#_রাজু_মিয়া
ধানমন্ডি লেকের বটতলায় ১০ থেকে ১২ বছর পূর্ব থেকে উনি বাঁশি বাজিয়ে আসছেন। লেকে ঘোরাফেরা করার দর্শনার্থীদের একটি বিনোদনের মাধ্যম এই বাঁশির সুর। লেকের এই প্রান্ত থেকে ওই প্রান্তের যেখানেই যাই বেজে ওঠে ওনার বাঁশির সুমধুর সুর। বাঁশি যেন উনার সুরে কথা বলে। চমৎকার বাঁশি বাজিয়ে মানুষের হৃদয়কে আনন্দ দিয়ে থাকেন উনি। বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত উনি এখানে বাঁশি বাজিয়ে থাকেন, পাশাপাশি বাঁশি বিক্রি করে থাকেন। দৈনন্দিন বাঁশি বিক্রি থেকে উনার আয় ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত।
আর এভাবেই চলে রাজু মিয়ার সংসার।
উনার কাছে বিভিন্ন প্রকার ও স্কেলের বাঁশি পাওয়া যায়।
প্রয়োজনেঃ +8801933-415501 (রাজু মিয়া)
"বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ভাষার জন্য যারা অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। গ্রুপের পক্ষ থেকে হাজার সালাম জ্ঞাপন করছি শহীদ বীর সেনাদের প্রতি"
নাম- #Istiak_Khan_Akash
বাড়ি- ময়মনসিংহ
গ্রুপে অনেকেই এই গান টি আপলোড দিয়েছে, সবাইকে আন্তরিক ভালবাসা।
সবার গানের মাঝে তার বাজানো আমার কাছে সর্বাপেক্ষা ভোট যোগ্য।
শুভ কামনা তোমাকে ও তোমার গুরুজি উস্তাদ শাহাবুদ্দীন আহমদ স্যার কে।
মেয়েটার এই দুর্দান্ত বাঁশি বাজানো দেখে মনে হলো তার গুরু সত্যিই একজন আধুনিক গুরু। এতো টা সিদ্ধহস্ত বাজানো, তাও এই অল্প বয়সে!!
Best of luck my son.
"Arushi presenting Raag Yaman Mashup"
পৃথিবীর অনেক বাদ্যযন্ত্রের মাঝে বাঁশি হলো সবচেয়ে জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র। এটি একটি ফুঁৎকার যন্ত্র। বাঁশির অমিয় সুর ধারা সবার মন কে আন্দোলিত করে।
Istiak Khan Akash যেমন একজন বংশীবাদক তেমনি একজন বাঁশি কারিগর। তার হাতের বানানো বাঁশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঁশি প্রেমিকের অনেকের পছন্দ। হার্ছ বর্ধন স্যারের ডিজাইনের অনুরূপ ক্লাসিক্যাল বাঁশি গুলো দেখতে যেমন সুন্দর তেমনি সুরে কেমন মোহমায়া কাজ করে।
কম মূল্যে 4.40 Clasical বাঁশি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তার মোবাইল নাম্বার।
+8801998 978310
Page: Istiak Flute BD
HAPPY NEW YEAR-2022
পুরনো বছরের সকল গ্লানি মুছে যাক, নতুন বছরের হাতছানিতে।
সকল বন্ধুদের..
HAPPY
NEW
YEAR-2022
বাঁশরিয়া সুমন কুমার নাথ
#_চট্টগ্রাম
মোবাইলঃ 01812790318
#_চট্টগ্রাম অঞ্চলের বাঁশি প্রেমিক ভাইয়েরা বাঁশি শিখার জন্য ঊনার সাথে যোগাযোগ করতে পারেন।
#বংশী_শিক্ষা_একাডেমী
( বংশী, দোতারা, Ukulele, বেহেলা, সঙ্গীত প্রশিক্ষণ)
ঠিকানা- কোতোয়ালি মোড়, চট্টগ্রাম।
বাঁশির গুণগত মানের চিন্তা করলে, বর্তমান বাংলাদেশ কোন অংশেই পিছিয়ে নয়। ভারতের পাশাপাশি বাংলাদেশের বাঁশির মান তুলনামূলক ভাবে অনেক ভাল।
অনেকে মনে করেন বাঁশি্র ছয় টা ফোটা করলে বাঁশি হয়ে যায়, কিন্তু নামে বাঁশি হয় প্রকৃত বাঁশি নয়।
আসলে একটা বাঁশি তৈরি করতে অনেক শ্রম ও অর্থ বিনিয়োগ করতে হয়।
বাংলাদেশের BD Flutes এর স্বত্বাধিকারী জনাব এডভোকেট সুমন, বাঁশি নিয়ে গবেষণা করে এদেশের বাঁশি শিল্পকে বিশ্ববাজারে ভাল একটা অবস্থান নিয়ে আসবে, আমরা সবাই এই আশা রাখি।
ধন্যবাদ BD Flutes !!