Muzaakshi BD

Muzaakshi BD আল্লাহু আকবার

19/05/2023

প্রকাশ্যে গুলি করল পুলিশ
খুলনায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে১২ জন গুলিবিদ্ধ শতাধিক আহত # # #

19/05/2023

মানুষকে ভালবাসলে অর্থ মূল্যহীন সেলুট ভাইকে

18/05/2023

১। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে।

২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়।

৩। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় , তাহলে আপনি একটু হাসুন।

৪। কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে।

৫। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

৬। কথায় কাজ হয় না। তাই কাজ শুরু করুন নিরবে, আপনার কাজই কথা বলবে।

৭। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজের প্রতি বিশ্বাস করুন। এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮। আপনি অনেক কিছু পারেন। কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর। যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে।

৯। চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।

১০। নিজের প্রয়োজনেই বোকাদের সঙ্গে তর্ক জরানো এড়িয়ে চলুন।

১১। বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন

18/05/2023

বুয়েটের চমক ভাইয়ের সোয়াচান পাখির ইতিহাস শুনলে আপনার মন ভাল হয়ে যাবে🌶️

18/05/2023

প্রেমিকাকে পরকিয়া সন্দেহে খুন করলেন প্রেমিক❤️

স্ত্রীকে হত্যার লোমহর্ষক বর্ণনায় যা বলেছেন ছাত্রলীগ নেতা অনুস্ত্রীকে হত্যার পর নিজেই ফেসবুকে সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা দ...
18/05/2023

স্ত্রীকে হত্যার লোমহর্ষক বর্ণনায় যা বলেছেন ছাত্রলীগ নেতা অনু
স্ত্রীকে হত্যার পর নিজেই ফেসবুকে সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু।
সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে ঝালকাঠি ইকো পার্কে স্ত্রী সায়মা পারভীনকে তানহাকে ডেকে আনে অনু। এরপর ইকবালের সঙ্গে তার সব ঝামেলা মিটিয়ে ফেলার কথা বলেন অনু। কিন্তু সায়মা রাজি না হওয়ায় ছুরিকাঘাতে তাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে অনু।
জানা গেছে, সায়মা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সায়মা শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে।
দুই বছর আগে দীর্ঘদিন প্রেম করার পর প্রতিবেশী সায়মাকে বিয়ের করেন ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে আলী ইমাম খান অনু।
ঘটনার বর্ণনা দিয়ে অনু তার ফেসবুকে লিখেছেন
সুদীর্ঘ সাড়ে চার বছরের ভালোবাসা ছিল আমাদের...। আলহামদুলিল্লাহ, মুসলিম শরিয়াহ অনুযায়ী আমরা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম সারা জীবন একসঙ্গে থাকব...। কিন্তু বড়ই আফসোস ও পরিতাপের বিষয় হলো, আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়। অতঃপর বউ ধীরে ধীরে আমার সঙ্গে দূরত্ব বজায় রেখে আমাকে কেমন জানি এড়িয়ে যেতে থাকে।
আমার বউ তার মামাতো ভাইয়ের সঙ্গে সারা রাত চ্যাটিং করত। তার নাম আসিফ ইকবাল। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? চোরের ১০ দিন আর গেরস্তের এক দিন! আমাদের বেলায়ও ঠিক ঘটেছে, তাই আমার বউ আমার চোখ ফাঁকি দিতে পারেনি...।
গত শনিবার সন্ধ্যার অনেক পরে বাসায় আসতে দেখি। তখন তার হাত থেকে ফোনটা নিয়ে নিই। তারপর সে অনেক অনুনয় বিনয় করে আমার কাছে ফোন ফেরত চায়। পরে বউয়ের ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে পরকীয়া প্রেমিকের অশালীন ম্যাসেজ দেখে আমি নির্বাক হয়ে যায়। আমি সারারাত ঘুমাতে পারিনি।
বউ সব সময় আমার সামনে হুজুর সেজে থাকত, এমন আচরণ করত মনে হয় যেন সে ভাজা মাছটাও উলটে খেতে পারে না...। কিন্তু আজ হঠাৎ আবিষ্কার করলাম আমার বউয়ের আসল চরিত্র...।
আমি তাকে জিজ্ঞাসা করেছি, তুমি ওড়না ছাড়া তোমার মামাতো ভাইকে ছবি দিয়েছ কেন?
জবাবে সে বলে, খোদার কছম আমি এমনিই দিয়েছি! তারপর আমি যখন তাদের ফ্রিলি কথাবার্তা বলার টপিক সম্পর্কে একটার পর একটা প্রশ্ন করতে থাকি, তখন সে কোনো উত্তর দিতে পারে না। তখন বলে, আমার সঙ্গে নাকি তার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে! এরপর হঠাৎ করে দেখি সে তার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে! তারপর আমি আবার রিকভার দিয়ে আইডিতে ঢুকে দেখি গুরুত্বপূর্ণ অনেক চ্যাটিং ডিলিট করে ফেলেছে। আমি যেন তার কিছুই না দেখতে পারি সেজন্য সে অন্য সবার ম্যাসেজ ডিলিট করলেও প্রাণ ভ্রমরার ম্যাসেজ ডিলিট করতে পারেনি। তার আগেই আমি আইডি রিকভার করতে সক্ষম হয়েছি এবং স্ক্রিনশট রাখতে সক্ষম হয়েছি।
কিছুক্ষণ পর সে তার মায়ের নম্বর থেকে আমাকে হুমকি দিয়ে বলে, নারী নির্যাতন আইনে মামলা দিয়ে সে নাকি আমার জীবন ধ্বংস করে দিবে...। তারপর অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিলাম বিশ্বাসঘাতক বেঈমানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ জন্য নিজের হাতে বউটাকে পরম করুণাময়ের কাছে চিরতরে পাঠিয়ে দিলাম...। পরপারে ভালো থেক বউ, পরকীয়ার মজা এইবার অন্তত বুঝলা...!
এই ঘটনার পর ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের পর অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ঘটনার স্বীকারোক্তি দেন। পরে পুলিশ সায়মার লাশ উদ্ধার করে। অনুকে আটক করা হয়।

