30/12/2023
আমরা ছেলেরা যারা বলে থাকি মেয়েদের আর কি কাজ ঘরে বসে থাকা রান্না করা ঘর গুছিয়ে রাখা রাখা ইত্যাদি
তো আমি ওই সকল ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই তার মধ্যে আমিও অন্যতম প্রত্যেকটা ছেলের জীবনে একবার হলেও প্রবাসে বাস করা উচিত আমাদের হয়তো সবার ধারণা প্রবাসে শুধু কাজের কষ্ট হয় কাজ করতে গেলে কষ্ট হয় কিন্তু আসলে সে রকমটা না কাজের ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ বিশ্রাম পাচ্ছেন কিন্তু প্রবাস বাসীরা এখানে কাজের সাথে সাথে আরো একটা জিনিস করে সেটা হল গিয়ে একটা মেয়ের যে কাজগুলা দৈনিক করে ওই কাজগুলো তারা দিনশেষে শেষে করে থাকে যেমন ঘর গোছানো রান্নাবাড়ি করা কাপড় জামা দেওয়া ইত্যাদি তো আমরা যারা এখনো ওই মেন্টালিটি নিয়ে বাস করি একটা মেয়ের আর কি কাজ একটা সংসার চালানো সংসার গুছিয়ে রাখা এটা আর কি বড় বিষয় তো ওই বিষয়টা কিংবা একটা মেয়ের ওই কষ্টটা সংসারিক কাজের যেই কষ্টটা সেটা তখনই বোঝা যাবে যখন আপনি একটা সংসার চালাবেন যারা প্রবাসী আছে তারা ইতিমধ্যে জানে আসলে একটা মেয়ের কতটুকু কষ্ট হয় ঘরের কাজকর্ম করতে