Narayanganj Post

Narayanganj Post Authentic & Trusted information delivery for Conscious Among people.
(2)

10/07/2023

মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত তিন !

  postরাজধানীসহ সারাদেশে দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা প্রাপ্তির লক্ষ্যে  #ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালসমূহের তালিকা নিন্মে দে...
23/08/2021

post
রাজধানীসহ সারাদেশে দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা প্রাপ্তির লক্ষ্যে #ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালসমূহের তালিকা নিন্মে দেওয়া হল।



https://t.co/eQQhlQJBr6

“ post রাজধানীসহ সারাদেশে দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা প্রাপ্তির লক্ষ্যে #ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালসমূহের তা.....

High Court has directed to stop harmful games like   and  . https://t.co/iOGIQ86HpA
16/08/2021

High Court has directed to stop harmful games like and . https://t.co/iOGIQ86HpA

“High Court has directed to stop harmful games like and .”

Md Zahidul Islam Chowdhury has been appointed As a Staff Reporter for Daily Nagar Sangbad & Nagar Sangbad 24. Comhttps:/...
16/08/2021

Md Zahidul Islam Chowdhury has been appointed As a Staff Reporter for Daily Nagar Sangbad & Nagar Sangbad 24. Com

https://t.co/5ZUheWgXWe

         Tweet  ”””””””””””””””””””””’নিয়োগ বিজ্ঞপ্তি””””””””””””””””””””   দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম পত্র....

ভালো নেই প্রিয় শহর কুমিল্লা ! =====================বৈশ্বিক মহামারি করোনায় সারা বিশ্ব যেখানে আক্রান্ত সমগ্র বাংলাদেশ তথাপ...
03/08/2021

ভালো নেই প্রিয় শহর কুমিল্লা !
=====================

বৈশ্বিক মহামারি করোনায় সারা বিশ্ব যেখানে আক্রান্ত সমগ্র বাংলাদেশ তথাপি কুমিল্লা জেলাও তার থেকে ভিন্ন নয়। ঐতিহ্যবাহী এ শহরের মানুষগুলো করোনার নির্মম থাবায় কোন কিছু বুঝে ওঠার আগেই তাদের পরিবারের প্রিয় মানুষগুলোকে চিরদিনের জন্য বিদায় দিতে হচ্ছে। শুধু জেলা শহর নয়, উপজেলাগুলো থেকেও আচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন রোগী।

গভীর রাতে শহরের নিস্তব্ধ রাস্তাগুলোতে এম্বুলেন্সগুলো দাপিয়ে বেড়াচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালগুলোতে। এম্বুলেন্স এর সাইরেনের শব্দে রাতের নিঃশব্দতা ভেঙে নগরবাসীর ঘুমের বদলে এক অজানা আতংক ভর করে তাদের মনে। ধর্মীয় উপসনালয়গুলো এবং মসজিদগুলোর সাপ্তাহিক জুম্মা নামাজের পর দেশ তথা সমগ্র মানবজাতির জন্য দোয়া করা হচ্ছে। ঈদ পরবর্তী গত সপ্তাহ থেকেই হাসপাতাল গুলোতে রোগীর চাপ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে।

কুমিল্লা সদর হাসপাতালে এ প্রতিবেদকের সাথে এমনই এক ভুক্তভোগী পরিবারের সদস্যর সাথে কথা হলে তিনি তার গতরাতের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, তার মামা একজন স্কুল শিক্ষক নাম মিজানুর রহমান (৬৫) গত তিন দিন হলো জ্বর, হঠাৎ তার শ্বাস কষ্ট বৃদ্ধি পেলে ব্রামনপাড়া থেকে কুমিল্লা আনা হয় কিন্তু বিপাকে পড়তে হয় হাসপাতালে ভর্তি করতে গিয়ে। কারন যখনই তারা রোগীর শ্বাস কষ্টের কথা প্রাইভেট হাসপাতালের কর্তব্যরত ডাক্তারকে জানান তখনই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় হাসপাতালে কোন শয্যা খালি নেই। একই সমস্যা তারা শহরের মুন হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা) হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন। উক্ত ভুক্তভোগী খোরশেদ আলম ভূইয়া আরো বলেন, প্রথমে আমরা কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট হাসপাতালে আমার মামাকে ভর্তি করাই পরবর্তীতে যখন রোগীর জন্য অক্সিজেন চাওয়া হলে রাতে আমাদেরকে জানানো হয় হাসপাতালে অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই। আসলেই প্রকৃত কথা হলো, সম্ভাব্য করোনা রোগী মনে হলেই তখন বিভিন্ন অযুহাতে রোগীকে হাসপাতাল থেকে বিদায় করার চেষ্টা করা হয়।

