20/07/2022
person
আমার মতো কেউ প্রতারিত হবেন না। আমি কখনো লোকাল ভাবে কাজ করাই নাই। আমার দরকার ছিলো তাই গ্ৰুপে আমি প্রস্ট করেছিলাম। কিন্তু এভাবে প্রতারিত হবো জানা ছিল না। এখন অনেকেই কমেন্ট করে জানাবেন আমি মানুষ চিনতে পারি নাই। আমি তার প্রোফাইল চেক করেছিলাম। আমি তাকে এটাও বলেছিলাম যে আমি একজন ফ্রিল্যান্সার। আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে। আপনি কাজ পারলে আমি আপনাকে ক্লায়েন্ট দিবো। কিন্তু মার্কেটপ্লেসে কাজ করতে হল আর কাজ পেতে হলে ইমানদার এবং বিশ্বাসস্ত হয়ে থাকতে হয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা কেন এভাবে মানুষকে প্রতারিত করে টাকা নেয় এতে কি তাদের কোনো লাভ হয় ।শুধু মানুষের কাছে তাদের সম্মানের জায়গাটা হারাচ্ছে এবং এই সমস্ত মানুষের কারণে আমরা কাউকে বিশ্বাস করতে পারিনা। মার্কেটপ্লেসে লোকাল ভাবে কাউকে কাজ করাতে পারি না। তাদের কারণেই তারা মার্কেটপ্লেসে কোন কাজ পাচ্ছে না। এই কারণে মানুষের টাকা চুরি করে খাচ্ছে। দেখেন টাকা পরিমাণ কম বা বেশি যতই থাকুক না কেন সবারই কষ্টের । আজকে সে আমারটা নিয়েছে দুইদিন পর আপনারটা নিবে তিনদিন পর আরেক জনেরটা নেবে। এভাবে করেই তার দিন চলবে ।সে কখনো আর ভালো কোন কিছু আশা করতে পারবেনা। আমার কথা কারো খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।