Drea m シ

Drea m シ রাসূল (সাঃ) বলেন: “আমার কাছ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও ”(সহিহ বুখারীঃ ৩৪৬১)

29/08/2024

ব্রেকিং নিউজ
সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে
বাংলাদেশে সকল পর্নোগ্রাফি সাইট
বন্ধ থাকবে।
আলহামদুলিল্লাহ

21/08/2024

একদল ভারতের ত্রিপুরা ত্রিপুরা করে গলা ফাটাচ্ছে— আর প্রকৃতির নিয়ম শেখাচ্ছে।

আসলে উজানের পানি ভাটিতে নামবেই, তো এই সূত্র Summer Season এ কেন থাকে না? Summer Season এ আমাদের ভাটিতে পানি প্রবাহিত হতে কারা বাধা দেয়?

সুতরাং, ওদের মানুষ মরলো না বাচলো দেখার টাইম নাই, আমার দেশের মানুষের মারা যাচ্ছে এটাই আমার কাছে প্রায়োরিটি। ওরা চাইলেই বাধ খুলে দিয়ে আমাদের উপর পানি ছেড়ে দেয়, আমরা কাদের উপর পানি ছাড়বো ?

India has opened the dam gates, leading to a surge of water into the Gomti River. Everyone should be prepared for emergencies. Due to the excessive water flow, the Dumboor Dam gates in India have been opened, the last time this happened was in 1993. ❤️💔

08/08/2024

দেশ নিয়ে গবেষণা করতে গিয়ে এক দাদার প্রশ্ন! ড. মুহাম্মদ ইউনূস কিসের চিকিৎসা করে‍?

06/08/2024

আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ।

~মিজানুর রহমান আজহারি

05/08/2024

দেশে আর কখনই যেন ফিরে না আসে...
১.অবৈধ নির্বাচন
২.যে কোন সেক্টরে ঘুষ
৩.প্রশ্ন ফাঁস
৪.দুর্নীতি
৫.স্বজন প্রীতি
৬.সন্ত্রাসী
৭.চাঁদাবাজী
৮.ফিটিং বানিজ্য
৯.মাদকের ভয়াল থাবা

ছাত্র- জনতার দ্বায়িত্ব সবেমাত্র শুরু।
একটি সত্যিকার সোনার বাংলা বিনির্মানে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানাই।

05/08/2024

মক্কা বিজয়ের পর নবীজি কারো ঘরে আগুন দেননি। কাউকে আঘাত করেননি। প্রতিশোধ নেননি!🙂

04/08/2024

নড়াইলের মালিবাগ মোড়ে, হাজার হাজার জনতা নেমে এসেছে। তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ হামলা চালাচ্ছে। আউরিয়ার আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মিছিলের উপর গুলি বর্ষন করছে।
২ জন নিহত হয়েছে।

04/08/2024

Open fire at Narail.

Pray for us.🤲

03/08/2024

সেনাপ্রধানের সাথে সকল সেনা কর্মকর্তার বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বৈঠকের সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা হবে।

আপাতত এটা জানিয়ে রাখি যে মিটিংয়ের শুরুতে সেনাপ্রধান বলেন, "আমাদের যে পরিমাণ যন্ত্রনা ও কাঁদানো হচ্ছে, তা দেখে আমার আইয়ুব বাচ্চুর গানের লাইন মনে পড়ছে, আরো বেশি কাঁদালে উড়াল দেব আকাশে"

এবং মিটিং শেষ হয় বিশেষ দোয়ার মাধ্যমে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, "হে আল্লাহ আমাদের জালিমের অত্যাচার হতে সহায়তা করুন, এবং আমাদের জালিমের সহযোগী বানিয়েন না"

উপস্থিত সকলেই এতে উচ্চস্বরে আমিন, আমিন বলেন।
বিস্তারিত আসছে।

03/08/2024

শিক্ষার্থীরা মাঠ কাঁপাচ্ছে
সাইবার যোদ্ধারা অনলাইন কাঁপাচ্ছে
প্রবাসীরা রেমিট্যান্স কাঁপাচ্ছে
ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত ✊

Dogs are better than police!2 Aug 2024
02/08/2024

Dogs are better than police!

