The Ture Sun

The Ture Sun সঠিক সত্যের পথে বিবেক জাগ্রত করতে সত্তের আলো

08/05/2020

BEST RATE BEST PAKAGE IN CITY !

Enjoy the unlimited speed with BDIX 100 MBPS available !!
Public IP, FTP & Live TV available with 24/7 customer support.

Guaranteed lowest bandwidth price in city !!!
perfect & same bandwidth .
pick hour's off pick hour.

From internet speed to packages, NET Zone is obsessed with improving it's own quality every second of every day!
We thank you for being with us and welcome you to join our unparalleled service if you are a newcomer !

So don't wait anymore, join the narayanganj best internet service provider and enjoy the super fast unlimited internet !

01/06/2018
রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এ মনমুগ্ধকর মাঠগুলো দেখে নিন একনজর Russia 2018 World Cup 12 venues

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এ মনমুগ্ধকর মাঠগুলো দেখে নিন একনজর

Russia's 2018 World Cup: 12 venues, 11 cities MOSCOW The Russian capital, a city of more than 12 million people, is home to two World Cup venues. Moscow’s Luzhniki stadium, which will host seven matches including the final and opening match, has

02/02/2018
নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে উন্মেষ সাংস্কৃতিক সংগঠন ২৭ বছর পূর্তি অনুষ্ঠা

https://youtu.be/hu_QUVTAdTQ

নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে উন্মেষ সাংস্কৃতিক সংগঠন ২৭ বছর পূর্তি অনুষ্ঠা

04/01/2018
লাশের নগরী নারায়ণগঞ্জ, একই দিনে ৫টি লাশ উদ্ধার, নানি-নাতিকে গলা টিপে হত্যা

https://youtu.be/zOY2e61Vea8

সিদ্ধিরগঞ্জে নানি-নাতিকে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- পারভীন আক্তার (৫০) ও তার নাতি মেহেদী (৯)। পারভীন আক�...

20/09/2017

রোহিঙ্গা সংকট নিয়ে মিনমিন সুরে কথা বলছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীন প্রকাশ্যে মিয়ানমারের পক্ষ নিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অপর দুই সদস্য যুক্তরাজ্য ও ফ্রান্স সহিংসতা বন্ধে মিয়ানমারকে পদক্ষেপ নিতে বলেছে। এর বাইরে বিভিন্ন দেশ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি মিয়ানমারকে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ থামাতে বলছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ওপর সুনির্দিষ্ট অবরোধ আরোপ করুক—এমনটাই চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও দাবি সংস্থাটির। তবে নিরাপত্তা পরিষদ এই ধরনের কোনো প্রস্তাব পাস করবে বলে মনে হয় না।

মিয়ানমারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই। অথচ এই যুক্তরাষ্ট্রই ১৯৯৫ সালে বসনিয়ায় এবং ২০১৪ সালে ইরাকের কুর্দিস্তানে গণহত্যা বন্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল।

কিন্তু গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে সু চি যা বলেছেন, তাতে বাস্তবতা খুঁজে পাওয়া যায়নি। বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত ও বোকা বানানোর চেষ্টা করেছেন। এরপরও কি মিয়ানমার শাস্তির আওতার বাইরে থেকে যাবে?

24/03/2017

উড়ন্ত বিমানে জ্যান্ত সাপ!

আপনি বিমানে কোথায় যাচ্ছেন। বেশ আরাম-আয়েশেই বসে যাচ্ছেন গন্তব্যর দিকে। হঠাৎ শুনতে পেলেন বিমানের মধ্যে আছে জ্যান্ত সাপ। গত রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যানাইক থেকে অ্যাঙ্কোরেজগামী ফ্লাইটে একটি সাপ পাওয়া গেছে। যাত্রীরা বিমানে সাপের কথা প্রথম জানতে পারেন পাইলট ঘোষণায়। বিমান চলতে শুরুর ১৫ মিনিটের মধ্যেই পাইলট ওই ঘোষণা দেন। পাইলট যাত্রীদের উদ্দেশে বলেন, যাত্রীগণ, বিমানের ভেতর একটি সাপ আছে। তবে আমরা জানি না সাপটা ঠিক কোথায় আছে। এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে বিমানের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
বিমানের শেষের দিকের আসনে মায়ের সঙ্গে বসেছিল একটি ছোট ছেলে। সে প্রথম সাপটি দেখতে পায়। সে দেখে বসার আসনের পেছনে একটি ব্যাগের ভেতর সাপটি আছে। তবে সাপটি পরে একটি ব্যাগে ভরে ফেলে বিমান কর্মীরা। আনা ম্যাক কোনাগি নামে বিমানের এক যাত্রী বলেন, ‘বিমান কর্মী এবং পাইলট তৎক্ষণাৎ ঘটনাটি সঠিক পন্থায় নিয়ন্ত্রণ করেন।’

