Hamim Khan

Hamim Khan Free Palestine

09/12/2024
07/09/2024

জাতীয় সংগীত কি পরিবর্তন হওয়া উচিত??
প্রথমে আপনাকে বুঝতে হবে জাতীয় সংগীত রচনার প্রেক্ষাপট কি? জাতীয় সংগীত রচিত হয়েছিল ১৯০৫ সালে। বঙ্গভঙ্গ রোধের প্রেক্ষাপট নিয়ে রচিত হয় আমার সোনার বাংলা। (উইকিপিডিয়া) অনেককেই দেখলাম ফেবুতে এর পক্ষে সাফাই গাইছেন। তারা বলছেন আমার সোনার বাংলা নাকি তাদের আবেগ। এটার মাধ্যমে তাদের দেশপ্রেম প্রকাশ পায়। আমার প্রশ্ন হলো,, যেই গীতে দেশের নামই নেই, সেটা দিয়ে কিভাবে তাদের দেশপ্রেম প্রকাশ পায়..?? ( যদি তারা মনে করে বাংলা আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায় তাহলে তাদের জানার অনেক ত্রুটি আছে।) যেই গীত দেশের প্রেক্ষাপট নিয়ে রচিত নয়,,যেই গীত দেশের স্বাধীনতার প্রেক্ষাপটে রচিত নয় সেই গীত জাতীয় সংগীত হয় কিভাবে আমার বুঝে আসে না। মুসলিম বিরোধী,, বাংলাদেশ বিরোধী রচয়িতার রচিত গীত আমাদের জাতীয় সংগীত এটা অত্যন্ত লজ্জাজনক। যেটা কিনা হাজারো শির্ক বহন করে। খুবই লজ্জাজনক। দেশপ্রেম,, দেশাত্মবোধ সবকিছু বিবেচনা করে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন হওয়া উচিত।

16/08/2024

একটা জেনারেশনকে জানতেই দেয়া হয়নি রফিক আজাদ ১৯৭৪ সালে 'ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো ' কেন বলেছিলেন!

16/08/2024

যেমন বাংলাদেশ চাই:

☑️সরকারি অফিস-আদালত ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব মুক্ত থাকবে।

☑️সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু মত প্রকাশের নামে কারো আবেগ-অনুভূতিতে আঘাত করা হবে না।

☑️ভিন্ন মতের কারণে কেউ গুম, খুন বা হয়রানির শিকার হবে না।

☑️আয়না ঘরের মতো অভিশপ্ত কোনো নির্যাতন কেন্দ্র থাকবে না।

☑️সরকারি সেবা পেতে কারো মাধ্যম বা টেলিফোনের প্রয়োজন হবে না।

☑️আইন ও নীতি প্রণয়নে দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটবে।

☑️বিচারকার্যে কেউ অন্যায় হস্তক্ষেপ করবে না এবং সবাই ন্যায়বিচার পাবে।

☑️বিচার বিভাগের প্রতি মানুষের সর্বোচ্চ আস্থা তৈরি হবে।

☑️আইনের শাসন থাকবে।

☑️জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য পুস্তকে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের রিফ্লেকশন হবে।

☑️শিক্ষার নামে কারো ওপর তার ধর্ম ও বিশ্বাস বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে না।

☑️দেশের মানুষের বিশ্বাস ও চেতনা পরিপন্থী বিষয় এবং পশ্চিমা সংস্কৃতি আমদানী করা হবে না।

☑️প্রবাসীদের প্রতি হয়রানি বন্ধ হবে এবং দেশের সকল সেবায় তাদের জন্য বিশেষ প্রায়োরিটি থাকবে।

☑️ বেকারত্ব দূরীকরণে তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ দিয়ে উদ্যোক্ত হওয়ার পথ সুগম হবে।

☑️বিনোদন ও সংস্কৃতির নামে বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ হবে।

☑️ দাড়ি, টুপি, হিজাব ও ইসলামপন্থীদের প্রতি বৈষম্য ও বিমাতাসুলভ আচরণ দূর হবে।

☑️সংখ্যালঘুরা নিপীড়িত হবে না।

☑️ইসলামপন্থীদের প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য দূর হবে।

☑️ইমাম-খতীবদের হক কথা বলার স্বাধীনতা থাকবে।

☑️সকল নিয়োগ, পদায়ন ও পদোন্নতি হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

☑️দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

☑️অধিক মুনাফাখোরী ও মজুতদারী থাকবে না।

☑️নিরাপদ খাদ্য, পানীয় এবং ওষুধ নিশ্চিত হবে।

☑️চিকিৎসার মান উন্নত ও আস্থাশীল হবে।

☑️ছাত্র সংসদ ছাড়া শিক্ষাঙ্গনে লেজুড়বৃত্তিমূলক ছাত্র রাজনীতি থাকবে না।

☑️দুর্নীতি, অনিয়ম এবং খাদ্যে ভেজাল মিশ্রণের শাস্তি হবে সবচেয়ে কঠোর।

☑️বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অপসংস্কৃতি থাকবে না।

☑️পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার চাঁদাবাজি, নৈরাজ্য ও সিন্ডিকেট দূর হবে।

