Bangladesh Times 24

Bangladesh Times 24 আমার সোনার বাঙলা আমি তোমায় ভালোবাসি Amra bangla te kotha bole... Bangadesh amader martre vume .....................
(2)

বাংলাদেশ আমাদের জন্ম ভুমি । আমরা বাংলাদেশ কে ভালোবাসি ।
আমার সোনার বাঙলা আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো মাগো .... তোকে তাই বড় বেশিই ভালোবাসি ..............Bangla amader desh .

একজন আলেমার বিয়ে হল একজন ইঞ্জিনিয়ারের সাথে।বিয়ের প্রথম রাতেই স্ত্রী স্বামীকে বললেন– আমরা আমাদের দাম্পত্য জীবন ইসলামিক শর...
24/03/2022

একজন আলেমার বিয়ে হল একজন ইঞ্জিনিয়ারের সাথে।
বিয়ের প্রথম রাতেই স্ত্রী স্বামীকে বললেন– আমরা আমাদের দাম্পত্য জীবন ইসলামিক শরীয়াহ মোতাবেক পরিচালনা করবো ইন শা’আল্লাহ। স্বামীও তার নববিবাহিতা স্ত্রীর প্রস্তাব সাদরে গ্রহণ করলেন।
বিয়ের কিছুদিন পর। স্ত্রী স্বামীর কাছে দাবি করলেন–
শরীয়া’হ মোতাবেক আপনি আমাকে আলাদা বাসায় রাখতে বাধ্য এবং আমি আপনার বৃদ্ধ পিতামাতার সেবা–দেখাশোনা করতে বাধ্য নই। সুতরাং আমার জন্য আলাদা বাসা দেখুন। আমি এই বাসায় আর থাকব না।💔
স্বামী বেচারার মসিবত। দৌড়ে গেলেন মুফতী সাহেবের কাছে।
হুজুর! এই এই অবস্থা!!!
হুজুর বললেন আপনার স্ত্রী যা বলেছেন সবই সত্যি। কিন্তু যেই শরীয়া’হ আপনার স্ত্রীকে এই অধিকার দিয়েছে সে একই শরীয়া’হ আপনাকে আরেকজন মেয়েকে বিয়ে করার অনুমতিও দিয়েছে। আপনি চাইলে আরেকজনকে বিয়ে করে সেই স্ত্রীকে এই বাসায় রেখে দিতে পারেন, যে আপনার মাতা–পিতার দেখাশুনা করবেন আবার এই বাসায়ও থাকবেন।🥰
স্বামী বাসায় ফিরে স্ত্রীকে জানিয়ে দিলেন–
সাফ কথা ;
প্রিয়তমা ! আমি তোমার সব শর্ত পূরণে রাজি। আলাদা বাসা তুমি পাচ্ছো।
তবে শরীয়াহ বিবেচনায় আমি আরেকটি বিয়ে করার অধিকার রাখি। তাই সিদ্ধান্ত নিয়েছি, দ্বিতীয় স্ত্রী ঘরে তুলবো। আমি বরং তাঁকে এই বাসায় রেখে দিবো। সে আব্বু-আম্মুর সেবা করবে। তুমি ভিন্ন বাসায় থাকলে।😊
তখনই স্ত্রী বলে উঠলেন–
সুইটহার্ট !!
বাদ দাও তো ২য় বিয়ের কথা🥰
আমিই বাবা মা'র দেখাশোনা করব। এটা হক্কুল ইবাদ বা বান্দার হক্ব।
আর আমার আলাদা বাসাও লাগবে না।
তুমি না ঢং বুঝ না!🤐
সংগৃহীত

Year Ending
31/12/2020

Year Ending

12/10/2020
18/07/2020
18/07/2020
ভ্যাকসিন না আশা পর্যন্ত আমাদের শরীরের করোনা এন্টিবডি তৈরী করতে হবে। তাই সবাই প্রস্তত হই শারিরীক ও মানসিক ভাবে।  পজিটিভ হ...
02/06/2020