বিমানে ওই সাপটি ফেলে রেখে গিয়েছিলেনে এর আগের ফ্লাইটের কোনো এক যাত্রী। সাপটি নাকি তাঁর পোষ্য ছিল। তিনি নেমে যাওয়ার পর ভুলে যান যে সাপটি বিমানেই রয়ে গেছে।

19/03/2017

Bangladesh celebrated their 100th Test with only their ninth ever victory - and their first against Sri Lanka - in Colombo: BBC Sport

13/03/2017

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১১ মার্চ ২০১৭ইং রোজ শনিবার আপনার বহুল প্রচারিত “দৈনিক সচেতন পত্রিকা” সহ নারায়ণগঞ্জ এর স্থানীয় কিছু পত্রিকায় “সোনারগাঁয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ” শিরোনামে সাংবাদ প্রকাশিত হয় যা কিনা সম্পূর্ণ মিথ্যা ও বনোয়াট। উক্ত সংবাদে উল্লেখ ছিল যে, সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া গ্রামের শাহী মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারী খালের উপর ওই গ্রামের জহিরুল ইলাম বাবুল মসজিদের একাংশ ভেঙ্গে সেতু নির্মান করছেন। উক্ত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়। প্রকৃতপক্ষে উপরিউক্ত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। কিছু কুচক্রিমহল আমাকে ও আমার পরিবারের আত্ম মর্যাদা সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য আমাকে ও পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নবানূর রহমান সাবিককে জড়িয়ে সাংবাদিক ভাইদের ভূল তথ্য দিয়ে উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদটি প্রকাশ করে। আমি এই ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃতপক্ষে উক্ত লোহার পুলটি সোনারগাঁও পৌরসভা ও সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক তদন্ত সাপেক্ষে অনুমতি প্রদান করলে আমি জহুরুল ইসলাম বাবুল নিজ খরচে লোহার পুলটির নির্মান কাজ শুরু করি। উক্ত লোহার পুলটি নির্মানের জন্য মসজিদের একটি ইটও ভাঙ্গা হয়নি এবং মসজিদের ওজুখানা ও সৌচাগারের থেকে লোহার পুলটি অনেক দূরে অবস্থানরত। নির্মান কাজের জন্য মসজিদের ওজুখানা ও সৌচাগারের কোন প্রকার ভাঙ্গা বা ক্ষতি করা হয়নি ও ভবিষ্যতে আমার দ্বারা হবেও না। কাজ শুরু করার প্রেক্ষিতে এলাকার স্থানীয় কিছু মাদকাশক্ত, সন্ত্রাস,চাদাবাজ আমার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে এবং আমি তাদের চাঁদা না দেওয়ার কথা জানালে তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সামাজিক ও আর্থিক ক্ষতি করার হুমকি দিতে থাকে। তাদের সকল হুমকির প্রেক্ষিতে আমি গত ২২ ফেব্রুয়ারী ২০১৭ইং তারিখ বুধবার প্রথমে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করি যার ডায়েরী নং- ১১১৭, তারিখ- ২২/০২/২০১৭ইং। পরবর্তীতে গত ২৬/০২/২০১৭ইং তারিখে নারায়ণগঞ্জ জজ কোর্ট এ একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং- ৩৫/২/১৭, তারিখ- ২৬/০২/২০১৭ইং। উক্ত মামলার পরই স্থানীয় কিছু মাদকাশক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানবন্ধন করে। পরবর্তীতে সংবাদিক ভাইদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে উপরিউক্ত সংবাদটি প্রকাশ করে। এই সংবাদের প্রেক্ষিতে আমি ও আমার পরিবার সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি সাংবাদিক ভাইদের বিশেষ ভাবে অনুরোধ জানাই, আপনারা সংবাদের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করলে আমি সহ সমাজের অনেক সাধারণ ব্যবাসয়ীরা সামাজিকভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

01/10/2016

Powerful Photos From Around The World That Will Break Your Heart

A sergeant looks after a 2-week-old kitten during the Korean War.

