Freelancer Mousomi Khatun

Freelancer Mousomi Khatun I Provide do Facebook Marketing, Google, Twitter , YouTube ad manager and more Than .
(1)

With – I just got recognised as one of their top fans! 🎉
13/05/2024

With – I just got recognised as one of their top fans! 🎉

29/04/2024

আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো কমেন্ট

26/04/2024

মোবাইল দিয়ে পেইজে ব্যানার লঘু যে ভাবে আপলোড দিবেন

26/04/2024

মোবাইল দিয়ে off-line image SEO

25/04/2024

মোবাইল দিয়ে এক মিনিট Off Page Logo SEO

23/04/2024

মোবাইল দিয়ে নতুন নিয়মে Canva.com থেকে ফেসবুক Logo তৈরি

゚viralシ

23/04/2024

মোবাইল দিয়ে নতুন নিয়মে Canva.com থেকে ফেসবুক ব্যানার তৈরি

23/04/2024

২০২৪ সালে নতুন নিয়মে মোবাইল থেকে খুব সহজে ফেসবুক পেইজ তৈরি করতে পারেন।
#নতুননিয়মেফেসবুকপেইজতৈরি
゚ ゚viralシ

23/04/2024

page /Profile Ads on Reels চালু করার জন্য আবেদন করতে পারবেন।
আমি যে নোট দিয়েছি শুধু পেইজে জায়গায় সবাই প্রোফাইল লিখে দিলে হবে।

Facebook Team,
I regularly upload reel videos on page, and all are my own original videos. But the problem is that the ads on reel setup option is not yet added to my page.

And please solve this problem as soon as possible.

thank you

Page Link:

29/03/2024

গুরুত্বপূর্ণ কিছু Vocabulary:
,, # # # # # # # # # # #,,,
01.Perfidy (পারফিডী)➖প্রতারণা
(Deceitful)
02.Nefarious (নিফ্যারিয়াস)➖শয়তান
(Evil)
03.Reparation (রেপারেইশন)➖ক্ষতিপূরণ
(Compensation )
04.Manifest (ম্যানিফেস্ট)➖স্পষ্ট,
(Obvious,visible)
05.Philanthropy (ফিলানথ্রপি)➖মানবপ্রেম
(Love of mankind)
06.Acquisitive ➖অর্জনপ্রয়াসী ,অধিকারলিপ্সু
07. Obdurate (অবডিউরেট)➖একগুয়ে
(Stubborn)
08.Rustic ( রাস্টিক )➖গ্রাম্য, অসভ্য, আদিম( Rural, primitive)
09.Paucity (পাওসিটি)➖সল্পতা, অভাব
(Scarcity)
10.Fecund (ফেকান্ড)➖উর্বর (Fertile)
*************************************
(Collected and edited)
ইংরেজিতে দুর্বল হলে এখন থেকেই প্রথমে জিরো থেকে level 1 + level 2 একসাথে করতে হবে ,তারপর IELTS এভাবে এক এক করে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।

28/03/2024

২১ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!
1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)
21. হলুদ ইংরেজি - TURMERIC (ঠামারিক)
২১ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!

***********************************
[Collected and edited]
ইংরেজিতে দুর্বল হলে এখন থেকেই প্রথমে জিরো থেকে level 1 + level 2 একসাথে করতে হবে ,তারপর IELTS এভাবে এক এক করে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।

