11/10/2024
মরিচের কেজি কিছু মাস আগেও ১২০০ ছিলো, ডিমের দামও বাড়তি ছিলো। আলু পেঁয়াজের দামও বাড়তি ছিলো।
কিন্তু তখন কোনো সমস্যা ছিলো না সমস্যা সব এখন শুরু হয়ছে। মানে সব দাম একবারে ২ মাসেই বাড়ছে।
দেশের মধ্যে বন্যা হয়ে সব ডুবে আছে ফসল সব নষ্ট হয়েছে সেক্ষেত্রে দাম বাড়াটাও অস্বাভাবিক কিছু না এমনটা আগেও হয়েছে।
ভুলে গিয়েছেন হয়তো কাঁচা মরিচ স্টোর করে রেখে পানি দিয়ে ভিজিয়ে খাওয়ার কথা বলা হয়েছিলো।
ডিম ডিপ ফ্রিজে রেখে খাওয়ার কথা বলা হয়েছিলো।
মাংসের বদলে কাঁঠাল খাওয়ার কথা বলা হয়েছিলো। মাছের কাটাটাও খাওয়ার কথা বলা হয়েছিলো।
ভাতের বদলে আলু খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিলো। পেঁয়াজ ছাড়া রান্নার কথা বলা হয়েছিলো সে সব ভুলে গেলে কি করে হবে এতো দ্রুত।
ভক্ত হওয়া ভালো কিন্তু অ_ন্ধ ভক্ত হওয়া ঠিক না যেখানে নিজের বিবেকহীন হতে হয়।