01/10/2016

সিদ্ধিরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা
মানব সেবার সাইন বোর্ড ব্যবহার
করে নিজ কল্যাণে ব্যস্ত মান্নান
সিদ্ধিরগঞ্জে নিরীহ সমাজকর্মী ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে নতুন আইলপাড়া সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা হয়। আইলপাড় সমাজ কল্যান পরিষদের সভাপতি আলহাজ্ব শাহাজাদা প্রধান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গোদনাইল ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি এম এ বারি, থানা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন জসিম, নতুন আইলপাড়া বায়তুন জামে মসজিদের সভাপতি হাজী আব মুছা, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক উজ্জল হোসেন, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন, যুবলীগ নেতা মোতালিব হোসেন, বিএনপির নেতা দুলাল হোসেন বিমান, আক্তার হোসেন, তোফাজ্জল, জিল্লুল সহ আইলপাড়া, নতুন আইলপাড়া, পাঠানটুলী, এনায়েতনগর এলাকায় সকলস্তরের জনগন। এসময় শাখাওয়াত আলী মহর ও রিফাত মানব মানব কল্যান পরিষদ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পাঠানটুলী এলাকায় নিরীহ সমাজ কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে মানব কল্যান পরিষদের মান্নান যে হয়রানী করছে তা মেনে নেয়া যায় না। তার একটা সমাধান হওয়া দরকার। আমরা সমাজে থেকে উদ্যোগ নিয়ে মান্নানর সাথে যোগাযোগ করি সে কি চায়। তার কারনে সমাজে বিশৃংখলা হউক তা আমরা চাইনা।
তারা আরো বলেন, সমাজের কল্যানের জন্য মানবকল্যান। কিন্তু তার জন্য অর্থের প্রয়োজন হয়। সমাজের সকলকে মিলে তা করে। মান্নানের মানবকল্যান পরিষদ দিয়ে সমাজের কোন লোকটার কল্যাণ হয়েছে তা আমরা জানিনা। মান্নান মানব সেবার সাইন বোর্ড ব্যবহার করে নিজের কল্যানে ব্যস্ত। সমাজের সকল শ্রেনীর মানুষ তাকে বুঝিয়েছে তাকে যারা আঘাত করেছে তাদের বিরুদ্ধে সমাজের সকল মানুষ এক হয়ে তার প্রতিবাদ করবে। তার পরেও সে কারো কথা না শুনে কার বুদ্ধিতে সমাজের ভালো মানুষদের মামলা করে হয়রানী করছে। এ ব্যপারে সকলে জেলা প্রশাসকে ও জেলা পুলিশ সুপার মহোদয়ের হস্থক্ষেপ কামনা করছি আমরা।

01/10/2016

বদলার আশঙ্কা ভারতের

পাকিস্তান থেকে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে ভারত। এই আশঙ্কা থেকে গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে।

দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীর পাল্টা হামলার আশঙ্কা করা হয়েছে। কৌশলগত স্থান, শিল্প অবকাঠামো, জনবহুল স্থান, বিমানবন্দর, ঐতিহাসিক স্থাপনা, সরকারি ভবনে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় গোয়েন্দা সূত্রের ভাষ্য, ভারতে প্রতিশোধমূলক সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এই হামলার দিকনির্দেশনা সন্ত্রাসীদের দিয়ে থাকতে পারে।

পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কথিত সন্ত্রাসী ঘাঁটিতে দিন কয়েক আগে ভারতীয় সেনারা ‘সার্জিক্যাল হামলা’ চালানোর দাবি করে। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। সংঘাতের আশঙ্কায় সীমান্তের উভয় পাশের লোকজন নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে।

01/10/2016

ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলিবিনিময়

পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের ভিমবার এলাকায় লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে ডন-এর খবরে বলা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা বিবৃতিতে বলা হয়নি।

বিবৃতিতে বলা হয়, বিনা উসকানিতে ভারতীয় বাহিনীর ছোড়া গুলির উপযুক্ত জবাব দিয়েছেন পাকিস্তানি সেনারা। ভিমবার এলাকায় আজ শনিবার ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

২০০৩ সালে ভারত ও পাকিস্তান এক চুক্তির মাধ্যমে এলওসি বা লাইন অব কন্ট্রোল নির্ধারণ করে। সে সময় অস্ত্রবিরতি চুক্তিও সম্পাদিত হয়। তবে এরপর অনেকবার এই চুক্তির লঙ্ঘন হয়েছে।

দুই দিন আগে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করেছে এমন দাবি করে ভারত। তবে পাকিস্তান তাদের ভূখণ্ডে ভারতীয় হানার কথা অস্বীকার করেছে।

ভারত ও পাকিস্তান উভয়েই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানে স্বাধীন হওয়ার পর দুটি দেশ এ পর্যন্ত তিনটি যুদ্ধে জড়ায়। এর মধ্যে দুটিই হয় কাশ্মীর নিয়ে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গত জুলাইয়ে বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পর সেখানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে উরির সেনাছাউনিতে ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভারত এ হামলায় পাকিস্তানকে দায়ী করে দেশটির ওপর ব্যাপক চাপ প্রয়োগ শুরু করে। সদ্য শেষ হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানকে একঘরে করার দাবি করে তারা। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গত বুধবার ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দেয়।