25/03/2024

৫০ টি English proverb:
*****************
1) কাকের মাংস কাকে খায় না
No raven will not pluck another’s eye.
2) কাটা ঘায়ে নুনের ছিটা
To add insult to injury./ To add fuel to fire.
3) কান টানলে মাথা আসে
Give the one, the other will follow.
4) কানা ছেলের নাম পদ্ম লোচন
Appearances are deceptive.
5) কিল খেয়ে কিল চুরি করা
To pocket an insult.
6) কুকুরের পেটে ঘি সহ্য হয়না
Habit is the second nature.
7) কেচো খুরতে সাপ
From the frying pan to the fire.
8 ) কোথাকার জল কোথায় গড়ায়
Let us wait to see the conclusion.
9) খাল কেটে কুমির আনা
To bring on calamity by one’s own imprudence.
10) অসারের গর্জন তর্জন সার/খালি কলস বাজে বেশি
Empty vessels sound much.
11) খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়।
Hunger is the best sauce.
12) গাছে তুলে মই কেড়ে নেওয়া
To leave one in the lurch.
13) গামে মানে না আপনি মোড়ল
A fool to others to himself a sage.
14) ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায়
A burnt child dreads the fire.
15) ঘরের শত্রু বিভীষন
Fifth columnist.
16) ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া
To make a fruitless effort.
17) ঘোড়া দেখে খোড়া খোড়া হওয়া
To be unwilling to work when there is somebody to help.
18) ঘোমটার ভেতর খেমটার নাচ
Coquetry under the guise of modesty.
19) চাদেও কলঙ্ক আছে
There is no unmixed goods.
20) চাচা আপন জান বাচা
Every man is for himself.
21) চেনা বামুনের পৈতা লাগে না
Good value for ready money.
22) চকচক করলেই সোনা হয় না
All the glitters is not gold.
23) চোরে চোরে মাসতুতো ভাই
All thieves are cousins.
24) ছেড়ে দে মা কেদে বাচি
Don’t nag me, and leave me in peace.
25) ছেলের হাতের মোয়া
Child’s play thing.
26) জহুরীরাই জহর চেনে
Diamond cut diamond.
27) জোর যার মুল্লুক তার
Might is right.
28) গরু মেরে জুতা দান
To rob Peter, to pay paul.
29) ঝিকে মেরে বৌকে শেখান
To whip the cat of the mistress who doesn’t spin.
30) ঝোপ বুঝে কোপ মারা
Make hay while the sun shines.
31) টাকায় কি না হয়
Money makes everything.
32) ঠেলার নাম বাবাজি
Nothing likes force.
33) তেল মাথায় তেল দেওয়া
To carry coal to new castle.
34) দশের লাঠি একের বোঝা
Many a little makes a mickle.
35) দুধ কলা দিয়ে কালসাপ পোষা
To cherish a serpent in one’s bosom.
36) দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভাল
Better an empty house than a bad tenant.
37) দেখতে নারী তার চলন বাকা
Faults are thick while loves is thin.
38) ধান বানতে শীবের গীত
A rigmarole
39) ধরমের কল বাতাসে নড়ে
Virtue proclaims itself.
40) ধরি মাছ না ছুয়ে পানি
To make sure of something without risking anything.
41) নুন আন পানতা ফুরায় HM
After meal comes mustard.
42) নানা মুনির নানা মত
Many men, many minds.
43) নাকে তেল ঘুমান
To be careless about what happens.
44) নিজের বলই শ্রেষ্ঠ বল
Self-help is the best help.
45) পাকা ধানে মই দেওয়া
To do a great injury.
46) পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়
A mad man and an animal have no difference.
47) পাপের ধন প্রায়শিত্তে যায়
Ill got, ill spent.
48) পুরনো চাল ভাতে বাড়ে
All that is old is not bad.
49) পেটে খেলে পিঠে সয়
Pain is forgotten where gain follows.
50) পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়
Harm watch, warm catch.
**
[Collected and edited]

