15/10/2024
All Credit gose for Abbu and ammu❤️
আমার জীবন থেকে একটা শিক্ষা পাইসি সেটা হল ছোট থেকে যে মানুষ পরিস্রম করে সে মানুষ বড় হলে কোন কষ্ট তার গায়ে লাগে না। আমার আব্বু লাইফে অনেক স্ট্যাগল করসে। আজকে যখন আমার রেসাল্ট পাবলিস্ট হয় তখন আমি আমার আম্মুকে জানাই, আম্মু অনেক খুশি হইসে। তারপর আমি আমার আব্বুকে যখন বলি আব্বুর চোখে পানি আইশা পরসে, তারপর আব্বু বলে যাক আলহামদুলিল্লাহ। যখন আমার আব্বু আর আম্মু এত খুশি হইসে আমার মনে হইল এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। ❤️