01/10/2016

তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৭৯

সত্তের আলো স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি শুধু সিরিজ জেতার নয়; হিরের চেয়েও দামি মূল্যবান ৪টি রেটিং পয়েন্ট ধরে রাখার। আর সেই লড়াইয়ে দারুণভাবে দলকে এগিয়ে রাখলেন তামিম ইকবাল। এবার আর ফিফটিটাকে সেঞ্চুরি বানাতে ভুল হয়নি। তামিমের ১১৮, সাব্বিরের ৬৫ আর দ্বিতীয় উইকেটে দুজনের ১৪০ রানের জুটি বাংলাদেশকে ভিত্তিটা এনে দিয়েছিল। সেই ভি​ত্তিতে দাঁড়িয়ে যতটা ঝড় ওঠার কথা ছিল শেষ ১০ ওভারে, তা হয়নি। তবে শেষ দিকে মাহমুদউল্লাহর ৩২ রানের ইনিংসে বাংলাদেশ পেল ২৭৯ রানের স্কোর।
দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন তামিম। সঙ্গী সৌম্য সরকার ১১ রান করে ফিরে গেলে সাব্বিরের সঙ্গে দারুণ এক জুটি গড়েন তামিম। এই জুটি পার করে দেয় ২৪.৪ ওভার। এই জুটির কারণেই ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১৫৭। সাধারণত হাতে এত উইকেট থাকলে ৩০ ওভারের স্কোরটি শেষে দিয়ে দ্বিগুণ হয়।

(বিস্তারিত আসছে)

17/08/2016

দৈনিক আজকের নীর বাংলা অফিসের একজন নারী স্টাফকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রতারক, লম্পট, অর্থলোভী মিলন গ্রেফতার

সচেতন রিপোর্টঃ চিহ্নিত প্রতারক ও হলুদ সম্পাদক ব্লাকমেইলিং চক্রের মূল হোতা, ঝিনাইদেহের চরমপন্থীর নেতা এমদাদুল হক মিলনকে গতকাল বুধবার সদর থানার পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় কুকর্মের আস্তানা দৈনিক আজকের নীর বাংলা অফিস থেকে রাত সাড়ে ৮টায় গ্রেফতার করেছে।

জানাযায়, নারায়ণগঞ্জে স্থানীয় পত্রিকা দৈনিক আজকের নীর বাংলা অফিসের একজন নারী স্টাফকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উঠেছে প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলনের বিরুদ্ধে। উক্ত নারী এ প্রতিবেককে জানান, প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন সংবাদিকতার মতো মহান পেশাকে অপব্যবহার করে বিভিন্ন অন্যায়, অপরাধ, রাষ্ট্রোবিরোধী ও বিভিন্ন সময় বিভিন্ন নারীদের সাথে শ্লীতাহানির মত যঘন্য কর্মকান্ড হরহামেশা করে যাচ্ছে। ঐ নারী আরো জানান, প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলনের মতো কুলাঙ্গাররা যতদিন এই সমাজে বসবাস করবে ততদিন সমাজের নারীদের অধিকার ক্ষুন্ন হবে। মিলনেরমতো কুলাঙ্গেরদের বিরুদ্ধে সকলকে এক জোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা এই সমাজের ক্ষতিকারক এক ভাইরাসের মতো দিনকে দিন বিস্তার করছে আর সাংবাদিকতার মতো মহনা পেশাকে আয়ত্য করে করে করে যাচ্ছে একের পর এক অরাধ।

ঐ নারী আরো অভিযোগ করে বলেন, সাংবাদিক নাম ধারী কিছু সংখ্যক কুলাঙ্গাররা লম্পট মিলনকে থানা থেকে ছাড়াতে থানায় উপস্থিত হয় এবং তার বিষয়ে দায়িত্বরত পুলিশের কাছে তদবির শুরু করে আর তৎক্ষনাত তাদের এই অনৈতিক ও অন্যয়কে প্রশয় দেয়ার বিষয়টাকে লক্ষ করে একটা বিষয়ই বার বার নিজের মাঝে প্রশ্ন তৈরি করছে ঐ সকল কথিত কুলাঙ্গার সাংবাদিকদের বাষায় কি মা বোন নেই। যদি থাকে তা হলে কেন তারা কুলাঙ্গার লম্পট মিলনকে থানা থেকে ছাড়াতে তদবির শুরু করেছে। আমার মতো একটি অসহায় মেয়ের পক্ষ না নিয়ে তারা ঐ কুলাঙ্গার মিলনের পক্ষ নিচ্ছে যা দেখে আমি সত্যিই খুব হতবাগ।