☑️ঢাকার ট্রাফিক জ্যাম কমে যাবে।

☑️যত্রতত্র বাস স্টপেজ এবং বাস-ট্রাক পার্কিং বন্ধ হবে।

☑️কৃষক তার শ্রমের ন্যায্য মূল্য পাবে।

☑️শ্রমিকের প্রতি কোনো অবিচার হবে না।

☑️সব ধরনে ধরনের প্রতারণা ও জালিয়াতি বন্ধ হবে।

15/08/2024

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সেই আল্লাহর শপথ, যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার নিকট তার পিতা-মাতা,, তার সন্তানাদি এমনকি সব মানুষের চেয়ে অধিক ভালবাসার পাত্র হই। ( সহিহ বুখারী : ১৪)

15/08/2024

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে। ( সহিহ বুখারী : ১৩)।

14/08/2024

"গুলি করি। মরে একটা। একটাই যায়, স্যার। বাকিডি যায় না। এটাই স্যার সবচে বড় আতঙ্কের।"

14/08/2024

এক পিছ গরু দিবা বিনিময়ে এক পিছ ইলিশ পাইবা নিলে নাও না নিলে দুরে যাও! 🙂

14/08/2024

জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের।

মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তাঁর প্রতি ঈমান আনয়ন করি।

এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন কেবল মজা না নিয়ে শিক্ষাও গ্রহণ করি।

14/08/2024

অনেক প্রতিষ্ঠান থেকেই দূর্নীতিবাজ আর চাটুকারদের বিদায় করা হচ্ছে। কিন্ত অবাক হচ্ছি কিছু মিডিয়া আর তাদের উপস্থাপক নামের বেয়াদব, চাটুকার আর নির্লজ্জ দলবাজরা এখনো সাংবাদিকতা করছে! তারা বিরোধীমতের আলোচকদের অনুষ্ঠানে এনে চরম অপমান করতো এবং অনেক বুদ্ধিজীবী তাদের চ্যানেলে নিষিদ্ধ ছিলেন। দুই তিন জনের প্যানেলে এনে একজনকে টার্গেট করে এমনভাবে এটাক করতো যেনো পারলে ষ্টুডিতেই গায়ে হাত তোলে তারা! তারা এখনো চ্যানেলগুলিতে টিকে আছে বহাল তবিয়তে। কিছু মহিলা উপস্থাপক উপস্থাপনাকেই মানুষের কাছে ঘৃণার বিষয় বানিয়ে তুলেছিলো অথচ তাদের মুখ এখনো দেখতে হয়। এদের খুঁটির এতো জোর কোথা থেকে আসে ?

এইসব চ্যানেলের অপকৌশলের একটা অংশ হচ্ছে তাদের "ইউটিউব চ্যানেল"- দেখলে মনে হবে এটা বোধ হয় হা// মা'স আর ফিলিস্তিনের মুখপাত্র কিন্ত স্যাটেলাইট ভার্ষনে তারা ছিলো স্বৈরাচারের দোষর! দলদাস।তাদের অবৈধ ক্ষমতার সহায়ক। আলিম ওলামা এবং ইসলাম বিদ্বেষী। আমি যাদের কথা বলছি আপনারা কি সেই চ্যানেল আর ঐ মুখগুলি চিনতে পারছেন? এরা কি পার পেয়ে যাবে? মনে রাখবেন এরা ওঁৎ পেতে থাকা বিষাক্ত দানব, সুযোগ পেলেই "সাংবাদিকতার নামেই" আবার কামড়াবে!

13/08/2024

এতোগুলো তাজা প্রাণ হারানোর চেয়ে "আপা" হারানোর শোক যাদের কাছে বেশি তারা মূসা আ: যুগে জন্মালেও মনে হয় ফেরাউনের জন্য শোক পালন করতো।

13/08/2024

😢😢😢😢😢

12/08/2024

‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অতিরিক্ত চাটুকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তিনি এ কথাটি তিনবার বলেছেন। (সহিহ মুসলিম : ৬৬৭৭)

11/08/2024

ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর সময় হাজার হিন্দুকে উল্লাসে ফেটে পড়তে দেখেছি, কিন্তু কোনো মুসলমান হিন্দুদের মন্দির ভাঙাতে উল্লাসিত হতে দেখিনি, বরং মন্দি পাহারা দিয়েছে, প্রতিবাদ করেছে।

11/08/2024

উচিৎ জবাব

Address

Debi, Lohagara
Narail
7510

Telephone

+8801980244008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamim Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamim Khan:

Videos

Share