Sheikh Saheb nrl.

Sheikh Saheb nrl. Md.Moudud Hossain

মাওলানা মুফতি ইয়াসিন আল-আজহারী ভাইয়ের সাথে।সারাদেশ ব্যাপী আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট বক্তা।মাহ্ফিলের জন্য যোগাযোগ ঃসরাসরি ...
13/12/2023

মাওলানা মুফতি ইয়াসিন আল-আজহারী ভাইয়ের সাথে।
সারাদেশ ব্যাপী আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট বক্তা।

মাহ্ফিলের জন্য যোগাযোগ ঃ
সরাসরি হুজুরঃ-01715-569153

Md Yachin Molla

02/12/2023

#ভূমিকম্প_আল্লাহর_সতর্কবার্তা!

কুরআনে ভূমিকম্পের নামে আলাদা একটা সূরা আছে— সূরা আয-যিলযাল।
যিলযাল মানে ভূ-কম্পন।
কিয়ামতের আগে পৃথিবী অবলোকন করবে
সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প।
কেমন হবে দৃশ্যটা?

কুরআন বলছে—
পৃথিবীকে যখন প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে’।
আর, জমিন বের করে দেবে তার বোঝা’।
তখন মানুষ বলবে— ‘এর কী হয়েছে?’
___________________(আয-যিলযাল, ১-৩)

ভাবুন তো রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ কিছুক্ষণ আগে যে ভূমিকম্প হলো তার ভয়াবহতা কিরুপ হতে পারতো?
এই প্রাণের স্পন্দন মুহূর্তের মধ্যেই নিঃসীম নিরবতা আর মৃত্যুর আহাজারিতে চারিদিক ঘনো হয়ে আসতে পারতো। মানুষ তখন দিকবিদিক ছুটাছুটি করতো আর বিস্ময় প্রকাশ করে বলতো 'কি হচ্ছে চারিদিকে'?

আল্লাহ বলছে -
‘জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব (নিঝুম) রাতে তাদের কাছে আসবে না,
যখন তারা (গভীর) ঘুমে (বিভোর হয়ে) থাকবে!’
____________(সুরা : আরাফ, আয়াত : ৯৭)

মহান আল্লাহ আরো বলেন, “বলে দাও, ‘আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম।’ (সুরা আনআম : ৬৫)

‘যখন তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম’ এ আয়াতটি নাজিল হলো,
তখন রাসুল (সা.) বললেন, ‘হে আল্লাহ!
আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’ (বুখারি)।

আহ্ মানুষ!
যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর আশ্রয় প্রার্থণা করছে সেখানে আমরা তো ধুলিকণা।
আমাদের পরিস্থিতি কি হবে ভেবে দেখেছেন?
আমরা মেতে আছি শুধু ক্ষমতার মোহে।
মানুষের ক্ষমতা কতটুকু?
পারবে কি এই ভূমিকম্প ঠেকাতে?

ভাবতে গেলেও দম বন্ধ হয়ে আসে-
মানুষ অনিবার্য কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে,
যা এক মহাপ্রলয়ঙ্করী ভূমিকম্প। কঠিন আজাবের সেই দিন থেকে আমাদের রক্ষা করো গো আল্লাহ। আমিন।

কুয়াকাটা ট্যুর।।
07/09/2023

কুয়াকাটা ট্যুর।।

শুধু পেছনে লাগা বা আমার সর্বনাশ কামনা করা লোকের দীর্ঘ লাইনের ভিড়ে,আমাকে ভালোবাসা ও মায়া করার মানুষের সারিটাও ছোট না।যাদ...
26/08/2023

শুধু পেছনে লাগা বা আমার সর্বনাশ কামনা করা লোকের দীর্ঘ লাইনের ভিড়ে,

আমাকে ভালোবাসা ও মায়া করার মানুষের সারিটাও ছোট না।

যাদের ভালোবাসায় এখনও আমি মনুষত্ববোধটা নিয়ে ঠাঁয় দাড়িয়ে আছি।

যেদিন থেকে আমি জানতে পেরেছি,আমার জন্য বরাদ্ধ রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত...
22/08/2023

যেদিন থেকে আমি জানতে পেরেছি,
আমার জন্য বরাদ্ধ রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,
সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবি না। কারও ভালো দেখে আমি কাতর হই না।
জীবনে যা যা পাইনি, তার কোনটাই আমার রিজিকে ছিলো না।
বিশ্বাস করেছি এবং সে জন্য আফসোস হয়নি আর কোন দিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই।
আমার বা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবেনা,
এই ক্ষমতা আল্লাহ তায়ালা কাউকে দেননি।