24/03/2024

✪ By the grace of Allah - আল্লাহর অনুগ্রহে
✪ By hook or by crook – যেভাবেই হোক।
✪ hush money – ঘুষ
✪ Bad blood - মনোমালিন্য
✪ Bosom friend - অন্তরঙ্গ বন্ধু
✪ chip of the old block – বাপকা বেটা
✪ crocodile tears – মায়া কান্না
✪ In time – ঠিক সময়ে
✪ c**k and bull story – গাজাঁখুরী গল্প
✪ have a bad time – দুঃসময়ে পড়া
✪ In a hurry – তাড়াহুড়ার মধ্যে
✪ dead of night – মধ্য রাত্রি
✪ By and large - মোটামুটি।
✪ By heart – মুখস্ত করা।
✪ By turns – পর্যায়ক্রমে।
✪ By mistake – ভুলক্রমে
✪ By the bye– বিদায়ের মাধ্যমে
✪ By fair means or foul – যে-কোন উপায়ে।
✪ By leaps and bounds – অতি দ্রুতগতিতে।
✪ By dint of – প্রভাবে।
✪ By rote – না বুঝে মুখস্ত করা।
✪ By far – অনেকাংশে।
✪ By contrast – তুলনায়।
✪ By all means – সর্বোতোভাবে।
✪ By stage – ধাপে ধাপে।
✪ By no means – কোনক্রমেই না।
✪ By fits and starts – অনিয়মিত।
✪ By this time – এতক্ষণে।
✪ By the by – কথা প্রসঙ্গে।
✪ A bed Of Roses - সুখ-স্বাচ্ছন্দপূর্ণ জীবন
✪ A bed of thorns - কন্টকময় জীবন
✪ A black sheep - কুলাঙ্গার
✪ A piece of cake - খুবই সহজ
✪ A rainy day - দুর্দিন
✪ ABC - প্রাথমিক জ্ঞান
✪ Above all - সর্বোপরি
✪ After all - সবকিছু সত্ত্বেও
✪ All of a sudden - হঠাৎ
------------------------------
[Collected and edited)

23/03/2024

দৈনন্দিন জীবনে কথাবার্তায় এগুলো খুবই জরুরি:
✪ কারো সাথে পরিচিত হলে- Hello, nice to meet you.
✪ উৎসাহ দিতে - Good job/Well done – (সাবাশ!)
✪ কারো কথা বুঝতে পারলে - I see/ I understand/ I got it
✪ কারো কথা বুঝতে না পারলে - Pardon please.
✪ গভীরভাবে দু:খ প্রকাশ - I'm extremely sorry, I regret – আমি অনুতপ্ত।
✪ অভিনন্দন জানাতে- Best wishes - (শুভ কামনা)
✪ ধন্যবাদ জানাতে - I am grateful to you – (আমি তোমার প্রতি কৃতজ্ঞ।)
✪ কেউ কুশল জিজ্ঞাসা করলে – I'm extremely well (আমি বেশ ভাল আছি)
✪ কারো দৃষ্টি আকর্ষণ করা- Excuse me – শুনুন, Hey, got it? – এই, বুঝতে পেরেছো?
May I have your attention please- আপনি যদি একটু এদিকে নজর দেন।
✪ কাউকে অপেক্ষা করতে বললে - Just a moment/Hang on a moment- (একটু অপেক্ষা করুন)
✪ মতামত প্রকাশ করতে-
In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে,
As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ বিদায় জানাতে- See you later- (পরে দেখা হবে)
✪ কারো নাম জানতে - Can I have your name? - (আমি কি তোমার নাম জানতে পারি?)
✪ প্রস্তাব দেওয়া- Would you like something to drink? - আপনি কি কিছু পান করবেন?
✪ হতাশা প্রকাশ করা - What a pity - কি দুঃখজনক।
✪ সাহায্য চাওয়া - Could you give me a hand? - তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?
✪ কারো খোঁজ/খবর নেওয়া - What’s up/ How is everything?- কি ব্যপার?, What’s going on – কেমন চলছে?
✪ বিরক্তি প্রকাশ করা- How disgusting/How absurd! (কি বিরক্তিকর/হাস্বকর)
(Collected and edited)

