ছমির নগর বহুমৃখী সমবায় সমিতি লিঃ

ছমির নগর বহুমৃখী সমবায় সমিতি লিঃ আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আমার জন্য সবাই দোয়া করবে “সাফল্য তাদের জন্য, যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে”

আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা
14/02/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা

31/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

27/01/2025
Good morning everyone
19/11/2024

Good morning everyone

Good morning Everyone
11/11/2024

Good morning Everyone

অনেক সুন্দর একটি জায়গা নিরিবিলি পরিবেশ মুক্ত করার মতো
19/10/2024

অনেক সুন্দর একটি জায়গা নিরিবিলি পরিবেশ মুক্ত করার মতো

একটি বিশেষ ঘোষণা কিছু অসাধু লোক ছমিরনগর বহুমুখী সমবায় সমিতির নাম ব্যবহার করে ডুবলিকেট দলিল তৈরি করছে এবং সমিতির নিকট হত...
16/10/2024

একটি বিশেষ ঘোষণা
কিছু অসাধু লোক ছমিরনগর বহুমুখী সমবায় সমিতির নাম ব্যবহার করে ডুবলিকেট দলিল তৈরি করছে এবং সমিতির নিকট হতে তিন লক্ষ টাকা দাবি করে উক্ত দলিলটি আমাদের নজরে আসে ২-৩ দিন হল যাচাই-বাছাই করে দেখা হল জাল দলিল যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বাংলাদেশ সমবায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের প্রতিষ্ঠান ২০২২ সাল থেকে আমাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছি শুধুমাত্র মাইক্রো ক্রেডিট ফিল্ড পর্যায়ে কালেকশন করা হতো তা ব্যতীত সমস্ত কার্যক্রম আমাদের স্থগিত করা হয়েছিল। আমাদের সমিতির ২০২০ সালের পর থেকে সমস্ত কার্যক্রম সফটওয়্যার এর মাধ্যমে সব কাজ করা হয় যেহেতু আমরা ম্যানুয়ালি কোন কাজ করতাম না সেই ক্ষেত্রে যে জাল দলিল তৈরি করছে কিছু অসাধু ব্যক্তি ২০২২ সালে ১০ এ অক্টোবর অতএব যারা এই ধরনের কার্যক্রম জড়িত তাদেরকে সতর্কবাণী দেওয়া হলো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হলো ধন্যবাদ।
যে জাল দলিল করা হয়েছে সেগুলো কি কি ভুল আছে তুলে ধরা হলো
1 প্রথম ভুল এটি একটা ঋণগৃহীতার অঙ্গীকারনামা
2 ভুল যার নামে জাল দলিল করা হয়েছে তার নাম নেই উল্লেখ অন্য জনের নাম আছে
3 ভুল যে ম্যানেজারের নাম লেখা আছে সে ম্যানেজার দেশের বাহিরে থাকে পাঁচ বছর যাবত নকল সিগনেচার
4 ভুল অন্যজনের দলিল জাল করে কপি করেছি তার নাম স্পষ্ট লেখা আছে এই দলিলে
5 আমাদের প্রতিষ্ঠান থেকে এই ধরনের দলিল দেওয়া হয় না
6 ভুল যেহেতু আমরা সফটওয়্যার মাধ্যমে কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমানতকারীকে অরজিনাল সার্টিফিকেট এবং কিউআর কোড যুক্ত সার্টিফিকেট প্রদান করা হয়
7 ভুল আমাদের প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী একজন আমানতকারী প্রতিষ্ঠানে অফিসে এসে টাকা পয়সা লেনদেন করতে হবে এবং অফিসের সংশ্লিষ্ট চাকরি রত ম্যানেজার বা ফিল্ড অফিসার থাকে তাদের অরজিনাল সার্টিফিকেট গ্রহণ করতে হয় কোম্পানির সিলমোহর সহ তাদের স্বাক্ষর সত্যায়িত থাকতে হবে।
8 এই জাল দলিলে তার কোনটাই নিয়ম অনুযায়ী উল্লেখযোগ্য কিছু নাই।

19/07/2024

আলিফ এগ্রো এন্ড ডেইরী ফর্ম লিঃ Alif Agro & Dairy Farm Ltd. শুভেচ্ছা

Good morning happy nice day ♥️
19/07/2024

Good morning happy nice day ♥️

দৈনন্দিন জীবনে খয়খরচা কম নয়। অনেক ক্ষেত্রে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখাই দায়। এই যখন অবস্থা, সে ক্ষেত্রে একটু একটু করে স...
31/03/2024

