Nazmul Sadika Vlogs

Nazmul Sadika Vlogs “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
(2)

সামনে রমজান মাস..
15/01/2024

সামনে রমজান মাস..

13/01/2024

আমার মন মজাইয়া রে। Amar Mon Mojaiya Re

15/10/2023

চমৎকার ভাবে নিজেকে হিল করুন।

14/10/2023

আজকের যাদুর বাক্সের ভিতরে কি ছিল।

#যাদুর বাক্স
box

13/10/2023

হাঁসের গোসত খায়তে ভালোই লাগে কিন্তু এটি রেডি করাই ঝামেলা।

12/10/2023

বৃষ্টির কারনে বাহিরে যাওয়া হলো না তাই আজকে কি খায়লাম।

Never become so thirsty that you drink from any cup that's presented to you.Be selective, be smart, be wise.
12/10/2023

Never become so thirsty that you drink from any cup that's presented to you.
Be selective, be smart, be wise.

11/10/2023

ঝকঝকা ট্রেন চলে ট্রেনের বাড়ি কয়।

08/10/2023

আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। Amar Ghoreo Jala Baireo Jala. New Baul Song

07/10/2023

Bio-Xin Cosmeceuticals এর Grand Opening অনুষ্ঠানে গিয়ে স্বপ্নের নায়িকা বিদ্যাসীনা মীমের সাথে দেখা।

&sadia

06/10/2023

ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি। Bangla Baul Song

05/10/2023

জন্মদিন উপলক্ষে বর কে কি রকম সারপ্রাইজ দিলাম। Birthday Special Vlog

Thank you very much my beloved Life partner for giving me a Wonderful serprise on my Birthday!!❤️❤️🌹🌹
04/10/2023

Thank you very much my beloved Life partner for giving me a Wonderful serprise on my Birthday!!❤️❤️🌹🌹

04/10/2023

সুন্দরবন আর রাতারগুলের ফিলিংস নিতে চলে আসলাম ভদ্রাবতী নদীতে।






"সুখ কখনও সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে"
03/10/2023

"সুখ কখনও সম্পত্তি বা অর্থের
উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে"

03/10/2023

Tuhe Mare Sob Hay.Sobha Hay.Tuhe Din hay Mera.Hindi Song




04/07/2021

প্রত্যেক সমস্যাই সাময়িক!
আজকে না হয় কালকে শেষ হয়ে যাবে; শুধু প্রয়োজন মহান আল্লাহ'র উপর বিশ্বাস রেখে, ধৈর্য্য ধারণ করা!

28/11/2020
 #কাবা_শরিফের_প্রধান_ইমামড. সুদাইসির আবেগঘন টুইট:শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি, মসজিদে হারাম ও মসজিদে নববির প্রধান ইমাম।দ...
18/04/2020

#কাবা_শরিফের_প্রধান_ইমাম
ড. সুদাইসির আবেগঘন টুইট:

শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি, মসজিদে হারাম ও মসজিদে নববির প্রধান ইমাম।
দিন দিন কাবা শরিফ ও মসজিদে নববি মুসল্লিহীন হয়ে যাওয়ায় আগেবপ্রবণ হয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার আবেগমাখা প্রার্থনা সবার হৃদয়কে নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগ টুইটারে তিনি উল্লেখ করেন-
– হে আল্লাহ! আপনার ঘর থেকে আমাদের বিচ্ছিন্ন করবেন না।
– হে আল্লাহ! আমাদের পাপের কারণে পবিত্র মসজিদের নামাজের জামাআত থেকে বঞ্চিত করবেন না।
– হে আল্লাহ! আপনার কাছে আমাদের আবার ফিরিয়ে নিন।
– হে আল্লাহ! আমাদের তাওবা কবুল করুন।
– হে আল্লাহ! আমাদের এবং মুসলিম উম্মাহকে সব ধরণের মহামারি ও দূরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন।
কাবা শরিফের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইসির আবেগঘন এ আহ্বানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এভাবেই ওঠে এসেছে। আল্লাহর কাছে তিনি আরও আহ্বান করেন-
– হে আল্লাহ! মুসিবত দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। চারদিক অন্ধকার হয়ে আসছে। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নেই হে আল্লাহ!, তুমি ছাড়া আর কে আছে? হে আল্লাহ! যার কাছে আমরা সাহায্য চাইবো।
– হে আল্লাহ! আমাদের এ অবস্থার উপর দয়া করুন। আমাদের অক্ষমতাগুলো দূর করে আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ! তুমিই আমাদের অভিভাবক।
শায়খ সুদাইসি আবেগঘন সেরা যে আবেদনে মুসলিম হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে তাহলো-
হে আল্লাহ! এই বিপদ মহামারির কারণে তোমার ঘরে যেতে না পারার ব্যাথা আর সইতে পারছি না। হে মহান শক্তিমান, দয়া করে এই মহামারি দূর করে দাও।
এদিকে কাবা শরিফের আজান পরিবর্তন সম্পর্কে টুইটে তিনি আরও লেখেন, আজ থেকে আমরা মুয়াজ্জিনকে এ শব্দ বলতে শুনবো যে, সাল্লু ফি রিহালিকুম। অর্থাৎ নিজ নিজ জায়গায় নামাজ পড়ে নাও।
আরেক টুইটে তিনি লেখেন-
তুমি থাকতে কার কাছে অভিযোগ করব আল্লাহ! তুমি ছাড়া আর কাছে হাত পাতবো হে আল্লাহ! তুমিই তো একমাত্র মাবুদ। তোমাকে ছেড়ে আমরা কার এবাদত করব? তোমার উপরই আমাদের সব আশা-ভরসা। হে আল্লাহ! আমাদের সেসব লোকদের অন্তর্ভুক্ত কর, যারা নেয়ামত পেলে শোকর আদায় করে। বিপদে সবর করে। গোনাহ হয়ে গেলে তওবা করে।
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের এ বিপদ মুহূর্তে তিনি বেশি বেশি এ দোয়া পড়তে গুরুত্বারোপ করেন। আর তাহলো-
لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِالله
উচ্চারণ : লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
অর্থ : আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো ভরসা নেই, যিনি মহান ও সর্বশক্তিমান।
এ দোয়া সম্পর্কে তিনি টুইটে লেখেন-
লা হাওলা পড়ার মাধ্যমে কত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহর প্রশান্তি, দয়া ও মদদ পাওয়া যায় তা যদি মানুষ জানতো তবে এ দোয়া এমনভাবে পড়তো যে, মুহূর্তের জন্য বিরাম নিতো না। বরং চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম পড়তো।
করোনা থেকে মুক্তিতে তিনি আল্লাহর কাছে এভাবে আবেদন করেন-
হে আল্লাহ! তোমার কাছেই আমানত রাখছি এই পবিত্র নগরি হারাম শরীফ ও তার বাসিন্দাদের। নারী পুরুষ যুবক-বৃদ্ধ-শিশু, ঘর-বাড়ি, আকাশ-মাটি সবকিছুই তোমার কাছে আমানত রাখলাম। দয়া করে তুমি এগুলোকে মহামারি থেকে হেফাজত কর। তোমার মহান কুদরতে তুমি করোনাভাইরাস দূর করে দাও।
পরিশেষে সবার জন্য সাহস যোগাতে আশ্বস্থ করে লেখেন-
বিপদ যত বড় হোক, তা চিরদিনের নয়। বরং বিপদ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। আল্লাহর ইচ্ছায়, আমাদের মুক্তি অতি কাছেই। সুতরাং হতাশ হবেন না। অধৈর্য হবেন না। অস্থিরতা প্রকাশ করবেন না। আল্লাহকে স্মরণ করতে থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহর সিদ্ধান্তের উপর নিজের সবকিছু সমার্পণ করুন। অন্যকেও আল্লাহর ওপর ভরসা করতে নিশ্চিন্ত করুন।

Address

Badalgachhi
Naogaon
6570

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Sadika Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Sadika Vlogs:

Videos

Share

Category


Other Video Creators in Naogaon

Show All