ভ্যাকসিন না আশা পর্যন্ত আমাদের শরীরের করোনা এন্টিবডি তৈরী করতে হবে। তাই সবাই প্রস্তত হই শারিরীক ও মানসিক ভাবে।

পজিটিভ হলে যা জানা জরুরি:

1. ভিটামিন সি (যথাসম্ভব)
2. ভিটামিন ই (ট্যাবলেট পাওয়া যায়)
3. প্রতিদিন সকাল ১১টার মধ্যে ১৫ থেকে ২০ মিনিট রোদ পোহানো.
4. কমপক্ষে একটি করে ডিম প্রতিদিন।
5. প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘন্টা ঘুম।
6. প্রতিদিন কমপক্ষে ১.৫ লিটার জল পান এবং প্রতি বেলায় গরম খাবার খাওয়া.
এই কাজ গুলোই হাসপাতালে করা হয়।

•• করোনা ভাইরাসের দেহের pH এর মান 5.5 থেকে 8.5

•• তাই এর চেয়ে বেশি pH level এর খাবার গ্রহনের মাধ্যমে আমরা এর রাসায়নিক গঠন ভেংগে দিতে পারি।

•• 5.5 থেকে 8.5 এর থেকে বেশি pH level এর কিছু খাবার হল :
* লেবু - 9.9 pH
* পাতিলেবু - 8.2 pH
*এভোকাডো - 15.6 pH
* রসুন- 13.2 pH *
* আম- 8.7pH
* ছোট কমলা - 8.5pH
* আনারস- 12.7 pH
* কমলালেবু - 9.2 pH
* তারই সাথে জিংক ট্যাবলেট খেতে পারি।

এর বাহিরেও চীন যে ভাবে করেনা ভাইরাস প্রতিহত করেছে তাও নেওয়া যেতে পারে।

চীনের প্রতিটি বাড়িতেই করোনাভাইরাসে আক্রান্ত রুগী আছে।কিন্তু সেখানকার বাসিন্দারা এই ভাইরাস এর জন্য কোনো ওষুধ বা ভ্যাকসিন নিচ্ছেন না।তারা এর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া বন্ধ করে দিয়েছেন।এর পরিবর্তে তারা গরম পানির ভাপ দিয়ে ভাইরাসকে বিনাশ করছেন।এর জন্য তারা মাত্র ৩টি কাজ করছেন।
সেগুলো হলোঃ

১. তারা দিনে চারবার কেটলি থেকে গরম পানির ভাপ নিচ্ছেন।

২. দিনে চারবার গরম পানি দিয়ে গড়গড়া করছেন।

৩. আর দিনে চারবার গরম চা পান করছেন।
এভাবে টানা চারদিন এই ৩টি কাজ করেই ভাইরাসটিকে দমন করছেন তারা।
এভাবেই পঞ্চম দিনে হচ্ছেন করোনা নেগেটিভ।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন।

•• আপনি কিভাবে বুঝবেন যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত?

1. গলা চুলকাবে
2. গলা শুকিয়ে আসবে
3. শুকনা কাশি হবে
4. তীব্র জ্বর
5. শ্বাস ছোট হয়ে আসবে
6. গন্ধ ও স্বাদের অনুভুতি চলে যাবে

•• তাই এই লক্ষনগুলো দেখার সাথে সাথে গরম জল ও লেবুর রস খেতে শুরু করুন। এবং ডাক্তারের পরামর্শ নিন।
সুস্হ থাকুন,
সাবধানে থাকুন।

Copied.

30/05/2020
20/03/2020

করোনা ভাইরাস আক্রান্তের লক্ষন
কিভাবে বুঝবেন.....

আপনি জানেন কি....
23/09/2019

আপনি জানেন কি....

