নড়াইল ব্রেকিং নিউজ

নড়াইল ব্রেকিং নিউজ "Please Like and Follow the Page"

সবার কাছে অনুরোধ পেইজ লাইক ও ফলোঅন করুন।

25/01/2025
Big shout out to my newest top fans! 💎শারমিন সুলতানা, Md. Shakil Shekh Drop a comment to welcome them to our community, ...
22/01/2025

Big shout out to my newest top fans! 💎

শারমিন সুলতানা, Md. Shakil Shekh

Drop a comment to welcome them to our community, fans

21/01/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Nipu Mazumder

অবশেষে সমাধান । সীমান্তে যে কোন কিছু নির্মাণে বাংলাদেশের সাথে আগে আলোচনা করতে হবে বিএসএফ কে । আজকের দুই দেশের অফিসার পর্...
21/01/2025

অবশেষে সমাধান । সীমান্তে যে কোন কিছু নির্মাণে বাংলাদেশের সাথে আগে আলোচনা করতে হবে বিএসএফ কে । আজকের দুই দেশের অফিসার পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় 🤞
অবশ্যই পেজটি ফলো করবেন ।।
Ten Unknown Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.
10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons.



illiashossain/collected/copied

বিলের টাকা আত্মসাৎ, ওয়াসার ২ কর্মচারীকে পুলিশে হস্তান্তরচট্টগ্রাম ওয়াসার আইসিটি বিভাগের দুজন কম্পিউটার অপারেটরকে গ্রাহকে...
21/01/2025

বিলের টাকা আত্মসাৎ, ওয়াসার ২ কর্মচারীকে পুলিশে হস্তান্তর

চট্টগ্রাম ওয়াসার আইসিটি বিভাগের দুজন কম্পিউটার অপারেটরকে গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। সোমবার বিকেলে নগরের চকবাজার থানা পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর।

আটক দুই কর্মচারী হলেন, আজমির হোসেন ও মিঠুন ঘোষ।

চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূর জাহান শীলা বলেন, গ্রাহকের বিলের টাকা আত্মসাৎ করায় দুজন আইসিটি বিভাগের কম্পিউটার অপারেটরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ‘ওয়াসা কর্তৃপক্ষ তাদের দুই স্থায়ী স্টাফকে আমাদের থানায় এনে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে। কয়েকজন গ্রাহকের বিলের টাকা তারা আত্মসাৎ করেছেন বলে আমরা শুনেছি। তবে ওয়াসা কর্তৃপক্ষ এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি। মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।



rtvonline/collected/copied

ইরানের পপ তারকা আমির হোসেন মাগসুদলু, যিনি ‘তাতালু’ নামে পরিচিত, মহানবী (সা.)-কে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশ...
21/01/2025

ইরানের পপ তারকা আমির হোসেন মাগসুদলু, যিনি ‘তাতালু’ নামে পরিচিত, মহানবী (সা.)-কে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির একটি আদালত তাকে মৃ'ত্যু'দ'ণ্ডে'র রায় দিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশিপাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে...
20/01/2025

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে অনেকে ইতিহাসের সেরা দাবাড়ু মনে করেন।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে নাঈম লেখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিয়াটা দিলাম, সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’

জানা গেছে, বুলেট ব্রলে শনিবার কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি। অনলাইন এই গেমটি খেলতে হয় চেস ডট কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফিদেমাস্টার নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে। মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।



rtvonline/collected/copied

ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে আম্বানি দম্পতি, যেমন সাজে দেখা গেল নীতাকেডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে উপস...
20/01/2025

ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে আম্বানি দম্পতি, যেমন সাজে দেখা গেল নীতাকে

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে উপস্থিত হয়ে নজর কাড়লেন নীতা এবং মুকেশ আম্বানি। নীতা আম্বানি সবসময়ই তার অনন্য ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসিত। অনুষ্ঠানে নীতার অনন্য ফ্যাশন এবং রুচিশীল সাজসজ্জা আবারও প্রমাণ করল তার ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি। তিনি কেবল একজন শিল্পপতি পরিবারের সদস্যই নন, বরং শৈলীর প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত। কাঞ্জিভরম সিল্কের শাড়ি এবং ঐতিহ্যবাহী গয়না পরে নীতা ভারতীয় সংস্কৃতির চমৎকার প্রতিফলন ঘটিয়েছেন।

ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে আম্বানি দম্পতি, যেমন সাজে দেখা গেল নীতাকে

নীতা আম্বানি পরেছিলেন কালো রঙের কাঞ্জিভরম সিল্কের শাড়ি, যা সোনালি জরির টেম্পল ডিজাইনে সজ্জিত। শাড়ির দুই ধারে ছিল ফুশিয়া পিঙ্ক ও এমারেল্ড গ্রিন রঙের সরু পাড়। শাড়ির সঙ্গে মিলিয়ে কালো ভেলভেটের গলাবন্ধ, লম্বাহাতা ব্লাউজ পরেছিলেন তিনি, যার হাতায় ছিল বিড্‌সের কাজ। এর উপর তিনি পরেছিলেন কালো রঙের লম্বা ঝুলের কোট।

ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে আম্বানি দম্পতি, যেমন সাজে দেখা গেল নীতাকে

গয়না বেছে নেওয়ার ক্ষেত্রেও দেখা গিয়েছে নীতার পরিশীলিত রুচি। তার পরনে ছিল হিরা, চুনি ও পান্নাখচিত একটি হার, যার কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রায় ২০০ বছরের পুরনো টিয়াপাখির আকারের পান্নার লকেট। কানে ছিল হিরা ও পান্নাখচিত দুল, হাতে ঝলমলে হিরার চুড়ি। এছাড়া আঙুলে একটি হিরার আংটিও দেখা যায় তার।

মেকআপ এবং হেয়ারস্টাইলেও নীতা তার সহজতাকে বজায় রেখেছেন। হালকা মেকআপ, ছোট্ট টিপ, আইলাইনার, কাজল, ন্যুড লিপস্টিক আর দু’গালে হালকা লালচে আভা। সুশোভিত ভ্রুযুগল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিলো। তার খোঁপায়ও ছিল এক ধরনের পরিমিতি, যা তাকে মানানসই সৌন্দর্য দান করেছে।

অন্যদিকে, মুকেশ আম্বানি এই অনুষ্ঠানে বেছে নিয়েছিলেন খাঁটি পশ্চিমা পোশাক। কালো স্যুট, সাদা শার্ট আর গাঢ় লাল টাই পরা তার চেহারায় ছিল সরল অথচ অভিজাত ভাব।



rtvonline/collected/copied

শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, চলবে ১১ এপ্রিল পর্যন্তভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ (২০ জানুয়া...
20/01/2025

শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, চলবে ১১ এপ্রিল পর্যন্ত

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশনের (ইসি) এই কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হবে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে এ হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

এদিকে ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।



Banglavision/Collected/Copied

ভারত থেকে বাংলাদেশে ঢুকছিল আফ্রিকান নারী, বিজিবির হাতে আটকবিজিবির হাতে আটক আফ্রিকান নারী ইলমাভারত থেকে বাংলাদেশে অনুপ্রব...
20/01/2025

ভারত থেকে বাংলাদেশে ঢুকছিল আফ্রিকান নারী, বিজিবির হাতে আটক

বিজিবির হাতে আটক আফ্রিকান নারী ইলমা

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে এক আফ্রিকা নারী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। সোমবার (২০ জানুয়ারি) সকালে ভারত বাংলাদেশ সীমান্ত পরশুরাম উপজেলার নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয় ।

আটককৃত আফ্রিকান নাগরিক ইলমা (২৬) সুদান কাটাম বারি হাউজ নং ১০৪, কান্টি এলাকার বাসিন্দা। ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই তথ্য নিশচিত করেন।

তিনি জানান, পরশুরামের ঐ এলাকা হতে এর আগে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃত ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত ০১টি মোবাইল, ১শ ইউএস ডলার, ১টি ভারতীয় ২০ রুপি, ১টি ভারতীয় ১০ রুপি এবং ব্যবহৃত কাপড়সহ ২ টি ব্যাগ সহ পরশুরাম থানায় হস্তান্তর করেন।

ফেনীস্থ (৪ বিজিবি) সূত্র জানা যায়, নিজকালিকাপুর বিওপির টহল দল সকালে পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক স্থান হতে আফ্রিকান সুদানী নারী নাগরিক ইলমা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কালে বিজিবির টহল দল আটক করে।



Banglavision/Collected/Copied

বুধবার পর্যন্ত তাপমাত্রা যেমন থাকবেউপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্য...
20/01/2025

বুধবার পর্যন্ত তাপমাত্রা যেমন থাকবে

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সোমবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।



rtvonline/collected/copied

মেডিকেলের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার, আবেদন যেভাবেসরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্ত...
20/01/2025

মেডিকেলের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার, আবেদন যেভাবে

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৯ জানুয়ারি) প্রকাশিত হয়েছে। সব ঠিক থাকলে মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে এ পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ শুরু হবে। এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে।

রোববার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত।



rtvonline/collected/copied

বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা হচ্...
20/01/2025

বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরেছে। অনেকে প্রশ্ন করেছেন, বিজিবি কেন মারেনি?

