Soha Sadika sisters vlogs

Soha Sadika sisters vlogs Hlw everyone.i m sarmin.welcome to my page.pls like & stay with a lot of support to my blogging...

26/12/2024

গ্রামীন পরিবেশ
Part-2
゚ ゚viralシfypシ゚viralシalシ
fans

26/12/2024

পরিবারের সবাই মিলে একটু ঘুরাঘুরি,,
゚ ゚viralシfypシ゚viralシalシ
fans

আমার বউ একটু বেশি ঝ'গড়াটে। তাকে প্রথমে সহজ সরল ভেবে আমার সারাজীবনের কু'কীর্তি-সুকীর্তির কথা বলেছিলাম। সেটাই যে আমার জন্য...
15/12/2024

আমার বউ একটু বেশি ঝ'গড়াটে। তাকে প্রথমে সহজ সরল ভেবে আমার সারাজীবনের কু'কীর্তি-সুকীর্তির কথা বলেছিলাম। সেটাই যে আমার জন্য পরিবর্তী কা'লের কঞ্চিসহ বাঁ'শ হবে তা বুঝতে পারিনি। মাঝে মাঝে সে আমাকে এমনভাবে অ্যা'টা'ক করে,বুঝে উঠতে পারিনা এটা আমার বউ না র‍্যাবের মহাপরিচালক।😒

বউকে বলেছিলাম, প্রথম যার সাথে প্রেম করেছিলাম সে ছিল দুধের মতো ফর্সা। আর নামটাও ছিলো কত সুন্দর, প্রেমা।

তারপর প্রেমার সাথে ব্রে'কা'প হওয়ার পর জান্নাতের সাথে প্রেম করলাম। তুমি জানোনা বউ, মেয়েটাকে প্রথমে আমি চিনতেই পারিনি। কয়েকদিন বাদে বুঝলাম, মেয়েটা ধানী লংকা। উঠতে- বসতে, সাতবেলা আমার সাথে বা'জে ব্যবহার করতো। তাই ওটাকে বিয়ে করার আগেই তা'লা'ক দিয়েছিলাম।

আর তোমার সাথে বিয়ে হবার আগে রুম্পার সাথে প্রেম করেছিলাম। মেয়েটার ব্যবহার এতো ভালো যে তোমাকে বলে বুঝাতে পারবো না। তোমার সাথে বিয়ে হয়ে গেলো বলে রুম্পাকে ছেড়ে দিতে হলো। মেয়েটা ছিলো একদম মধুর মতো।☺️

আরো কয়েকটা প্রেমের কথা বলেছিলাম। এ জীবনে প্রেম তো আর কম করিনি। খাতা-কলম নিয়ে সেদিন বসেছিলাম বউয়ের সাথে, মোট ১৭ টা হয়েছিলো।

এই কথাগুলো আপন ভেবে বউকে বলেছিলাম। কিন্তু বউ যে এমন একটা কাজ করবে আমি জানতাম না। আমাকে প্রতিদিনের মতো সেদিন ও বাজারের লিস্ট হাতে দিয়েছে। কিন্তু আমি লিস্ট পড়তে গিয়ে অবাক।

১. প্রেমা-১ কেজি,

২. সুরাইয়া-১০০ গ্রাম

৩. জান্নাত- ৫০০ গ্রাম

৪. রুম্পা-২৫০ গ্রাম

৫. ববি-২০ টাকার

আমি লিস্টের নাম পড়েই বউকে ডাক দিলাম। বউ সকাল সকাল ম'দ কি বেশি খাইছো নাকি। উ'ল্টা-পা'ল্টা ভালোই তো লিখেছো দেখছি!🙄

বউ-আমি ঠিকই লিখেছি।

আমি- তুমি কিভাবে ঠিক লিখেছো। আমার প্রা'ক্ত'ন'দে'র নাম লিখেছো কেন?