দৈনন্দিন জীবনে খয়খরচা কম নয়। অনেক ক্ষেত্রে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখাই দায়। এই যখন অবস্থা, সে ক্ষেত্রে একটু একটু করে সঞ্চয় আখেরে ভালো ফল দিতে পারে। তবে কিছু নিয়ম মানলে সঞ্চয়ে সুবিধা হতে পারে। যেমন:

১. খরচের তালিকা: সঞ্চয়ের জন্য মাসিক খরচের একটি তালিকা করা যেতে পারে। এক মাসের ব্যক্তিগত ও সাংসারিক প্রয়োজনের একটি তালিকা তৈরি করে নিলে খরচের হিসাবও সহজে পাওয়া যাবে। এ ক্ষেত্রে কোনো খরচই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, তা সে যত ছোটই হোক।
২. বাজেট তৈরি: সঞ্চয়ের উদ্দেশে বাজেট তৈরি করা যেতে পারে। যেমন: এক মাসে কতটুকু খরচ করবেন, তা নির্ধারণ করে রাখলেন। যে জিনিসটি চলতি মাসে না কিনলেও চলবে, তা পরের মাসের জন্য রেখে দেওয়া যেতে পারে। এভাবে মাসিক একটা বাজেট তৈরি করে নিতে হবে। তবে অবশ্যই এই বাজেটের মধ্যে জরুরি প্রয়োজনের জন্য কিছু অর্থ রাখতে হবে।
৩. নির্দিষ্ট সঞ্চয় পরিকল্পনা: মাসে কতটুকু আয় হচ্ছে এবং কত ব্যয় হচ্ছে, সেটা নির্ধারণ করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমানো যেতে পারে। মোট আয়ের ১০ থেকে ১৫ শতাংশ সঞ্চয় করা সম্ভব হলে বেশ ভালো। তবে প্রয়োজন অনুযায়ী এটা কমানোও যেতে পারে। খুব প্রয়োজনীয় নয়—এমন খরচ কমিয়ে প্রয়োজনীয় জিনিসে মন খুলে খরচ করা যেতে পারে।
৪. সঞ্চয়ের লক্ষ্য স্থির: সঞ্চয়ের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। যেমন: কোন উদ্দেশে সঞ্চয় করবেন। কেউ ভ্রমণের জন্য, কেউ উচ্চশিক্ষার জন্য, কেউ বাড়ি-গাড়ি কেনার জন্য, কেউবা বুড়ো বয়সে একটু ভালো থাকার জন্য সঞ্চয় করেন। নিজের সঞ্চয়ের যে লক্ষ্য, তা সঠিকভাবে স্থির করতে হবে।
৫. অগ্রাধিকার: কোনটি আপনার জীবনে সবচেয়ে প্রয়োজন বা কোনটি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। ওই বিষয়ে অগ্রাধিকার দিয়ে সঞ্চয় করা যায়।
৬. লক্ষ্য অনুযায়ী আলাদা সঞ্চয়: লক্ষ্য অনুযায়ী আলাদা আলাদা সঞ্চয় করুণ। যেমন একটি বাড়ি কিনতে চাইলে তার জন্য আলাদাভাবে সঞ্চয় করুণ। ভ্রমণে যেতে চাইলে তার জন্য আলাদা সঞ্চয় করুণ।
৭. স্বয়ংক্রিয় স্থানান্তর: এমন উপায়ে সঞ্চয় করুন, যেন প্রতি মাসের বেতন থেকে সরাসরি সঞ্চয় করা যায়। সঞ্চয়ের নির্দিষ্ট অর্থ হাতে না আসাই ভালো। এসব ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করা যায়। সরাসরি ব্যাংকে অর্থ জমা হয়ে যাবে—এমন উপায়ে সঞ্চয় করা যেতে পারে।
৮. সঞ্চয়ের প্রবৃদ্ধি: প্রতি মাসে আপনার সঞ্চয় কতটুকু, তা দেখুন। এতে আপনার সঞ্চয় করার শুধু আগ্রহই হবে না, কোনো সমস্যা থাকলে তা সমাধানে সাহায্য হবে।

Address

Narayanganj
1421

Alerts

Be the first to know and let us send you an email when ছমির নগর বহুমৃখী সমবায় সমিতি লিঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছমির নগর বহুমৃখী সমবায় সমিতি লিঃ:

Videos

Share