Dhaka Vision TV

Dhaka Vision TV আমরা সত্যের পথে, সত্যের সন্ধানে ,সত্যের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছি

06/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোঁপের মুখে পড়ে । পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা।
#বৈষম্য
#কোটা
#ঢাকা
#স্বাধীন

15/07/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ এবং কোঠা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা - ধাওয়া চলছে !
#সংঘর্ষ
#বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
#কোটা বিরোধী আন্দোলন
#ঢাকা বিশ্ববিদ্যালয়

15/07/2024

তুমি কে আমি কে ? "রাজাকার রাজাকার " স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়া
গরম হয়ে উঠে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনে !

#বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
#ঢাকা বিশ্ববিদ্যালয়
#বাংলা ব্লকেড

26/11/2023

কয়েকমাস আগে বসুন্ধরা গ্রুপের সায়েম সোবহানের পা ধরে মাফ চেয়েছিলো রংধনু গ্রুপের রফিক

#বসুন্ধরা #রংধনু #গ্রুপ

সৌজন্যে: আসিফ শাহরিয়ার ।

A few months ago, Rangdhanu Group's Rafiq apologized by grabbing Saim Sobhan's feet from Bashundhara Group.



Courtesy: Asif Shahriar .

মার্চ মাসে বাংলাদেশে আসতে চলেছে  টিম আর্জেন্টিনা 🇦🇷🤝🇧🇩
05/01/2023

মার্চ মাসে বাংলাদেশে আসতে চলেছে টিম আর্জেন্টিনা 🇦🇷🤝🇧🇩

যশোর জেলায় বিষমুক্ত বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। শীতকালীন এই সবজি বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বাঁধাকপি চাষ...
28/10/2022

যশোর জেলায় বিষমুক্ত বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। শীতকালীন এই সবজি বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বাঁধাকপি চাষে লাভবান হওয়া যায় বলে দিন দিন এর চাষ বাড়ছে। দেশে যশোরের উৎপাদিত বাঁধাকপির বেশ সুনাম রয়েছে বলে জানায় কৃষকরা। এবছর বাঁধাকপির বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

জানা যায়, দেশের সবজির একটি বড় অংশ উৎপাদিত হয় যশোরে। যশোর সদর উপজেলার চুড়মনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও হৈবতপুর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামে সবজি প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপন করা হয়েছে। সদর উপজেলার প্রায় সবগুলো গ্রামেই বাঁধাকপির চাষ করা হচ্ছে। গ্রামগুলোর মাঠ আগাম শীতকালীন সবজিতে ভরা। জমি গুলোতে বাঁধাকপিসহ বিভিন্ন প্রকারের সবজির চাষ হচ্ছে।

যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্র মতে, যশোর সদর উপজেলায় আগাম শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে ২৮শ’ হেক্টর। শুধু মাত্র বাঁধাকপি চাষ হয়েছে ৬ শ’১৩ হেক্টর জমিতে। এরমধ্যে সবজি খ্যাত হৈবতপুর ইউনিয়নে ১৮০ হেক্টর, চুড়ামনকাটি ইউনিয়নে ১৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন বাঁধা কপির চাষ হয়েছে। ভরা মৌসুমে চাষের পরিমাণ আরও কয়েকগুন বাড়বে।

আব্দুলপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন, আমি বারোমাস সবজির চাষ করি। তবে বাঁধাকপির চাষ বেশি করি। এবছর ১ বিঘা জমিতে আগাম আগাম শীতকালীন বাঁধা কপির চাষ করেছি। এবছর বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। আশা করি দেশের বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করে লাভবান হবো।

আরেক কৃষক রাজু আহমেদ বলেন, শীতের শেষের দিকে সবজির ভালো দাম পাওয়া যায় না। তাই আমরা আগাম চাষ করি। বাজারে আগাম সবজির ভালো দাম পাওয়া যায়। এতে আমরা লাভবান হতে পারি।