15/09/2019
21/09/2018

পাহাড় চূড়ায়
__সুনীল গঙ্গোপাধ্যায়

অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না|
যদি তার দেখা পেতাম,
দামের জন্য আটকাতো না।
আমার নিজস্ব একটা নদী আছে,
সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।
কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশী।
পাহাড় স্থানু, নদী বহমান।
তবু আমি নদীর বদলে পাহাড়টাই
কিনতাম।
কারণ, আমি ঠকতে চাই।
নদীটাও অবশ্য কিনেছিলামি একটা দ্বীপের বদলে।
ছেলেবেলায় আমার বেশ ছোট্টোখাট্টো,
ছিমছাম একটা দ্বীপ ছিল।
সেখানে অসংখ্য প্রজাপতি।
শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়।
আমার যৌবনে দ্বীপটি আমার
কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হল আমার।
বন্ধুরা বললো, ঐটুকু
একটা দ্বীপের বিনিময়ে এতবড়
একটা নদী পেয়েছিস?
খুব জিতেছিস তো মাইরি!
তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম।
তখন সত্যিই আমি ভালবাসতাম নদীটিকে।
নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত।
যেমন, বলো তো, আজ
সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা?
সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া।
শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি,
সে কী প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব!
আমি সেই দ্বীপে আর যেতে পারি না,
সে জানতো! সবাই জানে।
শৈশবে আর ফেরা যায় না।
এখন আমি একটা পাহাড় কিনতে চাই।
সেই পাহাড়ের পায়ের
কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ
কঠিন পাহাড়।
একেবারে চূড়ায়, মাথার
খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী,
চরাচরে তীব্র নির্জনতা।
আমার কন্ঠস্বর সেখানে কেউ
শুনতে পাবে না।
আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো,
প্রত্যেক মানুষই অহঙ্কারী, এখানে আমি একা-
এখানে আমার কোন অহঙ্কার নেই।
এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে।
হে দশ দিক, আমি কোন দোষ করিনি।
আমাকে ক্ষমা করো।

27/06/2016

৩ জন মাতাল
একটা গাড়িতে উঠে।
ড্রাইভার
বোঝতে পারে যে তারা ম
ড্রাইভার গাড়ির
ইঞ্জিন...
চালু করল
এবং সাথে সাথে বন্ধ
করে ফেলল।
এবং তাদেরকে বলল
যে তারা নাকি গন্তব্য
স্থলে পৌঁছেছে।
৩ মাতাল
গাড়ি থেকে নামল
তারপরঃ-
১ম মাতালঃ ধন্যবাদ।
২য়
মাতালঃ নিন, ১০
টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল
ড্রাইভারকে একটা থাপ্
দেয়।
ড্রাইভার মনে করল
যে লোকটা বোধ হয়
মাতাল
ছিল না, হয়ত সবকিছু
বোঝে ফেলেছে।
তবুও ড্রাইভার
তাকে জিজ্ঞেস
করলঃ
থাপ্পর মারলেন কেন?
৩য়
মাতালঃ
শালা, এত
স্পীডে কি কেউ
গাড়ি চালায়!
মেরেই
ফেলছিলি প্রায়।

27/12/2013

Boy : Hello, Pammi
darling... কেমন আছো? "".

Girl : কে বলছেন ?

Boy: তোমার আশিক,
জানেমান! ""
Girl: তুই আবুল না?
Boy : হুম; কিন্তু
তুমি কিভাবে জানো?""
Girl : তুই জামাল এর ছেলে না?
Boy : হুম, কিন্তু
তুমি কিভাবে বুঝলে ??""
Girl : তুই কুদ্দুস
এর নাতি না??
Boy : হা !! কিন্তু জানু,
তুমি এসব কিভাবে জান? ""
Girl : Abuylla কুত্তা,
পাজি আমি তর মা !! . .
তুই 'পাম্মি' রে না,
'মাম্মি' রে ফোন দিসস

24/09/2013

খুব ইচ্ছা করে তোমাকে জড়িয়ে বলি খুব ভালবাসি।
খুব ইচ্ছা করে তোমার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাই বহুদূরে......
কিন্তু আজ তুমি আমায় ছেড়ে বহু বহু দূরে।
ইচ্ছাগুলো অপূর্ণথাকে...
এখনও বলতে চাইভালবাসি তোমায়....
খুব খুব ভালবাসি।
আমার হৃদয়ের এইআর্তনাদ কখনো কি তুমি শুনতে পাওনা কেনতুমি আমাকে একা করে দুরে চলে গেলে তুমি বিনে আমি হায়বড় একেলা ..........
আমি তোমাকে ছাড়া কি করে থাকব জানি না ।
অনেক ভালবাসি তোমায়..

