কহেন কবি - Kohen kobi

কহেন কবি - Kohen kobi দিনের পর দিন
আমার অক্ষর রা স্বাধীন,
তারা শুধু বড় হলে,
আমার হাল ধরে নিবে খোকা,
আমি এক বেকার বোকা।

দেশ মানুষের হয়, ভিন্নতা শুধু একটু কাটাজালে, এক টুকরো কাপড়ের রঙে, সর্বচ্চ কয়েকহাজার কিলোমিটারের পথে, এর বেশি আর কি?  তবে ...
19/08/2024

দেশ মানুষের হয়,
ভিন্নতা শুধু একটু কাটাজালে,
এক টুকরো কাপড়ের রঙে,
সর্বচ্চ কয়েকহাজার কিলোমিটারের পথে,
এর বেশি আর কি?

তবে মানুষ এ পুরো সৃষ্টির হয়,
না থাকে ভিন্নতা শারীরিক অবকাঠামো তে,
না থাকে কোনো রঙে,
না অধিকারে না মনে।
যুগে যুগে আমরা তাই জানাতে চেয়েছি!

ভূবণের যতো সম্পদ যতো বিলাস যদি ছাই করে পিষে
ফলি চরণে।
এর থেকেও বহু ক্ষতি একটি মানব জীবন হরণে!

এইযে কতো দেশ- মহাদেশ সাগরের এপার ওপার, সকলেই একত্রে সৃষ্টি মানব জাতি।
ভিন্নতা তো নেই,
ভিন্ন ভাষায় ভিন্ন দাবিতে-
সবার সমান অধিকার সমান সবার নেয্য দাবি!

~মাহমুদুল অলিভ





স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা কঠিন। হারাতে চাচ্ছি না আর একটাও প্রাণ!জাতি! গন কবরের মাটির ওপর দারিয়ে পেয়েছি যে জীবিত হওয়...
06/08/2024

স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা কঠিন।
হারাতে চাচ্ছি না আর একটাও প্রাণ!
জাতি! গন কবরের মাটির ওপর দারিয়ে পেয়েছি যে জীবিত হওয়ার সুযোগ-
তা ফেলে নিজের হাতের তালুতে গড়ো না শ্মশান।

ভুলো না জাতি কে তুমি, কোথা থেকে এসেছো!
নিজের ভিতরের ক্রোধ কে যদি না দমাতে পারো-
তবে এ বিপ্লব থেকে কি শিখেছো?

সবাই মিলে স্বাধীনতা আনা যায়,
তবে সভ্যতা নিজেকেই নিজের মধ্যে ধারণ করতে হয়।
যদি তা না পারো তুমি জাতি তুমি আর স্বাধীন চেতনার নয়।




05/08/2024




আমি রাজাকার নই,আমরা রাজাকার নই!তাদের আমাদের মধ্যে তফাৎ আছে,এই ধরেন, কয়েকশত আলোকবর্ষ অথবা এর আশে পাশে।সেদিন রাজাকাররা স্ব...
17/07/2024

আমি রাজাকার নই,
আমরা রাজাকার নই!
তাদের আমাদের মধ্যে তফাৎ আছে,
এই ধরেন, কয়েকশত আলোকবর্ষ অথবা এর আশে পাশে।
সেদিন রাজাকাররা স্বাধীনতা চায়নি -
তবে প্রখন্ড উজ্জ্বল নক্ষত্রের আলোর মতো স্বাধীনতা দেখেছিলো সে দুঃস্বপ্ন ভরা চোখে,
তবে আমরা তো স্বাধীনতা চেয়েছিলাম!
মেধা স্বাধীনতা চেয়েও কেন রক্ত ঝড়লো এ বুকে?
সেদিন জিজ্ঞেস করলাম একটি ভাবুক,পড়ুয়া,উজ্জ্বল মেধাকে,
কি ভায়া করবে কি বলো, কি উপহার দিবে জাতিকে?
বল্ল সে নির্লজ্জ ভাব করে,
এহহহ দেশপ্রেম কি উথলে পড়ে?
দেশ কি দিবে আমায়!
কি, মানবে আমার মেধা?
ঔতো সে দিন বিলেতে পারি দিল এক মেধাবি বড় ভাই-
নিয়ে গেলো দোয়া, করে গেলো দেখা।
আমিও যাবো এমন করে,
মেধা খাটাবো, খাবো নড়ে চড়ে।
জানেন? তখন আমার আমার চোখ ভড়ে এসেছিলো-
কেপে উঠেছিলো এ বুকটা।
যেমন করে কম্পন হয় মনে পড়লে-
আমাদের বুদ্ধিজীবি হত্যার খনটা।
দেশ টা হারাচ্ছে বহু,
মেধাশূন্যতার খরা পরবে অচীরে,
এতেও কি বুঝছেন নাহ? আন্দোলন টা সত্য ঘিরে।
আমি কোন দল করি না-
সাধারণ বোকা সোকা,
তবে একটি বইয়ে পরেছিলাম, ভীষণ আধুনিক মতধারার ছিলেন মধুমতী পাড়ের খোকা।
তবে আমরা কেন আধুনিকতা থেকে বন্চিত?
যদি ধরেও নেই আমাদের সবার বাব দাদা রাজাকার,
তবে আমরা তো কোন দোষ করি নি, কেন টানবো ৫৩ বছর আগের ভার।
কেন এ ভেদাভেদ, এ কি অন্যায় নয়?
মেধা দিয়ে দূর করা হোক এ আবার জন্মানো পরাধীনতার ভয়।
এবার এ ইলেকশনে এসেছিলেন যখন এখানে।
চা ওয়ালা মামা বলছিলো, ভাতিজা মায়ের জয়ডাখ পিটাও সব খানে।
আচ্ছা বলুন তো আপনি কি মা ডাক শুনলে খুশি হোন?
তবে শুনুন না, শুনন, ভেঙেছেন আপনি সবার মন।
অনেক মায়েরা ভালো নাই।
মারা গেছে তাদের ছেলে,আমার ভাই!
প্রাণেরো যদি মূল্য না থাকে।
আপনি আর খোকার কন্যা নাই!
মেধা যাচাই হোক নিরপেক্ষ ভাবে
একাত্তর কি আর আছে?
সে কাল আমরা ফের দেখতে চাই নাহ,
যাতে সমান ভাবে সবাই মেধাবি বাঙালি হয়ে বাঁচে।
আমরা নই রাজাকার!
আমরা চাই কোটা সংস্কার!