জানাযায় উক্ত প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন ঝিনাইদেহের নিষিদ্ধঘোষিত চরমপন্থীর নেতা এবং তার বিরুদ্ধে অহরহ অভিযোগ থানায় রয়েছে। আরো বেড়িয়ে আসে প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলনে চরমপন্থী নেতা হওয়ার সুবাদে নিজের অসতিত্ব ধরে রাখার জন্য নারায়ণগঞ্জ এসে খুটি গাড়ে এবং নিজের দলের এবং তার অনৈতিক কর্মকান্ড সঠিক ভাবে পরিচালনা করার জন্য গনমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যাতে তার দিকে কেউ আঙ্গল তুলে কথা না বলতে পারে।

দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার সম্পাদক হওয়ার সুবাদে প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন নারায়ণগঞ্জ এর স্থানীয় বাসিন্দা ও সম্মানীয় ব্যাক্তিদের অনেকটা সময় ধরে শোষন করে আসছে এবং অহেতুক তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ। আর এই অর্থের লোভেই প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন নারায়ণগঞ্জ এ কায়েম করেছে ব্লাক মেইলিং এর মতো যঘন্য খেলা।

নাম না প্রকাশের শর্তে দৈনিক আজকের নীর বাংলা অফিসের অন্য এক স্টাফ জানান, আমাদের সম্পাদক এমদাদুল হক মিলন এর কাছে আমাদের অফিসে কর্মরত অনেক নারীই তাদের সতিত্য হারিয়েছে। শুধু অফিসেরই নয় প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলনের কাছে নাম না জানা অসংখ্য নারি তাদের অর্থ, সামাজিক আত্ম মর্যাদা ও সতিত্য বিলিন করেছে এবং ঐ সকল নারীরা যখন তার কাছ থেকে কিছুটা দুরত্ব তৈরি করার চেষ্টা করেচে ঠিক তখনই কোন না কোন ভাবে তাদেরকে ভিডিও বা ছবি দেখিয়ে ব্লাক মেইল করে প্রতিনিয়ত শোষন করেছে।

প্রতারক, লম্পট, ধর্ষনকারী, অর্থলোভী এমদাদুল হক মিলন কখনো নিজেকে মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের পি.এস পরিচয় দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজী করে বলেও অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার অভিযোগকারী আজকের নীরবাংলার নারী স্টাফের বরাত দিয়ে জানান, সম্প্রতি পত্রিকার তরুনী স্টাফকে সম্পাদক মিলন দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এমনকি উক্ত তরুনীকে বড় সাংবাদিক বানানোর প্রতিশ্রুতি দেয়া হয়। তাতেও ঐ তরুনী রাজি না হওয়ায় অফিসের ভিতরে একা পেয়ে মিলন তার পত্রিকার নারী স্টাফকে শ্লীলতাহানি করে। এঘটনায় ঔই তরুনী মিলনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল বুধবার রাত ৯টায় তার অফিস হতে গ্রেফতার করা হয়। মিলনের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার ঘটনায় মামলা দায়েরের প্রতিশ্রুতি চলছে। তিনি আরো জানান, মিলনের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতন মামলাসহ কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
চিহ্নিত প্রতারক ও হলুদ সম্পাদক ব্লাকমেইলিং চক্রের মূল হোতা, ঝিনাইদেহের চরমপন্থীর নেতা এমদাদুল হক মিলনকে গতকাল বুধবার সদর থানার পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় কুকর্মের আস্তানা দৈনিক আজকের নীর বাংলা অফিস থেকে রাত সাড়ে ৮টায় গ্রেফতার করেছে।

16/08/2016

গত মঙ্গলবার ১৬ই আগস্ট ১০নং শীতলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল-এর আয়োজনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী।

14/08/2016

এক ‘কাবালি’ থেকেই এত টাকা আয় করলেন রজনীকান্ত!

রজনীকান্ত পারেন না এমন কোনও কাজ আছে কি! মনে হয় না। তা সে বুলেটের আগে ছুটে ভিলেনকে খতম করাই হোক বা এক ফিল্ম থেকে মোট রোজগার।

