Tisha Sabrina

Tisha Sabrina I Am A Digital Marketer. SO Of Success Biz Family . Efforts Never Die.....

আসসালামু আলাইকুম। পড়াশোনা ও চাকুরির পাশাপাশি কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আমাকে ইনবক্স করুন।ফ্রিল্যান্সিং সম্পর্...
16/07/2024

আসসালামু আলাইকুম। পড়াশোনা ও চাকুরির পাশাপাশি কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আমাকে ইনবক্স করুন।ফ্রিল্যান্সিং সম্পর্কিত ব্যাসিক ধারনা নিতে চাইলে আমাদের ফ্রি সেমিনারটি কারতে পারবেন।ধন্যবাদ

আসসালামু আলাইকুম।ফ্রিল্যান্সিং সম্পরকিত ফ্রি সেমিনার করতে আগ্রহী থাকলে আমাকে মেসেজ করুন।
13/07/2024

আসসালামু আলাইকুম।ফ্রিল্যান্সিং সম্পরকিত ফ্রি সেমিনার করতে আগ্রহী থাকলে আমাকে মেসেজ করুন।

ভ্রমণ: জীবনের এক অনন্য অভিজ্ঞতাভ্রমণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন স্থান আবিষ্কার, বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিতি এব...
04/07/2024

ভ্রমণ: জীবনের এক অনন্য অভিজ্ঞতা
ভ্রমণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন স্থান আবিষ্কার, বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিতি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করি। ভ্রমণ শুধু মানসিক শান্তি দেয় না, এটি আমাদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বিস্তৃত করে। পাহাড়, সমুদ্র, জঙ্গল বা ঐতিহাসিক স্থাপনা—প্রতিটি ভ্রমণে থাকে আলাদা রোমাঞ্চ ও শিক্ষা। ভ্রমণের সময় সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া জরুরি। এতে ভ্রমণ হয়ে ওঠে আরো উপভোগ্য ও নিরাপদ। নতুন স্থানে নতুন খাবারের স্বাদ গ্রহণ এবং স্থানীয়দের সাথে মিশে তাদের সংস্কৃতি বুঝতে পারা ভ্রমণের একটি বড় অংশ। তাই, সময় ও সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন নতুন অভিজ্ঞতার সন্ধানে।

গ্যাজেট প্রযুক্তির নিত্যসঙ্গীগ্যাজেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্ম...
04/07/2024

গ্যাজেট প্রযুক্তির নিত্যসঙ্গী
গ্যাজেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ ইত্যাদি আমাদের কাজের গতি বাড়িয়ে দেয়। এগুলি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বিনোদন, শিক্ষা এবং কাজের জন্যও ব্যবহার করা হয়। গ্যাজেটগুলি আমাদের জীবনে গতিশীলতা ও সহজতা নিয়ে আসে। স্মার্টফোনের মাধ্যমে আমরা বিশ্বের যেকোনো স্থানে যোগাযোগ রাখতে পারি, ল্যাপটপ আমাদের কাজ করতে সহায়তা করে, এবং স্মার্টওয়াচ আমাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে। নতুন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন আমাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচিত করছে। তাই, গ্যাজেটগুলির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোশাক শুধু শরীরের আচ্ছাদন নয়, এটি আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। সঠিক পোশাক নির্বাচন আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং মানস...
04/07/2024

পোশাক শুধু শরীরের আচ্ছাদন নয়, এটি আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। সঠিক পোশাক নির্বাচন আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক সুস্থতা বজায় রাখে। বিভিন্ন ঋতু অনুযায়ী উপযুক্ত পোশাক পরা উচিত। সুতি, সিল্ক, উল ইত্যাদি বিভিন্ন উপাদানে তৈরি পোশাক আরাম ও শৈলীর সমন্বয় ঘটায়। আপনার ফ্যাশন সেন্স ও জীবনযাত্রার ধরন অনুযায়ী পোশাক নির্বাচন করুন।

সৌন্দর্য প্রতিটি মানুষের অন্তরে বিরাজমান। বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে আভ্যন্তরীণ সৌন্দর্যও গুরুত্বপূর্ণ। ত্বকের যত্ন, স...
04/07/2024

