![হে নাথতোমারে সপিয়া প্রাণ, আমি পেয়েছি এ ধরা। তোমারে সপিয়া প্রাণ, আমি হয়েছি দিশাহারা। তবুও হতে পারিনি তোমার একান্ত জীবনানন...](https://img4.medioq.com/472/800/447134444728002.jpg)
08/05/2024
হে নাথ
তোমারে সপিয়া প্রাণ,
আমি পেয়েছি এ ধরা।
তোমারে সপিয়া প্রাণ,
আমি হয়েছি দিশাহারা।
তবুও হতে পারিনি তোমার একান্ত জীবনানন্দ!
❝জীবনানন্দের রবীন্দ্রনাথ❞🌼🌼🌼
❝হেমন্ত❞🌼🌼🌼
এদিনে ধরা হাসিয়া ছিলো!
হ্যাঁ হাসিয়াছিলো প্রাণখুলে।
হে বৈশাখ ধন্য তুমি!