ST News

ST News Newsi
(4)

যুবদল নেতা সেলিম ও ছাত্র সমাজ নেতা রাসেলের নেতৃত্বে ছাত্রদল নেতা আকাশসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টাবন্দর প্রতিনিধি: নার...
19/10/2024

যুবদল নেতা সেলিম ও ছাত্র সমাজ নেতা রাসেলের নেতৃত্বে
ছাত্রদল নেতা আকাশসহ তিনজনকে
কুপিয়ে হত্যার চেষ্টা
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বাছিরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে যুবদল ও ছাত্র সমাজের নেতাকর্মীরা। এসময় তাঁর সঙ্গে থাকা দুইকর্মীকেও কুপিয়ে জখম করা হয়।
পূর্ব শক্রতার জেরে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার মিরকুন্ডী করবস্থানের সামনে এই ঘটনা ঘটে।
গুরুত্বর আহত অবস্থায় আকাশ আহমেদ বাছির সহ তিনজনকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে অবস্থা গুরুত্বর হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
আহত আকাশ আহমেদ বাছির বন্দর উপজেলার মুকফুলদী এলাকার সাইফুল ইসলামের ছেলে, মিরকুন্ডী এলাকার বাবুল মিয়ার ছেলে রুবেল ও সুজন মিয়ার ছেলে সাজিস।
স্থানীয়রা জানান, মুকফুলদী স্কুলের সামনে মাদকবিরোধী মানববন্ধনে চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদ্যসুদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে অন্য একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মীরকুন্ডি কবরস্থান এলাকায় যুবদল নেতা সেলিম ও তার ভাগ্নে বন্দর উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি রাসেল কথা বলার জন্য ছাত্রদল নেতা আকাশ আহমেদ বাছিরকে ডেকে নিয়ে যায়। সেই সাথে ড্রেজার নিয়ে কথা বললে তাদের সঙ্গে ড্রেজার ব্যবসায় জড়াবেন বলে চলে আসতে চাইলে এক পর্যায়ে আকাশকে এলোপাথারি কোপানো হয়। এসময় আকাশের সাথে থাকা কয়েকজন এগিয়ে আসলে তাদেরকেও কোপানো হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, মহানগর যুবদল নেতা সোজেফ গ্রুপের নেতা বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের নেতৃত্বে মিরকুন্ডী কবরস্থানের সামনে ড্রেজার বসায় যুবদল নেতা সেলিম ও তার ভাগ্নে বন্দর উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি রাসেল। তাদের সাথে আকাশ আহমেদ বাছিরের পূর্ব শক্রুতা ছিল। এই শত্রুতার জেরে শুক্রবার রাতে মহানগর যুবদল নেতা জোসেফ ও বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমিরের নির্দেশে ছাত্রদল নেতা আকাশ আহমেদ বাছির সহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সেলিম, তার ভাগ্নে রাসেল, আনোয়ার, সাইদুল, সম্রাট হোসেন সুজন, সৈকত, সোহেল, খোকন মেম্বার, সাইফুল, সেলিম, আমির, রাহাতসহ অন্তত ৭-৮জন। হাতে, পায়ে, মাথায় সহ অসংখ্য কোপের চিহৃ রয়েছে। মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছেন।
ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
হত্যার চেষ্টার ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান আহতের পরিবার।

15/10/2024
15/10/2024

অনেক জলপনা কল্পনা অবসান ঘটিয়ে উদ্ধার হলো পশ্চিম হাজীপুর মসজিদের পুকুর টি।

বিশেষ প্রতিনিধি :- দীর্ঘ ১২ বছর পূর্বে পুকুর টি মানিক মিয়া নামের একজনকে মসজিদ, কতৃপক্ষ এর ডাকের মাধ্যমে দুই বছরের জন্য রিজ দেওয়া হয়।কিন্তু এই মানুষ রুপি প্রতারক মসজিদের পুকুর দুই বছর সময় পেড়িয়ে গেলে ও মসজিদের কমিটির কাছে হস্তান্তর না করে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষের কাছে গিয়ে নিজের নামে করে নেয় ঐ পুকুরটি।