সৌন্দর্য প্রতিটি মানুষের অন্তরে বিরাজমান। বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে আভ্যন্তরীণ সৌন্দর্যও গুরুত্বপূর্ণ। ত্বকের যত্ন, সঠিক খাদ্যাভ্যাস, এবং মানসিক শান্তি সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া উচিত। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত পানি পান সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। প্রকৃত সৌন্দর্য আসে আপনার আত্মবিশ্বাস থেকে।

বিড়ালের খাবার: পুষ্টিকর ও স্বাস্থ্যকর পছন্দবিড়ালের জন্য সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বাস্থ্য ও শক...
03/07/2024

বিড়ালের খাবার: পুষ্টিকর ও স্বাস্থ্যকর পছন্দ
বিড়ালের জন্য সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বাস্থ্য ও শক্তি বজায় রাখতে প্রয়োজন সঠিক পুষ্টির। প্রোটিন, ফ্যাট, এবং ভিটামিন সমৃদ্ধ খাবার বিড়ালের জন্য আদর্শ। শুকনো ও তরল খাবারের মিশ্রণ বিড়ালের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে। বিড়ালের খাবারের ব্র্যান্ডগুলির মধ্যে রয়্যাল ক্যানিন, হিলস, এবং ওরিজেন জনপ্রিয়। সঠিক খাবার বিড়ালের জীবনের মান উন্নত করতে ও দীর্ঘায়ু বাড়াতে সহায়ক।

❓❓ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)✅✅ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্য...
29/01/2024

❓❓ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
✅✅ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার।

16/01/2024

ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক , তোমাকে নিয়ে হাসুক , তোমাকে আঘাত করুক , অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না । কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে।

লোগো ডিজাইন কি ?Logo Design হলো:”কোন Brand/ Business/ Organization/ Institute কে ইউনিক/ সম্পূর্ণ আলাদাভাবে চেনার জন্য Sh...
03/01/2024

লোগো ডিজাইন কি ?

Logo Design হলো:
”কোন Brand/ Business/ Organization/ Institute কে ইউনিক/ সম্পূর্ণ আলাদাভাবে চেনার জন্য Shape/ symbol/ text/ image/ illustration এর সমন্বিত ব্যবহার কে Logo বলে”

Logo Design এর উৎপত্তি ও ক্রমবিকাশ:

Logo Design এর উৎপত্তি:

লোগোর ইতিহাস খুজতে হলে আমাদের কে প্রাচীন কালে ফিরে যেতে হবে। যখন মানুষ পারিবারিক ক্রেষ্ট, হায়ারোগ্লিফ এবং প্রতীকবাদ এ ব্যবহৃত হতো।

বিশেষ করে প্রাচীন রোমান সভ্যতার বিভিন্ন গোষ্ঠী বা ফ্যামিলি কে আলাদা ভাবে চেনার আংটির মধ্যে বিশেষ নকশা বা প্রতিক ব্যবহার করতো।

প্রাচীন লোগো গুলোর প্রাথমিক সংস্করণগুলো ধারণা করা হয় (আনুমানিক ১৩০০ খ্রিস্টাব্দে) বিকশিত হয়েছিল, কারণ তখন দোকান এবং সরাইখানা গুলো নিজেরদের উপস্থাপন করার জন্য সাইনবোর্ড ব্যবহার করছিলো।


প্রথম আধুনিক লোগো ডিজাইন গুলো ১৯০০ এর দশকের গোড়ার দিকে তৈরি করা হয়েছিল এবং মুদ্রণ শিল্পের পাশাপাশি বিকশিত হয়েছিলো।

এছাড়া কৃষি ক্ষেত্রে লোগোর ব্যবহার দেখা যায়

প্রাচীন কাল থেকেই ‍কৃষি ক্ষেত্রে Shape/ symbol/ text এর ব্যবহার বা Logo এর ব্যবহার হয়ে আসছে।
মানুষ যখন মাঠে গবাদি পশু চরাতো তখন হাজার হাজার গবাদী পশুর মাঝে নিজেদের পশু চেনার জন্য আলাদা একটি বিশেষ Shape/ symbol/ text/ অথবা Logo এর ব্যবহার করতো।

Logo Design এর ক্রমবিকাশ:

Logo Design এর ইতিহাস অনেক প্রাচীন। Logo Design এর ক্রমবিকাশ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ভাবে জানবো।

বিভিন্ন সময়, বিভিন্ন জিনিস কে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজনে লোগোর উৎপত্তি হয়েছে।

