Jazah আমার জন্য আল্লাহ্ ই যথেষ্ট 💥
(2)

23/06/2024

গতকালকের বাংলাদেশ ও ভারতের ম্যাচ নিয়ে আমার অভিব্যক্তি। কষ্ট হয় এই টিম এর কথা ভাবলে 😓

  টিম এর জন্য একগুচ্ছ সমবেদনা 😰
22/06/2024

টিম এর জন্য একগুচ্ছ সমবেদনা 😰

16/06/2024

‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’। (সূরা আন'আম, ১৬২)

14/06/2024

Tanzim Hasan Sakib Vai Wickets in T20 World Cup 💥

রোজ দু'বোতল খাচ্ছো কিনেকোকের বিশাল ভক্ত, বলছি শোনো কোক না ওটাতোমার ভাইয়ের রক্ত!
11/06/2024

রোজ দু'বোতল খাচ্ছো কিনে
কোকের বিশাল ভক্ত,
বলছি শোনো কোক না ওটা
তোমার ভাইয়ের রক্ত!

আমার হাসবেন্ড একটা বেসরকারি কোম্পানিতে জব করে সেলারি ৩০০০০।আমি বাসায় বসে টুকটাক খাবার এর আইটেম সেল করি,মাস শেষ এ ১২০০০-১...
11/06/2024

আমার হাসবেন্ড একটা বেসরকারি কোম্পানিতে জব করে সেলারি ৩০০০০।আমি বাসায় বসে টুকটাক খাবার এর আইটেম সেল করি,মাস শেষ এ ১২০০০-১৩০০০ থাকে আলহামদুলিল্লাহ।

আমরা ২ জন শহরে বাসা ভাড়া নিয়ে থাকি সাথে তার একটা ছোট ভাই থাকে সে স্কুলে পড়ে।

তার আরেক ভাই দেশ এর বাইরে থাকে, সে মাসে ৫০০০০+ পাঠায়,গ্রামের বাড়িতে,তার পেরেন্টস বাড়িতে থাকে।আমার হাসবেন্ড ৭০০০-৮০০০ এর মত পাঠায়।

আমাদের ২ জনের ইনকামে ভালো সংসার চলে,বিলাসিতা করতে পারিনা কিন্তু ভালো এ চলে।আমাদের ২ জনের দেরিতে বিয়ে হয়েছে।বিভিন্ন কারনে আমার ২৮+,আর হাসবেন্ড এর ৩৫+ এর পর বিয়ে হয় কিন্তু আমরা একজন আরেকজনের সাথে অনেক হ্যাপি আছি।

এখন কথা হচ্ছে,আমার হাসবেন্ড কে আমার শ্বশুর শ্বাশুড়ি বার বার বিদেশ চলে যাওয়ার জন্য ফোর্স করতেছে। আমার হাসবেন্ড ভালো থাকলে ও কইদিন পর পর শুধু উল্টায় যায়।

আমি তারে বলি,তারা ২ জন মানুষ ৫০০০০ টাকা পায় আবার তুমিও দাও তাইলে এত কিসের চাহিদা,আমি আমার স্বামী ছাড়া থাকতে পারবোনা।এত বছর পর বিয়ে করেছি এখন ও আমি সিংগেল থাকলে বিয়ের কি দরকার ছিলো আমার। সে তার বাবা মার তালে পরে ঠিকমত অফিস যায়না।বিদেশ গেলে নাকি ৫ বছরে বাড়ি-গাড়ি করে চলে আসতে পারবে এইসব বুজাচ্ছে আমাকে।

আমাকে কোনরকম রাজি করাতে পারছেনা।কালকে আমাকে বলে সে বিদেশ যাওয়ার ৩ মাস এর মধ্যে আমাকে নিতে পারবে।আমি বলছি আমি আজ পর্যন্ত শুনলাম না মিডেল ইস্ট এ ৩ মাসে বউ নিয়ে যাওয়া যায়।এইগুলা নিয়ে রাত এ অনেক ঝগড়া পরে আমি বললাম গেলে আমাকে তালাক দিয়ে যাইতে হবে,বুড়া বয়সে জামাই আমার দরকার নেই।এই কথা শুনে কালকে অনেক মা% রছে আমাকে।।

আচ্ছা আমি কি ভুল কিছু চাইছি???
৪৫০০০ টাকা ইনকাম কি এনাফ না একটা পরিবারের জন্য??

মিডেল ইস্ট এ কি ৩ মাসে বউ নিয়ে যাওয়া যায়???
আমি তাকে কিভাবে বিদেশ থেকে ফিরাতে পারি??

ক্রিকেটার তওহীদ হৃদয় এর ছক্কায় আঘাত পেয়েছেন ভক্ত, ফেসবুক এ হৃদয়ের আবেগঘন স্ট্যাটাস 🌸
11/06/2024

ক্রিকেটার তওহীদ হৃদয় এর ছক্কায় আঘাত পেয়েছেন ভক্ত, ফেসবুক এ হৃদয়ের আবেগঘন স্ট্যাটাস 🌸

আমিও একদিন চুমু দিব ইনশা আল্লাহ্ 🌸
10/06/2024

আমিও একদিন চুমু দিব ইনশা আল্লাহ্ 🌸

অভিনন্দন টিম বাংলাদেশ 🎉
08/06/2024

অভিনন্দন টিম বাংলাদেশ 🎉

06/06/2024

৮ জুন থেকে ১৭ জুন এই ১০ দিন একটা মুহুর্তও অবহেলা করে কাটাবেন না ইন-শা-আল্লাহ।
যার যা চাওয়ার চেয়ে নিন।

06/06/2024

নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখো, কেননা অধিক কথাবার্তার মধ্যে মানুষের ধ্বংস নিহিত রয়েছে🥀

05/06/2024

জমজম কূপের পানি খাওয়ার সৌভাগ্য হয়েছে কার কার!