2 Aug 2024

02/08/2024

ব্রেকিং নিউজ :
শনিবার সারাদেশে বিক্ষোভ এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

02/08/2024

# ব্রেকিং নিউজ
ঢাকা আরামবাগের ছাত্রলীগের সহ সভাপতি মারা গেছেন
আলহামদুলিল্লাহ ❤️

28/07/2024

120 Hours > 972)- De"aths 💔

04/07/2024

মাঝেমধ্যে নিজের জন্য ও 'শোক প্রকাশ' করা উচিত! ফেলে আসা 'সুন্দর জীবন' এর জন্য কিংবা জীবন থেকে 'প্রিয় মানুষ' হারানোর জন্য শোক প্রকাশ করা উচিত!

সেই শোক প্রকাশ এর অনুষ্ঠানে দীর্ঘনিঃশ্বাস তার দলবল নিয়ে হাজির হবে। দীর্ঘনিঃশ্বাস কে সেদিন 'আপন মানুষ' বানিয়ে তাকে বলবো 'যা হয়েছে,এমন হওয়া উচিত ছিলো না রে! এমন না হলেও তো পারতো!'

দীর্ঘনিঃশ্বাস ও সেদিন আর সান্ত্বনা দিতে পারবে না! ফিরিয়ে দিতে পারবেনা নিজের সুন্দর দিন গুলোকে! যা চলে যায়,তার আসেনা! যারা চলে যায়,তারা ফিরেনা!

শায়েখ আব্বাস আল-আতাউয়ি (রাহিঃ) কে একজন নারীর লাশ দাফনের জন্য জানানো হয়। গোসল এবং কাফন পরানো হয়ে গেলে লাশটির খাটিয়া তোলার...
20/06/2024

শায়েখ আব্বাস আল-আতাউয়ি (রাহিঃ) কে একজন নারীর লাশ দাফনের জন্য জানানো হয়। গোসল এবং কাফন পরানো হয়ে গেলে লাশটির খাটিয়া তোলার মুহুর্তে দেখা যায় লাশটি এতোটাই ভারি হয়ে গেছে যে তা তোলা সম্ভব হচ্ছে না। সেখানে সব মানুষ মিলেও লাশটি ধরে তুলতে হিমশিম খাচ্ছে। কোনোরকম ভাবে লাশের খাটিয়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

কবর তখন প্রস্তুত। যেহেতু মহিলার লাশ তাই শায়েখ মহিলার সন্তানদের বললেন তারা যেন তাদের মায়ের লাশ কবরে নামায়। সন্তানেরা এসে লাশটি ধরে কবরে নামাতে গিয়ে অবাক হয়ে গেলো। ততক্ষণে লাশ আরো বেশি ভারি হয়ে গেছে! এমতাবস্থায় শায়েখ কবরের পাশে দাঁড়িয়ে কুরআনের বিভিন্ন জায়গা থেকে তিলওয়াত শুরু করলেন। একপর্যার্য়ে পায়ের দিকের কিছুটা ভারি কমে আসে এবং উঠানো যাচ্ছিলো। কিন্তু হঠাৎই তিন সন্তানসহ লাশটি ধপ করে কবরের মধ্যে পড়ে যায়!

শায়েখ এ ঘটনা দেখে হতবিহ্বল হয়ে তাদের জিজ্ঞেস করলেন,
-"তোমরা তোমাদের মায়ের লাশ এভাবে আছড়ে ফেলে দিলে কেন?"

সন্তানদেন একজন জবাব দিলো,
-"শায়েখ, লাশ এতো ভারি হয়ে উঠেছে যে আমাদের পক্ষে তা ধরে রাখা সম্ভব হচ্ছিল না কোনো ভাবেই!"

