Shanto's vlog

Shanto's vlog Life is really short. I try to make people laugh to live happily.

14/01/2025

তিনিই প্রকৃত সুখি,

যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না।

14/01/2025

জীবন এমন এক শক্তি যা আপনাকে

পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।

14/01/2025

আপনি যত ভালোবাসবেন,

তত কষ্ট পাবেন।

14/01/2025

জানেন তো,

নিজের দুঃখ সময়ে অন্যের সাথে কাটানোর চাইতে নিজের সাথে কাটানোই ভালো। হয়তো সময় লাগবে কিন্তু একটা সময় পরে দেখবেন কেমন স্বস্তি লাগছে..!

14/01/2025

সবাই যে যার মতন চলে যায়।

আমি কেবল ঠাঁয় দাঁড়িয়ে,একা বিষন্নতায়..!

07/01/2025

বাঙালির প্রায় সব পরিবারেই

একজন জায়গা জমি মেরে দেওয়া আত্মীয় আছে..!!

07/01/2025

I am not what happened to me😶
I am what i want to be...☺️

07/01/2025

হাঁটতে চাই না কারো আনন্দময় শহরে নিখোঁজ হয়ে

থাকতে চাই নিজের একাকিত্বের শহরে.. ❤️🌼

07/01/2025

বয়স যত বাড়বে, তত মানুষ চিনবে,

যত মানুষ চিনবে, তত আপন মানুষ কমবে..!!

06/01/2025

পাশাপাশি তিনজন হাঁটার সময়ে দুইজন আলাদা করে কানে কানে ফিসফিস করে কথা বলে আর তৃতীয়জন বেখেয়ালে হেঁটে যায়,

বেশিরভাগ সম্পর্কে আমিই সেই তৃতীয়জন।💔

06/01/2025

সম্ভবত কোনো সকালের

আয়নায় নির্ঘুম রাতের চোখ আমি..?

06/01/2025

আমি যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি,

না পাই তার কাছে থাকার অধিকার, না মেলে দূরে যাবার অনুমতি।🖤

01/01/2025

ভালো বই পড়া মানে গত শতাব্দীর

সেরা মানুষদের সাথে কথা বলা ।

01/01/2025

পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলো ফুল "❤️🥀🤍

Address

Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanto's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category