14/09/2013

কিডনি নষ্টের ১০টি অনিয়ম !

১. প্রস্রাব আটকে রাখা।
২. পর্যাপ্ত পানি পান না করা।
৩. অতিরিক্ত লবন খাওয়া।
৪. যেকোন সংক্রমনের দ্রুত চিকিৎসা না করা।
৫. মাংস বেশি খাওয়া।
৬. প্রয়োজনের তুলনায় কম খাওয়া।
৭. অপরিমিত ব্যথার ওষুধ সেবন।
৮. ওষুধে সেবনে অনিয়ম।
৯. অতিরিক্ত মদ খাওয়া।
১০. পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া।

আমাদের ছোট খাট টিপসগুলো অবহেলা করবেন না।

শারমিন সুলতানা
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

26/08/2013

:::জানার মাঝে অজানা ৬
টি তথ্য:::
• আপনি যত
বেশি ঠাণ্ডা ঘরে ঘুমাবেন,
আপনার দুঃস্বপ্ন দেখার
সম্ভবনা তত বেশি!!
• সারাদিনে একজন পুরুষের
চেয়ে একজন
মহিলা বেশিসংখ্যক বার
চোখেরপাতা ফেলেন!!
• আপনি যদি হটাত
করে সিগারেট খাওয়া ছেড়ে দেন,
তবে সম্ভবনা আছে যে,
আপনার রাতের ঘুম
একঘণ্টা করে কমে যাবে!!
• আপনি যখন হাসেন তখন
আপনার দেহে ক্লান্তি সৃষ্টিকারী
করতে পারে না!! এজন্য তখন
আপনাকে আরো বেশি সজী
এবং সতেজ দেখায়!!
• একটা ৬ বছরের
বাচ্চা দিনে গড়ে প্রায় ৩০০ বারের মতো হাসে!! আর
একজন পরিপূর্ণ/প্রাপ্তবয়স্ক
মানুষ দিনে হাসেন
গড়ে ১৫-১০০ বার!!
• আপনার ব্রেইন দিনের
চেয়ে রাতের বেলা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ ­
করে!!
রাতের বেলা ব্রেইনের
কাজ করার ক্ষমতা বৃদ্ধিপায়!
___________________________________
পোস্টতো ঠিকই পড়লেন কিন্তু লাইক কমেন্ট, শেয়ার
কিছুই দিলেন না
১ টা লাইক কমেন্ট
বা শেয়ার
কি পেতে পারিনা ?
শেয়ার করুন।

15/08/2013
Banglar Hat Bazer

Banglar hat bahar

ক্রয়- বিক্রয় এর সহযোগিতায় বাংলার হাট বাজার

13/07/2013
Hazi Misir Ali University College

Hazi Misir Ali University College

আপ্নি জানেন কি ? ? ?
-
বিশ্বের সবচেয়ে বড় ইফতারির আসর বসে মসজিদে নবুবিতে।
এখানে একসাথে প্রায় ১২ লক্ষ রোজাদার ইফতার করেন। আর তাদের বসার জন্য যে কার্পেট বিছানোহয় তার দৈর্ঘ্য প্রায় ১২ কিঃমিঃ হবে।
এই ইফতারের জন্য প্রতিদিন ১ কোটি ৫০ লক্ষ সৌদি রিয়েল খরছ হয়। মাশাআল্লাহ !!!
-

emn

28/06/2013

আমার সোনার বাঙলা আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো মাগো .... তোকে তাই বড় বেশিই ভালোবাসি ............

Address

Cashara Narayanganj
Narajanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Times 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Narajanganj media companies

Show All