ভাতঘুম প্রকাশনী - Bhaatghum Prokashoni

ভাতঘুম প্রকাশনী - Bhaatghum Prokashoni We aim to bring magic into your life with the best ever magical tool called books.
(2)

04/08/2024

আমাদের নারায়ণগঞ্জে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আবার বন্ধ করে দিয়েছে।
কতবার আর একই ক্যাচাল করবে?


৯ দফা, ৬ দফা এখন আর বুঝি না।১ দফা আদায় ছাড়াআর কিছু মানি না।
03/08/2024

৯ দফা, ৬ দফা
এখন আর বুঝি না।
১ দফা আদায় ছাড়া
আর কিছু মানি না।

30/07/2024

সবাই মিলে ফানুস ওড়ানো দরকার। নিউ ইয়ারে যদি আকাশ ফানুস দিয়ে ভরে ফেলতে পারি, এখন পারবো না কেন?

25/07/2024

নির্যাতিতদের এইভাবে চুপ করাইয়া আল্লাহর দরবারে রেহাই পাইসে কে কবে?

ভ্যাম্পায়ার হান্টার ২ এর কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। আরো আগেই সব গুছিয়ে আনার ইচ্ছা ছিল। কিন্তু চাইলেই তো আর সব প্ল্য...
30/03/2024

ভ্যাম্পায়ার হান্টার ২ এর কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। আরো আগেই সব গুছিয়ে আনার ইচ্ছা ছিল। কিন্তু চাইলেই তো আর সব প্ল্যান মোতাবেক হয় না, তাই না? তাও প্রকাশনী হিসেবে এটা আমাদের একটা খুঁতই বলা চলে। এসবই ঠিক করতে হবে।
যারা অধির আগ্রহে বই কেনার অপেক্ষায় আছেন। তাদের ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আপনারাই আমার প্রধান মোটিভেশনের সোর্স। ধন্যবাদ আপনাদেরকে।
ভ্যাম্পায়ার হান্টার ২ বইটি কবে প্রকাশিত হবে সে ব্যাপারে আপডেট শীঘ্রই দেয়া হবে। ভাতঘুম প্রকাশনীর সাথেই থাকুন।

26/03/2024

সবাইকে স্বাধীনতা দিবসের সুবিধা।

Send a message to learn more

মাসের আর ৪-৫ দিন বাকি। TBH, এই সময়ের মধ্যে কীভাবে সব কাজ গুছাবো, আমি জানি না। গোমেন না সাই!!!
26/03/2024

মাসের আর ৪-৫ দিন বাকি। TBH, এই সময়ের মধ্যে কীভাবে সব কাজ গুছাবো, আমি জানি না। গোমেন না সাই!!!

How far will you go for your brother? Vampire Hunter: Reminiscentia✨..COMING SOON...
17/03/2024

How far will you go for your brother?
Vampire Hunter: Reminiscentia✨..COMING SOON...

আচ্ছা, ভ্যাম্পায়ার হান্টারের প্রচ্ছদটা আমার নিজের হাতে বানানো। তাই কোয়ালিটি স্ট্যানডার্ড কোয়ালিটির না। কোয়ালিটি কম্প্রোম...
10/03/2024

আচ্ছা, ভ্যাম্পায়ার হান্টারের প্রচ্ছদটা আমার নিজের হাতে বানানো। তাই কোয়ালিটি স্ট্যানডার্ড কোয়ালিটির না। কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হচ্ছে দেখেই বইয়ের দামটাও ১০০ টাকারও নিচে রেখেছি। যতটা কম রাখা আমার পক্ষে সম্ভব হয়েছে আরকি।
প্রবলেমটা সলভের একটাই উপায় আছে, সেটা হচ্ছে প্রচ্ছদগুলো আমি নিজে না বানিয়ে প্রেসে বাল্কে অর্ডার করা। কিন্তু আমাদের বর্তমান বইয়ের চাহিদা অনুযায়ী সেটা একটা বিশাল বড় ফাইনানশিয়াল রিস্ক হয়ে যাচ্ছে। তাছাড়া বইয়ের দামটাও তখন বাড়িয়ে দিতে হবে। প্রথম কয়েকটা চ্যাপ্টার পর্যন্ত তাই বইয়ের প্রচ্ছদ এই কোয়ালিটির থাকলে কি সমস্যা হবে? আস্তে আস্তে ইন শা আল্লাহ সব সমস্যা দূর করে দিবো। ওয়াদা করছি।