21/03/2024

গণিতের জন্য এই ইংরেজি word গুলো ছাড়া সম্ভবই নয়:
Integer – পূর্ণসংখ্যা
Fraction – ভগ্নাংশ
Ratio – অনুপাত
Decimal – দশমিক
Division – ভাগ
Velocity – বেগ
Multiplication – গুনক
Multiple – গুনক
Factor – উৎপাদক
Odd – বিজোড়
Even – জোড়
Product – গুনফল
Quotient – ভাগফল
Remainder – ভাগশেষ
ANGLES
Angle- কোন
Acute angle – সুক্ষকোন
Corresponding angle – অনুরুপ কোন
Alternate angle – একান্তর কোন
Complementary angle – পূরক কোন
Right angle – সমকোণ
Obtuse angle – স্থুল কোন
QUADRILATERALS
Trapezoid – ট্রাপিজিয়াম
Rectangle – আয়তক্ষেত্র
Rhombus – রম্বস
Parallelogram – সামান্তরিক
Square – বর্গক্ষেত্র
TRIANGLES
Triangle –ত্রিভুজ
Perpendicular – লম্ব
Isosceles triangle – সমদ্বিবাহু ত্রিভুজ
Equilateral triangle – সমবাহু ত্রিভুজ
Right triangle – সমকোণী ত্রিভুজ
Scalene triangle – বিষমবাহু ত্রিভুজ
Hypotenuse – অতিভুজ
OTHERS GEOMETRIC TERMS:
Area – ক্ষেত্রফল
Perimeter – পরিসীমা
Regular cube – সুসম ঘন
Volume – আয়তন
Cube – -ঘন
Radius – ব্যসার্ধ
Circumference – পরিধি
Tangent – স্পর্শক
Semi-circle – অর্ধবৃত্ত
Diameter – -ব্যাস
Altitude – উচ্চতা
Surface area – উপরিতলের ক্ষেত্রফল
Diagonal – কর্ণ
Polygon – বহুভুজ
==============
copyright

20/03/2024

Some important Spelling ( মনে রাখার কৌশল )
এইগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে।
১। Lieutenant ( লেফটেনেন্ট ) - সামরিক কর্মী।
Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিপড়া।
২। Psychological ( সাইকোলজিক্যাল ) - মনস্তাত্ত্বিক।
Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
৩। Assassination ( এ্যাসএ্যাসিনেশন )- গুপ্তহত্যা।
Ass ass i nation - গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
৪। Questionnaire- প্রশ্নমালা।
Question nai re - কোশ্চেন নাই রে।
৫। Assessment - কর নির্ধারণ।
Ass e ss men t- গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
৬। Hallucination- অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
Hall u ci nation- হলে তুমি! ছি জাতি।
৭। Diarrhoea- উদারাময়।
Dia rr hoea - ডায়াল করো ডাবল rr হয়ে যাবে।
৮। Bureaucracy- আমলাতন্ত্র।
Burea u cracy- বুড়িয়া তুমি cracy.
৯। Restaurant- রেস্টুরেন্ট।
Rest a u r ant - বিশ্রাম এ তুমি আর পিপড়া।
১০। Parallel- সমান্তরাল।
Par all e l -পার করো সকলকে ই।
১১। Illegitimate- অবৈধ।
Illeg i tim ate - অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
১২। Miscellaneous- বিবিধ।(কঠিন বানান)
Mis cell an e o us- মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে।
(cell-ক্ষুদ্র কক্ষ)
-------
ইংরেজিতে দুর্বল হলে এখন থেকেই level 1 ও level 2 একসাথে করতে হবে

20/03/2024

১০ টি ইংরেজি সঠিক উচ্চারণ যা আমরা প্রায় সময় ভুল করি।
************************
১ । ভুল উচ্চারণ: Biscuit -বিস্কুট
সঠিক উচ্চারণ: বিস্কিট
২ । ভুল উচ্চারণ: Ticket -টিকেট
সঠিক উচ্চারণ: টিকিট
৩ । ভুল উচ্চারণ: Example -এগজাম্পল
সঠিক উচ্চারণ: ইগজাম্পল
৪ । ভুল উচ্চারণ: They -দে
সঠিক উচ্চারণ: দেই
৫ । ভুল উচ্চারণ: Information -ইনফরমেশন
সঠিক উচ্চারণ: ইনফরমেইশন
৬ । ভুল উচ্চারণ: Nature-নেচার
সঠিক উচ্চারণ: নেইচার
৭ । ভুল উচ্চারণ: patient-পেশেন্ট
সঠিক উচ্চারণ: পেইশেন্ট
৮ । ভুল উচ্চারণ: May- মে
সঠিক উচ্চারণ: মেই
৯ । ভুল উচ্চারণ: Baby - বেবি
সঠিক উচ্চারণ: বেইবি
১০ । ভুল উচ্চারণ: Said--সেইড
সঠিক উচ্চারণ: সেড

