BR Yusuf bayzid

BR Yusuf bayzid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BR Yusuf bayzid, Digital creator, Manda bijoypur, Naogaon.

02/04/2024

মাঝে মাঝে ধৈর্য্যে কুলায় না! আল্লাহর উপর রাগ করে বসতে ইচ্ছে করে! কিন্তু পরক্ষণেই কুরআনের একটি আয়াতের কথা মনে হয়! আল্লাহ বলেছেন,

শ্রীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে।'❤️

01/04/2024

হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো- আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না, যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কী?
তিনি বললেন, রাসুল ﷺ বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে।
আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে।
তিনি আরও বললেন, রাসুল ﷺ বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ।
হে আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দিও
------------------------------( আমিন)🤲
(তিরমিজি শরিফ, হাদিস নং-২৩০৮)

31/03/2024

শোন মেয়ে,
ঈদে কোন কারণেই মন খারাপ করে থাকবা না।মেহেদী দিবা, সুন্দর জামা পড়বা, আনন্দ করবা,পছন্দের খাবার খাবা।
হতে পারে এটাই তোমার বাবার বাড়িতে শেষ ঈদ। তারপর চাইলেও এত জমিদারি করে ঈদ করতে পারবানা হু।শ্বশুরবাড়ি গিয়ে রান্না করতে করতে কুল পাবা না।বুঝছো?

27/03/2024

স্ত্রী তার স্বামীর ফোন চেক করে এবং কয়েকটি সন্দেহজনক নাম খুঁজে পায়।😑👀
- আমার জীবন 🐸
- আমার পাগলী 👀
- আমার স্বপ্নের রাণী ☺️
সে রাগান্বিত হয়ে পড়ে এবং প্রথম নাম্বারটিতে ফোন করে। দেখে এটা তার শাশুড়ী অর্থাৎ তার স্বামীর মা।☺️👀
তারপর সে দ্বিতীয় নাম্বারটি কল করে। স্বামীর ছোট বোন জবাব দিল। 🐸👀
যখন সে তৃতীয় নামটিতে কল করে, দেখে তার নিজের ফোনটিতে রিং হচ্ছে তখন !!!!☺️🤦‍♂️

তিনি তার নির্দোষ স্বামীকে সন্দেহ করে আসছেন বলে খুব কষ্ট পেলেন। 😓😥🐸চোখ গড়িয়ে জল পড়া পর্যন্ত থামলেন না, প্রিয় স্বামীর স্বপ্নের রাণী, ড্রিম গার্ল। 🤣
তারপর সিদ্ধান্ত নিলেন বেচারা স্বামীর প্রতি এমন আচরণের হিসেবে তিনি তার এ মাসের বেতনের পুরো টাকাটা স্বামীর হাতে তুলে দেবেন।🐸🤣🤣🤣🤦‍♂️

স্বামী টাকাটা গ্রহণ করলেন এবং তার গার্লফ্রেন্ডকে একটি দামী উপহারও কিনে দিলেন, 🐸🤦‍♂️🤣🤣
যার নাম ফোনে সেভ করা ছিল-- "গফুর ভাই রাজমিস্ত্রি"।🤣🤦‍♂️🤣🤣

🤣🤣🤣🤦‍♂️🤦‍♂️🐸🤣🤣🤣🤣🤣🤣🤣

যারা গঁল্প পড়ঁতে ভালোঁবাসেন আঁইডি টা ফলো কঁরুন--- ☺️🥀

27/03/2024

ইয়া আল্লাহ! আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন!🌸

আমিন!'🖤

27/03/2024

চাচাতো জায়ের বাপের বাড়ি থেকে ইফতার আসছে। শাশুরী মা আমাকে দেখায় , বলে দেখো ৩ বছর বিয়ে হইছে এখনো প্রতিবছর কতশত ইফতার পাঠায়। ঈদের পোশাক পাঠায় । তোমার তো নতুন বিয়ে হইছে তোমার বাবা মা কি করতেছে। কোন খবর আছে?
বলছি আম্মা আমার বাবা মা দিতে চাইছিল। আমিই বলছি এসব দিবা না। আমার শশুর শাশুড়ী খুব ভদ্রমানুষ। তাদের মানসম্মান আছে। এরা ছেলের শশুর বাড়ি থেকে ইফতার খাওয়ার লোভ নাই। এসব খায় অভ*দ্র ছোট*লোকেরা। আমার শশুর শাশুড়ী বিশাল মনের এরা উল্টা তোমাদের দিবে।
ঠিক বলছি না আম্মা? শ্বশুর পাশেই বসা ছিল। একজন আরেকজনের দিকে তাকায় 🙂

27/03/2024

❝স্ত্রী হলো সঙ্গিনী। সঙ্গিনী বেকুব হলেও সমস্যা। চালাক হলেও সমস্যা। শাখের করাত দু’দিকেই কাটে।❞
—হুমায়ূন আহমেদ (জোছনা ও জননীর গল্প)

23/03/2024

রাসূল ﷺ কে একবার আবু জাহেল বলেছিল, ‘মুহাম্মদ তুমি বড়ই কুৎ'সিত।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন, ‘আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

হযরত আবু বকর (রা.) বললেন, ‘রাসূল ﷺ , আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো - এর অর্থ কি?’

