পরও তাদের আবেগ গুলো এই চায়ের দোকানেই ঝরে পড়তো।কেননা তাদের কেউ চাইতো না,সরাসরি

অন্যরা তাদের এই আবেগঘন স্মৃতি সম্পর্কে অবগত হয়ে যাক।নিজেদের সম্পূর্ণটা জানান দিত একে অপরকে এই চায়ের দোকানেই বসে।পুরোনো কিছু স্মৃতিপট প্রতিদিন নতুন রূপে নানা স্বপ্ন আশায় জাগ্রত হতো মনে মনে।তা নিয়ে চায়ের স্বাদে ডুবে যেতে চাইত তারা।

এরই ধারাবাহিকতায় হটাৎ করেই এদের মনে হয় পরিচিতি গোপন রেখে,পৃথিবীকে উন্মুক্ত ভাবে জানাবে তাদের অনুভূতি গুলো।ঝরা আবেগ গুলো যেন স্মৃতিতে আটকে থাকে তার ফলপ্রসূভাবে ২০১৯ এর জানুয়ারি ২৯ থেকে স্পর্শ-Sporsho এর যাত্রা শুরু হয়।

পেজটির নাম ঠিক করেন মোঃ ওমর ফারুক তালহা।তারপর রেদোয়ান আহমেদের দেওয়া একটি থিম,

"আমরা স্বপ্ন বিলাসী ! এবং সত্য স্বপ্নে স্নান মগ্ন একদল তরুণ। "

এবং আফসার আহমেদকে সাথে নিয়ে পুরোদমে শুরু হয়ে যায় স্পর্শ এর পথচলা।

স্পর্শ এর আইকন থিম,"চিন্তাকে সম্পূর্ণ করি।"

প্রথমে বিভিন্ন আর্টিস্টের ফটো কিছুটা এডিটিং করে স্পর্শ এর আইকন তৈরি হলেও ঐই বছরের মে মাসের ২২ তারিখে স্পর্শ এর এডমিন রেদোয়ান আহমেদ পাব্লিস্ট করেন নিজের ক্রিয়েট করা স্পর্শ এর সার্বজনীন একক আইকন।

প্রথমে পেজটি খোলা হয় জাগতিক ভালোবাসায় মাখা আবেগ গুলো স্মৃতিপটে ধারণ করে রাখতে।তবে ধীরে ধীরে তা রূপ নেয় ভিন্ন পরিসরে।ফেসবুক ছাড়িয়ে ইন্সটাগ্রাম এবং ওয়েবপেজ ভিত্তিক একাউন্ট সচল করা হয়।প্রায় ছয় মাস এভাবে পেজ চালানোর পর এডমিনরা ধীরে ধীরে সাহিত্য রূপে পেজটিকে সাজাতে শুরু করে। এই পথ ধরেই পেজটি রূপ নেয় উপন্যাস বিক্রয়কারী সংগঠন হিসেবে।এবং স্পর্শ বর্তমানে একটি পূর্ণাঙ্গ অনলাইন ভিত্তিক বই বিক্রির প্লাটফর্ম।

বর্তমানে স্পর্শ বই হোম ডেলিভারি দিয়ে থাকে।স্পর্শ এর বই বিক্রির ধরণটি একটু ব্যতিক্রমী। স্পর্শ যেমন পাব্লিকের অর্ডার দেওয়া নতুন বই ডেলিভারি করে থাকে,তেমনি তারা পাব্লিকের পড়া হয়ে যাওয়া বই গুলোও বিক্রি করে থাকে।
এক্ষেত্রে যে কেউই তাদের নতুন পুরাতন বই গুলো বিক্রির জন্য স্পর্শ এর ইনবক্সে তথ্যসহ জানিয়ে তা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য স্পর্শ কে ব্যবহার করতে পারে।

আমরা আশা করি আপনাদের ভালোবাসা পেলে স্পর্শ সকল লেখক পাঠক হৃদয় ছুঁয়ে যাবে।পৌঁছে যাবে বাংলার প্রতিটি ঘরে।

29/03/2022

স্পর্শ থেকে আসছে নতুন ইভেন্ট!!!

