চাষাঢ়া - Chasara

চাষাঢ়া - Chasara এই পৃথিবী হোক কবিতার,হোক মানুষের,
লেখকরা বেচে থাকুক পাঠকের হৃদয় থেকে হৃদয়ে।

নিখোঁজ বিজ্ঞপ্তি! দ্রুত শেয়ার করুন।
18/01/2025

নিখোঁজ বিজ্ঞপ্তি!

দ্রুত শেয়ার করুন।

15/01/2025

আমার কাছে কিছু পার্ট টাইম জব আছে,আগ্রহীরা কমেন্ট করুন।

15/01/2025

হাসনাত, তুই আমারে এভাবে অপমান না করলেই পারতি, এর চে বেশী লোক ত সন্ধায় মিনারে চা ঔ খায়।

15/01/2025

মহিলা কলেজের সাথে তোলারামের প্রোম হলে পৃথিবীটা আরো সুন্দর হতো।

15/01/2025

নারায়ণগঞ্জ বাসী সাড়া দিন।
ভাড়াইট্টারা দূরে থাকুন।

১৯৮৫ সালের আমাদের নারায়ণগঞ্জ চাষাড়ার রেলওয়ে স্টেশন যেমন ছিল❤️
15/01/2025

১৯৮৫ সালের আমাদের নারায়ণগঞ্জ চাষাড়ার রেলওয়ে স্টেশন যেমন ছিল❤️

15/01/2025

ইনভেস্ট ছাড়াই ঘরে বসেই আয় করুন দৈনিক ৫০০-১০০০ টাকা।

আগ্রহীরা কমেন্ট করুন

শিক্ষকদের সন্তানদের পোষ্য কোটা কেন থাকবে? তাদের সন্তানরা তো সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া কেউ নন।
11/07/2024

শিক্ষকদের সন্তানদের পোষ্য কোটা কেন থাকবে?
তাদের সন্তানরা তো সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া কেউ নন।

৩৫ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমার আয়ের সাথে ২০২৪ সালে মুক্তি পাওয়া একটি সিনেমার তুলনা যারা করছে তারা যদি একবার সেই সম...
06/07/2024

৩৫ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমার আয়ের সাথে ২০২৪ সালে মুক্তি পাওয়া একটি সিনেমার তুলনা যারা করছে তারা যদি একবার সেই সময়ে ডলারের দাম এবং টিকেটের দামের সাথে এই সময়ে ডলারের দাম এবং টিকেটের দামের তুলনা করতো তাহলে ভালো হতো। সেই সময়ে ডলারের দাম ছিলো ৩২ টাকা ২৭ পয়সা। আর টিকেটের গড় মুল্য ছিলো ১৫ টাকা। মাত্র ১৫ টাকা গড় মূল্যে টিকিট বিক্রি করে ২০ কোটি টাকা আয় করতে হলে অন্তত ১ কোটি ৩৩ লাখ মানুষকে হলে গিয়ে সিনেমা দেখা লেগেছে। তুফান সিনেমা দেখতে কি সেই পরিমান মানুষ সিনেমা হলে গিয়েছে? তাছাড়া তুফান চলেছে দেশের বড় বড় সিনেপ্লেক্স,মাল্টিপ্লেক্সে এসি রুমে। যেখানে টিকেটের দাম ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে। গড়ে অন্তত ১৫০ টাকা বা তার বেশি হবে। যদিও আমার ধারণা তা আরও বেশি। তো এই হিসেবেই ২০ কোটি টাকা আয় করতে ১৩ লাখ মানুষকে হলে যেতে হয়েছে। যদিও আমার মনে হয় না এতো মানুষ সিনেমা দেখতে গিয়েছে। কারণ সিনেপ্লেক্স গুলোর সর্বনিম্ন টিকেটের দামই ২৫০ টাকা। আমরা যে হিসেব দেখালাম সেটাতে ১৫০ টাকা গড় হিসেব ধরেছি। গ্রস সেলের দিক থেকে সিনে প্লেক্সেই বেশি আয় হয়েছে। তাই যুক্তি দেখানোর সুযোগ নেই যে মফস্বল শহরের হলগুলোতে ১০/২০ লাখ মানুষ সিনেমা দেখেছে।

