Suhag Hossain

Suhag Hossain { সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয়-}

একটা ভালো দিনের অপেক্ষায় অনেক গুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়!
21/11/2023

একটা ভালো দিনের অপেক্ষায় অনেক গুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়!

একটা ছেলে যখন সফলতার মানে কি খুঁজতে যায়! তখন নিজেই বুঝতে বাকি রাখে না হাজারটা ভুল আর ব্যার্থতার গল্প তাকে তাড়া করে বেড়াচ...
04/10/2023

একটা ছেলে যখন সফলতার মানে কি খুঁজতে যায়!

তখন নিজেই বুঝতে বাকি রাখে না হাজারটা ভুল আর ব্যার্থতার গল্প তাকে তাড়া করে বেড়াচ্ছে!

অচেনা সেই শহর ছেড়ে  আঁকাবাকা ঐ মেঠোপথে যদি হতো তোমার সাথে!
25/09/2023

অচেনা সেই শহর ছেড়ে আঁকাবাকা ঐ মেঠোপথে যদি হতো তোমার সাথে!

তুমি পুলিশকে বেতন দেওয়ার জন্য আলাদা করে  কত টাকা ট্যাক্স দেও প্রিয়?আমি তো নিজের ট্যাক্স দেওয়ার পরেওতোমার উন্নয়নে,তোমার দ...
31/08/2023

তুমি পুলিশকে বেতন দেওয়ার জন্য আলাদা করে কত টাকা ট্যাক্স দেও প্রিয়?

আমি তো নিজের ট্যাক্স দেওয়ার পরেও
তোমার উন্নয়নে,
তোমার দুর্দিনে
এমন কি যখন গোটা পৃথিবী স্তম্ভিত ছিলো কভিড-১৯ এ
আমি তখনও তোমার পাশে ছিলাম আমার ঘাম জড়ানো অর্থ দিয়ে।

তুমি কি কখনও পুলিশের বেতন বাবদ তোমার ট্যাক্স ব্যতীত দু-টাকা দিয়েছো প্রিয়?

তোমার মৃত লাশটা যখন কবরস্থ হচ্ছিলো না তখন না আমার মতই কোন এক পুলিশ কাঁধে নিয়ে কবরস্থ করেছিলো কারণ, আমার মধ্যে P-O-L-I-C-E উপরোক্ত অক্ষর সমূহের প্রতিটি উপাদানেই ছিলো বিদ্যমান।

আর আমি মরে গেলে তুমি বলো "আলহামদুলিল্লাহ"!
আল্লাহ তোমাকে বুঝার জন্য হেদায়েত দান করুক ( আমিন)।

আর হে.

প্রিয়! তুমি যদি এতই ট্যাক্সদারী হতে তাহলে কালো টাকা নামে কোন টাকার কথা প্রজন্ম থেকে প্রজন্ম শুনত না।

যাই হউক প্রিয় পরিশেষে তোমার জন্য দোয়া ও শুভকামনা রইলো আল্লাহ তোমাকে বুঝার জন্য হেদায়েত দান করুক ( আমিন)।

কোন এক গোধূলি সন্ধ্যায়!                 একটুকরো বিশুদ্ধ হাওয়ায়                                                 আমি হারাত...
30/08/2023

কোন এক গোধূলি সন্ধ্যায়!
একটুকরো বিশুদ্ধ হাওয়ায়
আমি হারাতে চাই!

সস্তা জিনিস গুলোকে মূল্য দিয়ে কখনও মূল্যবান বানাতে নেই, এতে হিতে- বিপরীতেও হতে পারে।দেখবেন আপনি নিজেই একদিন মূল্যহীন হয়ে...
24/08/2023

সস্তা জিনিস গুলোকে মূল্য দিয়ে কখনও মূল্যবান বানাতে নেই, এতে হিতে- বিপরীতেও হতে পারে।

দেখবেন আপনি নিজেই একদিন মূল্যহীন হয়ে পরেছেন!

Address

Narayanganj

Telephone

+8801779692497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suhag Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share