লাশ কবরে রাখান পর শায়েখ একজন সন্তানকে বললেন লাশটি ঠিকঠাক করে রেখে মুখের বাধন খুলে দিতে। সন্তানটি কবরে নেমে তার মায়ের লাশের বাঁধন খুলতে খুলতে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলো। দাফন শেষ হবার পর শায়েখ তাকে নির্জনে নিয়ে গিয়ে বললেন,
-" তুমি ওভাবে চিৎকার করলে কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো?"

ছেলেটি কোনো উত্তর না দিয়ে বললো,
-" আপনি যদি আমার মায়ের কোনো দোষ বা গোপন বিষয় জেনে গিয়ে থাকেন তবে কাউকে বলবেন না!"

এই কথা বলেই সে দ্রুত সে স্থান ত্যাগ করলো।

---------------------------------

কয়েকমাস পর আরেকটি জানাজায় শায়েখ আব্বাস্ আল-আতাউয়ি (রাহিঃ) উপস্থিত হলেন। তখন ভীড়ের মধ্যে থেকে একজন লোক এসে তাঁর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো,

-" আমাকে চিনতে পেরেছেন শায়েখ?"

লোকটির মুখভর্তি দাঁড়ি, কপালে সিজদার দাগ। শায়েখ তাকে চিনলেন না। তখন ছেলেটি তার মায়ের লাশের ঘটনাটি বলে বললো,

-"আমি নিজেকে পাল্টে নিয়েছি। দ্বীনকে পরিপূর্ণ ভাবে পালনের চেষ্টা করি।''

শায়েখ তখন তাকে জিজ্ঞেস করলেন,

-"তোমার মায়ের বিষয়টি জানানোর ওয়াদা করেছিলে তুমি কিন্তু তা পালন করোনি। আজকে বলো কী এমন কারণ ছিলো?"

ছেলে তখন ভয়ংকর এক তথ্য দিলো। সে বললো,

-" আমার মা জীবনে কখনো সালাত আদায় করেননি। এক ওয়াক্ত সালাতও আদায় করেনি। যার কারণে কবর তার লাশ গ্রহণ করতে চাচ্ছিলো না। আমি আমার মায়ের কাফন সরিয়ে শেষবার যখন তার চেহারা দেখলাম তখন তা ছিলো কুচকুচে কালো। এ কারণে আমি সেদিন এতো পরিমাণে কান্নাকাটি করছিলাম।"

আমরা অনেক কাফের, বেনামাজিদের স্বাভাবিকভাবে দাফন করতে দেখি। সবার ক্ষেত্রে এমনটা হয়না তবে উদাসীন মানবকূলের জন্য দৃষ্টান্ত হিসেবে কিছু ঘটনা আল্লাহ তায়ালা আমাদের দেখিয়ে এবং জানিয়ে দেন যাতে আমরা সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি।

।। ফর্সা নারীর কালো লাশ ।।

[রেইনড্রপস মিডিয়ার একটি ভিডিওর আলোকে লিখিত সত্যঘটনা]

17/06/2024

Don't sacrifice only animals on Eid, sacrifice your stubborn ego, jealousy and suspicion, purify your heart so that the sacrifices are accepted.
Eid Mubarak 🌙 🕋

11/06/2024

আপনার ঈদ হোক চিহ্নিত ইসলামবিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ঈমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য।

09/06/2024

কারোর সাথে এতোটা ও অন্যায় করবেন না,যাতে করে সে সিজদায় পরে আপনার নামে রবের কাছে বিচার দেয়! সিজদায় চোখ থেকে পড়া এক ফোঁটা চোখের পানি, যদি রব কবুল করে নেয়,তবে আপনার বাঁচার উপায় কি?

'নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।'
{সূরা আল বুরুজ:১২}

বাসররাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বললো,— আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অত...
09/06/2024

বাসররাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বললো,

— আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইবো না। শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার।

আমি মুচকি হেসে বললামঃ হুম আপনি পারেন আমাকে বিশ্বাস করতে। আমি আপনার হক কাউকে দিবো না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি?