শাহবাজপুর গ্রামের কৃষক শামসুল ইসলাম বলেন, এবছর আমি ২ বিঘা জমিতে আগাম শীতকালীন বাঁধাকপির চাষ করেছি। তবে শীতের মৌসমে চাষের জমিরে পরিমাণ আরো বেড়ে ৮ বিঘা হবে। আগাম সবজির বাজারদর ভালো দাম পাওয়া যায়। তবে বিদেশে রপ্তারি করলে আরো বেশি দামে বিক্রি করা যায়।

চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপ্না রানী বলেন, এই ইউনিয়নের আব্দুলপুর ও চুড়ামনকাটির মাঠে সবচেয়ে বেশি বাঁধাকপির চাষ করা হয়। এখনকার বাঁধাকপি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এই সবজি চাষে লাভবান হওয়া যায় বলে দিন দিন কপি চাষে চাষিদের আগ্রহ বাড়ছে।

যশোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মঞ্জরুল হক বলেন, সবজি উৎপাদনে যশোরের বেশ সুনাম রয়েছে। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি এখানকার সবজি। যশোরের বাঁধাকপি সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের কয়েকটি দেশের বাজারে রপ্তানি করা হয়। আমরা সবজি উৎপাদন বৃদ্ধিতে চাষিদের সব ধরনের সহযোগীতা করছি।

28/10/2022

নারায়ণগঞ্জ থেকে ছাত্রদল এবং যুবদলের নেতারা সরকার পতনের আন্দোলন চালিয়ে যাচ্ছ

এবং তারা সরকারকে হুঁশিয়ার দিচ্ছে দ্রব্যমূল্যের দাম না কমলে রাজপথ অচল করে দেবে।।

মোঃ আসিফ হোসেন
==============
ঢাকা ভিশন টিভি ©
# [email protected]
=========•••==========
://www.facebook.com/dhakavisiontv22

তপ্ত দুপুরের গরমে এরেকটু গরম আপডেট হয়ে গেলে মন্দ কি, তাও আবার ঢাকা শহরের বাসিন্দাদের জন্য 🌟হানিফ এন্টারপ্রাইজ এখনঢাকা জে...
08/08/2022

তপ্ত দুপুরের গরমে এরেকটু গরম আপডেট হয়ে গেলে মন্দ কি, তাও আবার ঢাকা শহরের বাসিন্দাদের জন্য

🌟হানিফ এন্টারপ্রাইজ এখন
ঢাকা জেলায় সিটি সার্ভিস🌟

🔸১৫০ ইউনিট ব্র্যান্ড নিউ টাটা বাস দিয়ে যাত্রা শুরু করবে প্রথম ধাপে।

উদ্বোধনী রুটঃ ঘাটার চর হইতে গুলিস্থান ফুলবাড়িয়া।

ব্যানার নামঃ হানিফ

বর্তমানে অভী মোটরস এর দুই গ্যারেজ মিলিয়ে প্রায় ৫০ইউনিট গাড়ির কাজ চলমান। জায়গা স্বল্পতার কারণে ধীরে ধীরে সিটি সার্ভিস ও লং রুটের গাড়ি গুলা গারেজে ঢুকবে।

🔹পর্যায়ক্রমে রুটের পরিধি বৃদ্ধি করা হবে। ঢাকা সিটির সিটিং সার্ভিসে বেশ পরিবর্তন আনবে হানিফ এন্টারপ্রাইজ। ঢাকা শহরের পুরাতন বাসিন্দাদের মনে থাকার কথা যে, হানিফ এন্টারপ্রাইজ কিন্তু বেশ কিছুকাল আগে ঢাকা শহরে যাত্রীসেবা প্রদান করতো।
আবারও তাদের আগমনে কিছুটা হলেও আরামে যাতায়াত করতে পারবে ঢাকার সাধারণ যাত্রী।

পরিচালনায় থাকবে, নগর পরিবহন।
উল্লেখ্য যে, ব্যানারের নাম পরিবর্তন হতে পারে।

🌟ধন্যবাদ জনাব Ridoy Hossain কে, তথ্য এবং ছবি উপহার দেওয়ার জন্য।

08/08/2022

প্রিয় দর্শক সরাসরি আছি নারায়ণগঞ্জ থেকে !!