স্পর্শ এর আগেও এমন ইভেন্ট করেছে...আপনারা সাড়া দিয়েছেন বলেই আবার ইভেন্ট করার সাহস পাচ্ছে। এবারও থাকবেন তো আমাদের সাথে?

আমাদের মেগা অফারে এখন চলছে ৪৩% ছাড়। আর এই বিশাল ছাড়ে 'এই শহরে' বইটি পাচ্ছেন মাত্র ২০০ টাকায়।   অমর একুশে গ্রন্থমেলা ২০২১...
22/03/2022

আমাদের মেগা অফারে এখন চলছে ৪৩% ছাড়। আর এই বিশাল ছাড়ে 'এই শহরে' বইটি পাচ্ছেন মাত্র ২০০ টাকায়।

অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ প্রকাশিত 'নূর হোসাঈন হীরা'র অন্যতম সেরা বই 'এই শহরে' শুধু মাত্র স্পর্শ - Sporsho থেকেই পাচ্ছেন ২০০ টাকায়!!!

সামাজিক ও মনস্তত্ত্বিক জনরার এই বইটি কেবল স্পর্শ দিচ্ছে ৪৩% অবিশ্বাস্য ছাড়ে! বইটি লুফে নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর নেই।

বই : এই শহরে
লেখক : নূর হোসাঈন হীরা
প্রকাশক : কিংবদন্তী পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
স্পর্শ থেকে ছাড়কৃত মূল্য : ২০০ টাকা।

বইটি অর্ডার করতে পেজে ইনবক্স করুন অথবা সরাসরি ফোন করুন 01517815337 নম্বরে।

সারাদেশে কুরিয়ার চার্জ মাত্র ৪০ টাকা। ফতুল্লায় ডেলিভারি চার্জ একদম ফ্রী!

চলে এসেছে স্পর্শের দুর্দান্ত অফার! অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ প্রকাশিত 'নূর হোসাঈন হীরা'র অন্যতম সেরা বই 'এই শহরে' স্পর...
12/03/2022

চলে এসেছে স্পর্শের দুর্দান্ত অফার!

অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ প্রকাশিত 'নূর হোসাঈন হীরা'র অন্যতম সেরা বই 'এই শহরে' স্পর্শ - Sporsho থেকে পাচ্ছেন মাত্র ২০০ টাকায়!!!

সামাজিক ও মনস্তত্ত্বিক জনরার এই বইটি কেবল স্পর্শ দিচ্ছে ৪৩% অবিশ্বাস্য ছাড়ে! বইটি লুফে নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর নেই।

বই : এই শহরে
লেখক : নূর হোসাঈন হীরা
প্রকাশক : কিংবদন্তী পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
স্পর্শ থেকে ছাড়কৃত মূল্য : ২০০ টাকা।

বইটি অর্ডার করতে পেজে ইনবক্স করুন অথবা সরাসরি ফোন করুন 01517815337 নম্বরে।

সারাদেশে কুরিয়ার চার্জ মাত্র ৪০ টাকা। ফতুল্লায় ডেলিভারি চার্জ একদম ফ্রী!

11/03/2022

আগামীকাল স্পর্শ থেকে আসছে বাম্পার অফার। এই অফার কোনভাবেই মিস করার মতো না।

10/03/2022

হয়তো যুদ্ধের নাম, জ্যোৎস্নায় দুরন্ত চাঁদে ছুঁয়ে যাওয়া,
নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের!
সত্যিই কি মানুষের?

তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত চিল, কোনোদিন
ভালোবেসেছিল সেও যুবতীর বামহাতে পাঁচটি আঙ্গুল?
ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্ত্রাণ, আলোর ইশকুল?

