দূরবীন দ্য টেলিস্কোপ

দূরবীন দ্য টেলিস্কোপ বিচিত্র সব পোস্ট এবং ব্রেকিং নিউজ আপডেট!

15/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

15/12/2024

Good Evening

With AZAD VISION BD – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
15/12/2024

With AZAD VISION BD – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

15/12/2024

Good Afternoon!
Let's grow together

26/09/2024
With AZAD VISION BD – I just got recognised as one of their top fans! 🎉
20/09/2024

With AZAD VISION BD – I just got recognised as one of their top fans! 🎉

যেখানে একজন ছাত্র/ছাত্রীকে পরীক্ষায় বৃত্তি পেতে হলে অত্যন্ত মেধা আর অধ্যাবসায়ের প্রয়োজন হয়, সেখানে পরীক্ষায় অংশগ্রহণ না ...
01/03/2023

যেখানে একজন ছাত্র/ছাত্রীকে পরীক্ষায় বৃত্তি পেতে হলে অত্যন্ত মেধা আর অধ্যাবসায়ের প্রয়োজন হয়, সেখানে পরীক্ষায় অংশগ্রহণ না করেই ট্যালেন্টপুলে বৃত্তি! জানা গেছে, সে ছাত্রটির ক্লাশ রোল-৭৭!

বর্তমানে প্রতিটি পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখলে আৎকে উঠতে হয়! এত এত A+, Golden A+ এর ছড়াছড়ি! জাতি আদৌ শিক্ষিত হচ্ছে তো!

কতক্ষণ আগে একটি ভিডিওতে দেখলাম, এক ছাত্রী তার পরীক্ষার সাফল্যের জন্য খুবই খুশি আর বিস্ময় নিয়ে সাক্ষাৎকারে বলছে যে, সে নাকি সারা বছর কোন পড়াশোনা করেনি এমন কি বইও কিনেনি! শুধু মাত্র পরীক্ষার এক মাস আগে একটি টেস্ট পেপার কিনে পড়ে A+ পেয়েছে! এ ক্ষেত্রে আমারও বলতে ইচ্ছে করে....... 'I am to অবাক!'

অন্তত শিক্ষা ব্যবস্থায় দায়িত্বশীল মহলের আরো সুনজর দেয়া উচিৎ! একটা জাতি দাঁড়িয়ে থাকে শিক্ষার মান দন্ডের উপর! যে জাতি যত শিক্ষিত এবং শিক্ষার আলোয় আলোকিত সে জাতি তত সফল!
Azad Kalam

মশাদের উৎপাত দেখলে মনে হয় তাদেরই ঘর বাড়ি, আর আমরা তাদের বাসায় ভাড়া থাকি! চাঁদনী রাতে বাহিরে দাঁড়িয়ে যে একটু আকাশের পানে ...
26/02/2023

মশাদের উৎপাত দেখলে মনে হয় তাদেরই ঘর বাড়ি, আর আমরা তাদের বাসায় ভাড়া থাকি!

চাঁদনী রাতে বাহিরে দাঁড়িয়ে যে একটু আকাশের পানে তাকিয়ে মনে মনে কাব্য চর্চা করবো তার কোন সুযোগ নেই! ঝাঁকে ঝাঁকে মশা এসে কুত্তার মত পায়ে কামড়াতে থাকে! এমনিতেই আমার কেমন জানি মশা রাশি, যদি পাঁচজনও এক জায়গায় দাঁড়িয়ে থাকি দেখা যাবে আমাকেই বেশি কামড়াচ্ছে!

গতরাতে কিভাবে যেনো মশারীর ভেতর এক মশা ঢুকে যায়! কানের কাছে জঙ্গী বিমানের মত ভোঁ শব্দ করে চলে গেলো! হাজারো খোঁজাখুঁজি করেও আর পেলাম না, তবে কামড়ের ভয়ে ঘুম চলে গেলো!