পরবর্তীতে গভীর রাতে তারা বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করে কোন হাসপাতালেই তাদের রোগীকে ভর্তি করাতে পারেন নি। অবশেষে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন। সরজমিনে দেখা যায়, সদর হাসপাতালেও রোগী ভর্তি চাপ প্রচুর। ১০০ শয্যা বেডের হাসপাতালে বর্তমানে কমপক্ষে ১১০ জন রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়ার্ড গুলো রোগীতে পূর্ণ, হাসপাতালের নিচতলা, দ্বিতীয় তলা প্রতিটি ওয়ার্ডেই রোগীতে পরিপূর্ণ।

বর্তমান অবস্থা এভাবে চলতে থাকলে অর্থাৎ অবস্থার উন্নতি না হলে পরিস্থিতি আরও ভয়ানক রুপ ধারন করবে এবং ভবিষ্যতই তাঁর ইতিহাস রচনা করবে।

In pandemic Corona Narayanganj' people have always been close to him,Who was the first and foremost with help to people,...
29/07/2021

In pandemic Corona Narayanganj' people have always been close to him,Who was the first and foremost with help to people, in the mind of people's heroes his name is who is in-Charge Sadar Health Complex.
He has been transferred from N.ganj, he should be kept in N.ganj.
https://t.co/cl4ttlOiKt

“In pandemic Corona Narayanganj' people have always been close to him,Who was the first and foremost with help to people, in the mind of people's heroes his name is who is in-Charge Sadar Health Complex. He has been transferred from N.ganj, he should be kept in N.ganj.”

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█ # গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ২৫৪ জন। # শনাক্তের হার ৩১.৯১%।https://t.co/WKcC...
29/07/2021

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
# গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ২৫৪ জন।
# শনাক্তের হার ৩১.৯১%।
https://t.co/WKcCClfrrY

“█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█ # গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ২৫৪ জন। # শনাক্তের হার ৩১.৯১%।”

প্রেমিকাকে আইফোন কিনে দিতে নিজের অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে বগুড়ার এক ক...
29/07/2021

প্রেমিকাকে আইফোন কিনে দিতে নিজের অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে বগুড়ার এক কলেজ ছাত্র।

মারপিটের অভিনয়ে মোবাইল ফোনে ছেলের কান্নাকাটির শব্দ শুনে মুক্তিপণের টাকা নিয়েও প্রস্তুত ছিলো তার পরিবার। তবে শেষ পর্যন্ত র‍্যাবের হস্তক্ষেপে ভেস্তে যায় রাকিবুল ইসলাম রিয়াদ নামের ওই কলেজ ছাত্রের এই অপহরণ নাটক। বগুড়া‌ র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জিজ্ঞাসাবাদে প্রেমিকা যথারীতি জানিয়েছে এই ছেলেকে সে চিনেই না।"

ছবিতে, সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান রিয়াদ (১৯), তার সহপাঠী বন্ধু জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাটের প্রবাসী মইফুল আকন্দের ছেলে মুন্না হাসান (১৮)।

18/06/2021

কিশোর গাং এর প্রভাব !
স্থান : মেয়র হানিফ ফ্লাইওভার।

মেট্রোরেল সম্পর্কিত কিছু তথ্য১. মেট্রোরেল জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ এ তৈরী ( JR মানের ) ২. বাংলাদেশ রেলওয়ের সা...
12/05/2021