আমার হয়েছে আলহামদুলিল্লাহ.!

ইনশা আল্লাহ্ 👋
04/06/2024

ইনশা আল্লাহ্ 👋

03/06/2024

"খুব ইচ্ছা সিজদায়-
লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে রুহুটা যেন "
স্রষ্টার কাছে পৌঁছে যায়!
আমীন🤲

30/05/2024

কবরের সওয়াল জওয়াব 😱। দুর্বল চিত্তের মানুষেরা দেখবেন না। আল্লাহ্ আমাদের কবরের আযাব থেকে বাঁচাও।

゚viralシ ゚viral

21/05/2024

"বান্দার দুটি বিষয় ঠিক হয়ে গেলে জীবনের বাকি সব জিনিসও ঠিক হয়ে যায়।"

১. তার সালাত,
২. তার মুখের ভাষা।

- ইউনুস বিন উবাইদ (রাহিমাহুল্লাহ)
[আস-সিয়ার: ৬/২৯৩] 🌸

19/05/2024

বান্দা রবের কাছে যত বেশি কাকুতি-মিনতির সাথে চায়, আল্লাহ তাকে ততই ভালোবাসেন, ততই তাকে কাছে টেনে নেন এবং দান করেন।

- ইমাম ইবনুল কাইয়িম (রহ.)
সূত্র: হাদিউল আরওয়াহ: পৃ. ৯১

16/05/2024

"সেই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যাকে ইসলামের পথে হিদায়াত দান করা হয়েছে এবং তার জীবিকা নূন্যতম প্রয়োজন মাফিক এবং সে তাতেই খুশি। 🌸🌸🌸

(তিরমিজি : ২৩৪৯)

15/05/2024

স্ত্রী হলো অর্ধাঙ্গিনী তাই তাকে অর্ধেক তথ্য দিন।
সম্পূর্ন তথ্য দিয়ে নিজের জীবন দূর্বিষহ হওয়ার সম্ভাবনাই বেশি।😂😂😂

15/05/2024

"যে ব্যক্তি খারাপ কথা শুনলেও চুপ থাকতে পারে, তার খারাপ লাগাটা শীঘ্রই চলে যায়। কিন্তু যে পাল্টা জবাব দেবে, তার অপছন্দের কথাগুলোর চাইতে বেশি খারাপ কথাই তাকে শুনতে হবে।" 🌸🌸🌸

— শাবীব ইবনে শাইবাহ (রহ.)
[উয়ূনুল আখবার: ১/১২১]

15/05/2024

"হালাল যদি সামান্য পরিমাণও হয়, আল্লাহ তাতে বরকত দেন। অন্যদিকে হারাম যদি পাহাড়সম, সেটা থাকে না। আল্লাহ ধ্বংস করে দেন।" 🌸🌸

- ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)
[সূত্র: মাজমুউল ফাতাওয়া: ২৮/৬৪৬]

14/05/2024

❝ আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে, সৎ কর্ম করে এবং সৎ পথে অটল থাকে ❞...

[ আল-কোরআন, সূরা ত্বা-হাঃ ৮২ ]
সুবহানাল্লাহ।🌸

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে ক...
11/05/2024

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?

বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?

বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।

সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?

বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।

অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?

বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?

বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?

বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?

বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যান দান করুন. আমীন 🥀

08/05/2024

যে আল্লাহ্ কে ভয় করে 🥺, সে কোনো কিছুতে আটকাবে না 😊, আল্লাহ্ ই তার মুক্তির বেবস্থা করে দিবে ইনশা আল্লাহ্ 🥀

07/05/2024

পৃথিবী এত সুন্দর না জানি আল্লাহ্ র জান্নাত কত সুন্দর 😍

হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেন,“হে আদম সন্তান! তুমি জমিনের ওপর দাঁড়িয়ে একটু ভাবো, খুব শীঘ্রই এর নিচে তোমার কবর হতে যাচ্...
07/05/2024

হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেন,
“হে আদম সন্তান! তুমি জমিনের ওপর দাঁড়িয়ে একটু ভাবো, খুব শীঘ্রই এর নিচে তোমার কবর হতে যাচ্ছে।” 🥺

(মুসান্নাফ আবু শাইবা, ৭/২৩৭)

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sumaiya Hasan Priotee, Aspia Hasan, দরসে...
07/05/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sumaiya Hasan Priotee, Aspia Hasan, দরসে হেদায়াতুন নাহু, Salima Laskar, Monju Laskar

03/05/2024

আতশবাজি ফুটার সাথে সাথে আল্লাহ্ র নাম 🌸। শেষ পর্যন্ত দেখুন 🥀

30/04/2024

Best wishes and congratulations 🎉 Homemade Food by Sumaiya for their first ever achievement.

This page is for Dawah. Do like & keep following the page and be a part of Dawah 🥀
13/04/2023

This page is for Dawah. Do like & keep following the page and be a part of Dawah 🥀

Address

Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Jazah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jazah:

Videos

Share


Other Digital creator in Narayanganj

Show All