বিশেষ করে কৃষি বিপ্লবের পর গ্রেট ব্রিটেন, ইউরোপ মহাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ সালের মধ্যে যখন শিল্প বিপ্লব হয়, তখন বিভিন্ন কোম্পানি/ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠে এবং ব্যাপক প্রচার-প্রসার হয় তখন একই ধরণের পণ্য/সার্ভিস ভিন্ন ভিন্ন কোম্পানি উৎপাদন করে আসছিলো। তখন যে পণ্য/সার্ভিস টি থেকে মানুষের ভালো অভিজ্ঞতা পেয়ে আসছিলো, সেটির উৎপাদনকারী প্রতিষ্ঠান/ ব্রেন্ড কে যেন মানুষ সহজেই মনে রাখতে পারে, সেই প্রয়োজনেই Logo Design ডিজাইন এর উৎপত্তি হয়েছে ও দিন দিন জনপ্রিয়তা পেয়ে আসছে।

বর্তমানে Logo বলতে Brand Identity বুঝায়।

বর্তমান তীব্র প্রতিযোগীতা মূলক বাজারে একটি ব্রেন্ড কে ইউনিক ভাবে চিহ্নিত করতে লোগোর বিকল্প নেই। কারণ

Logo Design হলো এমন একটি প্রতীক, যা Text এবং Image/Illustration এর সমন্বয়ে তৈরি হয়। যা একটি ব্যবসায় কে ইউনিক ভাবে/আলাদাভাবে চিহ্নিত করে।

একটি ভালো Logo কোম্পানি কি করে বা এর প্রোডাক্ট/সার্ভিস গুলো কি এবং এর ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করে।
লোগো একটি ব্র্যান্ড কে প্রতিনিধিত্ব করে।
লোগো হল একটি কোম্পানির চেহারা বা ফেইস হিসেবে কাজ করে।

আমরা জানি Brand identity এর প্রধান উপাদান হলো Logo. অর্থাৎ একটি ব্র্যান্ড কে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিত করার জন্য প্রধান উপাদান হলো Logo.

এক কথায় বলা যায় Logo হল একটি প্রতিষ্ঠানের Face চেহারা।

কোন Shape/ symbol/ text/ image/ illustration লোগো হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে:
সেগুলো হলো:

Simple
Scalable
Memorable/Impactful
Versatile
Relevant

Logo Design Category (লোগো ডিজাইনের প্রকারভেদ)
সাধারণত Logo Design কে ৭ ভাগে ভাগ করা যায়।

যথা:-
Monogram (or letter mark) logos
Wordmark logos
Pictorial mark logos
Abstract logo marks
Mascot logos
The combination mark
The emblem

(C)

27/12/2023

★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়❓
উ- ৭ টি।

★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো❓
উ- ৩ টি।

★ কাজ শেষ হলে কত দিন পর মূল Account ডলার যোগ হবে❓
উ- ১৪ দিন নতুনদের জন্য।

★ কত ডলার হলে Fiverr $ withdraw দিতে পারবো❓
উ- payoneer এ রিভিনিউ কার্ড ৩০$, ব্যাংক ট্রান্সফার ২০$ পেপালে ১$.

★ Account কত দিন পর ভেরিফাই চায়❓
উ- ২-৩ টা কাজ complete করলে।
(সকল সার্ভিস এর জন্য না)

★ আমি কি কারো গিগ কপি করতে পারবো❓
উ- কপি করতে যাবেন না তাহলে warning খাবেন। (আইডিয়া নিতে পারেন)

★ আমি কি কারো গিগ টাইটেল কপি করতে পারব❓
উ- হুম পারবেন।

★ আমার তো পাসপোর্ট/NID কার্ড নাই তাহলে কিভাবে ভেরিরিফাই করবো❓
উ- আপনার বাসার কারো পাসপোর্ট /NID দিয়ে পারবেন।

★ Fiverr Account আমার নামে কিন্তু আমি কি অন্য কারো ব্যাংক আ্যড করতে পারবো❓
উ- হ্যা, পারবেন।

★ আমি যদি Profile picture পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে❓
উ- না, কোনো সমস্যা হবে না। গিগ rank ও হারাবে না।

★ কাজ করলাম ১০ ডলারের কিন্তু আমি কেন ৮$ পাইলাম❓
উ- ফাইবারের ২০% চার্জ এর জন্য।

★Fiverr account একই সময়ে মোবাইলে ও ল্যাপটপে লগইন করা যাবে❓
উ- পারবেন।

★ একটি ল্যাপটপ / মোবাইলে কিভাবে একাধিক Account ব্যবহার করতে পারবো❓
উ- না করাই ভালো। করতে চাইলে windows দিয়ে নতুন করে খুলবেন।