মশার বংশ এত বেড়ে গেছে যে সকলের সচেতনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাই এর সংখ্যা কমতে পারে!

আপনি যদি কখনও এই প্রাণীটিকে খুব কাছে থেকে না দেখে থাকেন তাহলে লিখাটি আপনার জন্য! এই প্রাণীটি অত্যন্ত প্রভুভক্ত! আপনি যদি...
25/02/2023

আপনি যদি কখনও এই প্রাণীটিকে খুব কাছে থেকে না দেখে থাকেন তাহলে লিখাটি আপনার জন্য!

এই প্রাণীটি অত্যন্ত প্রভুভক্ত! আপনি যদি রাস্তার পাশে শ্রান্ত ক্লান্ত ভাবে দাঁড়িয়ে থাকা একটি কুকুর কে এক টুকরো রুটি অথবা একটি বিস্কুট দেন, দেখবেন সে কেমন ভাবে তার লেজ নেড়ে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে! সমাজে যেখানে অকৃতজ্ঞ মানুষের ছড়াছড়ি সেখানে এমন দৃশ্য সত্যিই আপনাকে মুগ্ধ করে দেবে!

আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষের মাঝেও লেজ নাড়তে দেখি, সেটা হলো অদৃশ্য লেজ! প্রভু শ্রেনীর লোকদের প্রতি তার শাসিত শ্রেণী আজ্ঞাবহ থাকবে এটাই স্বাভাবিক! অনেক ক্ষেত্রে দেখা যায় আজ্ঞাবহ শ্রেণীর মাঝে এক দল থাকে যাদের কাজ হলো অদৃশ্য লেজ নেড়ে তার প্রভুদের পায়ের কাছে থাকা! সময়ের সুযোগে তারাই আবার পল্টি নিয়ে হিংস্র রূপ ধারণ করে তার প্রভুর শত্রু হয়ে দাঁড়ায়! তাই সবাইকে সচেতন হয়ে আসল তোষামোদি লোকদের চিনে নিতে হবে!

কুকুর এমন একটি প্রাণী যে কখনও তার মনিবের ক্ষতি করে না! নিজের প্রাণ বিসর্জন দিয়েও অনেক ক্ষেত্রে মনিবের জান মাল রক্ষা করে! ...................................................
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত!

সেদিন এক মার্কেটের এক কোনে দাঁড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে আজাইরা ঘাটাঘাটি করছিলাম! হঠাৎ দেখি প্রায় আমার বয়সেরই হবে এমন একটা ...
23/02/2023

সেদিন এক মার্কেটের এক কোনে দাঁড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে আজাইরা ঘাটাঘাটি করছিলাম! হঠাৎ দেখি প্রায় আমার বয়সেরই হবে এমন একটা লোক আমার দিকেই এগিয়ে আসছে! মুখে তার রাজ্যের সুখ ভরা মুচকি হাসি! মুচকি হাসি দেখলে সাধারণত হয় ভালো লাগে, নয়তো বিরক্ত লাগে আর নয়তো মেজাজ খারাপ লাগে!

আমার কিন্তু লোকটিকে দেখে তিনটির কোনটিই লাগলো না! লোকটি আমার কাছে এসে তার হাসিটিকে কান পর্যন্ত বিস্তৃত করে হাত নাড়ছে! কেনো জানি মেজাজ ঠিক রাখতে পারলাম না! বলেই ফেললাম, "কে রে ভাই আপনি? আপনার হাসির জন্য তো আপনাকেই দেখতে পাচ্ছি না!" এ কথা শুনে সে মুচকি হাসি বাদ দিয়ে আটচল্লিশটি দাঁত সব বের করে হেসে দিলো! এবার আমি তাকে চিনে ফেললাম! ও রবিন চাকমা!!