বউ-আরে তুমি সেদিন বললা না প্রেমা দুধের মতো ছিল। তার মানে প্রেমার নাম আর দুধ একই কথা।

আর সুরাইয়া বলে তোমার জীবনটা তেজপাতা বানাইয়া ফেলেছিল, সেজন্য তেজপাতার জায়গায় সুরাইয়ার নাম লিখেছি।

আর মরিচের জায়গায় জান্নাতের নাম, মধুর জায়গায় রুম্পার নাম।আর তুমি সেদিন বললা ববিরে দেখলে তোমার এলাচের কথা মনে পরে যায়। তাই এলাচের নামের জায়গা ববির নাম।

তুমি যে আমারে এভাবে খো'টা দিবা জানতাম না।

-আমার কি দো'ষ বলো। বাজার করতে দিলেই তুমি ভু'লে যাও।লিস্ট করে দিলে সেটা হারিয়ে ফেলো। তাই এটা তোমার শা'স্তি।

-তাই বলে এভাবে?

-ও প্রেম করার সময় মনে ছিল না, তুমি করলে দো'ষ নাই আর আমি বললেই দো'ষ। যত দো'ষ নন্দ ঘোষ।

যাও বাজার করে আনো। নাইলে বাপের বাড়ি চলে যাবো কিন্তু!🤨

🖊️MD Rashed Hasan

゚ ゚viralシfypシ゚viralシalシ

Rock lotus – শিলাপদ্ম 🪷পদ্ম কিন্তু শুধু পানিতে না পাথরেও জন্মায়! fans  ゚    ゚viralシfypシ゚viralシalシ
05/12/2024

Rock lotus – শিলাপদ্ম 🪷
পদ্ম কিন্তু শুধু পানিতে না পাথরেও জন্মায়!
fans ゚ ゚viralシfypシ゚viralシalシ

19/11/2024

I got 25 reactions and 4 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sanjida Prodhan, Amir Khan, Morsheda Akt...
19/11/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sanjida Prodhan, Amir Khan, Morsheda Akther

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি , জরুরি একা থাকতে শেখাও। তার চেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই ...
13/10/2024

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি , জরুরি একা থাকতে শেখাও। তার চেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই সুদীর্ঘ পথে সব সময় পথ দেখানোর মত কেউ একজন থাকবে এমনটা ভাবা একদম বোকামি।

জীবনের কোন কোন বর্ষায় একাই একাই বৃষ্টিতে ভিজতে হবে , মাথার উপর ছাতা ধরার জন্য কেউ থাকে না। জীবনে কোন কোন রাত্তিরে একা ঘরে জ্বরে পুড়তে হবে , মাথায় জলপটি দেয়ার মানুষ থাকবে না। জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে , আবার ভাটার মত চলেও যায়। তখন এই একলা হাঁটা , একলা বাঁচার অভ্যাস না থাকলে বড্ড কষ্ট হয়।

সে জন্যে জীবনে কিছু জিনিস শিখে রাখার খুব প্রয়োজন। মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের থাকতে হবে গাছের মত স্থীর। বাঁচতে হবে কায়দা করে।
゚ ゚viralシfypシ゚viralシalシ

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mahabuba Rahman Rumki, Sumaiya Odhora, N...
08/10/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Mahabuba Rahman Rumki, Sumaiya Odhora, Nasrin Ahmed, محمد عارف تلوکدر, Sanjida Prodhan, Morsheda Akther, Sanjida Rahman Sanju

Shout out to my newest followers! Excited to have you onboard! Sanjida Rahman Sanju, Fahim Madbor, Sanjida Prodhan
02/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Sanjida Rahman Sanju, Fahim Madbor, Sanjida Prodhan

29/09/2024

প্রশ্ন উওর 😅😅🤣🤣

゚viralシfypシ゚viralシalシ

20/09/2024

আচ্ছা মানুষটা মারা যাওয়ার পর কেন তার ভিডিওগুলো আপলোড করে? কেন সেই মুহুর্তে লাইভে যায়না? কেন আশেপাশের মানুষকে আহবান জানায়না? কেন মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করে? কেন? ভিডিওতো ঠিকই করে তাহলে লাইভ করতে তাদের সমস্যা কোথায়?💔
゚ ゚viralシfypシ゚viralシalシ

মোবাইল নিছে একজন মাইড় খায় অন্যজন,আবার  নাকি আবেগের বসে পিটাইছে৷ 😡ভাতদে নয়তো মানচিত্র চিবিয়ে খাবোআহারে জীবন💔💔 ゚  fans    ...
19/09/2024