~মাহমুদুল অলিভ











#কোটা_সংস্কার_চাই

#বাংলাদেশ_কোটা_আন্দোলন

#কোটা_আন্দোলন_২০২৪













Post

Times

English

Journal

Nations








অনেকদিন পরে মাধব-মালঞ্চী ফিরছে মঞ্চে। গীতল ছন্দে কিচ্ছা হবে সারা সন্ধ্যা। Theatre Art Unit নাটক : মাধব-মালঞ্চী রচনা : বি...
24/04/2024

অনেকদিন পরে মাধব-মালঞ্চী ফিরছে মঞ্চে। গীতল ছন্দে কিচ্ছা হবে সারা সন্ধ্যা।
Theatre Art Unit
নাটক : মাধব-মালঞ্চী
রচনা : বিভাস চক্রবর্তী
নির্দেশনা : রোকেয়া রফিক বেবি
২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার, সন্ধ্যা ৭ টায়
এক্সপেরিমেন্টাল থিয়েটার হল,
বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দ্রুত আপনার আসন বুক করুন
২৬ এপ্রিল : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeOKqAxvg1oz-pSKmcdJtqYkA-HTL4NcGjctY3L5hQv3hwYWA/viewform
২৭ এপ্রিল : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfsPKUOF5h9vtoWXQEH3xzfa4kU9SIXrNp008wdDQbONzhSWQ/viewform

একদিন জানবে মানুষ, সে নিজেকে হত্যা করেছে বহুকাল আগে, যেমন মানুষ জেনেছে, এ মৃতদের শহরে জীবিত হওয়ার অভীনয় লাগে। একদিন জানব...
28/10/2023

একদিন জানবে মানুষ,
সে নিজেকে হত্যা করেছে বহুকাল আগে,
যেমন মানুষ জেনেছে,
এ মৃতদের শহরে জীবিত হওয়ার অভীনয় লাগে।

একদিন জানবে মানুষ,
সে সৃষ্টির সেড়া নেই আর,
যেমন মানুষ জেনেছে,
সৃষ্টির ধংসই ক্ষমতার প্রসার।

একদিন জানবে মানুষ,
পশুদেরও মানবতা আছে,
যেমন মানুষ জেনেছে,
হিংস্র হলেই স্বার্থ নিজে আসে পায়ের কাছে।

একদিন জানবে মানুষ,
হারিয়েছে তারা প্রকৃতীর অংশ হবার মর্যাদা ,
যেমন মানুষ জেনেছে,
নিজ স্বত্বা ধর্ষন করেই পাওয়া যায় অর্থের গাদা,

~মাহমুদুল অলিভ

#মানুষ

এমন একদিন আসিবে যেদিন আমি আকাশের পানে নিরভয়ে চাহিয়া থাকিতে পারিব, বিস্ফোরনের ভয়ে আমার হৃদয় কাপিবে না, আমার ভাই কোন ইহুদি...
12/10/2023

এমন একদিন আসিবে যেদিন আমি আকাশের পানে নিরভয়ে চাহিয়া থাকিতে পারিব,
বিস্ফোরনের ভয়ে আমার হৃদয় কাপিবে না,
আমার ভাই কোন ইহুদির আঘাতে মরিবে না।

"সেদিন সৃষ্টিতে প্রতিষ্ঠ হইবে ইসলাম
বাতাসে বহিবে বিজয় আতরের সুঘ্রাণ
কাংখিত ধ্বনি তে আকসা হতে আসিবে আজান "।

"বিশ্ব মাতিয়া উঠিবে যিকিরের ধ্বনিতে
রজনি ছড়াইয়া পরিবে ইমানদারের মনিতে
পবিত্রতা ছড়াইয়া পরিবে পানির ঝমঝমানিতে"।

"যুদ্ধ শেষ হইয়া যাইবে
শত্রুর রুহ কপিয়া রইবে
মোনাফিকদের পাপ আলোর নেয় হইবে
জিহাদ কারিদের স্বর্গ দিয়ে দেওয়া হইবে"।

এমন একদিন আসিবে যেদিন আমি আকাশের পানে নিরভয়ে চাহিয়া থাকিতে পারিব,
অত পূর্বে ধরিয়া রাখিয়ো ধৈর্য ।

লিখেছেঃ মাহামুদুল হাসান অলিভ
বিঃদ্রঃ বানান ভুল উপেক্ষা করুন

12/10/2023

"এন্টিবায়োটিক"
~মাহমুদুল অলিভ

★Picture Collected

Happy New Year,,...~কহেন কবি  #কহেনকবি
31/12/2022

Happy New Year,,...
~কহেন কবি
#কহেনকবি

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when কহেন কবি - Kohen kobi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কহেন কবি - Kohen kobi:

Videos

Share