রবিন চাকমা আর যতি চাকমার সাথে আমার পরিচয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়! তখন আমি মাস্টার্স এ পড়ি! প্রতিদিন লোকাল বাসে করে বাড়ি আসি! প্রতিদিন চিটাগাংরোড থেকে কাচপুরে আসাযাওয়া করতো তারা! মাঝে মাঝে আমাদের বাসে উঠতো তারা দুই বন্ধু! খুবই হাসি খুশি আর অমায়িক ব্যবহারের দুটি ছেলে ছিলো তারা! তাদের এত সুন্দর ফুরফুরে কথাবার্তা আর হাসিখুশির জন্য আমি ইচ্ছে করেই আগ বাড়িয়ে পরিচয় হয়ে যাই! আমাকে খুব, খুবই সম্মান করতো তারা! চিটাগাংরোড থেকে কাঁচপুর ২/৩ মিনিটের রাস্তা, যদিও মহা জানজট লেগে মাঝে মাঝে ঘন্টাও পার হয়ে যেতো! আর তখনই তাদের খুনসুটি আর হাসাহাসি দেখে তাদের সাথে পরিচয় হয় আমার!

এক পর্যায়ে তাদের সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে যায় আমার! একদিন তারা বায়না ধরলো আমাকে কাঁচপুর নামতে হবে! যতি চাকমার বিয়ে ঠিক! তার পাত্রী আবার বিখ্যাত এক গার্মেন্টসে চাকরি করে! যেই কথা সেই কাজ, কাঁচপুর নেমে হাল্কা নাস্তা করে গেলাম তার পাত্রী দেখতে! এখানে বলে রাখি আমার শর্ত ছিলো আমি দূর থেকে দেখবো, কথা বলবো না!

গিয়ে দেখি বিশাল গার্মেন্টস! শত শত লোক ভেতরে যাচ্ছে আর ভেতর থেকে বের হচ্ছে, এত এত লোকের ভীড়ে আমরাও ঢুকে গেলাম! বিশাল ফ্যাক্টরি এলাকায় ঢুকে, যতি চাকমার পাত্রী যে বিল্ডিংয়ে কাজ করে রবিন চাকমা গেলো তাকে ডেকে আনার জন্য! আমি আর যতি চাকমা নিচে অপেক্ষা করছি!

পাঁচ মিনিট যায়, দশ মিনিট যায়, বিশ মিনিট যায় যতি চাকমা আসার খবর নেই! শেষে আধা ঘণ্টা অপেক্ষা করে চরম বিরক্ত হয়ে আমি যতি চাকমা কে বললাম, "দেখেন তো গিয়ে কি হলো!"

শেষের ঘটনা আর লিখতে ইচ্ছে করে না!

হঠাৎ দেখি যতি চাকমা প্রচন্ড দৌড়ে বের হয়ে আমাকে শুধু কোন রকমে বললো, "রবিন কে সিকিউরিটি কানে ধরে উঠবস করাচ্ছে!!" তারপর কোথায় দৌড়ে হারিয়ে গেলো দেখি নাই! বলা বাহুল্য, তখন আমি এত জোড়ে হেঁটে বের হচ্ছিলাম যে, মনে হলো অলিম্পিক গেমসে যদি এই হাঁটা দিতাম সম্ভবত যারা দৌড়ে স্বর্ণ পদক জিতে আমি তাদের পদকটা নিয়ে নিতাম! এত জোড়ে হাঁটার কারণ যদি আমাকে 'অবৈধ অনুপ্রবেশ' 'হুকুমের আসামী' ইত্যাদি মামলায় ফাসিয়ে দেয়!!

ঘটনাটি এখানেই শেষ হতে পারতো কিন্তু আর একটু আছে! চায়ের কাপে চুমুক দিতে দিতে রবিন চাকমাকে জিজ্ঞেস করলাম,' যতি কি সেই মেয়েটিকে বিয়ে করেছিলো!?'

রবিন একটু লজ্জা পেয়ে বললো,"ও এখন আমার বউ!"

Address

Narayanganj
1440

Website

Alerts

Be the first to know and let us send you an email when দূরবীন দ্য টেলিস্কোপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category