ভ্যাম্পায়ার হান্টারের ছবি আঁকা বাকি মাত্র ৫ পৃষ্ঠা। এমন সময় আমার বিশ্বস্ত ডিভাইসটি গেলো নষ্ট হয়ে। ৫ মাস ধরে একটা জিনিস ক...
08/03/2024

ভ্যাম্পায়ার হান্টারের ছবি আঁকা বাকি মাত্র ৫ পৃষ্ঠা। এমন সময় আমার বিশ্বস্ত ডিভাইসটি গেলো নষ্ট হয়ে। ৫ মাস ধরে একটা জিনিস কাজ করার পর যখন তীরে এসে তরী ডুবে যায়। কেমনটা লাগে বলেন? ডিভাইসটাকেও দোষ দেয়া যায় না। বহু বছর সার্ভিস দিয়েছে জিনিসটা। বহু কাজে লেগেছে।
যাই হোক, পাঠকদের ঘাবড়ে যাবার দরকার নেই। নতুন ডিভাইস দিয়ে কাজ চলছে এখন। ঘাবড়া ঘাবড়ির কাজ আমার। সময়মতো বই প্রকাশের চাপটা আছে তো।

কাজ চলছে ভ্যাম্পায়ার হান্টার ২ এর। আমাদের সাথেই থাকুন।
03/03/2024

কাজ চলছে ভ্যাম্পায়ার হান্টার ২ এর। আমাদের সাথেই থাকুন।

Every girl's dream is to be described like in the books. photo-collected
20/02/2024

Every girl's dream is to be described like in the books.

photo-collected

04/02/2024

এরই মধ্যে বই মেলা ঘুরে এসেছেন কারা কারা? যাওয়ার প্ল্যান আছে, কিন্তু সুযোগ হচ্ছে না এমন কেউ আছে?

27/01/2024

গত বছর জুলাই মাসে ভাতঘুম প্রকাশনীর যাত্রা শুরু। আগস্টে ভ্যাম্পায়ার হান্টার ১ দিয়ে আমাদের বই প্রকাশের সূচনা হয়। যারা শুরু থেকেই আছেন, জানেন যে আমাদের টিমটা অনেক ছোট। বেশির ভাগ কাজ আমাকে একাই করতে হয়। প্রেসে বই পাঠানো, বই রিসিভ করা, পার্সেল রেডি করা, ইত্যাদি কাজ আমি নিজেই করি। এমনকি ভ্যাম্পায়ার হান্টার বইটির কাভার তৈরি ও বাঁধাইও আমি নিজের হাতে করেছি। সেকারনেই কোয়ালিটিতে একটু ১৯-২০ ছিলো। গত কয়েক মাসে টিম আরো ছোট হয়ে গেছে। যারা সময় দিতো, তারা আরো ব্যস্ত হয়ে গেছে। এখন প্রায় সব কাজই আমার নিজের করা লাগছে। তাই সব কিছুই দেরীতে হচ্ছে। যারা এখনো বই অর্ডার করছেন, আর আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ইন শা আল্লাহ, যত সমস্যাই সৃষ্টি হোক, আমি কাজ চালিয়ে যাবো। ভাতঘুমের সাথে আমার অনেক স্বপ্ন জড়িয়ে আছে। আমি এটা নষ্ট হতে দিবো না। আপনাদের কাছ থেকে আমার শুধু একটু ধৈর্য্য চাওয়ার আছে। আপনারা এমনিতেই অনেক ধৈর্য্য ধরে আছেন। অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আরেকটু ধরুন। আমি সব কিছু গুছিয়ে আনার চেষ্টায় আছি।

-শামসুন নাহার সুমাইয়া (প্রকাশক)

শীতের প্রকোপে কার কি অবস্থা? ভালো আছেন তো? নাকি চুল্লির উপর বসে যেতে চাচ্ছেন?
22/01/2024

শীতের প্রকোপে কার কি অবস্থা? ভালো আছেন তো? নাকি চুল্লির উপর বসে যেতে চাচ্ছেন?