পশ্চিম হাজীপুর রেললাইন জামে মসজিদ এর সভাপতি আঃ মতিন সহ পাঞ্চায়েত কমিটির সকল সদস্যদের কে নিয়ে সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালে আবদুল মতিন গং এর নাম দিয়ে ঐ সময় একটি দেওয়ানি মামলা করে এই পুকুরের জন্য দায়ের করেন।
যার নং ২৪৮/১৫ তারপর থেকে মামলা টি নারায়নগঞ্জ জজ কোটের মাধ্যমে আদালতে মামলাটি চলমান রয়েছে ।তার পরিপেক্ষিতে গত ১৪/০৮/২০২২ ইং তারিখে অধ্য মোকাদ্দমাটি FH এর দিন ধায্য করে। তার পর থেকে মামলার বাদী পক্ষ মানিক মিয়া দরখাস্ত দ্বারা সময় প্রার্থনা করিয়াছেন আদালতের মাধ্যমে বহুবার।

কিন্তু বাদী পক্ষ সময় মত কোন প্রমান সুরুপ সঠিক কাগজ পএ দেখাতে পারে নাই আদালতকে বাদী পক্ষ এদিকে বিবাদীপক্ষ একাধিক বার কাগজ পএ নথীদেখিয়েছেন আদালতকে। বারবার বাদী পক্ষ সময় চাওয়ার কারণে অএ আদালত মোকদ্দমা টি সময়ের দরখাস্ত না মঞ্জুর করে, সাক্ষী প্রদান করতে না পারার ব্যর্থতার জন্য শেখ আনিসুজ্জামান সিনিয়ার জজ আদালতে মামলাটি খাারিজ করে দিয়ে বিবাদী পক্ষ কে রায় প্রদান করেন।

দীর্ঘ বারো বছর পর এই রায়টি পাওয়া র পর পশ্চিম হাজীপুর রেললাইন পাঞ্চায়েত কমিটির সভাপতি আবদুল মতিন সহ নারায়ণ গঞ্জ সিটি কর্পোরেশন এর কাউন্সিলর শাহেন শাহ আহমেদ এর উপস্থিতি তে ঐ মসজিদের পুকুরে সাইনবোর্ড স্থাপন করা হয়। বলে জানান মসজিদ কতৃপক্ষ। তার ধারাবাহিকতায় গতকাল দৈনিক বিজয় পএিকায় এ বিষয়টি পুরু না যেনে, না সুনে,মোটা অংকের অর্থে বিনিময় গোটা কয়েক জনের নাম দিয়ে একটি রিপোর্ট প্রকাশিত করে তাই ঐ রিপোর্ট টি মিথ্যা ও বানোয়াট হওয়ার এই জন্য তীব্র নিন্দা প্রতিবাদ প্রকাশ করছেন হাজীপুর পাঞ্জায়েত কমিটি ও এলাকাবাসী।

15/10/2024
09/10/2024
মুলতানে তিন সেঞ্চুরিতে চেপে রান পাহাড়ে পাকিস্তান,দ্বিতীয় দিন শেষে ৪৯৮ রানে পিছিয়ে ইংল্যান্ড রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক।...
08/10/2024

মুলতানে তিন সেঞ্চুরিতে চেপে রান পাহাড়ে পাকিস্তান,দ্বিতীয় দিন শেষে ৪৯৮ রানে পিছিয়ে ইংল্যান্ড

রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক।।
শন মাসুদ ও আসাদ শফিক গতকালই শতক পূর্ণ করেছিলেন।চার উইকেটে ৩২৮ রানে প্রথম টেস্টের প্রথম দিন শেষ করা পাকিস্তান আজ দ্বিতীয় দিনেও ইংলিশ বোলারদের উপর আধিপত্য
বজায় রাখেন।সেন্চুরি তুলে নেন বিষ্ময়কর ভাবে আট নম্বরে ব্যাট করতে নামা আগা সালমান।সৌদ শাকিলেরও হয়তো শতক পাওয়া হতো যদি ভাগ্য সহায় হতো।১৮ রান আগেই আউট হয়ে তাই শতকের দেখা পাননি তিনি।তারই মিলিত যোগফল প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের পাহাড়।শেষ বিকেলে ব্যাট করতে নেমে পোপের উইকেট হারিয়ে ৫৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড।৪৯৮ রানে পিছিয়ে থেকে আগামীকাল তৃতীয় দিন শুরু করবে তাঁরা।