"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে হয় না।"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
পরিবারের সুখ-শান্তি, পেশা জীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, টাকা-পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

এই নাস্তিক কুলাঙ্গার কে  🔴 Report Page  লিংক https://www.facebook.com/AsadNoor.V?mibextid=ZbWKwL⭐ আল্লাহকে ⭐যারা ভালোবাস...
10/08/2023

এই নাস্তিক কুলাঙ্গার কে 🔴 Report Page
লিংক https://www.facebook.com/AsadNoor.V?mibextid=ZbWKwL

⭐ আল্লাহকে ⭐যারা ভালোবাসেন তারা একে 👉🏻 🔴 রিপোর্ট করেন( Report page )
নিচে যেভাবে লাল তীর চিহ্নিত পর পর ওভাবে গিয়ে Done করুন। শেয়ার করে ছাড়িয়ে দিন।এবং কমেন্ট বক্সে YES লিখুন ধন্যবাদ ।

সময়ের মূল্য দিন১ বছরের কী দাম, তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায় ফেল করেছে!১ মাসের কী দাম, তাকে জিজ্ঞেস করুন,  যে গত মাসের...
22/07/2023

সময়ের মূল্য দিন

১ বছরের কী দাম, তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায় ফেল করেছে!

১ মাসের কী দাম, তাকে জিজ্ঞেস করুন, যে গত মাসের বেতন পায়নি!

১ সপ্তাহের কী দাম, তাকে জিজ্ঞেস করুন, যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল!

১ দিনের কী দাম, তাকে জিজ্ঞেস করুন, যে সারা দিন ক্ষুধার্ত ছিল!

১ ঘন্টার কী দাম, তাকে জিজ্ঞেস করুন, যে কারো জন্য অপেক্ষা করছে!

১ মিনিটের কী দাম, তাকে জিজ্ঞেস করুন, যে ১ মিনিটের জন্য ট্রেনটি পায়নি!

১ সেকেন্ডের কী দাম, তাকে জিজ্ঞেস করুন, যে ১ সেকেন্ডের জন্য দূর্ঘটনায় বেঁচে গেছে!

তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করুন।

আপনি সঠিক গন্তব্যের উদ্দেশ্যে পথচলা শুরু করলে,যতই বাঁধা আসুক আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন ইনশা-আল্লাহ।আজ...
21/07/2023

আপনি সঠিক গন্তব্যের উদ্দেশ্যে পথচলা শুরু করলে,
যতই বাঁধা আসুক আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন ইনশা-আল্লাহ।

আজ শুক্রবার পবিত্র জুমআর দিন,,
বাপ বেটার দোকানদারি।।

আপনি যদি ব্যর্থতাকে ভয় পান, আপনি তাহলে সফল হওয়ার যোগ্য নন।
16/07/2023

আপনি যদি ব্যর্থতাকে ভয় পান,
আপনি তাহলে সফল হওয়ার যোগ্য নন।

পৃথিবীতে কোন কিছুই success নয়এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি................যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের suc...
23/01/2023

পৃথিবীতে কোন কিছুই success নয়
এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি................
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,
:
ভুল ভাঙল,
:
এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা
success,
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা
success,
ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা
ধরে রাখাই success,
:
এখানেই শেষ নয়,
:
এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো
ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটাই success,
:
পরে বুঝলাম না ইউনিভার্সিটি শেষে চাকরী পাওয়াটা
success,
এরপর বুঝলাম না, নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা
success,
সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই
আসল success,
:
আবার ভুল ভাঙল,
:
এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,
:
বছর ঘুরলো,
দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে
তাকে বড় করাটাই success,
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success,
মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই
success,
:
এরপর এলো রিটায়ারমেন্ট,
সারা জীবনের জমানো টাকার সঠিক utilization-ই
success...
:
এরপর যখন সবাই মিলে কবরে শুইয়ে দিলো,
তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয়
,
:
পুরোটাই competition, যার মুলে আকাশ ছোঁয়া
আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয় না। দিনশেষে
সত্যিকারের success হলো সে যে আল্লাহর
ইবাদতে জীবনটা কাটাতে পারলো।

(সংগৃহীত)

23/12/2022

অসাধারণ সুন্দর।।

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Saheb nrl. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share