আবুল হাসান
(১৯৪৭ – ১৯৭৫)

06/03/2022

যদি জানতাম, তোমাকে আজকেই শেষবারের মতো দেখছি, তাহলে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম সে যেনো তোমার আত্মার যত্ন নেয়। যদি জানতাম, এই দরজা দিয়ে তুমি শেষবারের মতো বের হয়ে যাচ্ছো, আমি তোমাকে আলিঙ্গন করতাম, চুমু খেতাম এবং আরো একটি চুমু'র জন্য কাছে টেনে নিতাম। যদি জানতাম, শেষবারের মতো আমি তোমার কন্ঠ শুনছি, হয়তো আমি প্রতিটা শব্দকে নিজের কাছে বেঁধে রাখতাম যেনো আমি শব্দগুলোকে বারবার বারবার শুনতে পারি। যদি জানতাম, শেষবারের মতো আমি তোমাকে দেখছি, তাহলে হয়তো বলেই ফেলতাম, প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি এবং বোকার মতো ধরে নিতাম যে এটা তুমি আগে থেকেই জানতে।

- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

27/02/2022

আজকের অর্ডার ডেলিভারি সম্পূর্ণ হয়েছে।

এভাবেই আপনারা স্পর্শ - Sporsho এর সাথে থাকবেন বলেই আমরা আশা করি। স্পর্শ আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাক।

আপনাদের অর্ডারগুলো...খুব যত্নে পৌঁছেও দিব ইন শা আল্লাহ।
26/02/2022

আপনাদের অর্ডারগুলো...
খুব যত্নে পৌঁছেও দিব ইন শা আল্লাহ।

24/02/2022

স্পর্শ - Sporsho সবসময়ই দুর্দান্ত কিছু করতে চায়। কিন্তু প্রতিবারই নানা ঘাতে আঘাতে আটকে যায়। পড়ে যেতে হয়।

তবুও স্পর্শ প্রতিবার নতুন নতুন কাজে নিজেকে জড়িয়ে নেয়। তার বিশ্বাস আপনারা সাথে থাকবেন। থাকবেন তো সবসময়?

দরজা খুললেন লতা মঙ্গেশকর স্বয়ং। মুখে সেই চিরপরিচিত মিষ্টি হাসি। রিনিঝিনি কিন্নর কন্ঠে শুধালেন, “ভালো  আছেন ? কেন এসেছেন ...
07/02/2022

দরজা খুললেন লতা মঙ্গেশকর স্বয়ং। মুখে সেই চিরপরিচিত মিষ্টি হাসি। রিনিঝিনি কিন্নর কন্ঠে শুধালেন, “ভালো আছেন ? কেন এসেছেন ?” “আমরা বাংলাদেশের জন্য ফান্ড কালেক্ট করছি। শরনার্থী এবং আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম কেনা হবে এই ফান্ড থেকে। আপনারও সাহায্য চাই দিদি।”

মৃন্ময়ীকে বসিয়ে রেখে ভেতরে চলে গেলেন লতা মঙ্গেশকর। বেরিয়ে আসলেন চেক বই হাতে। গুটিগুটি হাতে চেক লিখে এগিয়ে ধরলেন। অংকের ঘরে চোখ পড়তে কিছুটা চমকেই উঠলেন মৃন্ময়ী বোস। এক লক্ষ রুপি। ১৯৭১ সালে এক লক্ষ রুপি মানে কম টাকা ছিল না।
কিন্তু আরও বিস্ময় অপেক্ষা করছে মৃন্ময়ী বোসের জন্য। নিজের গাওয়া কিছু বিখ্যাত গানের রয়ালিটি লতা মঙ্গেশকর সেদিন লিখে দিয়েছিলেন ফান্ডের নামে। যতদিন মুক্তিযুদ্ধ চলবে ততদিন এই সব গান থেকে প্রাপ্ত অর্থ জমা হবে ফান্ডে। বাংলাদেশের ফান্ডে।
এখানেও শেষ নয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনেও অর্থ সাহায্য করেছিলেন তিনি। ১৯৭১ সালে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্লেনে চেপে বিভিন্ন স্থানে গান পরিবেশন করে বাঙালি রিফিউজিদের জন্য তহবিলও সংগ্রহ করেছিলেন এই কিংবদন্তী। পাশাপাশি গড়ে তুলেছিলেন বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী গনসচেতনতা। ২০১৯ সালে করা এক টুইট বার্তায় সেসব দিনের কথা স্মরন করেছিলেন তিনি।