হোসাইন মাহমুদ

#ঢাকা ভিশন টিভি ©

ভয়ঙ্কর সমুদ্রযাত্রার সম্মুখীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল!!সেন্ট লুসিয়া থেকে নদীপথে ডোমিনিকা যাওয়ার পথে আটলান্টিকের ভয়ঙ্কর স...
01/07/2022

ভয়ঙ্কর সমুদ্রযাত্রার সম্মুখীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল!!

সেন্ট লুসিয়া থেকে নদীপথে ডোমিনিকা যাওয়ার পথে আটলান্টিকের ভয়ঙ্কর সমুদ্রযাত্রার মুখে পড়তে হয় টাইগারদের।
সমুদ্র যাত্রার মাঝ পথেই নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ সহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

এই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই বাচাই করার দরকার ছিলো, কবে বুঝবে বিসিবি ।
# Dhaka Vision TV©
সূত্র : অলরাউন্ডার টিভি

28/06/2022

যারা বলছেন লঞ্চে ঝোলাতে ঝোলাতে আইছি হেগো তো আর লঞ্চে ওডা হইলো না।

সাদিক আবদুলাহ .....(মেয়র)

বরিশাল সিটি কর্পোরেশন

07/06/2022

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং এর ওয়ার্ড

বাগানবাড়ি এলাকায় প্যান্টের বেল্ট খুলে ফিল্মি স্টাইলে সোহাগ নামের এক যুবককে প্রহার করেছে কিশোর গ্যাং এর সদস্যরা । এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মোঃ আসিফ হোসেন
স্টাফ রিপোর্টার
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

10/05/2022

শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলন এখন সহিংসতায় রূপ নিয়েছে।

05/05/2022

জাফলং এ পর্যটকদের উপর হামলা,,,

টিকিট কেনা কে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর হামলা করেছে কাউন্টারের লোকেরা,

স্বেচ্ছাসেবক লেখা পোশাক পরিহিতরা হামলা করেছে নিরীহ পর্যটকদের উপর ‌।
বিদ্র: ভিডিও ক্রেডিট, বাংলা টাইম এন্ড টিউন
# Dhaka Vision TV ©

হাজী সেলিমের ১০বছরের সাজা বহাল, ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ।হাজী সেলিমের দশ বছরের সাজা ও দশ লাখ টাকা জরিমানার আদ...
25/04/2022

হাজী সেলিমের ১০বছরের সাজা বহাল, ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ।

হাজী সেলিমের দশ বছরের সাজা ও দশ লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখে দেয়া হাইকোর্টের রায়ের নথি পাঠানো হয়েছে বিচারিক আদালতে। ৩০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের নথি ঢাকার বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি জানান, আজকের দিন থেকে ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের এই রায়ের ফলে তার সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা নেই বলেও উল্লেখ করেন এই আইনজীবী।

প্রসঙ্গত, ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল বিচারিক আদালতের রায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০০৯ সালে সেলিম এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালে হাইকোর্ট তার ১৩ বছরের সাজা বাতিল করে রায় দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দুদক। ২০১৫ সালে হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাজী সেলিমের আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে শুনানি শেষে তার দশ বছরের সাজা ও দশ লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখে রায় দেন হাইকোর্ট।

স্টাফ রিপোর্টার :তানজিম হোসেন
#ঢাকা ভিশন টিভি©

19/04/2022

শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। students - traders clash

19/04/2022

সিসিটিভি ফুটেজে জানা গেল আসল ঘটনা।
চাঁদাবাজি নয় দুই দোকানির বিবাদেই সংঘর্ষ..?
সূত্র: ৭১ টেলিভিশন
#ঢাকা ভিশন টিভি ©

19/04/2022

ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দেয় এবং যেতে সহযোগিতা করে ।

কিন্তু নিউ মার্কেটের ব্যবসায়ীরা তা করেনি তারা অ্যাম্বুলেন্স আটকে রেখে ভাঙচুর করে।

এখানেই সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে অনেক পার্থক্য।

জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আজ কি মানবতা ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ ...? নাকি মানবতা শুধুমাত্র টাকার মধ্যে সীমাবদ্ধ ...??

ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাই।
এদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Vision TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Vision TV:

Videos

Share

Category