দু’সপ্তাহও গড়ায়নি বক্স অফিসে সব রেকর্ড ভেঙে চুরমার করেছে তাঁর লেটেস্ট ফিল্ম কাবালি। এরই মধ্যে ৬৫০ কোটি টাকা
ঘরে তুলেছেন প্রযোজক। ফলে কালেকশনের নিরিখে দেশের এক নম্বরে এখন কাবালি। তা এহেন ফিল্মে স্বয়ং রজনী স্যর কত টাকা পারিশ্রমিক নিয়েছেন জানেন? প্রযোজক তা খোলসা না করলেও শোনা যাচ্ছে অঙ্কটা ৩৫ কোটি টাকা। দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ নয় গল্পটা। আরও আছে! কারণ, ৩৫ কোটিতেই থেমে থাকেননি থালাইভা। বক্স অফিসে কাবালি’র মুনাফার একটা বড়সড় অংশও নাকি তাঁর পকেটে ঢুকবে। সেটা কত? আরও ৪৫ কোটি টাকা মতো। তা হলে গোটা অঙ্কটা কী দাঁড়াল। সোজা হিসেব! পুরোপুরি ৮০ কোটি টাকা!-আনন্দবাজার

14/08/2016

ফেসবুকে রাষ্ট্রপতির মেয়েকে অশ্লীল মেসেজ!

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে ফেসবুকে যৌনতাপূর্ণ অশ্নীল মেসেজ পাঠিয়েছেন এক যুবক।

দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় শর্মিষ্ঠা নিজেই এ তথ্য জানিয়ে অভিযোগ করেছেন।

পুলিশ জানিয়েছে, পার্থ মণ্ডল নামের ওই যুবক শর্মিষ্ঠাকে এই নোংরা মেসেজ পাঠিয়েছেন। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার নৈহাটিতে।

প্রথমে শর্মিষ্ঠা বিষয়টি উপেক্ষা করলেও পরে ওই যুবকের বাড়াবাড়িতে ফেসবুকে তিনি সরব হয়েছেন।

সেখানে শর্মিষ্ঠা লেখেন, ‘শুক্রবার রাতে আমাকে নোংরা যৌনতাপূর্ণ মেসেজ পাঠায় অপরিচিত ওই ব্যক্তি। প্রথমে ভেবেছিলাম ব্লক করে দেব। কিন্তু, পরে ভেবে দেখলাম আমি কিছু না বললে ও অন্য কারোর সঙ্গে একই জিনিস করবে।’

৫০ বছর বয়সী কংগ্রেস সদস্য শর্মিষ্ঠা তাকে পাঠানো অশ্লীল মেসেজ ও অভিযুক্তের প্রোফাইলের স্ক্রিন শট ফেসবুকে পোস্ট করেছেন।

এরপরেই দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছেন শর্মিষ্ঠা। তবে পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।

সাইবার ক্রাইমের ডিসিপি আনেশ রায় জানিয়েছেন, এ ঘটনায় তারা একটি মামলা করে তা তদন্ত করছেন। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

কংগ্রেসের এই নেতা ২০১৫ সালে দিল্লি অ্যাসেম্বলি নির্বাচনে অংশ নেন। সে সময়ে জনগণের পরামর্শ ও অভিযোগ জানতে ফেসবুক প্রোফাইল পাবলিক করে দেন।

শর্মিষ্ঠা মুখার্জি বলেন, ‘আমি চাই, ওই লোকটি তার পরিবার ও বন্ধুদের সামনে লজ্জিত হোক। এছাড়া আমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে দিল্লি সাইবার সেলেও অভিযোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি রাষ্ট্রপতির মেয়ে হিসেবে নয়, অন্য সাধারণ ভারতীয় মেয়ের মতোই অভিযোগ করেছি।’

খবর এনডিটিভির।

14/08/2016

বিশ্বের ৫৩তম সামরিক শক্তিধর রাষ্ট্র বাংলাদেশ

পরমাণু অস্ত্র বাদে অন্যান্য সামরিক দিক বিবেচনায় বিশ্বের ১২৬ টি সামরিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩ তম। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৩৩ টি রাষ্ট্রের মধ্যে ১৮ নম্বরে রয়েছে বাংলাদেশ।

সামরিক শক্তির ভিত্তিতে ‘গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)’ নামের একটি ওয়েবসাইট মার্কিন গোয়েন্দা দফতর সিআইএ’র প্রতিবেদনের ভিত্তিতে এই ১২৬ টি দেশের তালিকা প্রকাশ করেছে।

জিএফপি তালিকার এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় চীন। বাংলাদেশের প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। তবে বৈশ্বিক তালিকার শীর্ষ দশে নেই পাকিস্তান। তালিকায় ১৭ নম্বরে রয়েছে দেশটি।
মিয়ানমারের অবস্থান বিশ্ব তালিকার ৪৪ নম্বরে এবং তালিকার এশিয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে ১৭ নম্বরে থাকা মিয়ানমারের পরেই বাংলাদেশের অবস্থান। সূত্র বাংলা নিউজ

09/08/2016

চাষাড়া প্রিন্স রেস্তোরায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজাম মনিরা অভিযান চালিয়ে জরিমানা আদায় করে।

07/08/2016

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকারে-নবাগত পুলিশ সুপার মঈনুল হকের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান।

07/08/2016

পর্ণগ্রাফী মামলায় ফেঁসে গেলেন কন্ঠশিল্পী মনির খান!