তিনি বলেন, বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নেই। তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র, যেটা তারা ব্যবহার করতে পারেনি। তবে বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। তাদের জন্য সেগুলো ক্রয় করা হবে।

দেশে অবৈধ বিদেশির সংখ্যা ৩৩ হাজার: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম বলেন, দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবির সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তাই, বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে।

তিনি বলেন, সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। সেখানে বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে।

অবৈধ বিদেশিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।



rtvonline/collected/copied

পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক বদলে গেল পরিবর্তন আনা হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাকে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ...
20/01/2025

পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক বদলে গেল

পরিবর্তন আনা হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাকে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে এ বিষয়ে।

জানা গেছে, বৈঠকে উপস্থাপন করা হয় আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র‍্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।



Banglavision/Collected/Copied

একসঙ্গে তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডিএকসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তারা হলেন- যশোর শিক্ষা বোর্...
19/01/2025

একসঙ্গে তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি

একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তারা হলেন- যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।

রোববার (১৯ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ জানয়ারি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক খোন্দকার কামাল হাসান। সে হিসেবে যোগদানের ১৬ দিনের মাথায় তাকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হলো। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ থাকাকালে গত বছর ২৪ অক্টোবর অধ্যাপক খোন্দকার কামাল হাসান আরও একবার ওএসডি হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে থাকার অভিযোগ রয়েছে।

একই দিন যোগদান করেছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম। তাকেও ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। এছাড়া ২০২৩ সালের ৬ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ। তাদের তিনজনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।



rtvonline/collected/copied

বিয়ের ওপর কর বাতিলের দাবি, ৭ দিনের আল্টিমেটাম১৯ জানুয়ারি ২০২৫বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘সাধারণ ছাত...
19/01/2025

বিয়ের ওপর কর বাতিলের দাবি, ৭ দিনের আল্টিমেটাম

১৯ জানুয়ারি ২০২৫

বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘সাধারণ ছাত্র-জনতা’ নামের একটি প্ল্যাটফর্ম। দাবি পূরণে সরকারকে আগামী সাত দিন সময় দিয়েছে তারা।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় ‘সাধারণ ছাত্র-জনতা’।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার বিয়ের ওপর কর আরোপ করে সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করাকে জটিল ও কঠিন করেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, বিয়ের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মেহেদি হাসান নামের এক যুবক বলেন, ‘কর আরোপের মাধ্যমে সামাজিক সম্পর্কের বৈধতা অনিশ্চিত করে তুলেছিল শেখ হাসিনা সরকার। যে কারণে সমাজে অবৈধ সম্পর্ক ব্যক্তি জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।’

‘সাধারণ ছাত্র-জনতা’র দাবির প্রতি সমর্থন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম আইনি বলেন, ‘হাসিনা সরকারের জুলুমের অন্যতম একটি নিদর্শন বিয়ের ওপর কর আরোপ। আমরা মনে করি এর মাধ্যমে বৈদেশিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হয়েছে।’

কর্মসূচি থেকে দাবি আদায়ে সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়।

সিটি করপোরেশন মডেল ট্যাক্স তফসিল ২০১৬ সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিবাহের ওপর বিভিন্ন করের হারের বিধান করে। তফসিলের ১৫২ ধারায় বলা হয়, প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে বিয়ের পিড়িতে বসার আগে ১০০ টাকা ফি দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে ৫ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা দিতে হবে। তফসিল অনুযায়ী, চতুর্থ বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর দিতে হবে। স্ত্রী মানসিকভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে এই নিয়ম কার্যকর হবে না। সেক্ষেত্রে ২০০ টাকা দিতে হবে।



rtvonline/collected/copied

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৯চলতি মাসের প্রথম ১৮ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে...
19/01/2025

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা

১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৯

চলতি মাসের প্রথম ১৮ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা ১৪ হাজার ৭২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে ১৪ হাজার ৭২৪ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৯ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এ সময়ে কোনো রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে। সেগুলো হলো—সরকারি খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেরসকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশে এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ৮০ কোটি মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার। জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার এবং ডিসেম্বর মাসে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

আগের অর্থবছর ২০২৩-২৪ এর জুলাইয়ে দেশে রেমিট্যান্স আসে ১৯৭ কোটি ৩১ লাখ ডলার, আগস্টে আসে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার, সেপ্টেম্বর মাসে আসে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে আসে ১৯৭ কোটি ১৪ লাখ ডলার, নভেম্বর মাসে আসে ১৯৩ কোটি ডলার, ডিসেম্বরে আসে ১৯৯ কোটি ১২ লাখ ডলার, জানুয়ারিতে আসে ২১১ কোটি ৩১ লাখ ডলার, ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৪৫ লাখ ডলার, মার্চ মাসে আসে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার, এপ্রিলে আসে ২০৪ কোটি ৪২ লাখ ডলার, মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার এবং জুন মাসে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

rtvonline/collected/copied

সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাআইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস...
19/01/2025

সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে। ১৮ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়।

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছিল। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছিলেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।



Somoynews/collected/copied

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when নড়াইল ব্রেকিং নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share