রাসূল ﷺ বললেন ‘মানুষ যখন কিছু দেখে, তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়!’ অর্থ্যাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে! যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়!
সুবহানআল্লাহ!❤️
© সংগৃহীত

20/03/2024

একটি সত্য ঘটনা......
ফিলিস্তিনের সেই মেধাবী বালক
ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক বালক এসে আমাকে বলল-
- স্যার আমি কি আপনার গাড়ির গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
- হ্যা। পারো!
সে অত্যন্ত সুন্দর করে গাড়ির সামনের গ্লাস পরিস্কার করে দিলো। আমি তার হাতে ২০ডলার গুজে দিলাম। ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল-
- আপনি কি আমেরিকায় থাকেন?
- হ্যা। কেন?
- আমি কি এই ২০ ডলারের পরিবর্তে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?
আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম। আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম-
- তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেনো?
- বুঝিনি স্যার!
- তুমি তো একজন মেধাবী ছাত্র! এ কাজ করছো কেনো?
- আমার দু বছর বয়সেই আমার আব্বু মারা যান। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার। কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।
- চলো আগে আমরা একসাথে ডিনার করি।
- একটি শর্তে কবুল করতে পারি!
- কী শর্ত?
- বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিস্কার করে দেব।
আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম। খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বললে তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।
বিদায় বেলায় সিদ্ধান্ত হলে, সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব। এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যাবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।
তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই। এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দিই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাদতে পর্যন্ত ভুলে যায়

20/03/2024

মেয়ে মানুষের তেজ থাকতে হয়, জেদ থাকতে হয়, আর আত্ম-সম্মানবোধটা প্রখর হতে হয়। ♥️

19/03/2024

পিছনে কথা বলার জন্য কিছু লোক রাখছি, বিশ্বাস করেন এক টাকাও দি না তবুও কামলার মতো খাটে!

19/03/2024

সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, 'হ্যালো'।

আমি বললাম, 'আব্বাকে দেন'।

আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, 'আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা...'

আব্বা অবাক গলায় বললেন, 'কী হইছে আব্বা?'

আমি বললাম, 'আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা, আব্বা, ও আব্বা... আব্বা'।

আব্বা এবার রীতিমত চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, 'কী হইছে আব্বা? কিছু হইছে?'

আমি আবারও বললাম, 'ও আব্বা, আব্বা, আব্বা, আব্বা, আব্বা... ও আব্বা।'

আব্বা বললেন, 'আব্বা, কী হইছে, কী হইছে?'

আমি ফিক করে হেসে দিয়ে বললাম, 'কিছু হয় নাই। এমনিই। অনেকদিন ধরে আপনারে ফোন দেই না। কতদিন আব্বা আব্বা বলে ডাকি না। মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাই গেছে, পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে, সেইরকম। গলা শুকাই গেছে, কেমন খা খা লাগতেছিল বুকের মধ্যে। এইজন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা...।

আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন, 'তুই তোর আব্বারে কী বলছস?'

আমি বললাম, 'কেন? কী হইছে?'

আম্মা বললেন, 'কী হইছে মানে? সেইটা তুইই জানস। সে ফোন রাখনের পর থেইকা কানতেছে আর কানতেছে। নামাজে দাঁড়াইয়া মোনাজাত ধইরাও হাউমাউ কইরা কানতেছে। কি কইছস তোর আব্বারে...?'

কী বলেছি আমি?

আমি হঠাৎ চুপ করে যাই। একদম চুপ। আম্মার প্রশ্নের কোন জবাব দেই না। বসে থাকি। নিঃশব্দ। আম্মা জিজ্ঞেস করতেই থাকেন। আমার চোখ ক্রমশই ঝাপসা হতে থাকে। গাল ভিজে যেতে থাকে। বাইরে সুবহে সাদিকের আলো ফুটছে। সেই আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকল, আব্বা কাঁদুক। কাঁদুক তার পুত্রও। জগতে এই কান্নার খুব দরকার। খুব।

এই অস্থির সময়ে অজস্র কষ্ট, বেদনা, শংকা, হাহাকার, ঘৃণা, মৃত্যু, জিঘাংসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতির তীব্র কান্না, এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্না খুব দরকার।

খুব দরকার।

রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানী সগীর

18/03/2024

শীত বিদায় নিতে চাইছে না। গ্রীষ্ম জোর করে এন্ট্রি নিতে চাইছে। বসন্ত অ প মানিত হয়ে এক কোণে পড়ে আছে। বর্ষা রোজ সন্ধ্যায় একবার করে থ্রেট দিয়ে যাচ্ছে। এটা কি ওয়েদার না যাত্রাপালা?

13/03/2024

সেহেরি তে সবার আগে উঠে সব কাজ করে সবাইকে ডেকে খাইয়ে সবার পরে ঘুমানো মানুষটাকে আল্লাহ তুমি হাজার বছর হায়াত দিও!'

07/03/2024

দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারেকাছের বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা হয়ে যায়। মুখস্থ হয়ে যায়, কোথায় কি আছে।
দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায় এবং অনুভব করা যায়, জুতা জোড়াটা অন্য কারো!

কিন্তু বহুবছর ধরে মার্বেল আকৃতির দুইটা চোখের দিকে তাকাবার পরও মানুষ চেনা যায় না।

মানুষ চেনা অসম্ভব; একেবারেই অসম্ভব, অসম্ভব রকম অসম্ভব।

14/02/2024

আজ বিশ্ব কুত্তা কুত্তী দিবস!
যারা এ দিবস পালন করে তারা কখনো মুসলমান হতে পারে না।

14/02/2024

মাইয়া মাইনসের যেদিন মন ভালো থাকে সেদিনই তার "বসন্ত"। ❤️

Address

Manda Bijoypur
Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when BR Yusuf bayzid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Naogaon

Show All