17/05/2023

আরবের শেখদের আনন্দের খেলা হরিন কে ছেরে দেয় হিংস্র প্রানী গুলোকে খাওয়ার জন্য ।

17/05/2023

বোতল থেকে বিকট আওয়াজ @

17/05/2023

ভয়ংকর উত্তাল সাগর

It was a great moment love you all❤️❤️
16/05/2023

It was a great moment love you all❤️❤️

16/05/2023

পুলিশ স্টিকার ইউস করাই ভইরে দিল

16/05/2023

I ❤️🇧🇩

পরিবেশ টা দারূন না বলেন তো এটা কোথায় ?আমার পেজের সকল বন্ধুদের অবিরাম ভালোবাসা ।
16/05/2023

পরিবেশ টা দারূন না বলেন তো এটা কোথায় ?আমার পেজের সকল বন্ধুদের অবিরাম ভালোবাসা ।

ভাইডু😍😍😍😍
15/05/2023

ভাইডু😍😍😍😍

রাগ করে ১ বেলা ভাত খেতে যায়নি--স্বামী😡তাই পায়ে ধরে নিতে এসেছে -- স্ত্রীসকল পুরুষের কপালেএমন স্ত্রী জুটে না--যাদের জুটে ত...
10/05/2023

রাগ করে ১ বেলা ভাত খেতে যায়নি--স্বামী😡
তাই পায়ে ধরে নিতে এসেছে -- স্ত্রী

সকল পুরুষের কপালে
এমন স্ত্রী জুটে না--যাদের জুটে তারা--
দুনিয়াতেই জান্নাতের সুখ ভোগ করে।
love love love

Address

Cool
Narail
7500

Telephone

+8801830472947

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muzaakshi BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muzaakshi BD:

Videos

Share