আপনারাই বলুন তুফান সিনেমার আয় কি বেদের মেয়ে জোসনার আয়ের সাথে তুলনা চলে? দর্শক উপস্থিতি,টিকেটের দাম,সিনেমা হলের পরিবেশ,ডলারের বিপরীতে টাকার দাম বিবেচনা করলে তুফানকে এই সময়ে ১৭০ কোটি টাকা আয় করতে হবে। তারপরও আয়ের দিক থেকে তুফান এগিয়ে গেলেও তখন দর্শক উপস্থিতির দিক থেকে অবশ্যই পিছিয়ে থাকবে। এখনো বেদের মেয়ে জোসনা নিয়ে আলোচনা হয়। দশ বছর বা বিশ বছর পর শাকিব খানের তুফান কেন এমন কোনো সিনেমাই নেই যা নিয়ে আলোচনা হবে। সাংবাদিকরা যদি একবার আমাদের এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ সাহেবের সাক্ষাতকার নিতেন এই বিষয়ে এবং বলতেন জানেন তুফান সিনেমা বেদের মেয়ে জোসনা সিনেমার লাইফ টাইম আয়ের রেকর্ড ভেঙ্গেছে মাত্র দশদিনে। তখন নিশ্চিত বাপ্পারাজ সাহেব ফিরে যেতেন সিনেমার সেই স্বর্ণযুগে যখন তার এক বিখ্যাত ডায়লগ আজও সমান ভাবে সমাদৃত। তিনি বলেছিলেন “ এ আমি বিশ্বাস করি না”। নিশ্চিত প্রিয় পাঠক আপনারাও সেই ডায়লগ মনে রেখেছেন এবং এই তুলনা দেখে বলবেন “ এ আমি বিশ্বাস করি না”।

Wtf🤭
19/06/2024

Wtf🤭

কবি অন্নদাশঙ্কর রায় 😔😔😔😔😔
30/05/2024

কবি অন্নদাশঙ্কর রায় 😔😔😔😔😔

পুরুষের বসার আর কোন স্টাইল আছে কি?
30/05/2024

পুরুষের বসার আর কোন স্টাইল আছে কি?

একটু প্রশান্তির জায়গা!দেখলেই চোখ, মন জুড়িয়ে যায়❤️
30/05/2024

একটু প্রশান্তির জায়গা!
দেখলেই চোখ, মন জুড়িয়ে যায়❤️

নব্বই দশকের নায়ক নাঈম। এক সময়ের সুদর্শন নায়ক যেন বর্তমানে আরো বেশী সুদর্শন।
30/05/2024

নব্বই দশকের নায়ক নাঈম। এক সময়ের সুদর্শন নায়ক যেন বর্তমানে আরো বেশী সুদর্শন।

রাফসান দ্যা ছোটভাই কান্ডের শেষ কথা হল লেখাপড়া মোটেও ওভাররেটেড না। শুধু কন্টেন্ট বানিয়ে বাবাকে কোটি টাকা দামের গাড়ি কিনে ...
30/05/2024

রাফসান দ্যা ছোটভাই কান্ডের শেষ কথা হল লেখাপড়া মোটেও ওভাররেটেড না। শুধু কন্টেন্ট বানিয়ে বাবাকে কোটি টাকা দামের গাড়ি কিনে দেওয়ার কাহিনী শুনে অনেকে লিখেছিল লেখাপড়া ওভাররেটেড। কিন্তু দিনশেষে পড়ালেখা জানা একজন মানুষের সামান্য একটি লেখা ঐ কন্টেন্ট ক্রিয়েটরের সুতা বের করে ছাড়ল। গর্বিত পিতার পুত্রটি ঋণখেলাপী পিতার পুত্র বনে গেল নিমিষেই। সুতরাং ফ্রেন্ডলিস্টে যারা এখনো পড়ালেখা করছেন, তারা এইসব ভুজুং ভাজুং বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করেন। দুনিয়াটা লেখাপড়া জানা মানুষেরাই চালায়। চারপাশের দুই-চারটা অর্ধশিক্ষিত বাটপারের আস্ফালন দেখে ধোঁকা খাবেন না।

Address

Dewan Baten Shriti Sorok, Goalpara
Narayanganj
1442

Telephone

+8801626602344

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাষাঢ়া - Chasara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চাষাঢ়া - Chasara:

Videos

Share