মেট্রোরেল সম্পর্কিত কিছু তথ্য

১. মেট্রোরেল জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ এ তৈরী ( JR মানের )

২. বাংলাদেশ রেলওয়ের সাথে এর কোন সম্পর্ক নাই । এটি সম্পূর্ন নতুন একটি প্রতিষ্ঠান । যার প্রকৌশলী থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবাই নতুন ভাবে নিয়োগ প্রাপ্ত ।

৩. উদ্বোধনের পর থেকে ৫ বছর জাপানিজ ও দেশীয় প্রকৌশলীদের যৌথ তত্বাবধানে থাকবে ।

৪. Dedicated power supply থাকবে । যেটা সাধারণত গন ভবন বা বঙ্গভবন বা সেনা সদর এ থাকে । গুরুত্বপূর্ণ স্হাপনা বিধায় , এর Backup power supply এর জন নিজস্ব power supply রয়েছে ।

৫. স্বয়ংক্রিয় টিকেটিং ( Card System)ব্যবস্হা , বিধায় টাকা নাই ট্রেনে ফাও ওঠাও নাই । ঢুকতেই পারবেন না , কারন টাকা না কাটলে Entry দরজা খুলবে না ।

৬. বাংলাদেশের ট্রেনের ছাদে ওঠার স্বংস্কৃতিতে যারা বিশ্বাস করেন , তারা সাবধান ...11 KV হাই ভোল্টেজ এ মুরগী পোড়া হয়ে যাবেন ।

৭. ভাংচুর , সিট কাটা থেকে শিক্ষা নিয়ে , ট্রেনের সিট গুলো শক্ত প্লাস্টিকের তৈরী , যেগুলো হেভি টেম্পারড প্রযুক্তি গিয়ে তৈরী ।

৮. ট্রেনের সকল গ্লাস বুলেট প্রুফ ( JR standard ) | তাই ইট মারেন , হাতুড়ি পেটান সমস্যা নাই , ভাঙ্গবে না ।

৯. কোন প্রকার হকার এলাউড না । কারন নির্দিষ্ট সময় এর থেকে বেশী থাকলে স্বয়ংক্রিয় ভাবে ভাড়া বেশী গুনতে হবে ।

১০. প্রতি বগীতে ছাদের সাথে ক্যামেরা আছে .. অতএব সাধু সাবধান .. প্রতি মুহুর্ত মনিটর করা হবে ...
আপনাদের যাত্রা শুভ হোক ...

07/05/2021

Vaccination must be taken against COVID-19 for all workers in Saudi Arabia : Saudi State TV.

১০০০ বেড বিশিষ্ট দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল আগামীকাল ১৮ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ততত্তাবধানে তার কার্যক্রম শুরু ক...
17/04/2021

১০০০ বেড বিশিষ্ট দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল আগামীকাল ১৮ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ততত্তাবধানে তার কার্যক্রম শুরু করেছে।
১০০০ বেডের এই হাসপাতালের নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।

দেশে দ্বিতীয় পর্বে দূযোগকালীন করোনা পরিস্থিতিতে
প্রাথমিক ভাবে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২টি এইচডিইউ সেবা নিয়ে এ হাসপাতালের উদ্ভোদন করা হচ্ছে । এছাড়াও রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

16/04/2021

█▒▒▒ Breaking News/ব্রেকিং নিউজ ▒▒▒█
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় মৃত্যু ১০১ জন!

অক্সিজেন : কিছুদিন আগেও ছয় হাজার লিটার অক্সিজেন দিয়ে হাসপাতালে দুই থেকে তিন দিনের চাহিদা মিটত। এখন দৈনিক প্রয়োজন হচ্ছে...
16/04/2021

অক্সিজেন : কিছুদিন আগেও ছয় হাজার লিটার অক্সিজেন দিয়ে হাসপাতালে দুই থেকে তিন দিনের চাহিদা মিটত। এখন দৈনিক প্রয়োজন হচ্ছে ৫ থেকে ৬ হাজার লিটার অক্সিজেন।

মুগদা জেনারেল হাসপাতাল,
ঢাকা, ১৫ এপ্রিল,
বাসার খান
ছবি: প্রথম আলো।

14/04/2021

█▒▒▒ Breaking News/ব্রেকিং নিউজ ▒▒▒█
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় মৃত্যু ৯৬ জন!