— হুম পারো। আমি তোমার বিশ্বাসে মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

কথাগুলো বলার সময় আমাদের দুইজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিলো। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কিছু সময় পর আমি বললাম আপনি চোখের পানি মুছুন।

সে হেসে বলেছিলোঃ- এই চোখের পানি মোছার দ্বায়িত্ব তোমার।
— আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিবো না।

— আমিও দিবো না।

সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো— আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম।

একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভলেটার দেয় নাকি? আমি আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে।

কেমন একটা সন্দেহ তৈরী হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি। তাই যদি না হয় তাহলে আমায় দেখলেই কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে। লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো ম্যানিব্যাগে রেখে দেয়৷

গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠলো। কি সুন্দর প্রেমের বানী লিখে রেখেছে। রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার৷ একমিনিট! এইগুলো তো আমার ডাইরির পেজ।
তার মানে উনি আমার ডাইরি থেকে সব পেজ ছিড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডাইরি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজও আর নেই। সব ছিড়ে নিয়ে গেছে।

বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিলো না। আমি ততো সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললো

— আসলে এতো সুন্দর কথা আমাকে নিয়ে লেখেছো যে সবসময় পড়তে ইচ্ছে করে তাই ছিড়ে নিয়েছি তুমি রাগ করো না৷ সবসময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে কিন্তু পারি না তাই নিয়েছি তুমি রাগ করো না সোনাবউ আমার৷

আমি রাগ দেখিয়ে চলে গেছিলাম। বিকালে অফিস থেকে ফেরার সময় ফুচকা চটপটি আইসক্রিম চকলেট গোলাপফুল আর বেলিফুলের মালা নিয়ে এসেছিলো৷ বোকা হাসি দিয়ে বললো

— তোমার কি পছন্দ তাতো জানি না তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু। তাহলে এখন আমি কিন্তু কান্না করবো।

তার কথাশুনে আমি ফিকফিক করে হেসে দিলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অচেনা একটা নম্বর দিয়ে কল আসলো সে পাশেই বসা ছিলো। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি হেসে বললো

— আমি পাশে থাকলে লাউডস্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়।

— সবাই ভালোবাসি বলে আর আপনি বিশ্বাস করি বলেন কেন?

— ভালোবাসার রং বদলে যেতে পারে কিন্তু বিশ্বাস বদলায় না হয়তো ভেঙে যায় নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস।

বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না৷ তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসে তোমায় তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায়। কারো সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে।

আমি তার কথা শুনে আবেগে চোখের পানি ফেলেছিলাম। সে ব্যস্ত হয়ে পানি মুছতে লাগলো আর বলতে লাগলো তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি? আমি মাথা নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরে ছিলাম।

সময়ের সাথে আমার সুখের সংসার পর হচ্ছিল। কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না। একদিন দুইজনে ঘুরতে গিয়ে একটা গাড়ি আমাকে চাপা দিতে এগিয়ে এলো আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেলো। আমি তার মাথাটা কোলে তুলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে বললো

— আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে আর তুমি আমার জন্য দোয়া করো। একটা কথা বলবো আমি অনেক হিংসুটে তোমার ভাগ কাউকে দিতে চাই না। আমি সত্যিই চাই না ওপারে কেউ তোমাকে দাবী করুক। আমি বিশ্বাস করি তোমায়।

— তোমার কিছু হবে না। ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবাইকে জানিয়ে দিয়েছি সবাই চলে আসলো বলে।

লোকটা সেদিন আর কথা বলেনি। বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে। সেদিনের পর আরো পনেরোটা বছর পর পার হয়ে গেছে।

আমার মা বাবা শশুর শাশুড়ী সকলে আমার জন্য পাত্র খোঁজে। আশেপাশের লোকজন বলে তোমার বয়সই বা কত আর একটা বিয়ে করে নেও। কিন্তু কাউকে নিয়ে কিছু ভাবতে গেলে আমার কানে একটাই কথা বাজে— “আমি বিশ্বাস করি তোমায়।”

গল্প: বিশ্বাস

08/06/2024

পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলা..!