20/03/2024

64 টি Vocabulary নিন্মে দেওয়া হলোঃ
1. required = অপরিহায্র্য, অবশ্যক, প্রয়োজন, প্রয়োজনীয়
2. stipulations = ভিভিন্ন/শর্তাবলী
3. approach = অভিগমন, অভিগমন করা, এগন, কাছান, ঘেঁষা, নিকটস্থ হত্তয়া, সদৃশ হত্তয়া, সমকক্ষ হত্তয়া, সমীপবর্তী হত্তয়া
4. pledges = অঙ্গীকার
5. adverse = প্রতিকূল
6. drastically = মারাত্মকভাবে,আয়তন বহুলাংশে
7. merely = নিছক
8. damage = ক্ষতি, ক্ষতি করা, খারাপ করা, শয়তানি করা
9. sympathetic = সহানুভূতিশীল
10. coalitions = সম্মেলন, জোট
11. era = যুগ
12. collectively = সমবেতভাবে
13. convention = সম্মেলন
14. decade = দশক
15. enhance = বাড়ান,বৃদ্ধি করা
16. reminded = স্মরণ করিয়ে
17. threshold = প্রান্তিক
18. attend = মনোযোগ দেত্তয়া,পরিচর্যা করা
19. performance = কর্মক্ষমতা
20. implementation = বাস্তবায়ন
21. failed = ব্যর্থ
22. empowered = ক্ষমতায়
23. wildfires = দাবানল
24. mechanism = কলকব্জা, কলের গঠন, যন্ত্রনিম্র্মাণ, সর্ববিধ যন্ত্র
25. compromise = আপস
26. signatories = স্বাক্ষরকারীদের
27. consensus = সর্বসম্মতি (Unanimousness)
28. inevitably = অনিবার্যভাবে, অবশ্যম্ভাবীরূপে
29. beyond = তার পরেও
30. recognise = চেনা
31. implement = বাস্তবায়ন
32. basis = ভিত্তি
33. mean = নীচ
34. rethink = পুনরায় চিন্তা করা
35. emissions = নির্গমন
36. potential = সম্ভাব্য
37. unleashed = উন্মোচিত
38. adaptation = অভিযোজন
39. instead = পরিবর্তে
40. progress = অগ্রসর ও সমৃদ্ধ্ব হওয়া( advance)
41. withdrew = প্রত্যাহার,অপসরণ হত্তয়া
42. tackle = অস্ত্রশস্ত্র-,সাজসরঁজাম
43. stark = সম্পূর্ণভাবে,ডাহা
44. leads = বিশালাকার,পরিচালনা
45. decades = কয়েক দশক ধরে
46. launch = আরম্ভ, আরম্ভ করান, আরম্ভ হত্তয়া, চালু করা, ছোড়া, জলে নামান, জলে ভাসান, ঝাঁপাইয়া পড়া, দাগা, ধাবিত করা, নিজেকে নিক্ষিপ্ত করা, প্রবৃত্ত করান, প্রেরণ করা, বেগে ছুটিয়া যাত্তয়া, সবেগে নিক্ষেপ করা
47. humanitarian = মানবিক
48. race = জাতি
49. urgency = জরুরি, চাড়া
50. ever = চিরকাল
51. effective = কার্যকর, কার্যোপযোগী, ঘটাইতে সক্ষম, চালু, ফলপ্রদ, ফলপ্রসূ, বলবৎ, বহাল, বাস্তবিক, শক্তিমান্, সক্রিয়, সার্থক
52. resilience = স্থিতিস্থাপকতা
53. situation = অবস্থা, অবস্থানস্থল, চাকরি, চাকরী, জায়গা

