20/12/2024
#নড়াইলে_৫দিনব্যাপী_গ্রামীণ_মেলা
গত বছরের ন্যায় নতুন বছরের শুরুতে অর্থাৎ ০৩ জানুয়ারি ২০২৫ ইং থেকে ৫ দিন ব্যাপী বিশাল গ্রামীণ মেলা করা হবে "চৌধুরী বাংলো (মিনি পার্কের সাথে) উলা চৌধুরী মাঠে। গত বছর জায়গা স্বল্পতার জন্য মেলাটি গ্রাম কেন্দ্রিক হলেও এ বছরে নড়াইল জেলার সকলে অংশ গ্রহণ করতে পারবে।
এ বছরে গ্রামীণ মেলাতে যা থাকবে:-
মেলার ১ম দিন:- ৩ তারিখ
শীত বস্ত্র বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠান
মেলার ২য় দিন :- ৪ তারিখ
চাকরি ও উদ্যোক্তা ট্রেনিং এবং রাতে পিঠা উৎসব।
মেলার ৩য় দিন :- ৫ তারিখ
দিনে ২ টা থেকে খেলা ছোটদের ও রাতে পুরান দিনের জিনিস নিয়ে মেলা।
মেলার ৪র্থ দিন : ৬ তারিখ
দিনে খেলা বড়দের ও রাতে জারিগান ও কৌতুক অনুষ্ঠান।
মেলার ৫ম দিন :- ৭ তারিখ
লটারি ও খেলাধুলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের অনুষ্ঠানে বাইক, ফ্রিজসহ ৫০০+ উপহার থাকবে। । তাই মেলা ও খেলাধুলায় বেশি আনন্দ হবে।
অনুষ্ঠানে উদ্বোধনে অত:- আইজি, ডিআইজি, নড়াইল জেলার এসপি, ডিসি, ওসি এবং বিভিন্ন গ্রামের শ্রদ্ধেয় মুরুব্বিসহ অনেকেই থাকবেন।
বি: দ্র: এই অনুষ্ঠানে জুয়া কিংবা কোন ধরনের অসামাজিক কাজ ১০০% মুক্ত থাকবে।
যদিও নিরাপত্তা সর্বোচ্চ থাকবে পুরা অনুষ্ঠান সিসি ক্যামেরা ও প্রশাসনিক নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি একদম ব্যতিক্রম হবে এবং গ্রামীণ ভাবে করা হবে যেন সকলের ভালো লাগে।
মেলা চলবে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
স্হান:- উলা (চৌধুরী বাংলো), লক্ষীপাশা, লোহাগড়া,
নড়াইল।
আয়োজনে :- উলা ও পাশের সকল গ্রামের সাধারণ মানুষ।
সহযোগিতায় : ব্লু ড্রীম গ্রুপ।