মোবাইল নিছে একজন মাইড় খায় অন্যজন,আবার নাকি আবেগের বসে পিটাইছে৷ 😡
ভাতদে নয়তো মানচিত্র চিবিয়ে খাবো
আহারে জীবন💔💔
゚ fans

Big shout out to my newest top fans! 💎 محمد عارف تلوکدر, Nasrin AhmedDrop a comment to welcome them to our community,  f...
18/09/2024

Big shout out to my newest top fans! 💎 محمد عارف تلوکدر, Nasrin Ahmed

Drop a comment to welcome them to our community, fans

আজ থেকে শুরু হয়ে গেল নারায়ণগঞ্জ নবীগঞ্জের ঐতিহ্যবাহী মেলা। 🌼🥰 fans
16/09/2024

আজ থেকে শুরু হয়ে গেল নারায়ণগঞ্জ নবীগঞ্জের ঐতিহ্যবাহী মেলা। 🌼🥰
fans

অনেকেই শোকেস গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন। নিজেরা মেলামাইন ব্যবহার করেন। মেহমান আসলে বের করেন আবার ধুয়ে ত...
16/09/2024

অনেকেই শোকেস গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন।
নিজেরা মেলামাইন ব্যবহার করেন।
মেহমান আসলে বের করেন আবার ধুয়ে তুলে রাখেন।
মেলামাইনে গরম জিনিস পড়লেই বিপদ। toxic হয়ে যায়।

📌বাসায় কাচের plate ব্যবহার করুন।
নতুন glass বা বাটিসেট কাপ এক সেট নিজেরা ব্যবহার করে ফেলুন।
সব সময় নিজেদের কে well treat করুন।

📌বাসা যদি চান ঝকঝকে থাকুক তাহলে জেট পাওডার দিয়ে একবার একটা রুম মুছুন। আবার পরিস্কার পানিতে মুছুন।
এভাবে সব রুম দুবার করে বেশি চাপ দিয়ে মুছুন।
ফ্যান ছেড়ে দিন। হাটলেই দেখবেন চকচকে আয়নার মত দেখাবে।

📌ফ্যান মুছলেও কালো একটা দাগ পরে থাকে, তাই ভিম পাউডার কাপরে নিয়ে মুছুন দেখবেন কালশিটে দাগ নাই।

📌ঘর সাজানো ফুল মাসে একবার এক চিমটি জেট পাউডার এ চুবিয়ে ধুয়ে ফেলুন। সাদা ফুল বেশি ময়লা ধরে।

📌বাসার লাইট এক একদিনে এক এক রুম করে মুছে ফেলুন। জানালার grll ও ঝাড়পোছ করতে হয় তাহলে ঝুল জমে না।

📌টয়লেট ৭দিন পর পর যদি ভিম পাউডার দিয়ে ব্রাশ দিয়ে ধুয়ে ফেলেন ময়লা বসে না। তবে সাথে একবার হারপিক দিতে হয়।

📌মাসে একবার furniture সরিয়ে deep clean করুন এতে ময়লা জমে থাকবে না।

📌যে বাচ্চার সারা বছর নাকে পানি থাকে সেখানে কার্পেট থাকলে তুলে ফেলুন। কমে যাবে।
কৃমির সমস্যা লেগে থাকলে পোষ্য না রাখলে ভালো।

📌রান্না ঘরের চিপায় ফিনিশ পাউডার দিয়ে রাখুন।
তেলাপোকার জন্য তেলাপোকার ছবিসমেত ফিনিশ পাউডার ভালো কাজ দেয়।
পলিথিন জমিয়ে রাখলে তেলাপোকা বেশি হয়।

📌শুটকি, চালের গুড়ি, বেসন, চনার ডাল, শুকনা মরিচ freeze এ রাখুন।

📌যাদের বোর্ডের আলমারি মাঝে মাঝে সরিয়ে পিছন দিকে নারকেল তেল তুলা দিয়ে লাগিয়ে দিন ঢেমপ্ হবে না। আবার ফিনিশও দিয়ে রাখতে হবে। নারকেল তেল পিপড়া কমায়।

📌বাংলা সাবান বা তিব্বত ৫৭০ দিয়ে ডেকচি পাতিল মাজবেন চকচকে হবে।

📌ভিম লিকুইড বা জেড পাউডার দিয়ে plastic jug or glasses মাজবেন।
ভিম বার এ আয়নার মত হয়না।