09/04/2021

█▒▒▒ Breaking News/ব্রেকিং নিউজ ▒▒▒█

** ১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
** জরুরি সেবা ছাড়া সব অফিস ও গার্মেন্টস বন্ধ থাকবে।
** লকডাউনে কোনো ধরনের যানবাহন চলবে না।
** লকডাউন বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে রোববার।

07/04/2021

বাংলাদেশের ইংরেজী জাতীয় দৈনিক ডেইলি স্টার তাদের অনলাইন সংস্করণের একটি পতিবেদনে আইসিডিডিআর,বি এর বরাত দিয়ে জানিয়েছে,
"সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বেশি সংক্রমণ হচ্ছে"।

জনস্বার্থমূলক পোস্ট : নারায়ণগঞ্জ সদরে বসবাসকারী জনসাধারণ সরকারি ভাবে করোনা টেস্ট করতে চাইলে নারায়ণগঞ্জ খানপুরে অবস্থিত ৩...
04/04/2021

জনস্বার্থমূলক পোস্ট : নারায়ণগঞ্জ সদরে বসবাসকারী জনসাধারণ সরকারি ভাবে করোনা টেস্ট করতে চাইলে নারায়ণগঞ্জ খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালের নিন্মের জরুরি নাম্বারে ফোন করে নাম নিবন্ধনের মাধ্যমে টেষ্ট করতে পারবেন। উল্লেখ, নাম নিবন্ধন করার পর আপনাকে মোবাইল ফোনের SMS মাধ্যমে টেষ্টের তারিখ জানানো হবে, সাধারণত নিবন্ধনের পরের দিন টেস্ট করানোর সময় সূচি জানানো হয় এবং ১০০ টাকা টেস্ট ফি নেওয়া হয়।

আজ থেকে দেশে গণপরিবহনগুলো অর্ধেক যাএী নিয়ে বিভিন্ন রুটে চলাচল করবে, ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি যাএীকে পরিশোধ করতে হবে।
30/03/2021

আজ থেকে দেশে গণপরিবহনগুলো অর্ধেক যাএী নিয়ে বিভিন্ন রুটে চলাচল করবে, ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি যাএীকে পরিশোধ করতে হবে।

30/03/2021

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে।

১. সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ যেকোনো উপলক্ষে জনসমাগম সীমিত করার কথা বলা হয়েছে। প্রয়োজনে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে।

২. মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

৩. পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করা হবে।

৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

৫. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ করতে হবে।

৬. বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা ও উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে।

৮. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৯. শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।

১০. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১১. অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।

১২. প্রয়োজনে বাইরে গেলে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। এ ক্ষেত্রে মাস্ক না পরলে বা স্বাস্থ্যবিধি মেনে না চললে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

১৩. করোনাভাইরাসে আক্রান্ত বা করোনার লক্ষণ রয়েছে—এমন ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, শিল্পকারখানা ৫০ শতাংশ লোকবল দিয়ে পরিচালনা করতে হবে। অন্তঃসত্ত্বা, অসুস্থ, ৫৫ বছরের অধিক বয়সী ব্যক্তিদের বাসায় থেকে কাজের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৫. সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে।

১৬. সশরীরে উপস্থিত হতে হয়—এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১৭. হোটেল, রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক মানুষ প্রবেশ করতে পারবে।

১৮. কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানের পুরোটা সময়ই বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

17/03/2021

বিসিএস ও অন্যান্য পরীক্ষাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সুপারিশ...