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর ছবি পোষ্ট ও শেয়ার করার অভিযোগে কন্ঠশিল্পী মনির খানসহ দুই জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় পর্ণগ্রাফী ও তথ্য প্রযুক্তি আইনে এ মামলা দুইটি দায়ের করেন থানার এসআই বদিয়ার রহমান।

এদিকে ফেসবুকে নিজের কোন একাউন্ট থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছেন কন্ঠশিল্পী মনির খান। এর আগে ওইদিন সন্ধ্যায় অপর মামলার আসামী ওয়ার্কশপ মিস্ত্রী আব্দুল খালেক সরদার (৩৫) কে সদর উপজেলার বাণীবহ বাজার থেকে গ্রেফতার করেন এসআই বদিয়ার।

সম্প্রতি ‘মনির খান সিঙ্গার’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর আপত্তিকর একটি ছবি পোষ্ট ও শেয়ার করার অভিযোগে শনিবার সন্ধ্যায় আব্দুল খালেককে পিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয়রা। গ্রেফতারকৃত খালেক সরদার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের হারান সরদারের ছেলে। সে বিএনপির একজন কর্মী বলে জানা গেছে।

রাজবাড়ী সদর থানার এস.আই মোঃ বদিয়ার রহমান জানান, খালেক সরদারের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি পোষ্ট ও শেয়ার করা হয়েছে। এ অভিযোগে শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেন। এরপর খালেককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া বলেন, এ বিষয়ে শনিবার রাতেই থানার এস.আই মোঃ বদিয়ার রহমান বাদী হয়ে অভিযুক্ত খালেক সরদার ও কন্ঠ শিল্পী মনির খানের বিরুদ্ধে পর্ণগ্রাফী আইনের ৮এর ১,২,৩,৪ ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় দুইটি মামলা দায়ের করেছেন।

ফেসবুক আইডিটি মনির খানের কি না এমন প্রশ্নে ওসি বলেন, এটি প্রযুক্তিগত বিষয়, যা তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনির খানের নামে আইডি হওয়ায় তাকেও আসামী করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

গ্রেফতারকৃত খালেক সরদার জানান, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারে তার একটি ছোট ওয়ার্কশপের দোকান আছে। তিনি লেখাপড়া জানেন না। কয়েকদিন আগে তিনি একজনের মাধ্যমে একটি ফেসবুক আইডি খুলেছেন। ফেসবুকে কিভাবে ছবি পোষ্ট ও শেয়ার হয়েছে তা তিনি জানেন না বলে দাবি করেছেন।

এ বিষয়ে কন্ঠশিল্পী মনির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ফেসবুকে তার কোন আইডি নেই। এ বিষয়টি তিনি ইতিপূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন।’ (সূত্র বাংলা নিউজ)

07/08/2016

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি ম্যাচেও থাকছে টিকিট

সত্তের আলো: তিনটা ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড। তবে এই সফরে মূল ম্যাচ খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দেশ। তবে এই প্রস্তুতি ম্যাচের খেলা দেখার জন্য দর্শকদের কাটতে হবে টিকিট।

রবিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এমনটাই জানানো হয়।

০৪ অক্টোবর সেই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু ধরা হয়েছে ফতুল্লা; যেখানে দর্শকদের খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা রাখা হবে।

৭ অক্টোবর ওয়ানডে দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজের মূল পর্ব। ৯ অক্টোবর হবে দ্বিতীয় ওয়ানডে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

ওয়ানডে শেষে ১৪ থেকে ১৭ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিন করে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ২০ থেকে ২৪ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরেজের প্রথম টেস্টে টাইগারদের মুখোমুখি হবে ইংলিশরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর থেকে ০১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

07/08/2016

অজানাকে জানার স্পৃহা মানুষের চিরন্তন। বাক্যস্ফূরণ আরম্ভ হইলেই শিশু প্রশ্ন করিতে থাকে, এটি কি? ওটি কি? বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কুলে, কলেজে ও কাজে-কর্মে অনুরূপ প্রশ্ন চলিতে থাকে, এটি কি, ওটি কি, এরূপ কেন হইলে, ওরূপ কেন হইল না ইত্যাদি। এই রকম ‘কি’ ও ‘কেন’র অনুসন্ধান করিতে করিতেই মানুষ আজ গড়িয়া তুরিয়াছে বিজ্ঞানের অটল সৌধ।