একাত্তরের বন্ধু-স্বজন,
ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি ও কৃতজ্ঞতা রইলো।
তথ্যসূত্র: মৃন্ময়ী বোসের সাক্ষাৎকার।

স্পর্শ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। ভালো থাকবেন বিদায়ী মহাত্মা। আপনার সুর ও ছন্দ থাকবে মানুষের সুরক্ষিত অন্তরে যেখান থেকে আপনি কোনদিনও ছুটি নিতে পারবেন না।

লতা মঙ্গেশকর এর টুইট - https://twitter.com/mangeshkarlata/status/1172875563935158272

28/01/2022

শুভ জন্মদিন স্পর্শ - Sporsho । আজ তোমার ৩য় জন্ম বার্ষিকী। তিলে তিলে বড় হয়ে উঠছো তুমি। কিন্তু আজ তোমার ম্যানেজিং ডাইরেক্টরদের কারো অবস্থাই তেমন একটা ভালো নেই। তাই তোমাকে পরিপূর্ণ খাইয়ে পরিয়ে শৌর্যবীর্যে বেড়ে উঠাতে পারছি না।

কিন্তু তুমি তো জানো, আমরা স্বপ্নবিলাসী। আমরা আশা রাখি একদিন তোমাকে নিয়ে অনেকদূর যাবার। পৃথিবীর সাথে সাথে আমরাও ঠিক হয়ে উঠবো কোন এক নতুন ভোরে। আমরা আবার ছুটবো ঝড়ের বেগে। শুধু সেইসব দিনের কামনায় পুনরায় শুভ জন্মদিন স্পর্শ।

একজন,
ম্যানেজিং ডাইরেক্টর
স্পর্শ ফেসবুক ও ইন্সটাগ্রাম।

Address

Fatulla
Narayanganj
1420

Alerts

Be the first to know and let us send you an email when স্পর্শ - Sporsho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্পর্শ - Sporsho:

Share

আমাদের গল্পটা

আমরা স্বার্থান্বেষী! আপনার স্বার্থকে চুরি করে আপনাকে বদলে দিতে চাই এক অন্য মানুষে।যেই মানুষের কোন দোষ নেই,কোন ত্রুটি নেই,নেই কোন বাধ্য-বাধকতা।পাঠাতে চাই সেই জগতে যেখানে সবাই এক আত্মা।আপনাকে ক্ষতি করার কেউ নেই।এখানে মন ও মননের বিকাশ ঘটানো হয়।আপনি থাকলে হয়তো আপনিও হবেন বিশেষ মননের এক মানুষ।