20/03/2024

20 টি Common English Words :
1. Off and on → মাঝে মাঝে।
2. Frequently → বারবার।
3. Intermittently → থেমে থেমে।
4. Come what may → যাই ঘটুক না কেন।
5. Nothing serious → মারাত্মক কিছুই না।
6. Sooner or later → দু'দিন আগে অথবা দু'দিন পর
7. What. a luck → কি ভাগ্য!
8. That sounds good → ওহ বেশ ভালো।
9. What a disaster! → কী সর্বনাশ।
10. The fact is → ব্যাপারটি হচ্ছে।
11. That would be nice → সেটা দারুন হবে।
12. Wow! Nice → ওয়াও! দারুন।
13. Wait a little bit → একটু অপেক্ষা করুণ।
14. No wonder → অবাক হওয়ার কিছুই নেই।
15. Nothing else than → তাছাড়া কিছুই না।
16. Somewhere else → অনয কোথাও।
17. So excited → খুবই উত্তেজিত।
18. I highly appreciate thay → আমি খুবই কৃতজ্ঞ যে।
19. It's all a hoax! → সব ধোঁকাবাজি আর কি!
20. By the way → ও ভালো কথা।
--------------

20/03/2024

Spelling শেখার সহজ পদ্ধতি:

# Step-1 ঃ যে সকল শব্দের প্রথম অক্ষর উচ্চারিত হয় না।
Example: Tsunami, Pneumonia, Psychology, Mnemonic, Pseudonym.

# Step-2 ঃ যে সকল শব্দের শেষে Nation যুক্ত হয়।
Example: Assassination, Fascination, Indignation, Condonation, Explanation.

# Step-3 ঃ যে সকল শব্দে (i) বেশি ভুল হয়।
Example: Tuition, Receipt, Ceiling, Parliament, Recipient.

# Step-4 ঃ যে সকল শব্দে (E) বেশি ভুল হয়।
Example: Messenger, Jewellery, Kerosene, Personnel, Dysentery.

# Step-5 ঃ কয়েকটি রোগের নাম একেবারে শিখে ফেলুন।
Example: Malaria, Cholera, Asthma, Diarrhoea, Diabetes, Jaundice, Eczema, Diphtheria, Elephantiasis, Rheumatism.
Collected..
IELTS, Spoken, Writing, Freelancing

20/03/2024

Some important Spelling ( মনে রাখার কৌশল )
এইগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে।
১। Lieutenant ( লেফটেনেন্ট ) - সামরিক কর্মী।
Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিপড়া।
২। Psychological ( সাইকোলজিক্যাল ) - মনস্তাত্ত্বিক।
Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
৩। Assassination ( এ্যাসএ্যাসিনেশন )- গুপ্তহত্যা।
Ass ass i nation - গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
৪। Questionnaire- প্রশ্নমালা।
Question nai re - কোশ্চেন নাই রে।
৫। Assessment - কর নির্ধারণ।
Ass e ss men t- গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
৬। Hallucination- অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
Hall u ci nation- হলে তুমি! ছি জাতি।
৭। Diarrhoea- উদারাময়।
Dia rr hoea - ডায়াল করো ডাবল rr হয়ে যাবে।
৮। Bureaucracy- আমলাতন্ত্র।
Burea u cracy- বুড়িয়া তুমি cracy.
৯। Restaurant- রেস্টুরেন্ট।
Rest a u r ant - বিশ্রাম এ তুমি আর পিপড়া।
১০। Parallel- সমান্তরাল।
Par all e l -পার করো সকলকে ই।
১১। Illegitimate- অবৈধ।
Illeg i tim ate - অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
১২। Miscellaneous- বিবিধ।(কঠিন বানান)
Mis cell an e o us- মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে।
(cell-ক্ষুদ্র কক্ষ)
----------------------

