এইচ.এম.মাহবুব হোসাইন জালালাবাদী

এইচ.এম.মাহবুব হোসাইন জালালাবাদী Personal Blog
(2)

13/01/2025

মুফতি ফয়সাল ইবনে আব্দুল মাজীদ নদীম

স্নেহের মানুষগুলো যখন তাদের ছাত্রজীবন সমাপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছার খবর শুনায়।তখন অন্তর থেকে তাদের জন্য দোয়া আসে। তা...
09/01/2025

স্নেহের মানুষগুলো যখন তাদের ছাত্রজীবন সমাপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছার খবর শুনায়।
তখন অন্তর থেকে তাদের জন্য দোয়া আসে। তাদেরই একজন ছিলো মুহাঃ সোহাইল আহমাদ। গতকাল ক্রেস্ট দিতে এসে বলতেছে হুজুর আপনাদের দোয়া এবং রাহনুমায়ীর কারনে আমি আজ এ পর্যন্ত পৌঁছেছি। তাঁর ছাত্রজীবনটা বড় কষ্ট করে কেটেছে। বেশ কয়েকবার পারিবারিক সমস্যার কারনে পড়াশোনা ছেড়ে দেয়ার উপক্রম হয়েছিল। প্রতিবার ই বিভিন্নরকম পরামর্শ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে বলি। আজ তার এই সফলতায় আমি অত্যন্ত আনন্দিত। সকলের কাছে দোয়া চাই এবং আমিও দোয়া করি, আল্লাহ্ যেন আমার এই রুহানী সন্তানকে তাঁর ছাত্রজীবনের শেষ পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার এবং বাকি জীবন যেন আকাবির ও আসলাফের নকশে ক্বদমের উপর চলার তাওফিক দান করেন। আমিন

রূপগঞ্জে সন্ত্রাসী সাদপন্থীদের বিচারের দাবিতে লংমার্চ ও গণজমায়েত। আগামীকাল ২৬ই ডিসেম্বর সকাল ১০ঃ০০ ঘটিকায় টঙ্গী ইজতেমা...
25/12/2024

রূপগঞ্জে সন্ত্রাসী সাদপন্থীদের বিচারের দাবিতে লংমার্চ ও গণজমায়েত।

আগামীকাল ২৬ই ডিসেম্বর সকাল ১০ঃ০০ ঘটিকায় টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থী খুনি সন্ত্রাসীদের বর্বর হামলায় আহত ও নিহত হওয়ার কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিশ্ব রোড মারকাজ অভিমুখে লংমার্চ ও গণজমায়েত করবেন ওলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ এবং সর্বস্তরের তৌহিদি জনতা। ২০১৮ ও ২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের হামলায় আলমী শূরার চারজন নিহত ও কয়েকশত সাথী আহত হওয়ার কারণে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লংমার্চ করবে এর সাথে তারাবো মারকাজ খুনি সন্ত্রাসী ও গোমরাহদের কাছ থেকে উদ্ধারের দাবিতে সকলে একত্রিত হবে।

কিরে মলম বিক্রেতা! না খেয়ে কারা মরতেছে এখন?নিজ দেশ সামলা এবার। বাংলাদেশিরা যুদ্ধ ছাড়াই বিজয় আনতে পারে।
22/12/2024

কিরে মলম বিক্রেতা! না খেয়ে কারা মরতেছে এখন?
নিজ দেশ সামলা এবার। বাংলাদেশিরা যুদ্ধ ছাড়াই বিজয় আনতে পারে।

ভারতে পেঁয়াজ আলু রাস্তায় ফেলে বিক্ষোভ, সময় ফুঁড়িয়ে এসেছে ময়ূখের -------------------------------------------------------...

22/12/2024

শ্রীমঙ্গল ট্যুর নিয়ে

19/12/2024
18/10/2024

মহিলা মানুষ সাথে থাকলে রাত ৩:৩০ টার সময় ঘুম থেকে উঠে আইসক্রিম খেতে হয়।

17/10/2024

30/09/2024

#মসজিদে_কুবা।
যেখানে ২ রাকাত নফল সালাত আদায় করলে একটি কবুল উমরার নেকি অর্জন হয়।

24/09/2024

মসজিদে নববীতে আসরের আযান।

19/09/2024

আলহামদুলিল্লাহ্‌! গাছ থেকে পাঁকা খেজুর পেড়ে খাওয়ার মজাই আলাদা।

18/09/2024

শায়েখ আব্দুল্লাহ্ কুরাইশী নিজ হাতে নিজের বাগানের খেজুর পেড়ে দিয়ে আপ্যায়ন করলেন, আলহামদুলিল্লাহ্‌।
আল্লাহ্ রব্বুল আ'লামিন তাঁকে দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন

বায়তুল্লাহ্ আসার দিন এই চাচা আমার পাশের সিটে বসে আসলেন।সিটে বসেই আমাকে জিজ্ঞেস করলেন; বাবা আমরা কি এখন বেইমানে উঠছি।আমি ...
05/09/2024

বায়তুল্লাহ্ আসার দিন এই চাচা আমার পাশের সিটে বসে আসলেন।
সিটে বসেই আমাকে জিজ্ঞেস করলেন; বাবা আমরা কি এখন বেইমানে উঠছি।
আমি বললাম; জ্বী চাচা। বিমানেই আছি আমরা।
পরে চাচাকে কিছু আমল এবং তালবিয়া শুদ্ধ করে দেয়ার চেষ্টা করলাম। যারা হজ্ব ও ওমরা নিয়ে কাজ করেন আপনাদের কাছে আকুল আবেদন, এই মানুষগুলোর যেনো হজ্ব/ওমরা সহিহ ভাবে আদায় হয় এরকম একটা ট্রেনিং দিয়ে নিয়ে আসলে ভালো হয়।

05/09/2024

সুবহানআল্লাহ! মাসজিদুল হারামের কবুতর চত্বরের দৃশ্য।


#কবুতর_চত্বর

04/09/2024

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহর ঘরের সামনে দাঁড়ানোর তাওফিক হয়েছে।

02/09/2024

US-Bangla Airlines এর সাথে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা।

Address

Narayanganj
1460

Telephone

+8801720671798

Website

Alerts

Be the first to know and let us send you an email when এইচ.এম.মাহবুব হোসাইন জালালাবাদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এইচ.এম.মাহবুব হোসাইন জালালাবাদী:

Videos

Share