03/06/2024

"And soon, Allah Will give you something which will make you happy."
(Qur'an 93:5)

01/06/2024

দাদি তার নাতিকে কিডনি দিছে ❤️
Drea m シ

29/05/2024

Humble behavior is so important for your life. When someone insulted you publicly but you kept your mouth shut and didn't talk back to him even though you had thousand reasons to insult him back. Trust me, you are not weak, you're the strongest of them all.

One day that person will come to you and apologize for his behavior and tell you that you're the most humble person he had ever known. Everyone will secretly envy you for this quality. So, whatever people say about you in your back or in front of you don't talk back to them. Just keep your mouth shut and smile. Allah will increase your honor and give your own reward for this. In sha Allah.❤️❤️

22/05/2024

যাদের জন্ম ২০০৫ এর মধ্যে, তারাই শেষ জেনারেশন যাদের শৈশব সুন্দর ও স্মৃতিমধুর ছিলো!' 🖤🌸

17/05/2024

It's Friday!
May Allah remove our sadness and keep us happy always 💓.

"অসাধারণ এক ব্যাবসা"হাতে এক লাখ টাকা আছে।হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।কী ব্যবসা করতে পারি?হুজুর ম...
16/05/2024

"অসাধারণ এক ব্যাবসা"

হাতে এক লাখ টাকা আছে।
হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।

কী ব্যবসা করতে পারি?

হুজুর মুচকি হেসে বললেন,
- শুধু দুনিয়াবি ব্যবসার পরামর্শ দিবো নাকি এক লাখ টাকায় দুনিয়া আখেরাত উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দিবো?

- মাত্র এক লাখ টাকায় উভয় জাহানে ব্যবসা করতে পারব?

- অবশ্যই পারবে। তাহলে শোনো, পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দেখেশুনে একটা বিয়ে করে ফেলো। বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে, ছোটখাটো ব্যবসা শুরু করো।

- এত অল্প টাকায় কী ব্যবসা করা যায়?

- আমি যে ব্যবসার কথা বলব, তাতে এত টাকা লাগবে না। আগে মসজিদের সামনে আতর বিক্রি করতে না?

- জ্বি। তাহলে ওটা চালু রাখো। স্কুলের সময় ঘরে বানানো আচার বিক্রি করতে পারো। ঝালমুড়ি বিক্রি করতে পারো।

- আর হুজুর, আখেরাতের ব্যবসা কীভাবে করব?

- আরে বিয়ে করাটাই আখেরাতের ব্যবসা। তোমার বয়েস এখন ২০। আল্লাহর রহমত থাকলে বয়েস ৪০ হতে হতে তোমার প্রায় পাঁচ-ছয়জন বা আরো বেশি সন্তান হয়ে যাবে। দ্বীনদার বউ ঘরে তুলতে পারলে, তোমার সন্তানরাও ইন শা আল্লাহ দ্বীনদার হবে। ৪০ বছর বয়েসেই তুমি দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ব্যবসায় বিরাট শিল্পপতি বনে যাবে। আর হাঁ, তোমার আপত্তি না থাকলে, বিয়েটা অজকেই হতে পারে।

- আমাকে কে পাত্রী দেবে?

- পাত্রী প্রস্তুত আছে। রিকশা চালক আবদুর রশিদ ভাইকে চেনো?

- চিনি।

- তার মেঝ মেয়ে। আমি জানি। বাবার মতো মেয়েরাও ভালো। মেয়েটা মাদরাসায় কয়েক জামাত পড়েছে।

আসরের পর বিয়ের আলোচনা। পাত্র-পাত্রীর সাক্ষাত। এশার পর মসজিদে বিয়ে সম্পন্ন। অল্প দিনেই আতরওয়ালার দুই জাহানের ব্যবসা বেশ জমে উঠেছে।

বিশে বিয়ে।
চল্লিশে শিল্পপতি।
উভয় জাহানে।
ইন শা আল্লাহ।

–আতিক উল্লাহ (হাফি:)

সন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য! কেন করবেন?রিবা (ছদ্ম নাম)। বয়স সাত। ওয়ানে পড়ে। ধবধবে ফর্সা। মাথা...
14/05/2024

সন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য! কেন করবেন?