22/02/2021

"আগামী ২৪শে মে ২০২১ তারিখ থেকে সকল বিশ্ববিদ্যায়ে শ্রেনী কক্ষে পাঠদান শুরু হবে" -শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ খবর নিশ্চিত করেন। তিনি আরও বলেন,
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্তগুলো হলো— সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কক্ষে পাঠদান ২৪ মে ২০২১তারিখ, পবিত্র ঈদুল ফিতরের পর শুরু হবে। আর আগামী ১৭ মে থেকে সকল হল খুলে দেওয়া হবে। এই সময়ে ২৪ মে পর্যন্ত কোনও ধরনের কোনও পরীক্ষা হবে না। আগামী ২৪ মে’র পর পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। আর অনলাইন ক্লাসগুলো যেভাবে চলছে সেভাবেই চলমান থাকবে।

শিক্ষামন্ত্রী আজ উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। ভার্চুয়াল এ প্রেস ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যুক্ত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘হলগুলো খুলে দেওয়ার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে করোনার টিকা দানের ব্যবস্থা করা হবে। এই সময়ে ১৭ মে হল খুলে দেওয়ার আগের সময় টিকা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করবেন এবং যে সকল আবাসিক হলগুলোর সংস্কার ও মেরামতের প্রয়োজন রয়েছে সেগুলো সম্পন্ন করবেন। শিক্ষার্থীদের মধ্যে অনেকে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছেন, অপেক্ষা করছেন, তাদের জন্য বলছি, বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সঙ্গে সমন্বয় রেখে নতুন তারিখ ঘোষণা করা এবং করোনার কারণে বিসিএস এর আবেদনের বয়সসীমা অতিক্রান্ত হয়ে যেনো কোনও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি— শিক্ষার্থীরাও তাদের প্রস্তুতি নেবেন এবং যার যার হলে ফেরার প্রস্তুতি নেবেন। এই সময় অনলাইনে যেসব ক্লাস চলছে সেগুলোর প্রস্তুতি নেবেন। আগামী ২৪ মে থেকে আমরা শ্রেণিকক্ষেই পাঠদানেরকাজ শুরু করতে পারবো। এই সিদ্ধান্তগুলো দেশের পাবলিক (জাতীয় বিশ্ববিদ্যালয়সহ), প্রাইভেট ও সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে। আর ইতোমধ্যেই যদি কোনও শিক্ষার্থী হলে অবস্থান করেন, যেটি করার কথা নয়, তাদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা যদি প্রতিষ্ঠানগুলোর বাইরে ব্যক্তিগত বা দলগতভাবে যেকোনোভাবেই, শিক্ষার সঙ্গে, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কবিহীন কোন ধরনের অনৈতিক, অপরাধমূলক ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে সেই কর্মকাণ্ডের দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না।

মন্ত্রী বলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষক-কর্মচারী ও শিক্ষা কর্মকর্তাদেরও এই সময়ের মধ্যে (১৭ মে) টিকা নিতে হবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

17/02/2021
বাংলাদেশের একটি পাখিও পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না : অমিত শাহ
12/02/2021

বাংলাদেশের একটি পাখিও পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না : অমিত শাহ

তুষার ঝড়ে বিপর্যয় নিউইয়র্ক!
02/02/2021

তুষার ঝড়ে বিপর্যয় নিউইয়র্ক!

Myanmar’s military has detained the country’s de facto leader   in an apparent coup, her ruling party confess Monday, Ar...
01/02/2021

Myanmar’s military has detained the country’s de facto leader in an apparent coup, her ruling party confess Monday, Arab news expressed their online news portal.

"Bangladesh's government sent a fourth group of Rohingya Muslim refugees to an island in the Bay of Bengal, ignoring cal...
30/01/2021

"Bangladesh's government sent a fourth group of Rohingya Muslim refugees to an island in the Bay of Bengal, ignoring calls from human rights groups for a halt to the move"
Arab News expressed their online News portal.

29/01/2021

বাংলাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত!

29/01/2021

অনলাইন ডেস্ক : আগামীকাল ৩০শে জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০:৩০ মিনিটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফলাফল ঘোষনা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ খবর নিশ্চিত করেন।

Address

Narayanganj
1400

Telephone

+8801716207670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narayanganj Post:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Narayanganj

Show All

You may also like