📌মাংসের গন্ধ দূর করতে জেড পাউডার সাথে গরম পানি দিবেন।
একটা plastic cloth ব্যাবহার করবেন মাংস কুটার সময়।

📌দা বটি ছুড়ি সব বেসিনে পানি আটকিয়ে গরম পানি জেড পাউডার, ভিম লিকুউডে ভেজাতে দিবেন ১০ মিনিট পর ধুয়ে ফেলবেন।

📌মাংস রাতে জাল করলেও বাইরে রাখবেন না। ভেপসা গরমে টকে যাবে।

📌গাছ যাদের আছে টব গুলা মুছে ফেলুন, সপ্তাহে একবার। আর যেগুলা বাসায় রাখবেন কদিন বারান্দায়ও রাখেন তবেই সতেজ হবে।
মানি প্লান্ট ও snake plant সবচেয়ে বেশি টিকে ঘরে। পানি spray করবেন। বাড়ীতে গেলে বারান্দায় দিয়ে যান।

📌বেডশীট চনমনে ও নতুন রাখতে ৭দিন পর পর ই চেন্জ করে ফেলবেন।
একটু সাবান মাখিয়ে গরম পানিতে ভিজাবেন ১০ মিনিট তারপর ধুয়ে ফেলবেন। দেখবেন নতুনের মত। একটু হালকা মাড় দিতে পারেন।

📌ধূলা আমাদের অসুস্থতার অন্যতম কারন তাই পরিস্কার থাকুন। পাপোস দু সেট রাখুন। মাসে একবার cleaning এ দিন।

📌সামনের দরজার পাপোশে সব জুতা রাখবেন না। এতে ধুলাবালি ঘরে দ্রুত প্রবেশ করে। জুতা রেকএ রাখার অভ্যাস করুন।

📌বাসার সামনে ডাস্টবিন রাখবেন না।
ডাস্টবিন টা ময়লার তাই অনেকে ভালো করে ধুয়ে রাখেন না। গরম পানি জেড পাউডার দিয়ে ভিজায়ে রাখলেই পরিস্কার হয়ে যাবে।

📌একটা মানুষের রুচি তার রান্নাঘর, ডাস্টবিন আর টয়লেট দেখলেই বোঝা যায়॥

📌একদিনে সব কাজ নয় ভাগ ভাগ করে করুন পরিবারের অন্য সদস্য দের কিছু হালকা কাজ ভাগ করে দিতে পারেন। নিজেও এক্টিভ থাকবেন সাথে বাসাটাও চরম ফকফকা থাকবে।
মন ফুরফুরে থাকুক।

📌যিনি এই পোস্ট টা লিখেছেন তিনি সব কাজ নিজে করেন। একটা পিচ্চিও আছে, পিচ্চি well trained।
রান্না ও নিজেই করেন। সকালের নাস্তা, বিকালের খাবারও তার তৈরি। তিনি একদিনে সব পারেন নি।
তিনি কোনো সুপার ওমেন না, তবে তিনি ধীরে ধীরে শিখেছেন।

📌উনার বুয়া আছে তাই পারে, ভুল কথা। বুয়া কোনো কাজ আপনার মনের মতো করতে পারবে না। তবুও দৈনন্দিন কিছু কাজ করার জন্য বুয়ার প্রয়োজন হয় মাত্র। এছাড়া বুয়াকে দিয়ে ঘরের সব কাজ করানো সম্ভব হয় না।

📌এক একদিনে ভাগ ভাগ করে কাজ করবেন।
তবে সবাই সব পারে না, অনেকের দুটো কিংবা তিনটে ছোট বাচ্চা থাকে অথবা ফ্যামিলি মেম্বার বেশি থাকে তারা চাইলেও এসব কাজ মনের মতো করে করতে পারেন না।

゚viralシfypシ゚viralシalシ

প্রেমে পরা বারণ,তুমি নিউমার্কেট আমি আড়ং.....😜🤪😝
09/09/2024

প্রেমে পরা বারণ,
তুমি নিউমার্কেট আমি আড়ং.....😜🤪😝

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soha Sadika sisters vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category