★আমি সেলার হয়ে ফাইভারের কোন সেলার থেকে সার্ভিস ক্রয় করতে পারবো❓
উ- হ্যাঁ পারবেন।

★সেলার একাউন্ট থেকে সেলার একাউন্টে মেসেজ করা যাবে❓
উ- কাজ না থাকলে এসব থেকে বিরত থাকেন।

★ক্লাইন্টের সাথে জুম/গুগল মিটে কথা বলা যাবে❓
উ- জি কাজের জন্য হলে পারবেন।

★ ফাইভারে আউটসাইটে পেমেন্ট নেওয়া নিয়ে কথা বলা যাবে❓
উ- কোন ভাবেই না। ❌

★ গিগ র‍্যাংকে আছে কি না বুঝবো কিভাবে❓
উ- আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজবেন।

★ কাজ শেষ করার কতো দিনের মধ্যে ক্লাইন্ট চাইলে রিভিউ দিতে পারবে❓
উ- ১০/১৪ দিন।

★ ক্লাইন্টের কাছে রিভিউ চাইতে পারবো❓
উ- ডাইরেক্ট রিভিউ এর জন্য না লিখে আপনি বলতে পারেন আমার সাথে করা কাজ নিয়ে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

"ফ্রিল্যান্সাররা পাবেন আইডি কার্ড!!আলহামদুলিল্লাহ 😇🥰😍✅খুব শীঘ্রই ফ্রিল্যান্সাররা পেতে যাচ্ছেন সরকারিভাবে আইডি কার্ড। যে ...
11/12/2023

"ফ্রিল্যান্সাররা পাবেন আইডি কার্ড!!
আলহামদুলিল্লাহ 😇🥰😍
✅খুব শীঘ্রই ফ্রিল্যান্সাররা পেতে যাচ্ছেন সরকারিভাবে আইডি কার্ড। যে আইডি কার্ডে থাকবে ফ্রিল্যান্সার হওয়ার পেশাগত পরিচয় এবং ক্ষমতা।
ফ্রিল্যান্সাররা প্রচুর টাকা ইনকাম করেন কিন্তু তা একদিনে বা একসপ্তাহে হয় নি।এর পেছনে থাকে বহু রাত জাগা এবং নিরলস পরিশ্রম। একজন ফ্রিল্যান্সারের ইনকাম অবশ্যই একজন ১ম শ্রেণী কর্মকর্তার বেতনের চাইতে কয়েকগুণ বেশি।
✅কিন্তু এই অর্থ শুধু সে নিজের জন্যই আয় করে না বরং দেশের অর্থনীতিতে বিরাট একটা অবদান রাখছে।একজন ফ্রিল্যান্সারের আয়ের সিংহভাগই হচ্ছে বৈদেশিক মুদ্রা যা দেশের অর্থনীতিতে বিরাট এক অবদান।
✅অবশেষে সেই সুদিন আসতে চলেছে যখন মানুষ ফ্রিল্যান্সিং কেও আর দশটা পেশার মতো স্বাভাবিক ভাববে।

নতুন শিক্ষা কারিকুলাম০১। সাপ্তাহিক ছুটি ২ দিন। ০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্...
02/12/2023

নতুন শিক্ষা কারিকুলাম

০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।

০৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
০১। - বাংলা
০২। - ইংরেজি
০৩। - গণিত
০৪। - জীবন ও জীবিকা
০৫ - বিজ্ঞান
০৬। - সামাজিক বিজ্ঞান
০৭। - ডিজিটাল প্রযুক্তি
০৮। - ধর্মশিক্ষা
০৯। - ভালো থাকা
১০। - শিল্প ও সংস্কৃতি

২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি

® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

TRUE...
01/12/2023

TRUE...

আলহামদুলিল্লাহ, সাফল্যের দিকে আরো এক পা এগিয়েছি,
24/11/2023

আলহামদুলিল্লাহ, সাফল্যের দিকে আরো এক পা এগিয়েছি,

Address

Narayanganj

Telephone

+8801921141275

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tisha Sabrina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tisha Sabrina:

Videos

Share


Other Digital creator in Narayanganj

Show All