12/01/2024

লেখার ফার্স্ট ড্রাফট রিজেক্টেড হওয়ার যেই প্যারা, এই প্যারা আর জীবনে খেতে চাই না।
মানুষ শীতের রাতে কম্বলের ভেতরে গিয়ে চিল করে। আর আমি ঠান্ডা আঙ্গুলে নিজের লেখা নিজেই রি-রাইট করি। মরণ!

এর জন্যই ভাতঘুম নিউ ইয়ারের দিন লুকিয়ে ছিলো। 😶‍🌫️ছবিঃ সংগৃহীত
03/01/2024

এর জন্যই ভাতঘুম নিউ ইয়ারের দিন লুকিয়ে ছিলো। 😶‍🌫️

ছবিঃ সংগৃহীত

যখনই দেখবেন কোনো চরিত্রকে অনেক বেশি ভালো লেগে যাচ্ছে, তখনই বুঝবেন একটু পর সে পটল তুলতে যাচ্ছে।                          ...
02/01/2024

যখনই দেখবেন কোনো চরিত্রকে অনেক বেশি ভালো লেগে যাচ্ছে, তখনই বুঝবেন একটু পর সে পটল তুলতে যাচ্ছে।



31/12/2023
👁️👄👁️
23/12/2023

👁️👄👁️


This...
10/12/2023

This...

১০ টাকায় দিলেও আর কিনবো না।

আরেক দিকে বয়কটে স্টারবাকসের ১২ বিলিয়ন ডলারের লস হয়েছে যা প্রায় আমাদের দেশের রিজার্ভের সমান। কোকাকোলা বার বার মোড়ক চেন্জ করছে। মুসলিম দেশগুলোতে KFC প্রায় ক্রেতাশূন্য।

বয়কটের বড় প্রভাব রয়েছে। আমি না কিনলে আর কি হবে এমন মনে করবেন না। কিপ বয়কটিং......

অনেকে কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। উপন্যাস উপন্যাসে তাই তাদের ঠিক পুষিয়ে ওঠে না। তাদের জন্য পরাবাস্তব...
09/12/2023

অনেকে কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। উপন্যাস উপন্যাসে তাই তাদের ঠিক পুষিয়ে ওঠে না। তাদের জন্য পরাবাস্তব অমনিবাস একদম খাপে খাপ!
পাঁচটা ছোটোগল্প আছে এতে। ছোট হলেও প্লটের গভীরতায় কমতি নেই।

*পরাবাস্তব অমনিবাস বইটি অর্ডার করতে আমাদের ইনবক্স করুন।*

বই প্রকাশ করেছি কেবল দুটো তার মধ্যেই অনেকে একেকটা বই একাধিক কপি করে কিনেছেন। হয়তো বাড়তি কেনা বইগুলো কাউকে উপহার দেবেন। ক...
07/12/2023

বই প্রকাশ করেছি কেবল দুটো তার মধ্যেই অনেকে একেকটা বই একাধিক কপি করে কিনেছেন। হয়তো বাড়তি কেনা বইগুলো কাউকে উপহার দেবেন। কিন্তু ভাতঘুম প্রকাশনীর জন্য যে এটা কতো বড় একটা সাপোর্ট বলে বুঝাতে পারবো না। দুটো বই প্রকাশ করেই এমন বেশ কিছু সাপোর্টিভ বই প্রেমি আমাদের চোখে পড়েছে। তাদের জন্য বছর শেষে বিশেষ কিছু করবো ভাবছি। একটা আইডিয়া আমাদের মাথায় আছে। তবে আপনাদের পরামর্শও গুরুত্ব সহকারে দেখা হবে।

Address

Chashara
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাতঘুম প্রকাশনী - Bhaatghum Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভাতঘুম প্রকাশনী - Bhaatghum Prokashoni:

Videos

Share