20/03/2024

ইংরেজিতে বাংলাদেশের ১৫টি জাতীয় প্রতীক
National Fish (জাতীয় মাছ): Hilsha [ইলিশ]
National Bird (জাতীয় পাখি) : Magpie [দোয়েল]
National Fruit (জাতীয় ফল) : Jack-fruit [কাঠাল]
National Flower (জাতীয় ফুল) : Water-lily [শাপলা]
National Dress (জাতীয় পোশাক): sari/lungi [শাড়ি/লুঙ্গী]
National Tree (জাতীয় গাছ) : mango tree [আম গাছ]
National Mosque (জাতীয় মসজিদ) : baitul mukarram [বাইতুল মোকার্রম]
National Animal (জাতীয় পশু) : Royal Bengal Tiger [রয়েল বেঙ্গল টাইগার]
National Temple (জাতীয় মন্দির) : dhakesshowari temple [ঢাকেশ্বরী মন্দির]
National Drink (জাতীয় পানীয়) : [tea চা]
National Poet (জাতীয় কবি) : kazi nazrul islam [কাজী নজরুল ইসলাম]
National Sport (জাতীয় খেলা) : kabadi/ hadudu [কাবাডি/হাডুডু]
National Fort (জাতীয় দুর্গ) : lalbagh fort [লালবাগ কেল্লা]
National Anthem (জাতীয় সঙ্গীত): amar shonar bangle [আমার সোনার বাংলা]
National Musical instruments (জাতীয় বাদ্যযন্ত্র) : dotara [দোতারা]
-----------------------------------
[Collected and edited]

20/03/2024

চলুন ৫০ টি ভোকাবুলারি শিখি : বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই ভোকাবুলারিগুলো এসেছে -
1.Exigency জরুরি অবস্থা
2.Serenity শান্ত
3.Indictment অভিযোগ
4.Manifest সুস্পষ্ট
5.Aver দৃঢ় কন্ঠে স্বীকার করা
6.Supine অলস
7. Murky ঝাপসা
8.Rapport বন্ধন বা চুক্তি
9. Impulse আবেগ
10.Elucidate স্পষ্ট করা
11.Myopic ক্ষীনদৃষ্টি
12. Solicit অনুরোধ করা
13.Relent নরম হওয়া
14.Ardent অত্যন্ত আগ্রহী
15. Wrath রাগ
16.Meager স্নল্প
17. Docile ভদ্র
18. Dearth অভাব
19. Appall আতন্কিত করা
20. Kudos সম্মান
21.Desiccate খন্ড খন্ড অংশে ভাগ করা/শুকান
22.Inoculate ক্ষতিকর নয় এমন/টিকা দেওয়া
23. Congenial বন্ধুভাবাপন্ন
24. Commotion গোলমাল
২৫. Craven ভীতু
26.Strident জোরালো
27. Obdurate একগুঁয়ে
28.Hegemony আধিপত্য
29.Fiasco বড় ধরনের ব্যর্থতা
30. Triumph বিজয়
31.Misconstrue ভুল বোঝা
32.Effemincy মেয়েলী স্বভাব
33.Celibacy সতীত্ব
34.Zenith চুড়া
35. Reimburse অর্থ ফেরত দেওয়া
36. Abolish বাতিল করা
37.Verdict কোনো রায় দেওয়া
38.Protract দীর্ঘায়িত করা
39. Melancholy দুংখ
40.Skepticism সন্দেহ বাদিতা
41.Sublime অত্যন্ত সৌন্দর্য মন্ডিত
42.Genesis আরম্ভ
43.Frown তিরস্কার করা
45. Naive বিশ্বাস প্রবন
46. Lanient দয়ামায়া প্রবন
47. Meticulous খুতখুতে
48. Vacillate স্হির না থাকা
49. Monotonous একঘেয়ে
50. Fertile উর্বর
------------------------------
[Collected and edited]
ইংরেজিতে দুর্বল হলে এখন থেকেই level 1 ও level 2 একসাথে করতে হবে . তারপর
এভাবে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।

