তাহলে মুসাও অবশ্যই আসবে!💯
ঈদ মোবারক ❤️
#Eid #EidulAzha #EidDay
It's Riyun
সবাইকেই অন্ধকার কবরে যেতে হবে একদিন 💯
It's Riyun
#reels #reelsvideo #islam
নিশ্চয়ই আমার একমাত্র আল্লাহর ইবাদত করি, এবং তার কাছেই আশ্রয় প্রার্থনা করি,
Voice: Baseera
Riyun
সময়ের সাথে বরকত/ রহমত লাভের উপায়। আমাদের দৈনন্দিন জীবনে কতশত সময় আমরা নষ্ট করি,
কতই না ভালো হয় যদি সময়ের সাথে বরকত পাওয়া যায়, সাথে পাওয়া যায় আল্লাহ তাআলার রহমত,
Voice: Baseera
# Riyun
সিজদায় আছে বরকত এবং দোয়া কবুল হওয়ার ক্ষমতা ❤️
-আমার মায়ের হাতের "খুদের ভাত" ও "ভর্তা" 💫🌼
#Riyun
নিজের সন্তানকে অভিশাপ বা বদ দোয়া দিতে নিষেধ করেছেন আল্লাহর রাসুল (সা.)। সহিহ মুসলিমের ৭৭০৫নং হাদিসে তিনি বলেছেন, ‘তোমরা নিজেদের বিরুদ্ধে, তোমাদের সন্তানসন্ততির বিরুদ্ধে এবং তোমাদের সম্পদের বিরুদ্ধে বদ দোয়া করো না। তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তের জ্ঞানপ্রাপ্ত নও, যখন যা কিছুই চাওয়া হয় তিনি তোমাদের তা দিয়ে দেবেন।’ এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারী (রহ.) বলেন, ‘তোমরা কোনো মুহূর্তেই নিজের বিরুদ্ধে, নিজের সন্তানের বিরুদ্ধে বা সম্পদের বিরুদ্ধে বদ দোয়া করো না। কারণ, হতে পারে যে সময় তুমি দোয়া করছ, তা দিনের মধ্যে ওই সময় যখন যা-ই দোয়া করা হোক না কেন তা কবুল করা হয়। তোমরা তো এ সময় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জ্ঞানপ্রাপ্ত নও,
সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে অনেক সময় মা-বাবা বদ দোয়া বা অভিশাপমূলক কথা বলে ফেলেন। পরে আফসোস আর আক্ষেপ ছাড়া কিছুই করার থাকে না। নিজের সন্
মানুষের জীবনে সবচেয়ে নিরাপদ ও গুরুত্বপূর্ণ আশ্রয় হচ্ছে মা। মায়ের আঁচল হচ্ছে পৃথিবীর সুশীতল ছায়া। মায়ের মতো আপনজন কেউ নেই। মা জন্ম দেন, প্রতিপালন করেন, রোগে-শোকে পাশে থাকেন, মানুষ করে গড়ে তোলেন। মায়ের এ কাজগুলো স্বার্থহীন, মমতামাখা, আন্তরিকতার আদর্শে পরিপূর্ণ।
মা ছাড়া পৃথিবী অচল, ধরণী বিষাদময়। জীবন অসার, আনন্দহীন। বাঁচার প্রয়োজনে মায়ের অবদান সবচেয়ে বেশি। গর্ভে ধারণ করার পর থেকে মায়ের কষ্ট ও ত্যাগ শুরু হয়। ঠিকমতো খেতে পারেন না। উঠতে পারেন না, বসতে পারেন না, ঠিকমতো চলতে পারেন না। অনেক মা-ই অসুস্থ হয়ে পড়েন। নিজ জীবনের ঝুঁকি নিয়ে সন্তান প্রসব করেন তিনি। মায়ের দেহের রক্ত চুষে খেয়েই আমরা তার জঠরে বেড়ে উঠেছি।
পৃথিবীতে মায়ের গুরত্ব অসীম বলেই ইসলাম ধর্মে নবী হযরত মুহাম্মদ (সাঃ) তিনবার বলেছেন মায়ের কথা আর একবার বলেছেন বাবার কথা, মাকে তিনি স্থান দিয়েছেন সবার উপর
পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কুরআন মজীদের কয়েকটি সূরায় পর্দা-সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে। পর্দার বিষয়ে আল্লাহ তাআলা সকল শ্রেণীর ঈমানদার নারী-পুরুষকে সম্বোধন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তিনি যেন তাঁর স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে চাদর দ্বারা নিজেদেরকে আবৃত রাখার আদেশ দেন। মোটকথা, কুরআন মজীদ অত্যন্ত গুরুত্বের সাথে মুসলিম নারী ও পুরুষের জন্য পর্দার বিধান দান করেছে।
-এটি শরীয়তের একটি ফরয বিধান।
এ বিধানের প্রতি সমর্পিত থাকা ঈমানের দাবি। কিন্তু বেদনার বিষয় এই যে, পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে আমাদের ‘মুসলিম-সমাজ’ এতটাই প্রভাবিত হয়ে পড়েছে যে, কুরআন ও সুন্নাহর বিধানও তাদের কাছে অপরিচিত ও অপ্রয়োজনীয়!
(নাউযুবিল্লাহ)
আল্লাহ আমাদের সকল মুসলিম বোনদের পর্দা করার তৌফিক দান করুন আমীন!
হিংসা বিদ্বেষ করে কখনো উন্নতি করা যায় না,
যারা সবসময় হিংসা নিয়েই থাকে তাদের অন্তরে কখনো আল্লাহ তায়ালার কালামের সেই সাধ আসে না, নামাজ আদায় করলে মনে শান্তি পায় না!
তাইতো পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছেন
قال الله تعالی : ﴿ وَ مِن شَرِّ حَاسِدٍ إِذا حَسَدَ ﴾.
"এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে"। (সূরা ফালাক : ৫)
• আজ আমার মায়ের হাতের শুঁটকি সবজি এবং মজাদার ডাল দিয়ে খুব তৃপ্তি সহকারে খাবার খেলাম।
(আম্মুরা হয়তো সবসময় মজা করেই রান্না করে)
#Riyun
সকালবেলায় বের হওয়া
রিক্সা- সুন্দর বাতাশ এবং প্রিয়মানুষ….✨
তিন চাকার রিক্সা🤍🌼
#Riyun