স্পর্শ সৃষ্টির প্রয়োজনীতাঃ স্পর্শ একটি অনলাইন ভিত্তিক ছোট্ট পরিসরের অনুভূতি প্রকাশক এবং বই বিক্রি বিষয়ক পেজ। পেজটি শুরু হয় ফতুল্লার এক চায়ের দোকানে নিয়মিত বসা লাজুক স্বভাবের তিনটি উদ্দীপ্ত যুবকের হাত ধরে।প্রতিদিনের চায়ের কাপে চুমুকে চুমুকে তাদের ঝরে পড়তো অবসাদ।চায়ের দোকান মেতে উঠতো তাদের জীবনের গল্পে।ফেসবুকের মতো একটি সামাজিক মাধ্যমে যুক্ত থাকার পরও তাদের আবেগ গুলো এই চায়ের দোকানেই ঝরে পড়তো।কেননা তাদের কেউ চাইতো না,সরাসরি অন্যরা তাদের এই আবেগঘন স্মৃতি সম্পর্কে অবগত হয়ে যাক।নিজেদের সম্পূর্ণটা জানান দিত একে অপরকে এই চায়ের দোকানেই বসে।পুরোনো কিছু স্মৃতিপট প্রতিদিন নতুন রূপে নানা স্বপ্ন আশায় জাগ্রত হতো মনে মনে।তা নিয়ে চায়ের স্বাদে ডুবে যেতে চাইত তারা। এরই ধারাবাহিকতায় হটাৎ করেই এদের মনে হয় পরিচিতি গোপন রেখে,পৃথিবীকে উন্মুক্ত ভাবে জানাবে তাদের অনুভূতি গুলো।ঝরা আবেগ গুলো যেন স্মৃতিতে আটকে থাকে তার ফলপ্রসূভাবে ২০১৯ এর জানুয়ারি ২৯ থেকে স্পর্শ-Sporsho এর যাত্রা শুরু হয়। পেজটির নাম ঠিক করেন মোঃ ওমর ফারুক তালহা (সাবেক সদস্য)।তারপর রেদোয়ান আহমেদের দেওয়া একটি থিম,"আমরা স্বপ্ন বিলাসী ! এবং সত্য স্বপ্নে স্নান মগ্ন একদল তরুণ। " এবং আফসার আহমেদকে সাথে নিয়ে পুরোদমে শুরু হয়ে যায় স্পর্শ এর পথচলা। স্পর্শ এর আইকন থিম,"চিন্তাকে সম্পূর্ণ করি।" প্রথমে বিভিন্ন আর্টিস্টের ফটো কিছুটা এডিটিং করে স্পর্শ এর আইকন তৈরি হলেও ঐই বছরের মে মাসের ২২ তারিখে স্পর্শ এর এডমিন রেদোয়ান আহমেদ পাব্লিস্ট করেন নিজের ক্রিয়েট করা স্পর্শ এর সার্বজনীন একক আইকন। প্রথমে পেজটি খোলা হয় জাগতিক ভালোবাসায় মাখা আবেগ গুলো স্মৃতিপটে ধারণ করে রাখতে।তবে ধীরে ধীরে তা রূপ নেয় ভিন্ন পরিসরে।ফেসবুক ছাড়িয়ে ইন্সটাগ্রাম এবং ওয়েবপেজ ভিত্তিক একাউন্ট সচল করা হয়।প্রায় ছয় মাস এভাবে পেজ চালানোর পর এডমিনরা ধীরে ধীরে সাহিত্য রূপে পেজটিকে সাজাতে শুরু করে। এই পথ ধরেই পেজটি রূপ নেয় উপন্যাস বিক্রয়কারী সংগঠন হিসেবে।এবং স্পর্শ বর্তমানে একটি পূর্ণাঙ্গ অনলাইন ভিত্তিক বই বিক্রির প্লাটফর্ম। বর্তমানে স্পর্শ বই হোম ডেলিভারি দিয়ে থাকে।স্পর্শ এর বই বিক্রির ধরণটি একটু ব্যতিক্রমী। স্পর্শ যেমন পাব্লিকের অর্ডার দেওয়া নতুন বই ডেলিভারি করে থাকে,তেমনি তারা পাব্লিকের পড়া হয়ে যাওয়া বই গুলোও বিক্রি করে থাকে। এক্ষেত্রে যে কেউই তাদের নতুন পুরাতন বই গুলো বিক্রির জন্য স্পর্শ এর ইনবক্সে তথ্যসহ জানিয়ে তা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য স্পর্শ কে ব্যবহার করতে পারে। আমরা আশা করি আপনাদের ভালোবাসা পেলে স্পর্শ সকল লেখক পাঠক হৃদয় ছুঁয়ে যাবে।পৌঁছে যাবে বাংলার প্রতিটি ঘরে।

ছবিঃ ডান থেকে সেলফিরত মোঃ ওমর ফারুক তালহা (সাবেক সদস্য),কালো টি-শার্ট আফসার আহমেদ এবং সর্বো বামে রেদোয়ান আহমেদ।