20/03/2024

Level 01

If=যদি, ...হলে
Although=যদিও ,সত্বেও
Though=যদিও,সত্বেও
Both=উভয়ে,সাথে
Because=কারন,হেতু,যেহেতু
Moreover=তাছাড়া,অধিকন্তু
In order to=উদ্দেশ্যে,জন্যে
Even if=এমনটি যদিও,এমন যদিও হয়
Frist of all=প্রথমত
Rather=বরং,চেয়ে,ঢেড়
So that= যাতে ,যেন, উদ্দেশ্যে
As if=যেন ,যেন মনে হয়
All though=যাতে ,যেন মনে হয়
While=যখন ,যে সময় যদিও ,সত্বেও
Such as=তেমনই
Last of all=সর্বশেষ
As if= যেন ,যেন মনে হয়
However=যাইহোক
Incidentally=ঘটনাক্রমে
Then=তারপর ,তখন
Than= চেয়ে ,থেকে
For a while= একটু ক্ষনের জন্য ,আপাতত
Suddenly=হঠাৎ , আচমকা
Unless=যদিও না, ... না হলে
Above all=সর্বপরি
Usually=সাধারনত , প্রথাগত
As well as=সাথে ,এবং,ও,আরো
For example=ঊদাহরনস্বরূপ
Yet=তথাপি ,তবুও
Secondly=দ্বীতিয়ত
Most= প্রায় , বেশির ভাগ
Now= এখন
Actually= প্রকৃতপক্ষে
But also= এমনি , এটিও , তিনিও
Not only...but also=শুধু এটিই নয়..ওটিও
Where as= পক্ষান্তরে ,যেখানে
After that=তারপর
Instead of= পরিবর্তে ,বদলে
Again=পুনরায় , আবার
In addition=অধিকন্তু , মোটের উপর
Thus= এইভাবে
Unfortunately=দূর্ভাগ্যবশত
Infact= পকৃত পক্ষে ,মূলত
Likewise=মত , তদ্রমন
In this connection=এই ক্ষেত্রে ,এই বষয়ে
Furthermore=আরো
Once=একদা , অনেক আগের কথা
Gradually= ধিরে ধিরে
Since=কারন, যেহেতু , যে সময়ে
Sometimes=মাঝে মাঝে
Above all=সর্বপরি
Yet=তথাপি, তবুও
As a result=ফলে ,ফলশ্রুতিতে
On the other hand=পক্ষান্তরে, অপরপক্ষে
In that=কারন
Or=নচেৎ ,তা না হলে, নতুবা,অথবা
Still=তথপি ,তারপরও
Either=দুয়ের যে কোন একটি
Nevertheless=তথাপি ,তবুও ,তারপরও
For=জন্য ,তুলনায় ,সুতরাং,সত্বেও
So= অতএব , অতটা , ও
As= কারন, যেহেতু, যে সময়ে, যিনি
Who= কে, যে, কেকে, যেযে, যিনি
And= এবং ,ও, আর
But= কিন্তু, তথাপি, যিনি---না, ছাড়া
Which= যেটি , যা
Similarly= অনুরূপভাবে, একইভাবে
Therefore=অতএব , সুতরাং
Firstly= প্রথমত, প্রধানত
Finally= সর্বষেশ , শেষে
Beside= পাশাপাশি , অধিকন্ত
That= যে ,যা, কারন, যাতে, ফলে
Even---এমনকি , ... এমন হয়
At first=প্রথমত, সর্বপ্রথম
-----------------------------------
[Collected and edited]

ইংরেজিতে দুর্বল হলে এখন থেকেই level 1 ও level 2 একসাথে করতে হবে .

Every body follow me❤️❤️
08/03/2024

Every body follow me❤️❤️

Address

Rajshahi Naogaon Rajshahi
Naogan
1212

Telephone

+8801950548598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Mousomi Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Mousomi Khatun:

Videos

Share


Other Social Media Agencies in Naogan

Show All