রিবা (ছদ্ম নাম)। বয়স সাত। ওয়ানে পড়ে। ধবধবে ফর্সা। মাথা ভর্তি কোকড়ানো চুল। টলটলে চোখ। মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যস। চোখের মায়া আবীর হয়ে হাতে লেগে যাবে। প্রজাপতির রঙের মতো।

ওর মায়ের সাথে সেদিন চেম্বারে এসেছে। প্রসাবে জ্বালা পোড়া। তল পেটে ব্যথা। মায়ের ভাষ্য, ম্যাডাম, পিসাব করনের সময় খালি কান্দে আর লাফায়। পেট চেপে খিচ্চা বইসা থাকে।

পরীক্ষা করে দেখতে চাইলে, প্যান্ট খুলে রিবার মা যা দেখালো তার জন্য প্রস্তুত ছিলাম না, বললেই ভালো। সরাসরি জিজ্ঞেস করলে মা বলবে, কী যে কন, ছোট মানুষ। মনেমনে দু-একটা গালিও যে দিবে না, বলা যায় না।

ডাক্তারদের এ এক জীবন! কত কী যে দেখতে হয়! ঘুরিয়ে প্যচিয়ে জিজ্ঞেস করি, বাড়িতে কে কে আছে?

ওর বাপ আর আমি।

আর কেউ না?

না ম্যাডাম। তবে পাশেই ভাসুরের বাসা।

ও কার সাথে খেলাধুলা করে?

আমার ভাসুরের পোলার সাথে। বয়স এগারো বারো। সিক্সে পড়ে। সারাদিন দৌড়াদৌড়ি ঝাঁপাঝাপি। ভিডিও গেমস, ইউটিউব নাকি কি কয় এসব নিয়া থাকে। সারা বাড়িতে আর বাচ্চাকাচ্চা নাই তো। অরা অরাই খেলে। আমিও তেমন খেয়াল করি না। আহারে বাচ্চারা!

বাড়িতেই তো থাকে সারাদিন। হয় দাদির ঘর, নয় চাচির ঘর। আসলে মাইয়া আমার এই একটাই। মিছা কইয়া লাভ নাই। চাচা চাচিও আদর করে। খুব। মিতুল (ছদ্ম নাম) তো বইন বলতে অজ্ঞান।

কখনো জিজ্ঞেস করেছেন, কি খেলা খেলে?

না ম্যডাম। কী খেলব আর, চোর পলান্তি। পুতুল খেলা। এই সব আরকি। জিগানোর কী আছে?

আছে, এখন জিজ্ঞেস করেন তো।

রিবা, মিতুল ভাইয়ার সাথে কি খেলাধুলা করো বলো তো মা?

বউ জামাই খেলি।

বউ জামাই খেলা কী করে খেলো?

মেয়ে যা বর্ণনা দিলো, শুনে মা মুর্ছা যান আরকি! ছোট বাচ্চার আর দোষ কি? বাচ্চারা অনুকরণ প্রিয়। এটা সবাই জানে। বড়রা অবিবেচকের মতো কাজ করবে আর বাচ্চাকাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে, এটা ভাবার কারণ নেই। আসলেই নেই।

ওহ, ভালো কথা। রিবা, মিতুল কাকে অনুসরণ করল? বাবা মাকে? টিভি সিনেমাকে? নাকি ইউটিউবকে? কাউকে না কাউকে তো অবশ্যই।

রিবা, এ ধরনের খেলা তো ভালো না মা। এটা পঁচা কাজ। কথা শেষ করতে দেয়না পাকনি বুড়িটা। টাসটাস করে মুখের ওপর বলে ওঠে, বাবা-মা খেলে যে! তাহলে বাবা-মা কি পঁচা?

