30/10/2024
সবথেকে উত্তম ব্যাবসার প্রোসেস হলো কম টাকায় বেশি সেল করা। এটাই রাসুল সা: ও সাহাবীদের দ্বারা রেকমেন্ডেড।
আপনি ৫০ টা জামা বিক্রি করে ৫০০০ টাকা লাভ করলেন।
আরেকজন ২০০ টা জামা বিক্রি করে ৫ হাজার টাকা লাভ করলো।
উত্তম হলো ২য় ব্যাক্তি।
ক্রেতার জন্য পন্য কেনা সহজ করলো। ফিনানশিয়ালি ও সাইকোলজিক্যালি ক্রেতা স্ট্রেস ফ্রি থাকলো।
১ম জনের থেকে ১৫০ জন বেশি লোকের সাথে তার নেটওয়ার্ক তৈরী হলো। এই ১৫০ জন তাদের পরিবার, বন্ধুদের রেকমেন্ড করবে। আপনার মার্কেটিং ছড়াবে তাড়াতাড়ি।