মুলতানে দ্বিতীয় দিনে অতিথিদের পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার কাজটি করে যান নাইটওয়াচ ম্যান ব্যাটার নাসিম শাহ।সৌদ শাকিলকে যোগ্য সঙ্গ দেন প্রথম সেশনের প্রায় পুরোটা সময়।লাঞ্চ বিরতির কিছু আগে ৩৩ রান করে আউট হওয়ার আগে দু'জন মিলে ২৯ ওভার উইকেটে থাকেন।
যদিও জুটিতে রান ওঠে ৬৪,তবুও প্রথম সেশনের ধাক্কাটা লাগতে না দেওয়ার কৃতিত্ব দিতেই হবে নাসিম শাহকে।

দলীয় ৩৮৮ রানে পঞ্চম উইকেট হারানোর পর খানিক পর মধ্যান্হ বিরতির আগের শেষ ওভারের
পন্চম বলে মোহাম্মদ রিজওয়ানকেও হারায় পাকিস্তান।৩৯৭/৬ নিয়ে বিরতিতে যায় দুই দল।
সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে সৌদ শাকিল আউট হয়ে যান বিরতির পর।আগা সালমানের সাথে তাদের জুটিতে ৫৩ রান যোগ হয়।দলীয় ৪৫০ রানে সৌদ শাকিল আউট হন।১৭৭ বলে ৮২ রানের ক্ল্যাসিক্যাল টেস্ট ইনিংস খেলেন তিনি।

এরপরের গল্পটা বিশ্বের সেরা আট নম্বরে ব্যাট করতে নামা ব্যাটার আগা সালমানময়।দশে নামা শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ৮৫ রানের জুটি গড়ে তোলেন সালমান।ততক্ষণে নিজের শতক তুলে নিয়েছেন তিনি।১০৮ বলে শতক পূর্ণ করা আগা সালমান দশটি চার ও তিনটি ছক্কায় শতকের ঘরে পৌঁছান।৫৫৬ রানে পাকিস্তান শেষ উইকেট হারালে অপরাজিত থেকে যান আগা সালমান ১০৪ রান করে।

শেষ বিকেলে ধারণা করা হচ্ছিলো আগা সালমান সেঞ্চুরি পূর্ণ করলেই ইনিংস ঘোষণা করে দিবেন শন মাসুদ।কিন্তু তা করেননি তিনি।বোঝাই যায়, বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া প্রথম টেস্টকে ভুলতে পারেননি মাসুদ।ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ তিনটি,আ্যাটকিনসন ও কেয়ারস দুটি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড।নাসিম শাহ ওলি পোপকে চার রানে আউট করে দেন।তিনে নেমে জো রুট ক্রলিকে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দিলে ৫৮/১ নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড।
৪৯৮ রানে পিছিয়ে থেকে আগামীকাল ৩৭ রান নিয়ে ক্রলি ও ২১ রান নিয়ে রুট শুরু করবেন মুলতান টেস্টের তৃতীয় দিন।

সংক্ষিপ্ত স্কোর:- পাকিস্তান ৫৫৬/১০(১৪৯.৩) শন মাসুদ ১৫১,আগা সালমান ১০৪*,আসাদুল্লাহ শফিক ১০২,সৌদ শাকিল ৮২,লিচ ৩/১৬০।
ইংল্যান্ড ৫৮/১(১৩.৩) ক্রলি ৩৭*,রুট ২১*।

01/10/2024

বাড়িতে ডুকে লক্ষ্মীপুর সদর ১৩নং দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর আহত করে বিএনপি সমর্থিত ছাত্রদলের সন্ত্রাসীরা ।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় লক্ষ্মীপুর সদর চন্দ্রগঞ্জ থানার ১৩নং দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামে এ ঘটনাটি ঘটে ।

08/08/2024
17/07/2024
14/07/2024

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন আজ। রোববার (১৪ জুলাই’) বিকেল ৪টায় গণ....

14/07/2024
14/07/2024

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে টানা তিনদিন ধরে গভীর আলোচনার পরও গ্রহণযোগ্য কোনও ফলাফল...

14/07/2024

সেলিম রেজা সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমাী বায়ুর প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ১১ দিন ধরে ব...

11/07/2024

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে চুরির মাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন .....

11/07/2024

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসে জড়িত চক্রের ‘গুরু’ ছিলেন চাকরিচ্যুত গা....

11/07/2024

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের বেতুয়া পশ্চিম পাড়া গ্রামের প্লাস্টিকের বোতল দ....

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when ST News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ST News:

Videos

Share

Category

সবার আগে শিক্ষা সংবাদ

আমরা জনতা কথা বলি