কী উত্তর দেবে রিবার মা? উত্তর দেয়ার কি মুখ থাকে? মহিলা হতবিহ্বল হয়ে পড়ে। যেনো পায়ের তলায় কোন মাটি নেই। বেচারা!

রিবার মাকে প্রশ্ন করি, আপনারা কি স্বামী-স্ত্রী রিবাকে নিয়ে এক বিছানায় ঘুমান?

হ ম্যাডাম। ছোট বাচ্চা। ওর বাপে কয়, কী বুঝব? ও ঘুমালেই তো কাদা। লোকটার খাই বেশি। বাচ্চা ঘুমালো কি ঘুমালো না। তর সয় না। আমি আগেই কইছিলাম। হাহাকার থই থই কান্না হয়ে ঝরে পড়ে। আহারে!

দেখুন, আমরা বাচ্চাদের যতটা নির্বোধ মনে করি, আসলে ততটা নির্বোধ ওরা না। বরং একটু বেশিই বুদ্ধি রাখে ওরা। শুধু আমরা বড়রাই এ কথাটা মানতে চাই না। আমাদের দিয়ে ওদের হিসেব করি। কিন্তু ওরা হিসেবে বাবা-মা'দের চেয়ে পাকা। যে কাজটা বাবা মা করে, সে কাজটা খারাপ কিভাবে হয়? কাজেই বাবা-মা, বউ-জামাই খেলা তারা খেলতেই পারে। তাদের তো দোষ দেয়া যায় না। একটু ভেবে বলুন তো, যায় কি?

আসলে একটা নির্দিষ্ট সময় পর সন্তানদের বিছানা আলাদা হওয়াই বাঞ্চনীয়। সবার পক্ষে হয়তো, সন্তানদের জন্য আলাদা আলাদা রুম দেয়া সম্ভব না। সে ক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায়। বাবা-মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেয়া যায়। মশারির মতো। আর নিতান্তই যদি সম্ভব না হয়, শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে। কী সেটা আমি জানিনা। আর সবার ঘরে নিশ্চয় একরকম ফর্মূলা চলবে না। নিজের ঘর অনুযায়ী নিজেদের ফর্মূলা তৈরী করুন প্রিয় অভিভাবক।

আমরা বাচ্চাকাচ্চা নিয়ে ঘুরতে যাই। মজার মজার খাবার খাই। দামী দামী গেজেট দেই। নতুন নতুন ট্রেন্ডি জামা কাপড় পরাই। কিন্তু সবচেয়ে দামী যে লেসন সেটাই দেই না। হেলথ এডুকেশন, সেক্স এডুকেশন। কত্ত জরুরি যে এসব জীবনমুখী শিক্ষা। কী আজব আমরা! কবে বুঝব এর গুরুত্ব? আর কত ভুল বার্তা দেহ মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা?

বাচ্চাদের কি কি করা উচিৎ আর কি কি না সেটা বলুন। ছোটদের কাজ, বড়দের কাজ কি কি জানান। ধীরে ধীরে নিজের শরীর সম্বন্ধে শিক্ষা দিন। গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে জানান। নারী-পুরুষের যৌন জীবন সম্বন্ধে শিক্ষা দিন। ধীরে ধীরে, সহজ করে। কাজের লোক কিংবা ক্যানভাসারের কাছে ভুল জানার চেয়ে, বাবা মার কাছে জানা ভালো নয় কি?

প্রিয় অভিভাবকগন, সন্তানের কথা বিশ্বাস করুন। সন্তানের বন্ধু হোন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করুন। মনে রাখা ভালো, লালন পালন করাই কিন্তু শেষ কথা না। সন্তানকে সুরক্ষিত রাখাও বাবা-মার পবিত্র দায়িত্ব।

আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি। ওদের জীবনটা আরেকটু সহজ করি।

ডাঃ সাবিকুন নাহার

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drea m シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Drea m シ:

Videos

Share

Category