প্রশ্নকর্তা সকল সময়ই জানিতে চায়- সত্য কি? তাই সত্যকে জানিতে পারিলে তাহার আর কোন প্রশ্ন থাকে না। কিন্তু কোন সময় কোন কারণে কোন বিষয়ের সত্যতায় সন্দেহ জাগিলে উহা সম্পর্কে পুনরায় প্রশ্ন উঠিতে থাকে।
জগতে এমন অনেক বিষয় আছে, যে সব বিষয়ে দর্শন, বিজ্ঞান ও ধর্ম এক কথা বলে না। আবার ধর্মজগতেও মতানৈক্যের অন্ত নাই। যেখানে একই কালে দুইটি মত সত্য হইতে পারে না, সেখানে শতাধিক ধর্মে প্রচলিত শতাধিক মত সত্য হইবে কিরূপে? যদি বলা হয় যে, সত্য হইবে একটি; তখন প্রশ্ন হইবে কোনটি এবং কেন? অর্থাৎ সত্যতা বিচারের মাপকাঠি (Criterion of truth) কি?

06/08/2016

বন্দরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য
সত্ত্বের আলোঃ মঘনা নদীর মোহনার চরকিশোরগঞ্জে পিকনিকে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে জুবায়ের হাসান ওয়ালিদ(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে । নিহত জুবায়ের হাসান ওয়ালিদ বন্দরের রূপালী আবাসিক এলাকার হোসিয়ারী ব্যবসায়ী মিলন মিয়ার ছেলে। সে বন্দরের রূপালী আবাসিক এলাকার মোতালেব টাওয়ারের কানযুল উলুম ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র। বন্দর খেয়াঘাট সংলগ্ন মাদ্রাসাটির সন্নিকটে শীতলক্ষ্যা নদীতে বর্ষার থৈ থৈ পানি থাকা সত্ত্বেও ৬ ছাত্র নিয়ে কেন এখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে যাওয়া হয়েছিল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার বন্দরের রূপালী আবাসিক এলাকায় স্থানীয় পঞ্চায়েত বিষয়টি নিয়ে শালিস মীমাংশায় বসে বলে সূত্র জানায় । এলাকাবাসী জানান, সম্প্রতি বন্দরের মোতালেব টাওয়ারের তৃতীয় তলায় কানযুল উলুম ক্যাডেট মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার মাদ্রাসার ৭জন শিক্ষক ৬ শিক্ষার্থী নিয়ে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে সবাই উঠে এলেও নিখোঁজ রয় মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র জুবায়ের হাসান ওয়ালিদ। পরে স্থানীয় জেলেরা জাল ফেলে জুবায়েরের লাশ উদ্ধার করে। সরেজমিন প্রতিবেদনের জন্য শনিবার কানযুল উলুম ক্যাডেট মাদ্রাসায় গিয়ে মাদ্রাসাটি বন্ধ পাওয়া যায়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের কাউকে পাওয়া যায়নি। পরে অধ্যক্ষ মুফতি মোঃ হাদিউজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গা না থাকায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা খেলাধুলা করতে পারেনা। তাদের খেলাধুলা করানোর জন্য অভিভাবকদের অনুমতি ক্রমে বৃহস্পতিবার ৬ ছাত্রকে মেঘনা নদীর চরকিশোরগঞ্জের চরে নিয়ে যাওয়া হয়। ফুটবল খেলার আগে শরীর ঠান্ডা করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা নদীতে নামে। পরে সবাই উঠে এলেও নিখোঁজ রয় জুবায়ের । নিহত জুবায়েরের বাবা মিলন মিয়া জানান, জুবায়ের সিদ্ধিরগঞ্জের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে সম্প্রতি হাফেজি পড়া সমাপ্ত করে। এরপর শুনানীর জন্য জুবায়েরকে ৭ দিন আগে বন্দরের কানযুল উলুম ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করা হয়। ছেলের অকাল মৃত্যুর জন্য তিনি কাউকে দায়ী করছেননা বলে জানান। এ দিকে শনিবার দুপুরে মোতালেব টাওয়ারে গিয়ে মাদ্রাসাটি তালাবদ্ধা অবস্থায় দেখা গেছে। মোতালেব টাওয়ারের মালিক মোতালেব হোসেন জানান, ঘটনার পর থেকে মাদ্রাসাটি বন্ধ রয়েছে।

02/04/2016

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের আলীরগাঁও গ্রামের উত্তর মাঠে রোববার ঐতিহ্যবাহী ‘ঘোড়ার দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। বিভিন্ন এলাকা থেকে আসা ৫২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

Address

27 College Road
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Ture Sun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Narayanganj

Show All