17/08/2016
দৈনিক আজকের নীর বাংলা অফিসের একজন নারী স্টাফকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রতারক, লম্পট, অর্থলোভী মিলন গ্রেফতার
সচেতন রিপোর্টঃ চিহ্নিত প্রতারক ও হলুদ সম্পাদক ব্লাকমেইলিং চক্রের মূল হোতা, ঝিনাইদেহের চরমপন্থীর নেতা এমদাদুল হক মিলনকে গতকাল বুধবার সদর থানার পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় কুকর্মের আস্তানা দৈনিক আজকের নীর বাংলা অফিস থেকে রাত সাড়ে ৮টায় গ্রেফতার করেছে।
জানাযায়, নারায়ণগঞ্জে স্থানীয় পত্রিকা দৈনিক আজকের নীর বাংলা অফিসের একজন নারী স্টাফকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উঠেছে প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলনের বিরুদ্ধে। উক্ত নারী এ প্রতিবেককে জানান, প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন সংবাদিকতার মতো মহান পেশাকে অপব্যবহার করে বিভিন্ন অন্যায়, অপরাধ, রাষ্ট্রোবিরোধী ও বিভিন্ন সময় বিভিন্ন নারীদের সাথে শ্লীতাহানির মত যঘন্য কর্মকান্ড হরহামেশা করে যাচ্ছে। ঐ নারী আরো জানান, প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলনের মতো কুলাঙ্গাররা যতদিন এই সমাজে বসবাস করবে ততদিন সমাজের নারীদের অধিকার ক্ষুন্ন হবে। মিলনেরমতো কুলাঙ্গেরদের বিরুদ্ধে সকলকে এক জোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা এই সমাজের ক্ষতিকারক এক ভাইরাসের মতো দিনকে দিন বিস্তার করছে আর সাংবাদিকতার মতো মহনা পেশাকে আয়ত্য করে করে করে যাচ্ছে একের পর এক অরাধ।
ঐ নারী আরো অভিযোগ করে বলেন, সাংবাদিক নাম ধারী কিছু সংখ্যক কুলাঙ্গাররা লম্পট মিলনকে থানা থেকে ছাড়াতে থানায় উপস্থিত হয় এবং তার বিষয়ে দায়িত্বরত পুলিশের কাছে তদবির শুরু করে আর তৎক্ষনাত তাদের এই অনৈতিক ও অন্যয়কে প্রশয় দেয়ার বিষয়টাকে লক্ষ করে একটা বিষয়ই বার বার নিজের মাঝে প্রশ্ন তৈরি করছে ঐ সকল কথিত কুলাঙ্গার সাংবাদিকদের বাষায় কি মা বোন নেই। যদি থাকে তা হলে কেন তারা কুলাঙ্গার লম্পট মিলনকে থানা থেকে ছাড়াতে তদবির শুরু করেছে। আমার মতো একটি অসহায় মেয়ের পক্ষ না নিয়ে তারা ঐ কুলাঙ্গার মিলনের পক্ষ নিচ্ছে যা দেখে আমি সত্যিই খুব হতবাগ।
জানাযায় উক্ত প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন ঝিনাইদেহের নিষিদ্ধঘোষিত চরমপন্থীর নেতা এবং তার বিরুদ্ধে অহরহ অভিযোগ থানায় রয়েছে। আরো বেড়িয়ে আসে প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলনে চরমপন্থী নেতা হওয়ার সুবাদে নিজের অসতিত্ব ধরে রাখার জন্য নারায়ণগঞ্জ এসে খুটি গাড়ে এবং নিজের দলের এবং তার অনৈতিক কর্মকান্ড সঠিক ভাবে পরিচালনা করার জন্য গনমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যাতে তার দিকে কেউ আঙ্গল তুলে কথা না বলতে পারে।
দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার সম্পাদক হওয়ার সুবাদে প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন নারায়ণগঞ্জ এর স্থানীয় বাসিন্দা ও সম্মানীয় ব্যাক্তিদের অনেকটা সময় ধরে শোষন করে আসছে এবং অহেতুক তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ। আর এই অর্থের লোভেই প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন নারায়ণগঞ্জ এ কায়েম করেছে ব্লাক মেইলিং এর মতো যঘন্য খেলা।
নাম না প্রকাশের শর্তে দৈনিক আজকের নীর বাংলা অফিসের অন্য এক স্টাফ জানান, আমাদের সম্পাদক এমদাদুল হক মিলন এর কাছে আমাদের অফিসে কর্মরত অনেক নারীই তাদের সতিত্য হারিয়েছে। শুধু অফিসেরই নয় প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলনের কাছে নাম না জানা অসংখ্য নারি তাদের অর্থ, সামাজিক আত্ম মর্যাদা ও সতিত্য বিলিন করেছে এবং ঐ সকল নারীরা যখন তার কাছ থেকে কিছুটা দুরত্ব তৈরি করার চেষ্টা করেচে ঠিক তখনই কোন না কোন ভাবে তাদেরকে ভিডিও বা ছবি দেখিয়ে ব্লাক মেইল করে প্রতিনিয়ত শোষন করেছে।
প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন কখনো নিজেকে মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের পি.এস পরিচয় দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজী করে বলেও অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার অভিযোগকারী আজকের নীরবাংলার নারী স্টাফের বরাত দিয়ে জানান, সম্প্রতি পত্রিকার তরুনী স্টাফকে সম্পাদক মিলন দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এমনকি উক্ত তরুনীকে বড় সাংবাদিক বানানোর প্রতিশ্রুতি দেয়া হয়। তাতেও ঐ তরুনী রাজি না হওয়ায় অফিসের ভিতরে একা পেয়ে মিলন তার পত্রিকার নারী স্টাফকে শ্লীলতাহানি করে। এঘটনায় ঔই তরুনী মিলনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল বুধবার রাত ৯টায় তার অফিস হতে গ্রেফতার করা হয়। মিলনের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার ঘটনায় মামলা দায়েরের প্রতিশ্রুতি চলছে। তিনি আরো জানান, মিলনের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতন মামলাসহ কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
চিহ্নিত প্রতারক ও হলুদ সম্পাদক ব্লাকমেইলিং চক্রের মূল হোতা, ঝিনাইদেহের চরমপন্থীর নেতা এমদাদুল হক মিলনকে গতকাল বুধবার সদর থানার পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় কুকর্মের আস্তানা দৈনিক আজকের নীর বাংলা অফিস থেকে রাত সাড়ে ৮টায় গ্রেফতার করেছে।